অসম্ভব ভালো লাগলো । কৌশিক বাবু একজন অত্যন্ত গুণি অভিনেতা ও পরিচালক । এখনো অবধি এই পরিবেশনার এটা শ্রেষ্ঠ ইন্টারভিও ॥
@alokpramanik76342 жыл бұрын
এখনো পর্যন্ত দেখা ও শোনার মধ্যে এই আলোচনাটি শ্রেষ্ঠ।
@tapasnag10462 жыл бұрын
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী( K.G.3842)র সাক্ষাৎকার শুনে খুব ভালো লাগল।
@anjanshome31422 жыл бұрын
কিছু বলার মত শাব্দিক ক্ষমতা নেই ,শুধূ এতো টাই বলবো যে আজ কয়েক বার এই শো টা দেখবো , অল্প অল্প করে, শেয়ার করবো, সাথে সাথে একটা নিবেদন ও রইল যে কৌশিকদার সঙ্গে , লাইম লাইট এর একটা শো শুধু সিনেমার ব্যপারে চর্চা হলে দর্শক রা আরো সমৃদ্ধ হবে বিশেষ করে আমরা প্রবাসী বাঙালিরা , সোজা কথা খিদে মিটে নী।
@ritambhattacharya20852 жыл бұрын
এই interview টি পশ্চিম বঙ্গর তথা ভারতীয় চলচিত্র জগতের অন্যতম শ্রেষ্ঠ interview গর্ব হয় ভাবতে যে আমার এই সোনার বাংলায় গৌতম ভ্টাচর্য এবং কৌশিক গাঙ্গুলি র মত অসাধারণ সন্তান রাও আছেন এবং আমাদের গর্বিত করছেন।
@arghyakargupta2 жыл бұрын
Onnotomo srestho interview ?? Seriously ???
@suchoritabhattacharya22982 жыл бұрын
কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন ও বিজয়া সবচেয়ে প্রিয় আমার। নগরকীর্তনও খুব সুন্দর। আমার অন্যতম প্রিয় পরিচালক উনি।।❤️❤️
@biswajitsamsung95832 жыл бұрын
বিসর্জন ফিল্মটা আমার হেভি লাগে, খুব সুন্দর অভিনয় মহাশয় কৌশিক গাঙ্গুলীর , গানও খুব সুন্দর দারুন দারুন দারুন।।
@suchoritabhattacharya22982 жыл бұрын
@@biswajitsamsung9583 বিজয়াও না দেখা হলে দেখে নিন...
@biswajitsamsung95832 жыл бұрын
Ha mam
@amitsarkar66512 жыл бұрын
Nagarkirtan serar Sera cinema masterpiece
@sudiptokarati41482 жыл бұрын
আমার ও নগরকীর্তন, আর দৃষ্টি কোন দারুন লেগেছিল,
@rintubanerjee7271 Жыл бұрын
ভীষণ প্রিয় পরিচালক 🙏🙏❤
@ritabiswas20502 жыл бұрын
কৌশিক বাবুকে আমি অসম্ভব পছন্দ করি বিশেষ করে ওনার অভিনয় ...একবার ওনার সঙ্গে আমার দেখাও হয়েছিল কিন্তু ভীষণ সংকোচে দূর থেকে দেখে চলে গেছি ....উনি ভালো থাকুন
@KiyansvideoDiary2 жыл бұрын
বাংলার একমাত্র চলচ্চিত্র ব্যক্তিত্ব যার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দুটোই অটুট থাকবে।
@nilotpaldeb19882 жыл бұрын
The most talented artist in Tollywood industry. Big fan.
