আল্লাহর প্রিয় বান্দা চেনার উপায় | তাফসীর সূরা ইব্রাহীম | Ayat: 9-11┇Mufti Saiful Islam

  Рет қаралды 8,064

Rahabar Multimedia

Rahabar Multimedia

Күн бұрын

আল্লাহর প্রিয় বান্দা চেনার উপায় | তাফসীর সূরা ইব্রাহীম - Surah Ibrahim | إبراهيم | Ayat: 9-11┇Mufti Saiful Islam
আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ১০ উপায়
আল্লাহর প্রিয় বান্দা আপনি বুঝবেন যেভাবে
কারা আল্লাহর প্রিয় বান্দা?
আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত মানুষকে আল্লাহর প্রিয় করে
আমি কিভাবে আল্লাহ-এর প্রিয় বান্দা হতে পারি?
আল্লাহর প্রিয় বান্দাদের ১২ বৈশিষ্ট্য
আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা চেনার উপায়
আল্লাহর প্রিয়তম বান্দা কে?
আল্লাহ মানুষকে যেভাবে পরীক্ষা করবেন
اَلَمۡ یَاۡتِکُمۡ نَبَؤُا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ قَوۡمِ نُوۡحٍ وَّ عَادٍ وَّ ثَمُوۡدَ ۬ؕۛ وَ الَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِهِمۡ ؕۛ لَا یَعۡلَمُهُمۡ اِلَّا اللّٰهُ ؕ جَآءَتۡهُمۡ رُسُلُهُمۡ بِالۡبَیِّنٰتِ فَرَدُّوۡۤا اَیۡدِیَهُمۡ فِیۡۤ اَفۡوَاهِهِمۡ وَ قَالُوۡۤا اِنَّا کَفَرۡنَا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِهٖ وَ اِنَّا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَنَاۤ اِلَیۡهِ مُرِیۡبٍ ﴿۹﴾
তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌছেনি? নূহ, আদ ও সামূদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল, ‘নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, তা আমরা অস্বীকার করলাম। আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ, সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি’।
قَالَتۡ رُسُلُهُمۡ اَفِی اللّٰهِ شَکٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ یَدۡعُوۡکُمۡ لِیَغۡفِرَ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَ یُؤَخِّرَکُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ قَالُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ؕ تُرِیۡدُوۡنَ اَنۡ تَصُدُّوۡنَا عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا فَاۡتُوۡنَا بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۱۰﴾
তাদের রাসূলগণ বলেছিল, ‘আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ, যিনি আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন’। তারা বলল, ‘তোমরা তো আমাদের মতই মানুষ, ‘তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদাত করত, তা থেকে ফিরাতে চাও। অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আস’।
قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ اِنۡ نَّحۡنُ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ وَ لٰکِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِهٖ ؕ وَ مَا کَانَ لَنَاۤ اَنۡ نَّاۡتِیَکُمۡ بِسُلۡطٰنٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ ؕ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۱﴾
তাদেরকে তাদের রাসূলগণ বলল, ‘আমরা তো কেবল তোমাদের মতই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত’।
#Saiful_Islam
#tafsir
#surah_ibrahim

