চকৌরি দারুণ সুন্দর। অপুর্ব সূর্যাস্ত। আমার ২বার দেখা। পুরোনো কথা আবার মনে পরছে।
@chinu398113 күн бұрын
@@kamalakshabardhan ধন্যবাদ। আমিও এর আগে কয়েকবার গিয়েছি।
@amitavabhattacharjee067 күн бұрын
খুব সুন্দর! গতবছর আমিও এই শোভা উপভোগ করেছিলাম। বেশ ভালো লাগলো। 👍🥰
@chinu39817 күн бұрын
@@amitavabhattacharjee06 ধন্যবাদ। অমিতাভদা। 🥰
@pallabmondal945415 күн бұрын
অপূর্ব দৃশ্য দেখলাম
@chinu398115 күн бұрын
@@pallabmondal9454 ধন্যবাদ। সঙ্গে থাকুন।
@BiswajitGoswami-dm8ic10 күн бұрын
অসাধারণ ভাবে sunrise উপহার দিলেন
@chinu398110 күн бұрын
@@BiswajitGoswami-dm8ic ধন্যবাদ।
@ilaroy11703 күн бұрын
Khub sundor Choukori. Akebare santo poribes ar Sun rise tao darun bhabe dekhalen. Akas ta puro kamola rang e bhoriya dilo.
@chinu39813 күн бұрын
@@ilaroy1170 ধন্যবাদ। 🙏
@AsimBhattacharyya6515 күн бұрын
অপূর্ব সুন্দর
@chinu398115 күн бұрын
@@AsimBhattacharyya65 ধন্যবাদ।
@srishivshankarsastri659815 күн бұрын
আমি অনেক বছর ধরেই আপনার ভ্রমণ ভিডিও দেখি। আপনার সুন্দর বক্তব্য আর অসাধারন ছবি তোলার হাত , মন ভরিয়ে দেয়। নতুন ভিডিও দেখার অপেক্ষায় রইলাম।
@chinu398115 күн бұрын
@@srishivshankarsastri6598 সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরের পর্ব পেয়ে যাবেন।
@sharmishthadutta44716 күн бұрын
হিমালয়ের অপূর্ব শোভা দেখলাম হৃদয় ছুঁয়ে গেল
@chinu398116 күн бұрын
@@sharmishthadutta447 ধন্যবাদ।
@somnathbanerjeee11 күн бұрын
মন্ত্রমুগ্ধ ..না না মন্ত্র কোথায়? এই সুন্দর উপস্থাপনায়, ক্যামেরার লেন্সের জাদুকুরি তে মুগ্ধ। অনেক দিন পর এই রকম সুন্দর ভিডিও দেখলাম, যেখানে শুধু অকারণ বকবক শুধু রাস্তার বিবরণ আর সকালে বেরিয়ে বিকালেই ইউটিউব এ আপলোড করে দেওয়ার ব্যস্ততা নেই, ফলে সবুরে যেমন মেওয়া ফলে সেরকম সুন্দর একটি ভিডিও তৈরি হয়েছে যেখানে হিমালয়ের সৌন্দর্য এত সুন্দর ভাবে ফুটে উঠেছে। আর ভিডিও দেখে হৃদয়ের অন্তরস্থল থেকে বলতে বাধ্য হচ্ছি চিন্ময় নাথ ইস ব্যাক ❤ প্রচুর ভালোবাসা রইলো স্যার 🙏
@chinu398111 күн бұрын
@@somnathbanerjeee সঙ্গে থাকার জন্য অনেক ভালোবাসা। আমি তো গত ১২ বছর ধরেই একই রকম ধারায় কাজ করে আসছি। আমি তো ভিডিও বানানোর জন্য ভিডিও বানাই না। তথ্যচিত্রের আদলে অনেক রিসার্চ ওয়াক ও পরিশ্রম করে এগুলো আপনাদের মতো দর্শকদের সামনে তুলে ধরি। পুরো সিরিজটি মন দিয়ে দেখুন। আশাকরি উপভোগ করবেন। ধন্যবাদ। 🥰
@rajibkumarroy902516 күн бұрын
Your videography is 'the best'
@chinu398116 күн бұрын
@@rajibkumarroy9025 🥰🥰🥰
@kousikmajumder205615 күн бұрын
Informative video.khub bhalo laglo.
