আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যিনি আমাদেরকে ঘুম নামক মৃত্যু থেকে জাগিয়ে তুলে ফজরের সালাত আদায় করার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ
@aponahmed742 Жыл бұрын
হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা, কৃপণতা, এবং কাপুরুষতা থেকে। অধিক ঋণ থেকে এবং দুষ্ট লোকের প্রাধান্য থেকে।
@fistechnology97712 жыл бұрын
আমি এ দোয়াটা পড়েছি একেবারে গভীর মনে, নামাজের পর, হাটতে হাটতে, সব সময়, বিশ্বাস রেখেছি। মহান রব্বুল আলামীন আমার ১ লক্ষ টাকা ঋণ তিন মাসের মধ্যে পরিশোধ করার ব্যাবস্থা করে দিয়েছেন। প্রথমে বুঝতে পারিনি অনেকদিন পর বুঝলাম এগুলো দোয়ার ফল।
@mdmaruf24912 жыл бұрын
Allahuakbar
@mohammadnayan23548 ай бұрын
Allahhoakber
@UjjalIslam-ub6ye7 ай бұрын
আমিন
@mdarefinhossain9523 ай бұрын
আল্লাহু আকবর
@imdadulhaquefaridsmartpbm30562 ай бұрын
আল্লাহ মহান
@dxhsemantoii81433 жыл бұрын
একটি দূর্ঘটনায় বাবা ও দুই বোনকে হারিয়ে ভীষণ খারাপ ভাবে হতাশ হয়ে পড়েছিলাম আমি এবং আমার আম্মু । পাঁচ সদস্যের পরিবার থেকে এখন ২ জন রয়ে গেলাম দুনিয়ায়...আল্লাহর অশেষ রহমতে এ চ্যানেলটির সাথে পরিচয় এর পর থেকে প্রতি রাতে আমি এবং আম্মু মনযোগ দিয়ে সব গুলা শুনে-শুনে অনেক উপকৃত হয়েছি এবং হচ্ছি । আমাদের এমন খারাপ সময়ে আমাদের পাশে আমি বাসেরাকে পেয়ে ধন্য ( আলহামদুলিল্লাহ ) ❤️ আল্লাহ নিজ হাতে যেন আপনার এসব ভালো কিছুর উওম প্রতিদান দান করে...😇
@yeamanibnay7 Жыл бұрын
দুশ্চিন্তায় আর ব্যার্থতায় সারা রাত না ঘুমিয়ে । ফজরের নামাজ পড়ে একটু বাহির থেকে ঘুরে আসলাম। শুয়ে ছিলাম আবার দুশ্চিন্তায় । কি মনে হলো ইউটিউবে আসলাম । এসেই এই ভিডিও সামনে । দেখলাম দেখতেই থাকলাম আর এখন চোখ পানিতে ভিজে রয়েছে। আল্লাহ্ আপনি আমাকে এবং সবাইকে হেদায়েত দান করুন আমীন। আল্লাহ্ তুমি ছাড়া কেউ নাই আল্লাহ। তোমার শক্তি এই পৃথিবীর থেকে অনেক অনেক বেশি বড় ।
@emonahamed70322 жыл бұрын
আজ পর্যন্ত আল্লাহ তায়ালার কাছে, যা চেয়েছি তাই পেয়েছি। মহান আল্লাহ তায়ালা আমাকে কখনো নিরাশ করেনি।
@kawserkanok28972 жыл бұрын
alhamdulillah
@alsaliha3603 ай бұрын
Alhamdulillah
@mdnawaz47673 ай бұрын
Alhumdulilla
@syedestiakahmed52692 ай бұрын
আসলে আমি বা আমরা সেই ভাবে চাইতে পারিনা যে ভাবে চাইলে আল্লাহ আমাদেরকে দিবেন।
@namnai23082 жыл бұрын
আমি আমার জিবনে আল্লাহ কাছে যখন যা চাইছি তখন না পাইলেও,,,,, পরে ঠিক পাইছি,,,,, সকল প্রশংসা মহান আল্লাহর,,,, আলহামদুলিল্লাহ
@fahmidaakhtar97392 жыл бұрын
কে আছে এমন যে আল্লাহর দরজায় দাড়িয়েছে আল্লাহ্ তাকে ফিরিয়ে দিয়েছে ?? তিনিতো সবচাইতে উদার মহা দয়ালু মায়ার সাগর❤️❤️💝 ধন্যবাদ ভাই বলার ভাষা নেই ভিডিওর জন্য ❤️
@Sk.TasnimHasan Жыл бұрын
যখন ই মনটা অস্থির লাগে এই ভিডিওটা শুনি, অন্তর টা প্রশান্তি হয়। আল্লাহ আমার নিজের থেকে ও বেশি দয়াবান। লা হওলা ওয়া লাকুওয়াটা ইল্লা বিল্লাহ..
