ভাইয়া ১০ আর এম ক্যাবল দিয়ে কি দুটি ১০ পারসুন লিফট চালানো যাবে
@hdmamunkhan86564 жыл бұрын
খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন ধন্যবাদ।
@mdsanawarhossain26522 жыл бұрын
আসালামু আলাইকুম। ভাই লিফটের A to z যন্ত্রাংশ এবং যন্ত্রাংশের কাজ সহ ভিডিও দিলে হয় তো অনেকেই উপক্রিত হবে।আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। আমিন
@kuelectric2 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
@smamamun5022 Жыл бұрын
ধন্যবাদ ভাই
@JahidHasan-kl5le3 жыл бұрын
ভাই আপনি আরো বেশি করে লিফটের কাজ গুলো ছারবে
@kuelectric3 жыл бұрын
অবশ্যই
@JahidHasan-kl5le3 жыл бұрын
খুব সুন্দর
@afsarahammed17174 жыл бұрын
খুব ভালো বুজিয়েচেন
@kuelectric4 жыл бұрын
ধন্যবাদ ভাই
@mdbatchumiah3167 Жыл бұрын
ধন্যবাদ আমি জানতে চাই ৫#৬বা ৭. ঘন্টা চলার পর লিফট ঠান্ডা হওয়ার জন্য ১ ঘন্টা বন্ধ রাখা জরুরি কিনা জানা বেন ধন্যবাদ
@kuelectric Жыл бұрын
ইঞ্জিন রুমে এসি ব্যবহার করতে পারলে সব থেকে ভালো হয়। যদি এসি ব্যবহার করা না হয় তাহলে ফ্যান ব্যবহার করা যায়। এরপর যদি ভবনে একটি মাত্র লিফট থাকে তাহলে দীর্ঘ সময় ব্যবহার করতে হয় সে ক্ষেত্রে সম্ভব হলে কিছু সময় রেস্ট দিতে হয়। যখন যাত্রী চলাচলের সংখ্যা কম থাকে তখন বিরতি দিতে পারেন। বিরতি না দিলেও সমস্যা হওয়ার কথা না লিফটে সকল রকম সেফটি দেওয়া থাকে শুধুমাত্র কন্ট্রোলিং প্যানেল এবং লিফটের মোটর ঠান্ডা করার জন্য এসি অথবা ফ্যান ব্যবহার করা জরুরী।
@samarmandal8413 жыл бұрын
Nice video
@mdshakilahamed4692 жыл бұрын
নাইস ভিডিও
@kuelectric2 жыл бұрын
ধন্যবাদ
@nurmohammed83852 жыл бұрын
আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ
@kuelectric2 жыл бұрын
আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
@liftservicerangpur14043 жыл бұрын
ধন্যবাদ অনেক সুন্দর করে বোঝানোর জন্য।
@kuelectric3 жыл бұрын
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ
@ShahidulIslam-rn4sm3 жыл бұрын
Good
@mdsaminurrahman39244 жыл бұрын
Good work
@ElectricalTechnologist3 жыл бұрын
Nice Work
@sumonbose47723 жыл бұрын
Kon brand life valo hoyba
@kuelectric3 жыл бұрын
খুব কঠিন প্রশ্ন ভাইজান কোন কোম্পানির মালামাল কে খাটো করে দেখার সুযোগ নেই। আপনি লেফট কিনার সময় যাচাই-বাছাই করে কিনবেন কারণ জাপানি পার্স বলে চায়না পার্স ডুকিয়ে দেবে এবং জাপানি পার্স দিলেও সেকেন্ডহ্যান্ড দিবে। লিফটের প্যানেল বোর্ড এর মাদারবোর্ড বিভিন্ন পাওয়ার সাপ্লাই দুর্বল হলে মাঝে মধ্য পুড়ে যায় আরে সকল কার্ডের দাম অনেক বেশি। তাই লিফট যে কোম্পানির কিনুন না কেন সাড়ভো টেকনোলজির ভোল্টেজ স্ট্যাবিলাইজার ব্যবহার করবেন। ইলেকট্রিশিয়ানদের অরিজিনাল জাপানি পার্টস এর প্রতি দুর্বলতা আছে যদি পাওয়া যায়।
@sumonbose47723 жыл бұрын
@@kuelectric brother, we can select Bangladesh semens elevator ?
@somratchowdhury7542 жыл бұрын
কারেন্ট চলে যাওয়ার পরে ARD তে লিফট হাই স্পিড এ চলে কেন??
