Рет қаралды 1,351
আল্লাহর ৯৯ টি নাম রয়েছে। এই নাম গুলোকে আসমা-উল-হুসনা বা আল্লাহর গুনবাচক নাম বলা হয়। যখন কোন বান্দা আল্লাহকে উনার গুণবাচক নাম ধরে ডাকে তখন আল্লাহ অনেক খুশি হন। আর যে ব্যক্তির ওপর আল্লাহ তায়ালা খুশি হয়ে যান তাঁর আর কি দরকার! আল্লাহকে যে খুশি করতে পারে তাঁর আর কোন কিছুর ই প্রয়োজন হয় না। দুনিয়াতে আসার একমাত্র লক্ষ্যই যখন আল্লাহর ইবাদাত করা আল্লাহকে খুশি করা এটি কতই না সহজ উপায় আল্লাহকে খুশি করার।
আল্লাহর গুণবাচক নামপ্রসঙ্গে পবিত্র কোরআনুল কারিমে বলা হয়েছে, ‘আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো।’ (সুরা আরাফ, আয়াত : ১৮০)
আল্লাহর ৯৯ টি নাম যদি আপনি অর্থসহ ভালোভাবে মুখস্থ করতে পারেন এবং দোয়ার সময় আল্লাহর নাম ধরে দোয়া করেন এই দোয়াগুলো আল্লাহর অনেক পছন্দ হয়। আল্লাহর এই গুণবাচক নাম গুলোর আলাদা আলাদা অর্থ আছে এবং আল্লাহ তাআলার এসব নামের জিকিরের প্রচুর ফজিলত ও রয়েছে। বলা হয়েছে, যে এসব নাম মুখস্থ করবে, সে জান্নাতে প্রবেশ করবে।
আল্লাহর ৯৯ টি নাম সম্পর্কে নবী করীম (সা) বলেন, ‘আল্লাহ তাআলার নিরানব্বই- এক কম একশটি নাম রয়েছে। যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে, সে জান্নাতে যাবে। অপর বর্ণনায় আছে, তিনি বিজোড়, (তাই) বিজোড়কে ভালবাসেন। (বুখারি, হাদিস : ২৭৩৬, ৭৩৯২; মুসলিম, হাদিস : ২৬৭৭; তিরমিজি, হাদিস : ৩৫০৬; ইবনু মাজাহ, হাদিস : ৩৮৬০)