@mhrhabib0163 жыл бұрын
মনে হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন ভিডিওটা আমার জন্যই পাঠিয়েছে, জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ,জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ,জাজাকাল্লাহ, জাজাকাল্লাহ ।
@tomavuiyan3082 жыл бұрын
আমি এই ভিডিওটা যে কয়শত বার শুনেছি আমার হিসাব নেই,যখনই মন খারাপ থাকে তখনই দেখি,মনে হয় আমার জন্যই ভিডিওটা বানানো হয়েছে,আল্লাহুর কসম ভিডিওর কথা গুলো শুনে আমার হৃদয়ে এক প্রশান্তি বয়ে যায়, বাসীরা চ্যানেল কে ধন্নবাদ ,আল্লাহুর জন্য আপনাকে ভালোবাসি
@selim4526 Жыл бұрын
আমারও
@mdarifulislamrabbi77862 жыл бұрын
আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না!! লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)❣️❣️
@Nur098762 жыл бұрын
আল্লাহর কসম "তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু"। " বাক্যটি এত প্রশান্তির ❤️ আল্লাহ সকল আত্মাকে শান্ত করুন। আল্লাহর রহমতের প্রতি বিশ্বাস রাখতে পারলে সবই সম্ভব ইনশাআল্লাহ
@ferdousarabegum85892 жыл бұрын
আল্লাহুম্মা ইন্নী আঊযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান,ওয়াল আযযি ওয়াল কাসাল,ওয়াল বুখলি ওয়াল জুবনী ,ওয়া যালাঈদ দাইনী ওয়া গলাবাতীর রিজাল,,এই দো'আ টা আমি ফজর ও মাগরিবের সলাতের পর পড়ি,,,আলহামদুলিল্লাহ,, এই কথাগুলো মানুষের অন্তর শীতল করে দেন,,আল্লাহ পাক আপনাকে অনেক ভাল রাখুন ও সুস্থ রাখুন,,ইসলামের জন্য কবুল করুন,,আমিন,,,
@s-uv8lj Жыл бұрын
শুনতেছি আর চোখের পানি মুছতেছি নিশ্চয়ই আল্লাহ আছেন বিশ্বাস বেড়ে গেলো
@cinderella49873 жыл бұрын
আজকের ভিডিও দেখে চোখ থেকে পানি পডে গেছে।আমি কেদেছি আমার বাবার জন্য বাবার কষ্ট বাবা বুঝায় না বলে না বাবার কষ্ট গুলো আমি বুঝি, হে আল্লাহ আপনি আমার বাবার সব দুঃখ কষ্ট দূর করে দেন, বাবা কে ঋন মুক্ত করে দেন। হে আল্লাহ আমার বাবাকে নেক হায়াত দান করুন। বাবার জন্য কিছু করার তোফিক দান করুন আমাকে।বাবা হাসলেই যে আমার আনন্দ লাগে। আমার বাবা কে আপনি অনেক শক্তি আর সাহস দেন আমিন।
@iamlukmantalukder3 жыл бұрын
আমি বুকে হাত রেখে প্রায় সময়ই বলি আলহামদুলিল্লাহ। কারন আমার সবসময় মনে হয় আমি মনে হয় ভাগ্যবানদের মধ্যে একজন। কারন আমার বিপদে যখনই আল্লাহর সহায়তা চেয়েছি তখনই পেয়েছি আলহামদুলিল্লাহ। যখন দুঃশ্চিন্তায় পড়েছি তখন আল্লাহ আমার হৃদয়কে প্রশান্ত করেছেন। জীবনে যা ই পেয়েছি যা ই করতে পেরেছি আমি শুকরিয়া মওলার কাছে। এই শুকরিয়া আদায় করা সম্ভব না। এতটুকুই বলতে পারি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
@rgraphiiee10 ай бұрын
আল্লাহুম্মা ইন্নি আ’উযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল ‘আজযি ওয়াল কাসাল, ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা’আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা থেকে, অপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরষতা থেকে। অধিক ঋণ থেকে এবং দুষ্টু লোকের প্রাধান্য থেকে।
@abusayemrubel292210 ай бұрын
Amin❤
@chapaful69979 ай бұрын
ধন্যবাদ এভাবে লেখে দিবার জন্য।
@fahimali61693 жыл бұрын
কে আছে এমন যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে আর আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে! তিনি তো সব চাইতে উদার! মহা দয়ালু, মায়ার সাগর!
@jamiurrahmanjamir5216 Жыл бұрын
Allah onek kei tarai dise bokachoda....abeger boshe eshob bola e jay...sotti hosse allah e sobche boro shoytan... Valo der bash dia shoytan der support day
@mdarifulislamarif12053 жыл бұрын
মরুর বুকে ছিলো একটি গোলাপ 🌹 "সেই গোলাপ হলো আমাদের সকলের প্রিয় "♥️♥️ হযরত মুহাম্মদ সাঃ ❣️❣️
@samiullahsumon51312 жыл бұрын
খুব ভালো লাগা+খুব খারাপ লাগা উভয় মুহুর্তেই এরকম ইসলামীক কন্টেন্ট শুনুন, জীবন সুন্দর হবেই হবে ইনশাআল্লাহ!