@chinu398115 күн бұрын
@@kousikmajumder2056 ধন্যবাদ।
@atishdey36915 күн бұрын
আপনার সম্পর্কে আমি প্রথম জেনেছিলাম একটা লাইভ you tube আড্ডায়। শুনেছিলাম, আপনি বাংলার ট্রাভেল ব্লগার দের মধ্যে অন্যতম পথিকৃৎ। সেরকম ভাবে কোনদিন আপনার ভিডিও দেখিনি। কয়েকদিন ধরে অনবদ্য কিছু ছবি দেখছিলাম কুমায়ুনের। আজ এই পর্ব টা সামনে এলো। দেখলাম। দারুন লাগলো। Subscribe করলাম। Candid কুমায়ুন অবশ্যই দেখবো। আপনাকে নমস্কার আপনার সুদীর্ঘ লড়াইয়ের জন্য আর সফলভাবে পুনরায় হিমালয়ের কোলে ফিরে আসার জন্য। ভালো থাকুন সপরিবারে। শুভকামনা রইলো❤❤
@chinu398115 күн бұрын
@@atishdey369 এই পরিবারের সদস্য হওয়ার জন্য অনেক ধন্যবাদ। সঙ্গে থাকুন। একটা কথা বলি,এই যে ইউটিউবে আপনারা বাংলা ভাষায় ট্রাভেল ব্লগিং দেখেন,এই বিষয়টাই আমি শুরু করেছিলাম। এই চ্যানেলের বয়সই ১২ বছর অতিক্রান্ত। তবে আমি একটু তথ্যচিত্রধর্মী কাজ করতে পছন্দ করি। ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। 🙏
@TRAVELLERARUP15 күн бұрын
Very nice video sharing 👌❤
@chinu398115 күн бұрын
@@TRAVELLERARUP 🥰🥰🥰
@arundhatidatta389515 күн бұрын
খুব সুন্দর লাগল আপনার ভিডিও টি ।দেখলাম ও শুনলাম । হিমালয়ের আনাচে কানাচে এত সুন্দর সুন্দর জায়গা আমাদের জন্য অপেক্ষা করছে ভাবা যায়না । তবে বেশী কংক্রিটের জঞ্জাল সহ্য হয় না । আপনার ক্যামেরার লেন্স ঠিক ঠিক ভাবেই আমাদের টেনে নিয়ে গেছে । যাই হোক বেশ ভাল লাগল। অনেক ধন্যবাদ ভাই । 🙏🙏🙏🙏
@chinu398115 күн бұрын
@@arundhatidatta3895 আপনাদের সামনে প্রকৃতিকেই তুলে ধরার চেষ্টা করি। 🙂
@sumitneogi170215 күн бұрын
Khoob bhalo laglo, dhonyobad
@chinu398115 күн бұрын
ধন্যবাদ।
@trishnamitra649412 күн бұрын
Mon bhalo kora kichhu drishyo dekhlaam!!
@chinu398112 күн бұрын
@@trishnamitra6494 ধন্যবাদ।
@asimmukhopadhyay952516 күн бұрын
দারুন, আমিও যখন গেছিলাম তখন ও অনেক ফাঁকা ছিলো।
@chinu398116 күн бұрын
@@asimmukhopadhyay9525 সময়ের সঙ্গে সঙ্গে সব কিছুই পাল্টে যায়।
@samarde16 күн бұрын
The video presents an incredible view of the Himalayas with mesmerizing sunset and sunrise.
@chinu398116 күн бұрын
@@samarde Thank you dada. Stay tuned. 👍
@MRITYUNJOYRAY-pp2lj16 күн бұрын
Darun
@chinu398116 күн бұрын
@@MRITYUNJOYRAY-pp2lj ধন্যবাদ।
@chandeanandesampaghoshsama403611 күн бұрын
Asamvab sundor ek sunrise dekhalen vai. Nije hoyto konodin jete parbona. Dekhe mon valo hoye gelo
@chinu398111 күн бұрын
@@chandeanandesampaghoshsama4036 আপনি যেতে না পারলেও চিন্তা নেই, আমি তো আছি। ঘরে বসে মানসভ্রমণ। 🙂
@chandeanandesampaghoshsama403611 күн бұрын
@chinu3981 thik, vai ache, chinta ki
@chinu398111 күн бұрын
@@chandeanandesampaghoshsama4036 একদম দিদি। 👍
@ganeshpaul40016 күн бұрын
Nice place, with excellent videography & narration. Dada I have a long desire to meet you.
