Рет қаралды 1,240
চারিদিকে লুটপাট
ভয়ংকর ফুটপাত
কেউ আর নেই নিরাপদ।
ঘরে বা বাইরে
শান্তিতো নাইরে
সংশয় হয় কী বিপদ!
ধারালো অস্ত্রের আঘাতে
লুটে নেয় দিন-রাত-দুপুরে
দেশটা কেড়ে নিলো
ধ্বংস করে দিলো
কূটকৌশলে কিছু কু'কুরে।
ছিলো ওরা পরাজিত বিরোধী
জঘন্য পা'কিস্তান পন্থী
নিয়ে যতো নাতিপুতি
আর যতো কোমলমতি
দেশটাকে ফেলে দিলো সাগরে।
ভয় নেই দেশবাসী
আমরাতো বেঁচে আছি
রুখবোই দেশটার ধ্বংস
হানাদার রা'জাকার
পথ নেই পালাবার
করবোই ধরে নির্বংশ।
#ATeam 20250202