@kuelectric2 жыл бұрын
পূর্বে সঠিকভাবে চলত কিনা এবং বর্তমানে হাইস্পিডে চললেও ফ্লোর লেভেল একুরেট হয় নাকি আপডাউন থাকে আমাকে জানান।
@SajibKari2 ай бұрын
ভাইয়া ৬ জনের লিফটে কারেন্ট বিল কত আসে মাসে,,??
@kuelectric2 ай бұрын
৯০ ইউনিটের মত বিদ্যুৎ খরচ করবে ।
@SajibKari2 ай бұрын
@@kuelectric ৯০ ইউনিটে কত টাকা আসে যদি বলতেন,,??
@sharifsorkar4592 Жыл бұрын
আস্সালামু আলাইকুম ভাই, আপনারা কি লিফট সার্ভিসিং করেন? তাহলে আমার একটা লিফট সমস্যা আছে এটা একটু দেখে দিবেন? প্লিজ আপনার সাথে যোগাযোগ করার একটা নাম্বার দিয়েন।
@kuelectric Жыл бұрын
আমি নিজে করি না তবে সার্ভিসের কোম্পানির সাথে যোগাযোগ করে দিতে পারব আপনি কোন এলাকায় থাকেন।
@মোঃনাঈমশাহ3 жыл бұрын
বিদ্যুৎ ক্ষেত্রে ওয়ার্ড বড় না ভোল্ট বড় একটু বোঝাবেন প্লিজ কমেন্টে রিপ্লাই দেন যেমন 1 ভোলট কত ওয়ার্ড বা কী বোঝায়
@kuelectric3 жыл бұрын
ভোল্টেজ হল বৈদ্যুতিক চাপ পরিবাহীর অভ্যন্তরীণ ইলেকট্রনসমূহ কে স্থানচ্যুত করতে যে চাপে প্রয়োজন হয় তাকে ভোল্টেজ বলে। কোন লোড নির্দিষ্ট সময়ে যতোটুকু শক্তি খরচ করে যে কাজ সম্পন্ন করে সেই হিসাবকে ওয়াট বলে।
@mdrakibhossain3224 Жыл бұрын
ভাই লিফটের কাজে নাকি অনেক কষ্ট আসলেও সত্যি নাকি বিস্তারিত জানতে চাই
@kuelectric Жыл бұрын
বিষয়টি এভাবে না লিফট ইন্সটলের সময় লিফট যখন ফিটিং করতে হয় তখন মেকানিক্যাল গ্রুপ লিফটের হায়েস্টের ভিতর বাশ ভাড়া পেতে রেল ট্রাক ল্যান্ডিং ডোর কার কেবিন এবং ওয়েট কাউন্টার ফিটিং করে থাকে এটা অনেকটা সময় সাপেক্ষে এবং কষ্টসাধ্য ব্যাপার। এছাড়া ইঞ্জিন রুমে কন্ট্রোলিং প্যানেল বোর্ড মটর স্ট্রাকচার ইত্যাদি ফিটিং করতে হয়। এরপরে ইলেকট্রিক গ্রুপ ইলেকট্রিক ক্যাবেল কন্ট্রোলিং এর কাজগুলো করে থাকে তাড়াই লিফট পরীক্ষামূলক চালু করে পার্টির কাছে হস্তান্তর করে বা হ্যান্ড ওভার দিয়ে দেয়। এর পরের কাজগুলো খুব বেশি কষ্টের নয় মাঝেমধ্য ডোর হেডার পরিষ্কার করতে হয় চারটি মবিল পটে নিয়মিত মবিল লেভেল পরীক্ষা করতে হয় প্রয়োজন হলে মোবিল দিতে হয় ইঞ্জিন রুম পরিষ্কার করতে হয় এবং মাসে একবার এই কাজগুলো কোম্পানির তরফ থেকে করা হয়। চুক্তি মত এক বছর বা তার থেকে বেশি ফ্রী সার্ভিস দিয়ে থাকে। তাছাড়া যদি কোনরকম প্রবলেম দেখা দেয় তাহলে কোম্পানির সার্ভিস ম্যান এসে সার্ভিস করে দিয়ে যায় সেখানে বিভিন্ন রকম সেফটি সংক্রান্ত সমস্যা থাকতে পারে অথবা প্যানেল বোর্ডের সমস্যা থাকতে পারে অথবা ব্রেক সংক্রান্ত সমস্যা থাকতে পারে ওভার স্পিড গভর্নর লিমিট সুইচ ইত্যাদি বিষয়ে সমস্যা থাকতে পারে সমস্যা হলে এগুলো তো সমাধান করা যায় এতে খুব বেশি সময় বা