@annemoore46442 жыл бұрын
"যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট।” [সূরা ত্বালাক-২,৩]
@Shuvome2 жыл бұрын
ভুল আছে
@zaviatanni74612 жыл бұрын
@@Shuvome ভুল নেই ভাই। আস্থা রাখার মতন রাখতে হবে আর ধৈর্য ধরতে হবে। আমার জানা মতে ও দেখা মতে কোন ভুল নেই। আমি পেয়েছি। এবং আরো কিছুর জন্য ধৈর্য ধরে আছি।
@স্নিগ্ধআবেগ2 жыл бұрын
আমি ইন্টারনেট এ সূরা ত্বালাক এর ২,৩ নাম্বার আয়াতে এগুলো পেলাম না।
@ImSablu3 жыл бұрын
"আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা, বিপদের সময় দু'হাত তুলে আল্লাহর সাহায্য চাওয়া (প্রার্থনা করা) এবং বিপদে ধৈর্য ধারণ করা, মানুষের জন্য কল্যাণ ডেকে আনে।" --[ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ]
একমাত্র আল্লাহর উপর এই বিশ্বাস ও ভরসা রাখুন।আলহামদুলিল্লাহ আমাকে মহান আল্লাহ ৫০ হাজার টাকা ঋণের বোঝা, কঠিন দুঃচিন্তা থেকে জাদুকরী উপায়ে মুক্তি দান করেছেন। আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ।আলহামদুলিল্লাহ। সেইদিনের কথা মনে পড়লে আজও হ্রদয় কৃতজ্ঞতায় ভরে যায়। আলহামদুলিল্লাহ। 🖤
@fahimabdullah80623 жыл бұрын
আলহামদুলিল্লাহ এই দোয়াটাই মাত্র কয়দিন আগেই মুখস্ত করেছি, আজকে এখানে সেটা দেখে ভালো লাগছে। اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْهَمِّ وَالْحَزَنِ، وَالْعَجْزِ وَالْكَسَلِ، وَالْبُخْلِ وَالْجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ وَغَلَبَةِ الرِّجَالِ হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে, অপারগতা ও অলসতা থেকে, কৃপণতা ও ভীরুতা থেকে, ঋণের ভার ও মানুষদের দমন-পীড়ন থেকে।
@nahidhossen90793 жыл бұрын
আসলেই আল্লাহর ওপর ভরসা করে চললে কখনই তার বান্দার থেকে বিমুখ হবেনা আমাদের দয়ার মালিক মহান আল্লাহ।ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল সমস্যা দূর করে দেবেন আর আমাদের সকল নেক আশা গুলো পূরণ করবেন।😔
@mdsanaullah5133 Жыл бұрын
সুনছিলাম আর চোখ থেকে এমনি এমনি পানি পরতেছিল।কারন মনে হচ্ছে আল্লাহ আমাকেই সান্তনা দিচ্ছে😊😊😊 জাযাকাল্লাহ খাইরান ভাই ধন্যবাদ ❤️❤️❤️
@s.y.c88163 жыл бұрын
অনেক সুন্দর একটি বয়ান।হৃদয় প্রশান্ত হয়ে গেল, মনে হলো একটা আশার আলো সামনে এলো,অনাবিল আনন্দ, শান্তি, স্বস্তি, ,,,,,,,,,,,,।ধন্যবাদ আপনাকে এত সুন্দর আলোচনার জন্য । কৃতজ্ঞতা আল্লাহর প্রতি ।শোকর আলহামদুলিল্লাহ ।
@rkimran57433 жыл бұрын
এই মুহূর্তে ভিডিওটা দেখা আমার জন্য জরুরী ছিল। আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন।
@positivenahcreative2 жыл бұрын
সবার সুবিধার জন্য দোয়া টা লিখলাম যাতে কোথাও কপি পেস্ট করে কোথাও সেভ করে পড়ে মুখস্ত করতে পারে - আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল 'আজবি ওয়াল কাসাল,ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল অর্থ ঃ হে আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা থেকে,অপারগতা,অলসতা,কৃপণতা এবং কাপুরুষতা থেকে। অধিক ঋণ থেকে এবিং দুষ্টু লোকের প্রাধান্য থেকে । ........জাজাকাল্লাহু খাইরান’ (আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন)
@sadiarahman96133 жыл бұрын
আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি, ওয়াল আজযি ওয়াল কাসালি,ওয়াল বুখলি ওয়াল জুবনি,ওয়া দলা'ইদ দ্বাইনি ওয়া গলাবাতির রিজালি অর্থ : হে আল্লাহ! নিশ্চয় আমি আপনার আশ্রয় নিচ্ছি দুশ্চিন্তা ও দুঃখ থেকে,অপারগতা ও অলসতা থেকে ,কৃপনতা ও ভীরুতা থেকে,ঋণের ভার ও মানুষের দমন পীড়ন থেকে।
@md.sharifulislamsumon49793 жыл бұрын
Thanks vai
@AbdusSamad-v3k10 ай бұрын
হাদিস এবং কোরআনের কথাগুলি যত শুনি ততই শুনতে ইচ্ছে করে।
@shahed10102 жыл бұрын
আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখচেন আমায়,এখন পযন্ত প্রতি মাসের ২০ তারিখ শেষ দিকে আমি টেনশন এবং ডিপ্রেশনে পডে যাই ঋণ নিয়ে,তখনই রাতের বেলায় একা আল্লাহর কাচে সেজদায় পডি এবং অজোর চোখের পানি পেলি,এভাবে মাস শেষ হয়ে ১ তারিখ হয়ে যায়,এরপর কিভাবে যেন ঋণ টা শোধ করে পেলি নিজেও যানিনা কিভাবে করলাম,,কিন্থ ঋণ পরিশোধ হওয়ার পর আবার ভুলে যাই আল্লাহকে,পরের মাস ২০ তারিখ পযন্ত😢😢😢আফসোস হয় নিজের জন্য 😥😥😥কিন্তু প্রতিবার এমন হয় এর পরেও আল্লাহ আমাকে নিরাস করে নি😢😢😢
@md.majharulislammannan19742 жыл бұрын
হায় রে ভাই, কি সব লেং টা মেয়ের ছবি শেয়ার করেন।আল্লাহ কে ভয় করেন ভাই
@moinofficial45053 жыл бұрын
নিজের কিছু ব্যক্তিগত রোগ আছে। এখন এই ভিডিও টা দেখতেছি। ইনশাআল্লাহ্ আল্লাহ্ আমার রোগ টা ভালো করে দিবেন।
@abedreza8532 Жыл бұрын
আল হামদুলিল্লাহ্ । সকল প্রকার প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই । জাযাকাল্লাহ খাইরান ।
@mohammadkausar39702 жыл бұрын
এতো দোয়ালু আমার রব চোখের পানি আটকে রাখতে পারিনি
@sumirahman79322 жыл бұрын
এই ভিডিও টা শুনে বা দেখে, আমার মধ্যে অনেক বড় পরিবর্তন এসেছে আলহামদুলিল্লাহ। অনেক কিছু বুঝতে পেরেছি হেদায়েত এর পথে একটু একটু করে চলে যাচ্ছি আলহামদুলিল্লাহ।
@zinnatunnahar1321 Жыл бұрын
কি চমৎকার করে দোওয়াগুলো উপস্থাপন করেছেন। শুনে মনে হলো ঠিক আমি যেভাবে বলতে চাইছি কিন্তু গুছিয়ে দোওয়া করতে পারছিনা..... সেই মনের কথাগুলোই দোওয়া রুপে প্রকাশ পেলো। আলহামদুলিল্লাহ। আল্লাহু মাগফিরলী।
@azashekuzzamanbd97943 жыл бұрын
আমি আল্লাহর কাছ থেকে অনেক কিছু পাইছি 😊🥰☝️শুকুর - আলহামদুলিল্লাহ 🤲🤲🌺
@মোঃফারুকহোসাইন-জ৭র2 жыл бұрын
কেনো জানিনা, ভায়ের কথা আমি যখন মনোযোগ দিয়ে শুনি, তিনি যেকোন বিষয় নিয়ে কথা বলেন না কেনো। আমার চোখে পানি চলে আসে । এটা আমার প্রিয় চ্যানেল । আলহামদুলিল্লাহ , আল্লাহর রহমতে আমি এই চ্যানেলটা খুজে পেয়েছি
@Aliiqbalifte4 ай бұрын
মহান রব তার বান্দাদের প্রতি ওতি দয়াবান। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী। হে আমার রব আমাকে ও আমাদের সবাইকে উত্তম রিজিক হালাল কর্ম ঋনের বঝা থেকে মুক্তি নসিব করুন ইয়া আল্লাহ জুল জালালী ওয়াল ইকরাম❤️
এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজন ছিল এই কঠিন মূহুর্তে। জাযাকাল্লাহ খাইরন কাসীরা।
@saberhossain63228 ай бұрын
কে আছে এমন যে আল্লাহর দরবারে দাড়িয়েছে আর আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে? সত্যিই আল্লাহ আমাকে তাড়িয়ে দেন নি। বরং কল্পনার চাইতেও বেশী কিছু দান করেছেন। আলহামদুলিল্লাহ। আমি নিজে এই হাদিসে শেখানো দেয়াটা সবসময় পড়তাম আর আল্লাহ আমার সমস্ত বিপদ দূর করে দিয়েছে। আর এমন জায়গা থেকে সাহায্য করেছে যা আমার কল্পনাতেও ছিলো না।
@SciSophy2 жыл бұрын
মাশাআল্লাহ! মহান রাব্বুল আল-আমিন, আল্লাহু আকবর❤️ মহান আল্লাহ তায়ালা আমাকে আলোর সন্ধান দিয়েছেন। হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেও হেদায়েত প্রাপ্ত হতে পারা সত্যিই ভাগ্যের বিষয়। তবে নিশ্চয়ই মহান আল্লাহ তায়ালা আমারও যথেষ্ট পরীক্ষা নিচ্ছেন। ঠিক সেকারণেই আজকে আমি নানান প্রতিকূলতার সম্মুখীন। তবুও আমার অটুট আস্থা এই যে, আল্লাহ আমাকে অবশ্যই প্রশান্তি দান করবেন। মুসলিম ভাই, বোনদের উদ্দ্যেশ্যে বলবো, " আপনারা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, তারা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। আপনারা নিজেদেরকে আল্লাহমূখী করুন।"
@renukhatun84242 жыл бұрын
ভাই দোয়া করবেন আমি যেন আমার হিন্দু প্রেমিক ও আমার এক ফ্রেন্ড কে ইসলামের দাওয়াত দিতে পারি ।আল্লাহ যেন ওদের হেদায়েত দান করুক । ভাই আমি হিন্দু ছেলে টি কে অনেক ভালোবাসি তার সব স্বভাব চরিত্র জেনেও দোয়া করবেন আল্লাহ যেন তাকে হেদায়েত দান করেন । ভাই আল্লাহ আপনার ইমান মজবুত রাখুক আল্লাহুম্মা আমিন ।
@arminaktar94293 жыл бұрын
ঘুমাচ্ছিলাম হুট করে দেখলাম বাসিরাহ মিডিয়ার নটিফিকেশান। এত গভীর ঘুমটাও জানো হুট করে উড়ে গেলো।
