ভাই আমি লিথুয়ানিয়ার একজন প্যাসেঞ্জার আমি ওয়ার্ক পারমিট পেয়েছি আমার পুলিশ ক্লিয়ারেন্সেশন লিগ্যালাইজেশন করা হয়েছে। এবং নেপালের vfs থেকে এপারমেন্ট ডেট পেয়েছিলাম ১২/১২/২৪ তারিখে। কিন্তু দুঃখের বিষয় হলো ভাই আমি ১১/১২/২৪ তারিখে নেপালের উদ্দেশ্যে রওনা দিব এমন অবস্থায় নেপাল থেকে খবর আসলো বাংলাদেশীদের যাদের অ্যাপরমেন্ট ডেড দিয়েছে সেগুলো বাতিল। সেখানে vfs ফেস করা যাবে না। এবং বাংলাদেশে নাকি লিথুনিয়ার vfs অথবা কনস্যুলেটর অফিস আসবে এবং সেখান থেকে নতুন করে অ্যাপরমেন্ট ডেট নিতে হবে। কিন্তু বাংলাদেশে আসার কোন নাম গন্ধ নেই। আদৌ কি সত্যি বাংলাদেশে লিথুনিয়ার এম্বাসি অথবা কনস্যুলেটর অফিস আসবে এ বিষয়ে যদি তথ্য দিতেন আমরা উপকৃত হতাম ভাই। অথবা এখন আমাদের কি করার আছে এই বিষয়ে যদি একটু পরামর্শ দিতেন। বড় অসহায় ভাই আল্লাহ ছাড়া আর কেউ নেই আমার
@TheVvagabond6 күн бұрын
Lithuania ar embassy asbe na, but Sweden embassy ai tar responsibility nibe , but date Jani na, apni koj nite paren Swedish embassy ta VFS global e