কষ্ট হয় না সাধারণভাবে ইলেকট্রিক কন্ট্রোলিং এ যতটুকু সময়ের প্রয়োজন ততটুকুই সময় লাগে। আমি যে সব সমস্যার সমাধান করতে পারব তা কিন্তু নয় অনেক সময় সমস্যা কি হয়েছে তা বুঝতে পারলেও পর্যাপ্ত পার্সের অভাবে সমাধান করা যায় না তখন কোম্পানির দ্বারস্থ হতে হয়। যেমন ধরেন কিছু সেফটি পাওয়ার সাপ্লাই রয়েছে যা পুড়ে গেলে ইলেকট্রনিক্স টেকনিশিয়ান দ্বারা মেরামত করে নেওয়া যায় আর এমন কিছু পার্টস রয়েছে যা কোম্পানি ছাড়া বাইরে পাওয়া যায় না তখন তাদের দ্বারস্থ হতেই হবে। এ ছাড়া কেবিন প্রত্যেকটি ল্যান্ডিং ডোর কিছুদিন অন্তর অন্তর পরিষ্কার করে দিতে হয় এক্ষেত্রে স্টিল পলিশ অথবা WD 40 ব্যবহার করে পরিষ্কার করাই ভালো।
@mmuktadir98213 жыл бұрын
ভাই আপনি যে লিফট দেখালেন সেটা চালু অবস্থায় কত ওয়াট কারেন্ট খরচ করবে
@kuelectric3 жыл бұрын
সুন্দর একটি কমেন্টের জন্য অনেক ধন্যবাদ আমার লিফট রানিং অবস্থায় 977 ওয়াট বিদ্যুৎ খরচ হয়।
@bingchiIIing3 жыл бұрын
@@kuelectric ভাই, ৯৭৭ ওয়াট কতক্ষণে খরচ করে ?
@jmjibonofisialbd3 жыл бұрын
স্টেডিয়াম মার্কেট কি কোন লিফটের যন্ত্র সামগ্রীর দোকান আছে?
@kuelectric3 жыл бұрын
লিফটে সাধারণত ইলেকট্রিক্যাল এবং ম্যাকানিক্যল যন্ত্রাংশ ব্যবহার করা হয়। লিফটের কিছু কিছু যন্ত্রাংশ যেমন মেগনেটিক কন্টাক রিলে সার্কিট ব্রেকার ইত্যাদি যা ইলেকট্রিক পার্সের দোকানে কিনতে পাবেন। আর যে সমস্ত জিনিস পাওয়া যায়না তা লিফট কম্পানী দিতে পারবে। তবে কিছু পাওয়ার সাপ্লাই আছে যা লিফট কম্পানির থেকে নিলে খরচ অনেক পরবে যা রিপিয়ার করলে অনেক কম খরচে হয়ে যাবে। স্টেডিয়াম মার্কেটে এ ধরনের আলাদা কোন দোকান আছেকিনা তা আমার যানানেই।
@azharnajim1475 Жыл бұрын
আসসালামু ওয়ালাইকুম ভাই কেমন আছেন ভাই আপনার মোবাইল নাম্বার টা একটু দিবেন অথবা আপনার লিফটের মটর কি কম্পানীর একটু জানাবেন প্লিজ?
@mdmasudhasan114417 күн бұрын
এটাকে ইন্জিন রুম বলা যায় না।আপনি বলতে পারে কন্ট্রোল রুম বা মেশিন রুম
@মনবাংলাদেশেরমন3 жыл бұрын
বাই লিফটে পানি পরলে কি সমস্যা হয়..?
@মনবাংলাদেশেরমন3 жыл бұрын
বাই কথা টা বলে আমার জন বাল হত্ত
@kuelectric3 жыл бұрын
প্রথমত লিফটের জং চলে আসবে। লিফটের বিভিন্ন জায়গায় ছোট ছোট পার্স থাকে যেমন সেনসর লিমিট সুইচ ইত্যাদি যা পানিতে নষ্ট হয়ে যায় । এছাড়া লিফটের দরজা সেফটি সিস্টেমের জন্য 220 ভোল্টেজ দেওয়া থাকে যেখানে পানি আসলে সেফটির জন্য সমস্যা হবে।
@মনবাংলাদেশেরমন3 жыл бұрын
বাই আমি সোদী আরবে কাজ করি লিফটে পানি নিতে ঘিয়ে পানি পরে ঘেছে। পরে লিফটে আর কাজ করে না..?
@মনবাংলাদেশেরমন3 жыл бұрын
বার কোনো সমস্যা হবে নাত..?