Пікірлер: 20
@shaminaafrose.0045
@shaminaafrose.0045 4 ай бұрын
আলহামদুলিল্লাহ অনেক সুন্দর উপস্থাপন। আল্লাহ রব্বুল আলামীন আমাদের সবাই কে হেদায়েত দান করুন।
@SajjadHossainSajjadHossain1937
@SajjadHossainSajjadHossain1937 4 ай бұрын
সমস্ত প্রশংসা ও সম্মান আল্লাহরই জন্যে
@tanvirhossainsohel224
@tanvirhossainsohel224 4 ай бұрын
Subahan ALLAH ❤️❤️❤️❤️🤲❤️❤️❤️❤️
@tanvirhossainsohel224
@tanvirhossainsohel224 4 ай бұрын
Alhamdulillah ❤️❤️❤️❤️
@MdSaid-kl1pf
@MdSaid-kl1pf 4 ай бұрын
মাশাআল্লাহ্ প্রিয় শায়েখ
@h.mmonir6715
@h.mmonir6715 4 ай бұрын
মাশাআল্লাহ ❤❤❤❤
@Istecknick
@Istecknick 4 ай бұрын
মাশা আল্লাহ
@mariammariam9692
@mariammariam9692 4 ай бұрын
ماشاء الله
@tarefaalam8375
@tarefaalam8375 4 ай бұрын
MaShaAllah
@tanvirhossainsohel224
@tanvirhossainsohel224 4 ай бұрын
❤️❤️❤️❤️🤲❤️❤️❤️❤️
@MdSaid-kl1pf
@MdSaid-kl1pf 4 ай бұрын
আল্লাহু আকবার অসাধারন কোরআন তিলাওয়াত প্রিয় শায়খ আমাদের ধানমন্ডি বাসির জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত
@Rahim-qn4me
@Rahim-qn4me 4 ай бұрын
جزاك الله ♥
@nazimnazi9
@nazimnazi9 4 ай бұрын
❤❤❤
@identityofallah
@identityofallah 4 ай бұрын
আল্লাহ্ তায়ালা আছেন আসমানে মহান আরশের উরধে সমুন্নত, সবকিছু তাঁরই ক্ষমতা, জ্ঞান, দৃষ্টি ও নিয়ন্ত্রণে কোথাও কিছু নেই আল্লাহ্র মতো। আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা। আল্লাহ ছাড়া কোনো 'সত্য মাবুদ ' / 'সত্য ইলাহ' নেই। আল্লাহ তায়ালা আসমানে 'আরশের ঊর্ধ্বে সমুন্নত। কোরআন আল্লাহর বাণী। আল্লাহ এক ও অদ্বিতীয় একমাত্র উপাস্য। আল্লাহ ব্যতীত ইবাদত পাবার যোগ্য কেউ নেই । মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল । .♥♥♥ অ- অস্বীকার করি সকল তাগুত, আ - আল্লাহ একমাত্র সত্য মাবুদ ই- ইবাদত একমাত্র আল্লাহরই জন্য ঈ- ঈমান বিশুদ্ধ করে হবো ধন্য উ - উপকারী জ্ঞান চর্চা করে সত্যিকারের জ্ঞানী উ - ঊর্ধ্বলোকে আল্লাহ তায়ালা আছেন-তা জানি। ঋ - ঋজুতা রাখব আকীদায়-ঈমানে, ঋষিত্বের স্থান নেই ইসলামে। এ - এবাদত করি শুধু এক আল্লাহর, ঐ - ঐক্য গড়ে তুলি এসো মুসলিম উম্মাহর । ও - ওজন হবে পাপ-পুণ্যের শেষ বিচারের দিন, ঔ - ঔদ্ধত্য ধুলায় মেশাবেন আল্লাহ রব্বুল আলামীন। কোরআন আল্লাহর বাণী। মুমিনদের উপর কুরআনের অধিকার • বিশ্বাস করার মতো বিশ্বাস করা • যেভাবে পড়ার দাবি কোরআন রাখে, সেভাবে পড়া • যেভাবে বোঝা উচিত, সেভাবে বোঝা • এর উপর আমল করা • অপরকে শেখানো, এবং এর প্রচার ও প্রসার করা.../////////////////////////
@SajjadHossainSajjadHossain1937
@SajjadHossainSajjadHossain1937 4 ай бұрын
সমস্ত প্রশংসা ও সম্মান আল্লাহরই জন্যে
@tanvirhossainsohel224
@tanvirhossainsohel224 4 ай бұрын
Subahan ALLAH
@MuhammadMorshedurRahaman
@MuhammadMorshedurRahaman 5 күн бұрын
আল্লাহর প্রিয় বান্দা চেনার উপায় | তাফসীর সূরা ইব্রাহীম - Surah Ibrahim | إبراهيم | Ayat: 9-11┇Mufti Saiful Islam আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ১০ উপায় আল্লাহর প্রিয় বান্দা আপনি বুঝবেন যেভাবে কারা আল্লাহর প্রিয় বান্দা? আল্লাহর প্রিয় বান্দাদের সোহবত মানুষকে আল্লাহর প্রিয় করে আমি কিভাবে আল্লাহ-এর প্রিয় বান্দা হতে পারি? আল্লাহর প্রিয় বান্দাদের ১২ বৈশিষ্ট্য আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা চেনার উপায় আল্লাহর প্রিয়তম বান্দা কে? আল্লাহ মানুষকে যেভাবে পরীক্ষা করবেন اَلَمۡ یَاۡتِکُمۡ نَبَؤُا