@alhasaniriad61203 жыл бұрын
Me too
@aktermomena13393 жыл бұрын
এখন ভোরবেলা , আমিও নামাজ পড়তে উঠতে গিয়ে মোবাইল এ সময় দেখতে যাবো তখন দেখি বাসিরার নটিফিকেশান, এখন আজান দেয়া শুরু হয়ে গেছে, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন,
@raisamoni67733 жыл бұрын
আমি ও
@jahiatefaz15492 жыл бұрын
এমন সময় ভিডিও টি দেখছি যখন আমি খুবই হতাশায় নিমজ্জিত, খুবই চিন্তিত সব কথায় মিলে যাচ্ছে আমার সাথে 💔। আল্লাহ নিশ্চয় উত্তম পরিকল্পনাকারী তিনিই আমাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিবেন, তিনিই একমাত্র আমাকে আমার বিপদ থেকে উদ্ধার করতে পারবেন, ইনশাআল্লাহ
@rasheduzzamanshuvo38642 жыл бұрын
আমি আপনার সাথে একমত। ইনশাআল্লাহ পরম করুনা ময় মহান দয়ালু
@mirazahmed3442 Жыл бұрын
ইয়া আল্লাহ! এই চ্যানেল কে কবুল করে নিন,,,,জানিনা উনারা কে! আল্লাহ উনাদের কথার উসিলায় মনের কষ্টগুলো অনেকটাই প্রশমিত হয়🥰 🌺
@kamalhossain18872 жыл бұрын
আপনার ভিডিও গুলো দেখে চোখের ভিতরে পানি রাখা অসম্ভব... আলহামদুলিল্লাহ্ আল্লাহ্ আপনাকে সহ সকল মুসলমানদের খাটি ইমানদার হিসাবে কবুল করুনআমীন
@Yasminyasmin97632 жыл бұрын
এই ভিডিও টা আমার জন্য পারফেক্ট ছিল আমার অন্তর ব্যাথিত অতীতের ঘটে যাওয়া ঘটনা গুলো বারবার মনে পড়ে অন্তরকে ব্যাথিত করে আমার ইচ্ছা না থাকা সত্ত্বেও মনে পড়ে
@s.m.ferdousmahmud7212 жыл бұрын
একমাএ আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসই আপনার জীবনের সংকীর্ণতার দূর করে প্রাচুর্য এনে দিতে পারে, অন্ধকার দূর করে আবার আলোকিত করে দিতে করে দিতে পারে💝
@t.mboichitra1403 жыл бұрын
আলহামদুলিল্লাহ্! আপনাদের ভিডিও গুলো এতই ভালোলাগে যে কেউ যদি মনোযোগ প্রতিটি ভিডিও দেখে তাহলে তার আল্লাহর প্রতি দরদটা অনেকগুন বেড়ে যাবে ইনশাআল্লাহ.......।।
@voktyislam3904Ай бұрын
আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আমি এটাও পড়তাম এই ছড়াটা শেষ পর্যন্ত পড়েছি ভালো উপকার দিয়েছে কখনো ঋণ আমাকে স্পর্শ করতে পারেনি আল্লাহর রহমতে
@yasminaktar62572 жыл бұрын
গভীর রাতে আঘাতে আঘাতে জর্জরিত হৃদয় নিয়ে কথা গুলো শুনছি আর চোঁখ দিয়ে অঝোঁর পানি ঝঁড়ছে আমার একজন রব আছেন তিনি আমার সকল কষ্ট সকল চাওয়া পাওয়ার যানেন আমার দুঃষ সময়ে আল্লাহ চাড়া আর কাউকে পাসে পাইনি সুতরাং আমার রব ই আমার জন্য যথেষ্ট
@Mamun67302 жыл бұрын
ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ বোন।
@md.balalhossain22243 жыл бұрын
আল্লাহর কসম করে বলছি আপনি যা বলেছেন সত্য। আলহামদুলিল্লাহ আমরা এমন রব পেয়েছি। আলহামদুলিল্লাহ আমরা এমন রাসুল(স) পেয়েছি ❤️
(4.28) আল্লাহর কসম, তিনি আপনার প্রতি আপনার নিজের থেকেও বেশি দয়ালু।
@mdmdhelalhossain2305 Жыл бұрын
আলহামদুলিল্লাহ,, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আল্লাহ আমার সামনে এমন একটি আলোচনা শুনালেন যখন মনটা ছিলো ভীষন ভারাকান্ত দুঃখে ভরা,, এখন অনেকটা সস্তি মিলল, আল্লাহ যেনো আমাদের সকলের দুঃখ কষ্ট খুব তারাতারি দুর করে দেন।
@TheTrend.Q Жыл бұрын
প্রিয় শায়খ, আপনার এই কথা গুলো শ্রবনের দারা আমার মন এবং জীবনের মধ্যে পরিবর্তন আশতে শুরু করেছে, এবং এই কথা গুলো আমি প্রতিদিন আট থেকে দশ বার শুনি
@Billal_Patwary_03 жыл бұрын
নামাজ পড়ে মোবাইল টা হাতে নিয়ে ডাটা অন করেই দেখি"ওপরে notification'' আহা কি ভালো লাগলো।❤️✨
@anikaakter98463 жыл бұрын
নিটিবিসন😁😁
@Billal_Patwary_03 жыл бұрын
@@anikaakter9846-TnQ 😊
@md.sanjadul49453 жыл бұрын
Bi amio
@toufikaahmed55882 жыл бұрын
হতাশায় যখন শরীরও পাথরের মতো ভারি হয়ে উঠে, তখন বাসিরার ভিডিও গুলো আমাকে আবারও সাহস দেয় চলতে❤️
@killersakib91723 жыл бұрын
Intelligent and knowledgeable people who is lucky they watch this channel.May Allah forgive all of us. Ameen.
