Рет қаралды 28,405
Links: open.spotify.c...
Kichhu Rong | কিছু রঙ | Lisan and The Blindmen
Lyrics: Zahra Labiba Ahmed
Composition: Lisan
Arranged & Produced by Barakat Shovon
Video Animation: Fatin Bin Ferdous
Artwork: Faria Alley
Special thanks to @DEEPDIVE2112 and @SaminYasarwasbruello for your beautiful contributions with the bass and guitars!
Lyrics:
ছাইমাখা চাঁদ তাই উঁকিঝুঁকি মন,
ধূসর এ রাত তাই স্বপ্ন নিরেট
আজ রাতে যদি জোছনা এনে দেই মুঠোয়?
কিছু রঙ কেড়ে নাও
কিছু সাদা আর নীল,
কিছু রঙ মেখে দাও
হোক প্রেম সাবলীল
আমি চাইছি জোছনা নামুক
ভুল করে রোদ যদি চোখ ছুঁয়ে যায়,
সেই চোখ অপরুপ - আমি হার মেনে যাই,
অবেলায় যদি
যদি কেড়ে আনি রোদ?
তুমি মুখ ফিরে চাও
দৃষ্টিতে হোক মিল,
কিছু রঙ মেখে দাও
হোক প্রেম সাবলীল,
আমি চাইছি রোদ আসুক
#kichhurong #kichurong #lisanandtheblindmen