الَّذِیۡنَ مِنۡ قَبۡلِکُمۡ قَوۡمِ نُوۡحٍ وَّ عَادٍ وَّ ثَمُوۡدَ ۬ؕۛ وَ الَّذِیۡنَ مِنۡۢ بَعۡدِهِمۡ ؕۛ لَا یَعۡلَمُهُمۡ اِلَّا اللّٰهُ ؕ جَآءَتۡهُمۡ رُسُلُهُمۡ بِالۡبَیِّنٰتِ فَرَدُّوۡۤا اَیۡدِیَهُمۡ فِیۡۤ اَفۡوَاهِهِمۡ وَ قَالُوۡۤا اِنَّا کَفَرۡنَا بِمَاۤ اُرۡسِلۡتُمۡ بِهٖ وَ اِنَّا لَفِیۡ شَکٍّ مِّمَّا تَدۡعُوۡنَنَاۤ اِلَیۡهِ مُرِیۡبٍ ﴿۹﴾ = তোমাদের কাছে কি তোমাদের পূর্বের লোকদের সংবাদ পৌছেনি? নূহ, আদ ও সামূদ জাতির এবং যারা তাদের পরের, যাদেরকে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাদের রাসূলগণ তাদের নিকট স্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিল, ফলে তারা ফিরিয়ে দিল তাদের হাত তাদের মুখে এবং বলল, ‘নিশ্চয় তোমাদেরকে যা দিয়ে প্রেরণ করা হয়েছে, তা আমরা অস্বীকার করলাম। আর তোমরা আমাদের যে বিষয়ের প্রতি দাওয়াত দিচ্ছ, সে বিষয়ে আমরা ঘোর সন্দেহে রয়েছি’। قَالَتۡ رُسُلُهُمۡ اَفِی اللّٰهِ شَکٌّ فَاطِرِ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ ؕ یَدۡعُوۡکُمۡ لِیَغۡفِرَ لَکُمۡ مِّنۡ ذُنُوۡبِکُمۡ وَ یُؤَخِّرَکُمۡ اِلٰۤی اَجَلٍ مُّسَمًّی ؕ قَالُوۡۤا اِنۡ اَنۡتُمۡ اِلَّا بَشَرٌ مِّثۡلُنَا ؕ تُرِیۡدُوۡنَ اَنۡ تَصُدُّوۡنَا عَمَّا کَانَ یَعۡبُدُ اٰبَآؤُنَا فَاۡتُوۡنَا بِسُلۡطٰنٍ مُّبِیۡنٍ ﴿۱۰﴾ = তাদের রাসূলগণ বলেছিল, ‘আল্লাহর ব্যাপারেও কি সন্দেহ, যিনি আসমানসমূহ ও যমীনের সৃষ্টিকর্তা? তিনি তোমাদেরকে আহবান করেন যাতে তিনি তোমাদের পাপসমূহ ক্ষমা করেন এবং তিনি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে অবকাশ দেন’। তারা বলল, ‘তোমরা তো আমাদের মতই মানুষ, ‘তোমরা আমাদেরকে আমাদের পিতৃপুরুষরা যার ইবাদাত করত, তা থেকে ফিরাতে চাও। অতএব তোমরা আমাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে আস’। قَالَتۡ لَهُمۡ رُسُلُهُمۡ اِنۡ نَّحۡنُ اِلَّا بَشَرٌ مِّثۡلُکُمۡ وَ لٰکِنَّ اللّٰهَ یَمُنُّ عَلٰی مَنۡ یَّشَآءُ مِنۡ عِبَادِهٖ ؕ وَ مَا کَانَ لَنَاۤ اَنۡ نَّاۡتِیَکُمۡ بِسُلۡطٰنٍ اِلَّا بِاِذۡنِ اللّٰهِ ؕ وَ عَلَی اللّٰهِ فَلۡیَتَوَکَّلِ الۡمُؤۡمِنُوۡنَ ﴿۱۱﴾ = তাদেরকে তাদের রাসূলগণ বলল, ‘আমরা তো কেবল তোমাদের মতই মানুষ, কিন্তু আল্লাহ তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ করেন। আর আল্লাহর অনুমতি ছাড়া তোমাদের কাছে প্রমাণ নিয়ে আসার সাধ্য আমাদের নেই। আর কেবল আল্লাহর উপরই মুমিনদের তাওয়াক্কুল করা উচিত’। মাশাআল্লাহ (مَا شَاءَ ٱللَّٰهُ) - It is as Allah will (আল্লাহর ইচ্ছায়; সকল ভালো জিনিস এবং কল্যাণ সৃষ্টিকর্তা দিয়ে থাকেন) আল্লাহ তায়ালা আমাদের শিক্ষক মুফতি সাইফুল ইসলামকে উত্তম প্রতিদান দান করুন। উত্তম কাজের প্রতিদান উত্তম ছাড়া কি হতে পারে। জাযাকাল্লাহু খায়রান (جَزَاكَ ٱللَّٰهُ خَيْرًا) - May Allah Reward You [with] Goodness (আল্লাহ্ আপনাকে উত্তম পুরস্কার/প্রতিদান দিন) লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম (لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِٱللَّٰهِ ٱلْعَلِيِّ ٱلْعَظِيمِ ) - There is no might nor power except with Allah, The Most High, The Magnificent (মহান আল্লাহ ছাড়া কোন শক্তি বা ক্ষমতা নেই)
@RuskanaBegum-u1t
@RuskanaBegum-u1t 3 ай бұрын
মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ
@begumshahedara9603
@begumshahedara9603 4 ай бұрын
Alhamdulillah.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 26 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15