@taskinislam65783 ай бұрын
কে আছে এমন! যে আল্লাহর দরজায় দাঁড়িয়েছে কিন্তু আল্লাহ তাকে তাড়িয়ে দিয়েছে? তিনি তো সব চাইতে উদার মহা দয়ালু, মায়ার সাগর।।।🩵🤍
@mdamjad98802 жыл бұрын
আমিন। ইনশাআল্লাহ আমি আল্লাহর উপর পূর্ণ ভরসা নিয়ে সবসময়ই চলি। আল্লাহ মহান। নিশ্চয়ই তিনি আমাকে হেফাজতে রাখবেন। আল্লাহ মহান।
প্রতি রাতে ঘুমানোর সময় পুরনো ভিডিও বার বার শুনি আমার মনে তৃপ্তি নিয়ে ঘুমাই আল্লাহ তাঁকে দুনিয়ায় এবং আখেরাতে উত্তম মর্যাদা দান করুক আমিন
@R.iZisan-g7t2 ай бұрын
আমি এই ভিডিওটা দখার আগে দুসচিন্তা আর হাতাশার মধ্যা ছিলাম,এখন ইংসাআল্লাহ এত সুন্দর আলোচনা সকল তহাশা দূর হয়ে গেছে
@মুক্তবাতাসেরখোঁজে-ফ৩থ2 жыл бұрын
হাজার হাজার কমেন্টের মধ্যে হয়তো চোখে পড়বে না প্রিয় শায়েখ। আপনাকে অনুরোধ করছি 1.শয়তান কে কিভাবে হারানো যাই। 2.কবরের সম্পর্কে। 3. জাহান্নামের সম্পর্কে বেশি বেশি ভিডিও। 4. নফসকে কন্ট্রোল করার উপায়। 5. হস্তমৈথূন থেকে বাঁচার উপায়। 6. পর্ন ভিডিও থেকে বাঁচার উপায়। 7. বিশেষ করে চোখের হেফাজতের উপায়। আপনার কাছে অনুরোধ করছি শায়েখ। আর ভাই, বোনেদের কাছে অনুরোধ করছি, এইগুলো আমার আপনার সবারই দরকার। তাই লাইক দিয়ে পৌঁছে দিন প্লীজ। সবার জন্য ভালোবাসা ও দোয়া রইলো। আপনারাও করবেন আমার জন্য।
@shahedsalman93253 жыл бұрын
চোখ দিয়ে পানি বের হয়ে এলো। সত্যি আল্লাহ অনেক দয়াবান❤️
@ghasforing123 Жыл бұрын
আল্লাহুম্মা ইন্নী আউজুবিকা মিনাল হাম্মি ওয়াল হাযান,ওয়াল আযমি ওয়াল কাসাল,ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালা'আদ দাইনি ওয়া গালাবাতির রিজাল।। হে আল্লাহ ! আমি আপনার কাছে আশ্রয় চাচ্ছি দুশ্চিন্তা থেকে, আপারগতা, অলসতা, কৃপণতা এবং কাপুরুষতা থেকে। অধিক ঋণ থেকে এবং দুষ্টু লোকের প্রাধান্য থেকে।
@al-creationdesign6880 Жыл бұрын
আসসালামু আলাইকুম মুসলিম জাতি, আললাহ পাক সর্ব সক্তি মান, আমরা আললাহর খমা চাই ও দোনিয়া আর আখেরাতে আললাহর দয়া চাই, আমিন। ♥️♥️♥️♥️♥️♥️
@asmaakter9454 Жыл бұрын
ধন্যবাদ ……..!