@arko5182 жыл бұрын
ঋত্বিক চক্রবর্তী স্যারই সেরা, ওনাকে নওয়াজ,মনোজ,পঙ্কজ স্যারদের সাথে একসাথে জমিয়ে অভিনয় করতে দেখতে চাই।
@rupomsreelkolkata2 жыл бұрын
❤️❤️ভালো
@sandipde1232 жыл бұрын
খুব সুন্দর ও উপভোগ্য ❤️❤️❤️ প্রকৃত শিক্ষিত পরিচালক 🔥🔥🔥
@threeidiots3332 жыл бұрын
মানুষটির অভিনয়ের ফ্যান ❤️ সঙ্গে সঙ্গে উনার কথা বলার ধরন। বিসর্জন, বিজয়া কি অসাধারণ ছবি
@tanusrimukherjee73522 жыл бұрын
কৌশিক গাঙ্গুলি এমন এক ব্যক্তিত্ব,যিনি আমাদের দেশের গৌরব। ওনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা , শ্রদ্ধা ও ভালোবাসা
@feelforfood2 жыл бұрын
Gautamda, fatafati . Apnar hosting er jonnei ei prog tar ami niyomito dorshok o srota
@sanjusitar2 жыл бұрын
অসাধারন অনুষ্ঠান। একাগ্র চিত্তে শুনলাম । আরো বেশি করে কৌশিক গাঙ্গুলির ভক্ত হলাম। এক টাই প্রশ্ন কৌশিক ganguli কে jamon tar social media te tar boktobber jonno as a director pachondo kori na, tamon ekjon chief minister judge hai na tar mishuke স্বভাবের জন্য, যিনি সরকারি মঞ্চকে রাজনীতির কাজে লাগান, যিনি ওই রাস্তার ধারে বসা চাকরিপ্রার্থীদের জিজ্ঞাসা করেন না, তাদের বাড়ির অবস্থার কথা, তিনি তো আর যাই হোক সুস্থ মানসিক অবস্থার মানুষ নন।
@shikhadas18582 жыл бұрын
He is a great director & a intelligent person 👏
@madhuchhandachatterjee41202 жыл бұрын
We expected some more discussions about Kaushik G's films. The interview became a mix of his political leanings, about his contemporary directors ,his mental state during covid etc,but no analysis of his own films and what went into their making.Expected something more from the talented film maker.
@sarbazeet2 жыл бұрын
Eta news channel er interview, star jalsar interview te oi alochona hobe
@madhuchhandachatterjee41202 жыл бұрын
I agree, kintu kono topic for eg,Kaushik G r political ideas etc kichui discussed holo na.News channel e film personality niye eley r ki discussed hobay ?
@subhadeepkarmakar24222 жыл бұрын
Right mam....
@gourangamukherjee53162 жыл бұрын
কৌশিক গাঙ্গুলীর ব্যক্তিত্বের বর্ণচ্ছটায় উদ্ভাসিত একটি অসামান্য সাক্ষাৎকার সাক্ষাৎ করলাম।
@gautamsamanta74242 жыл бұрын
Finest bengali flim director.
@mithunmojumder48652 жыл бұрын
ঋত্বিক আমারও দূর্বলতার জায়গা।কৌশিক স্যার আমার প্রিয় একজন মানুষ 😌
@rajajana98422 жыл бұрын
Bhai,.....Shankar Mudi.....Superlatives er Flood.🙏🙏🙏🤗🤗🤗👍👍👍
Actually Koushik Ganguly is totally different and humble person and very politely straight forward ❤❤😌😌my best director and actor ❤❤❤❤
@rupalisengupta78102 жыл бұрын
কৌশিক গঙ্গোপাধ্যায় আমার খুব প্রিয় একটা মানুষ।
@senddev2 жыл бұрын
I think Bengal is still alive because of think tank like Kaushik Ganguly. I think people all age should see just only to learn how should someone speak or interact with people. Wonderful interview 🙏
@ThePowerfulMonk2 жыл бұрын
কৌশিক দা এতো ভালো মনের মানুষ যে না ভালোবেসে যাই কই। লাভ ইউ স্যার।
@debasishchoudhuri19212 жыл бұрын
অসাধারণ ইন্টারভিউ গৌতমদা....
@Nexty65582 жыл бұрын
অপূর্ব লাগলো
@rendezvous03092 жыл бұрын
Amar mone hoy Ray r pore Rituparno ekmatro director who kept bengali cinemas flag flying high. However Kaushik Ganguly candour is appreciated.
@sanatsamanta91112 жыл бұрын
উনি দক্ষিণপ্রন্থী রাজনীতি তে কি ভাবে মোহগ্ৰস্ত হয়েছিলেন সেটাই বিস্ময়কর!