@kuelectric3 жыл бұрын
@@মনবাংলাদেশেরমন আপনি পানি শুকিয়ে ফেলুন এবং সেফটি লাইন চেক করুন দরজার উপরে দেখবেন সেফটি লাইন আছে সেন্সর আছে এগুলো পানি জমে আছে কিনা চেক করুন যদি পানি থাকে তাহলে লিফট কাজ করবেনা। ইলেকট্রিক পাওয়ার অফ করে পানি মুছে ফেলুন এবং সিফটি সহকারে কাজ করবেন। লিফটের নিচে আন্ডারগ্রাউন্ডে সেফটির জন্য স্টিট গভর্নর এর পুস সুইচ থাকে ওই সুইচ ভিজে নষ্ট হয়ে যেতে পারে। এছাড়া আন্ডারগ্রাউন্ডে ইমারজেন্সি স্টপ সুইচ থাকে যা পানি তে শর্ট হয়ে লিফচ অফ করে রাখতে পারে।
@torpramapagol32513 жыл бұрын
☺😊
@kamrulislam3603 жыл бұрын
ভাই আমি লিফটের কাজ ওমানে বাংলা দেশের লিফটের কাজে বেতন কেমন
@kuelectric3 жыл бұрын
ধন্যবাদ ভাইজান সুন্দর একটি কমেন্ট করার জন্য। ইঞ্জিনিয়ারদের 20 থেকে 25 হাজার টাকার ভিতরে। জুনিয়ার টেকনিশিয়ানদের 8 থেকে 12 হাজার টাকার ভিতরে। এবং সিনিয়র টেকনিশিয়ানদের ভিতরে 15 হাজার টাকার ভিতরে।
@MonkeyDlucky3443 жыл бұрын
আপনার লিফটের কন্ট্রোল কোন দেশের বলবেন একটু
@kuelectric3 жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ । এই লিফট করিয়ান
@MonkeyDlucky3443 жыл бұрын
@@kuelectric ইতালির লিফট লাগানো হয় না
@kuelectric3 жыл бұрын
আমাদের প্রতিষ্ঠানে ইতালির লিফট নেই কিন্তু বাংলাদেশে ইতালির লিফট লাগানো হয় কিনা আমি জানিনা।
@mdmahadihasan4583 жыл бұрын
লিফটে কোন ধরনের মোটর ব্যবহার করা হয়। সিনক্রোনাস মোটর আকি ইন্ডাকশন মোটর।
@kuelectric3 жыл бұрын
ইন্ডাকশন ক্লাস মোটর 110v
@1anudhabon3 жыл бұрын
ভাই, আই পিএস কি এতগুলো অ্যামিটার কেন?
@kuelectric3 жыл бұрын
তিনটি ফেজের জন্য তিনটি অ্যাম্পিয়ার মিটার দেওয়া আছে যা প্রতিটি ফেজের আলাদা আলাদা অ্যাম্পিয়ার শো করছে।
@tahsin201185 Жыл бұрын
আমার একটি লিফ্ট লাগবে.. কোন ব্র্যান্ড নিলে ভাল হবে.. আরনার মোবাইল নাম্বারটা দিবেন প্লিজ
@kuelectric Жыл бұрын
আমরা কোরিয়ান thyssenkrupp মডেলের লেফট ব্যবহার করছি এখন পর্যন্ত ঠিকঠাক চলছে। তবে জাপানি প্রযুক্তির ফুজি অথবা এর কাছাকাছি লিফট গুলো শুনেছি বেশ ভালো সার্ভিস দিয়ে থাকে।
@johirulislamtv382 жыл бұрын
আমি ৭ বছর দরে লিফটের কাজ করি আমার একটা জব দরকার লিফটে
@shahadathossain69553 жыл бұрын
donnodad vai,,,aponar phone number ta deya jabe
@kuelectric3 жыл бұрын
কমেন্টের জন্য ধন্যবাদ। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্ট করতে পারেন।
@kausargazi929311 ай бұрын
আপনার মোবাইল নাম্বার দিন
@rayhansikder53192 жыл бұрын
োে
@UttaraEngineering441663 жыл бұрын
ফোন নাম্বারটা দেওয়া যাবে
@kuelectric3 жыл бұрын
m.me/shaheen.dhapu
@kuelectric3 жыл бұрын
আমি একটি চাকুরী করি এজন্য হাতে সময় থাকেনা ম্যাসেজারে আসেন।
@mdraselhi62173 жыл бұрын
@@kuelectric সার অামি কাজ জানি কি ভাবে অাপনার সাথে যোগা যোগ করবো 01869778481 কল মি
@akashahmed69353 жыл бұрын
Nice.01833964396 vai apnar sata kaj kora jaba
@kuelectric3 жыл бұрын
ধন্যবাদ ভাইজান আমি খুলনায় একটি প্রতিষ্ঠানে ইলেকট্রিশিয়ান হিসেবে চাকরি করি। যদি সম্ভব হয় আপনি যদি খুলনায় থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।