@mehidyshakib4256 Жыл бұрын
thnx
@sohelsiddique7361 Жыл бұрын
কখন পরতে হবে মোনাজাতে
@AbuAjwa193 жыл бұрын
জীবনের একটি কঠিন সময় পার করছি।হঠাত ইউটিউব স্ক্রল করতে করতে এই ভিডিওটি আসা।যেন আমার সকল প্রশ্নের জবাবের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা এই ভিডিওর মাধ্যমে....
@likhonsarwar7862 жыл бұрын
হে আল্লাহ আমি খুব কসটে আছি। খুব হতাশার মধ্য দিয়ে জীবন কাটছে। হে আল্লাহ তুমি আমার উপর রহম করো।
@MoreNextКүн бұрын
তওবা করলাম হে আমার মালিক, আমি আপনার রাস্তায় ফিরে যেতে চাই,হে মহান মালিক আপনি আমাকে কবুল করুন,,,
@Mostofa-b8nКүн бұрын
আমিন
@skabusufian85293 жыл бұрын
আল্লাহ্! আমি ছাড়া তো আপনার আরো বান্দা রয়েছে। আমি যদি আপনাকে ডাকি অথবা ভুলে যাই,তাহলে আপনাকে ডাকার কোনো অভাব হবে না।কিন্তু আপনি ছাড়া তো আমার আর কেউ নেই।আপনি যদি আমাকে ফিরিয়ে দেন,তাহলে আমার তো আর কোনো দরজা থাকবে না। আল্লাহ্! আপনি আমাকে ফিরিয়ে দিবেন না।😭😢
@ThePureLife243 жыл бұрын
আমার মতো কে কে আছো, যে কিনা হুজুরের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থেকো 💖💖💖💖💖।। হে আল্লাহ হুজুরকে নেক হায়াত দান করুন।।আমিন ---------------------------------------------------------
@safinas_world Жыл бұрын
ব্যাথিত অন্তরের জন্য এই প্রতিটি কথাই যেনো প্রশান্তির ছোঁয়া। জাজাকাল্লাহ খইরন।
@UmmahScene3 жыл бұрын
পেটে খাবার ছিল না তবুও খুশি ছিলেন তিনি হলেন হযরত মুহাম্মদ (স)
@CBL99VLOGS2 жыл бұрын
আমার ছোট বেলার থেকে আমার আজো প্রিয় বন্ধু সে,তার কথা শুনেই এই চ্যানেল এ আসলাম সত্যি ভয়েস আর কোন আনের কথা গুলো অনেক সুন্দর ভাবে তুলে ধরেছে যে এখন চিন্তা করলাম প্রতি আর কিছু শুনি না শুনি এই চ্যানেলের সব ভিডিও এর কথা সব শুনবো আর আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ
@kursiaislam98722 жыл бұрын
আল্লাহর উপর ভরসা রেখে ১০/৮/২০২২ তারিখ আল্লাহর রাস্তায় নেমে এসেছি। এখন দুনিয়ার চিন্তা বাদ দিয়েছি।
@uogkszmf192482 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইয়া আপনার কথাগুলো এত সুন্দর সাবলীল আমার তাই বারবার শুনতে ইচ্ছে করে আলহামদুলিল্লাহ যতই শুনি ততই মুগ্ধ হয়ে যাই সত্যিই অসাধারণ আপনার কন্ঠ স্বর মাশাআল্লাহ।।।।
@ArifRahman-dt7pi3 жыл бұрын
তোমার রব কে ভয় করো, কেননা যে তার রবকে ভয় করে সে কখনো একাকীত্ব অনুভব করে না। (হযরত ওমর রাঃ) যারা সর্বদা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাদের সাথে চলাফেরা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল। - হযরত উমার (রা) দুনিয়া নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ অন্ধকারাচ্ছন্ন হয়, তবে আখিরাত নিয়ে দুঃশ্চিন্তা করলে অন্তর সমূহ আলোকিত হয় -হযরত উসমান (রাঃ)
@MOHAMMEDSAIFULISLAM-is6ny7 ай бұрын
মহান আল্লাহ পাক,,, আমাকে কোন দিন নিরাশ করেন নি,,, আলহামদুলিল্লাহ
@Rakib74V3 жыл бұрын
_আপনার ভিডিওগুলো দেখে মনে হয়_ _সারাদিন শুধু দেখতেই থাকি আর_ _দেখতেই থাকি_ | *_মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে 🌟❣️_* ﷺﷺﷺ আমার জন্য দোয়া করবেন ✅
@risadhasanchowdhury29723 жыл бұрын
আলহামদুলিল্লাহ ২ দিন আগে দোয়াটি শিখেছি।
@reazreaz2891 Жыл бұрын
আপনার আলোচনা শুনলে মনে হয় আমার অন্তর শীতল হয়ে যায় আল্লাহ্ আপনাকে ভালো রাখবে ইনসা আল্লাহ্
@kazitareq66263 жыл бұрын
আল্লাহ আমাদের পরিক্ষা করেন। তাই আমরা যেন আল্লাহর উপর ভরসা রাখি। আমিন।