@timitghosh90322 жыл бұрын
One of the most finest director of Tollywood industry who has kept tollywood in a greater heights
@subhradeepghosh88062 жыл бұрын
Kaushik Sir.. ektu govt k criticise korun. dekhben, next din theke r keo khoj khobor rakhchen na. khoj khobor rakhar intension is quite limited
If I would have been the new Comer in this planet who knows Bengali,I would definitely be friendly with Gautam Bhattacharya first, so authentic.
@simadas44302 жыл бұрын
Osadharon ekjon manush... Ekadharey..porichalok..ovineta... khub valo binoyee ....vodrolok...onek suvechha..roilo...🌹🌹🌹🌹🌹
@madhabchatterjee93592 жыл бұрын
অসাধারণ সঞ্চালনা। অনবদ্য।
@SabyasachiPaul5552 жыл бұрын
Conversation straight from the heart..
@dp_naturelover2 жыл бұрын
আমার প্রিয় পরিচালক, অভিনেতা।
@priyadarshimukherjee95712 жыл бұрын
একজন সত্যিকারের শিক্ষিত মানুষ।
@sharmilamazumdar19812 жыл бұрын
কৌশিক গাঙ্গুলি একজন গুনি পরিচালক ও অভিনেতা এবং ওনার কাজ আমার খুব ভাল লাগে। ওনার শারীরিক সুস্থতা কামনা করি।
@vaskarmajumder97752 жыл бұрын
আমি কৌশিক গাঙ্গুলির অভিনয় ও সিনেমার ভক্ত। কিন্তু তাও বলি, কিছু মানুষকে উপরে উঠতে গেলে কত নীচে নামতে হয়।
@TheGypsyWorld2 жыл бұрын
VERY TRUE.
@nirupamabanerjee79022 жыл бұрын
আমার প্রিয় পরিচালক।
@Satyaki00592 жыл бұрын
Anirban holo star and writtik holo ovineta ❤️
@tamalpaul64572 жыл бұрын
সংগ্রহে রাখার মত সব ইন্টারভিউ... এর ঐতিহাসিক মূল্যও অপরিসীম
@samareshsena2 жыл бұрын
One of the best director and actor and my favourite ❤️
@rajajana98422 жыл бұрын
Etar 2nd Part lagbe. Arrange korun please.
@santanughosh38792 жыл бұрын
Add diye diye programe ta nosto korben na plz
@swarnadipchatterjee2 жыл бұрын
অনবদ্য। এরকম আলোচনা আরো উঠে আসুক যেখানে আমরা অভিনেতা, ছবি আঁকিয়ে, লেখক, গায়কদের শুনতে পাব।Facebook-এ mindless scrolling এর চেয়ে এ ঢের ভালো। তবে সব আলোচনারই শুধু রাজনৈতিক প্রেক্ষিত থাকলে একসময় একঘেয়ে হয়ে যায়। শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব বা অন্য পেশার লোকেদেরও কাজটা আলোচনার কেন্দ্রে না এলে - এত ভালো অনুষ্ঠানটি পরবর্তীতে বুদ্ধির চমক হারাতে পারে। ভেবে দেখবেন
@goutamhaldar44612 жыл бұрын
Khub sundor
@mukulkarmakarwb1532 жыл бұрын
ভালো আলোচনা হয়েছে
@gouravdebnath14362 жыл бұрын
এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বরা যখন এমন ইন্টারভিউ দেন তখন অনেকগুলো না বলা কথা একজন দর্শক হিসেবে আন্দাজ করতে পারি। সেই কথাগুলো বর্তমান সমাজের প্রকৃত নিরীক্ষণ করে। আর সিনেমার কথাই যদি বলতে হয় তবে বলব আমার মতে ইনিই বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ভালো পরিচালক। শ্রীজিতের সিনেমায় একটা গ্র্যান্ডিওর থাকে, অনেকসময় তার আতিশয্যে ওভারহোয়েলমড লাগে, মনে হয় আর নেওয়া যাচ্ছে না। কিন্তু এনার সিনেমার ক্ষেত্রে সেটা কম হয়। সিনেমা বলার ভঙ্গিটাও এনার খুব নম্র, নিরপক্ষে, সরল এবং সাবলীল যা সিনেমায় একটা ভারসাম্য দেয় এবং দর্শক মূল বিষয়বস্তু অনুধাবন করতে পারেন। সেখানে ক্যামেরার কারিকুরি কম থাকে, সংলাপের বিশালতা কম, সর্বোপরি গল্প বলার ধরনে পেট্রোনাইজিং টোনটা কম থাকে যা সাধারণত বড় বড় চিত্রপরিচালকের সিনেমায় প্রায়শই দেখা যায়।
