@@SumiAkther-r9d আসলে আমি যে হোটেলে ভিডিও করেছি সে হোটেলের নাম হচ্ছে আজমির হোটেল। যেটি দরগা গেট পাশে অবস্থান। তো সিঙ্গেল থাকবেন আপনি কথা বলে নিতে পারেন এবং একটু গলির ভিতরে অনেক হোটেল পেয়ে যাবেন ৩০০ টাকার মধ্যেও পেয়ে যেতে পারেন, দামাদামি করে নিবেন। থাকবেন নিজের নিরাপত্তার ব্যাপারে অবশ্যই সচেতন থাকবেন।