@mdriyadh86303 жыл бұрын
আল্লাহ আমাদের পরিক্ষা করেন। তাই আমরা সবাই যেন আল্লাহর উপর ভরসা করি। আমিন ইয়া আল্লাহ
@jesanulhaider10592 жыл бұрын
ব্যাক্তিগত কিছু কারন নিয়ে অনেক বেশি চিন্তা করতেছিলাম, ঠিক সে সময়ই আমার প্রিয় চ্যানেলের এই ভিডিওটি আসলো আমার ফিডে, এখন অনেক সস্তি পাচ্ছি, সবাই আমার জন্য দুয়া করবেন, আল্লাহ্ যেন আমার মনের আশা পুরন করেন। জীবনের অনেক বড় একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছি। আমিন
@khanrahat-gt9vd8 ай бұрын
হে আল্লাহ, আপনি পরম করুণাময়, আপনিই আমাদের মালিক, শুধু মাত্র আপনিই আমাদের সকলের মনের কথা জানেন এবং আমাদের প্রয়োজন বুঝতে পারেন। হে আল্লাহ, আপনি আমাদের সৃষ্টিকর্তা, আপনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমাদের সকলের দুনিয়া এবং আমিরাত সহজ করে দিন। আমিন।
@farhadahmed802 жыл бұрын
ভাই আমার কছম সেই আল্লাহ যে মহান আল্লাহ তায়ালা আমাদের সৃষ্টি করেছেন, আমি মন থেকে আপনার জন্য দোয়া করি যেন আপনার কবরের আযাব থেকে মহান আল্লাহ তায়ালা যেন আপনাকে মাফ করে দেন😍
@sheikhrahima25812 жыл бұрын
আমি আমার সবটুকুই বিশ্বাস রাখি আমার আল্লাহর উপর 🥰🥰🙃🙃😘😘😘
@mridhanusrat96442 жыл бұрын
চমৎকার কথা শুনে খুব শান্তি লাগছে আল্লাহ আপনার নেক হায়াত দান করুক এবং আমাদের মাঝে মানুষ এর দ্বারা ইসলামের আলো ছড়িয়ে দিন আমীন
@nurislamnur35403 жыл бұрын
এই দুয়াটি মনে হচ্ছে আমার জন্য। আমার সাথে একেবারেই মিলে যাচ্ছে 😭😭😰🤲সকলের কাছে দুয়া কামনা করছি। যাযাকাল্লাহু খইর।
@habibahmed48222 жыл бұрын
আল্লাহু আকবার, আজ নিজেকে সতেজ লাগছে, আমার একজন রব আছে যে কিনা অতি দয়ালু ও করুনাময় আল্লাহ্। মনের ভিতরে আজানা একপ্রকার ঝড় বয়ে চলছিলো, কদরের নামাজ শেষ করে চোখের পানি ছেরে আমার পালনকর্তা,আমার রিজিকদাতা, আমার অভিভাবক, দোজাহানের মালিক আমার আল্লাহ্ কাছে মন থেকে চাইলাম মনের চাওয়াগুলো এখন অনেকটাই হালকা লাগছে নিজেকে। আল্লাহ্ তুমি আমার ফরিয়াদগুলো কবুল ও মঞ্জুর করো, আমার চাওয়ার মতন আর যে কেও নাই। তুমি আমার রব তুমি আমার সব।
@bdfishsellermarket25302 жыл бұрын
😍😍😍😍😍
@engsabuj14062 жыл бұрын
আমিন
@taslimaakter39016 ай бұрын
আল্লাহ অভাব,অশান্তি,রিন, রোগবলাই থেকে মুক্তি,সবার মঙ্গল করো,,মাবুদ আমি তো তার কাছে হাত উঠাইছি যার কোনো অভাব নাই,আমাকে নিরাশ কইরো না গো আল্লাাহ,, আমিতো তোমার প্রিয় নবীর উম্মত তবুও আমাকে খালি হাতে কেমনে ফিরিয়ে দিবা,,আল্লাহ দোয়া কবুল করো,, ও দয়াময় আল্লাহ
@ryanrakib6193 жыл бұрын
আপনাকে ধন্যবাদ দেয়ার কোনো ভাষা নেই আমার.....যার কন্ঠ সবচেয়ে পছন্দের আমার কাছে আল্লাহ্ তা'লা তাকেই উছিলা বানিয়ে আমাকে আমার সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন....এর চেয়ে বড় আর কি হতে পারে!! আল্লাহ্ আপনাকে আরো আরো বহুদূর এগিয়ে যাওয়ার তওফিক দান করুক.....
@swapnaahmed6123 жыл бұрын
আসসালামু আলাইকুম কেমন আছেন সম্মানিত ভাইজান ইউটিউবে আমার সব চেয়ে পছন্দের চ্যানেল এটা♥️ মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর ভিডিও উপস্থাপন করেছেন সত্যি অসাধারণ মহান আল্লাহ পাক আমাদের সবাই কে মাফ করে দিন হেদায়েত দান করুন আমিন
@sumaiyaahmed433810 ай бұрын
আল্লাহ অনেক ধৈর্য দিয়েছেন আলহামদুলিল্লাহ 🤲🤲
@mishadmishad14462 жыл бұрын
জীবন পরিবর্তনকারী একটা ভিডিও😊 যতবার শুনি ততবার নতুন করে শুরু করার শক্তি পাই🖤