@tiyashsszxchakraborty84332 жыл бұрын
আমার প্রিয় পরিচালক
@kaminiadhikary62162 жыл бұрын
Kaushik Daa Aapurboo Baktabya!!👌👌👌
@ratulbasu2340 Жыл бұрын
গৌতমবাবু আপনি এবার সৌরভ থেকে একটু বেরিয়ে আসার চেষ্টা করুন, সব প্রসঙ্গে সৌরভ নাম টাকে কি ছুঁয়ে যেতেই হবে? বিয়ার গ্রিলস কে ইন্টারভিউ নিলেও বোধ হয় আপনি সৌরভ এর নাম টা কে টেনে আনবেন ই
@KM140032 жыл бұрын
কৌশিকবাবুর অভিনয় আশ্চর্য করে l উনার ছবি গুলোও খুব ভালো লাগে l উনি মিঠুন চক্রবর্তীর সঙ্গে অন্তত একটা কাজ করুন অনুরোধ করছি l
@bihag99022 жыл бұрын
Nice interview...
@nanditadatta94632 жыл бұрын
Khub valo interview
@soumendumondal92 жыл бұрын
অসাধারণ অসাধারণ💖💖💖💖💖
@prof.sayanbanerjee71932 жыл бұрын
he proves the dictum that Creativity = Sensitivity
@DebjaniSen20142 жыл бұрын
Dilip ghorer interview er 2nd part tar ki holo
@suparnasingha35342 жыл бұрын
Otyonto pochonder ekjon guni manush ❤️
@musicalmadhu26432 жыл бұрын
My favourite director.
@tamoghnaroy65102 жыл бұрын
উনি অনবদ্য... কিন্তু সরকার পক্ষের চাটুকারিতা করেন বর্তমানে.... ভীষণ খারাপ লাগা তৈরী হয়... উনি ভীষণ প্রিয়... কিন্তু এটা ঠিক নয়...
@ronitsingha69442 жыл бұрын
Best Wishes for Lokkhi Chele
@nilaykumarbhattacharya45932 жыл бұрын
খুব খুব খুব সুন্দর। মর্মস্পর্শী।
@sajalkantisarkar61342 жыл бұрын
এবারে মীর কে নিয়ে আসুন
@iambikramjiT2 жыл бұрын
Eta best talk time... ❤️
@abhijit_mandal57002 жыл бұрын
🙏🙏🙏🙏
@rjentertainment34532 жыл бұрын
#Dhumketu cinemar release niye kichu jiggasa korle bhalo hoto... Karon film ta #Kaushik babur e direction 💖 ekhono wait kore achi film tar jonno
@arpandas98372 жыл бұрын
Kousik babur direction valo Tabe onar avinoy aro valo lage,,,,,,
@SumanBiswas-mq3il2 жыл бұрын
Darun manus ❤️
@subhajitdas42302 жыл бұрын
Zee 24 ghonta ke bolchi benu da ke Akbar lime light e niye ashun
@biswajitpodder1472 жыл бұрын
Apnara charitra thik korun ami download kore pore dekhte giye dekhi 2 ghanta pore available na abr korte hbe noito online dekhte hbe ..dekhai chere debo emon cholle
@papaibiswas63242 жыл бұрын
অরুনাভ ঘোষ কে দেখতে চাই
@soumyadipmaity75562 жыл бұрын
গৌতমবাবুর জন্য খেলার ইন্টারভিউই ঠিক আছে। এসব উনার দ্বারা জাস্ট হয়না।
@sanjibdassiliguri2 жыл бұрын
Best storyteller
@tapasbasu37432 жыл бұрын
Koushik Ganguly ja bollen,seta tar bichare otyonto sot boktobyo. Ke tar songe sahamot hoben ba ke hoben na,setao tader byktigoto ba samastigoto abhimat. Somogro onusthanti khub monograhi.
@cinemaebong11512 жыл бұрын
সুপারস্টার জিৎ বাংলা "Commercial" ছবির একমাত্র ধারক এবং বাহক। ❤️🙌 সবাই যখন 50 লাখের বড় পর্দার সিরিয়াল বানাতে ব্যস্ত তখন একমাত্র জিত'ই বড় বড় ছবি করে বাংলা বাণিজ্যিক ছবিকে ধরে রেখেছে এবং হলে দর্শক ফেরাচ্ছে। We're so proud of u #JEET da... 💐
@samyakdas87972 жыл бұрын
দেব কে কটাক্ষ করে লাভ নেই
@oldschool47142 жыл бұрын
Darun.bhison guni manus.
@iel-instituteofenglishlear55152 жыл бұрын
কৌশিক দার কাছ থেকে নম্রতা শেখার চেষ্টা করি। কঠিন কথাকে কি সহজ করে বলেন!
@asanjanchanda53102 жыл бұрын
Ekdin nachi daa(Nachiketa Chakrabarty) ke ei onusthane dekhte chai!!!
@sarbajitghosh5244 Жыл бұрын
Dekhun Freud kotota thik. Ami kintu Kaushik da ke insult korar jonyo bolchi na. Kaushik dar nijer agrojo dadar sathe somporker complexity tar ekta psychological compensation Sourav Snehasish er byaparta. Eta phantasyr levele ghote . Freud nam diyechilo Family Romance.
@shakibulislambadsha65372 жыл бұрын
We love Muhammad (sw)
@anibandyopadhyay3572 жыл бұрын
We love nupur sharma
@nilkanta10022 жыл бұрын
Bt very few like me love INDIA
@mihirghosh75422 жыл бұрын
Ekhane muhammad as6e ki kore?
@ramijahamed72332 жыл бұрын
Bhai , sob khetre dhormo ke ana ta kub e bhul. Evabei provoking bapare ta ashe.
@dipachakraborty52282 жыл бұрын
This is not a show to express your religious agenda
@ajanarkhonje93052 жыл бұрын
Khub valo ekjon manush
@arindambhattacharyya55072 жыл бұрын
K.G এর সিনেমা দেখতে সবসময় ই অসাধারণ লাগে, সে জ্যেষ্ঠপুত্র হোক কি শব্দ, লক্ষীছেলে হোক কি ছোটদের ছবি, বাণিজ্যিক সাফল্য দেখে ছবির বিচার বাঙালি দর্শক রা করেন না, কিন্তু উনি TMC এর মিটিং এ গিয়ে বক্তব্য পেশ করেন, অথচ এতবড় দুর্নীতি নিয়ে শুধু মর্মান্তিক বলেন, রাজনীতি নাকি পেশা, আর সিনেমা কি? বুদ্ধবাবু ভালো তো বলে সম্বোধন করেন বলে মমতা দেবি শিল্পীদের বেশি গুরুত্ব দেন মনে করেন । প্রসেনজিত বাবুর মুখ দিয়ে কমিউনিস্ট আর সিপিএম যে এক নন সেটা বোঝাতে চেষ্টা করেন, রাজনীতি না বুঝলে না ভাল লাগলে সেই মঞ্চে গেলেন কেন? সবচেয়ে ভালো লাগল হাসির গুরুত্ব ওনার চোখে কি বোঝানোর চেষ্টা করা । ৮ বছরের শিক্ষক জীবন সেই জন্য একদিন ও অবস্থান রত শিক্ষক দের পাশে দাঁড়াতে পারেন নি, সেটা কি সরকারের সুনজরে থাকার জন্য? অসাধারণ পরিচালক ও অভিনেতা কে অভিনন্দন ।
@Sdey852 жыл бұрын
For Gautam Bhattacharjee cow meat is bread and butter????? Why the cow meat reference
Sobar interview 47mins, ata 37min.. kichu ki kata hoeche? Seser dik ta boddo tarahuro lagchilo.
@amitmittra952 жыл бұрын
Non political talkshow/interviews getting less views .. 🤔
@sayantanmitra5062 жыл бұрын
Goutam Bhattacharya should practise speaking in Bengali. He should realize that getting his sentences interspersed with 'so' while speaking in Bengali proves lack of adaptability and ability. 'So' has many Bengali synonyms.