@chinu398116 күн бұрын
@@ganeshpaul400 I will definitely meet you. Come to the book fair. The Kolkata International Book Fair is going to start from January 28.
@rajivrupani392516 күн бұрын
Beautiful vlog ❤ choukouri is so peaceful and serene 😊 its a peaceful location 💓 Himalayas indeed is our pride 🤩 you described it very well dada in bengali 😊 this place is best to relax and rejenevate ❤
@chinu398116 күн бұрын
@@rajivrupani3925 Choukori is the hidden gem of Kumaon. I have only portrayed the beauty of the Himalayas. Thanks for watching. Stay tuned. 🥰
@dipm197513 күн бұрын
Only place in Kumaon Himalayas perhaps from where both sunrise and sunset are so well visible alongwith magnificent and spectacular range
@chinu398113 күн бұрын
@@dipm1975 . Not only sunrise and sunset views,but also Chaukori is known for its views of the snow-capped peaks of Nanda Devi, Panchachuli, and Trishul.This place is hidden gem of Kumaon.
@smartartbulbuli..383816 күн бұрын
Video দেখলে মন ভালো হয়ে যায় 😊
@chinu398116 күн бұрын
@@smartartbulbuli..3838 ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙂
@adityakumarroy830916 күн бұрын
চকৌরি ভীষণ সুন্দর পর্যটনস্থল। আমি দুবার গেছি আর প্রত্যেকবার KMVN এ থাকার সুযোগ হয়েছিল। আমার দেখা KMVN এর বেস্ট রিসর্ট। ওখানে একটা পরিত্যক্ত চায়ের বাগান ও তার সাথে কারখানা আছে। আকাশ পরিষ্কার থাকলে সব শৃঙ্গ গুলো খুব সুন্দর দৃশ্যমান। আমি অন্নপূর্ণা র রেঞ্জটাও দেখতে পেয়েছিলাম একবার। আপনার ভিডিও দেখে আবার চলে যেতে ভীষণ মন চাইছে। মুন্সিয়ারীর ব্লগের অপেক্ষায় থাকলাম।
@chinu398116 күн бұрын
@@adityakumarroy8309 KMVN-এ আগে থেকেছি। এবার জায়গা ছিল না। হঠাৎ করেই গেছিলাম। একটু হেঁটে গিয়ে ভালো ভিউ পেয়েছি। তবে ফগ ছিল। দিন দিন পলিউশন বেড়ে যাওয়ায় এখন আকাশ পরিষ্কার পাওয়া খুব চাপের।
@ayeshibhowmick436816 күн бұрын
❤❤
@chinu398116 күн бұрын
@@ayeshibhowmick4368 🥰🥰🥰
@dipm197513 күн бұрын
Aparthiv Soundaryer Akor Chaukori. Having been there twice/thrice way back in early years of this century when only few houses apart from KMVN were there, it was pristine and tranquil
@chinu398113 күн бұрын
@@dipm1975 I have also been there several times. great place. An ideal place for a peaceful stay.
@snchakraborty216316 күн бұрын
Dimer jhol, Roti is the best. Ramdanar rupkhotha kothai pabo? Can you send the link?
@chinu398116 күн бұрын
@@snchakraborty2163 ওই বইটা খুব জনপ্রিয়। সব এডিশন শেষ হয়ে গিয়েছে। এ বছর নতুন এডিশন আসবে বলে পাবলিশার্স জানিয়েছে। প্রকাশিত হলে আমি জানিয়ে দেব।
@samarb932916 күн бұрын
Darun. Choukori nd koushani just fatafati Thanks😊
@chinu398116 күн бұрын
@@samarb9329 ধন্যবাদ। 🙂
@snchakraborty216316 күн бұрын
Eagerly waiting for Munsyari blog. 😅
@chinu398116 күн бұрын
@@snchakraborty2163 🥰🥰🥰
@subhasishpatra153616 күн бұрын
Khub valo laglo ❤❤❤
@chinu398116 күн бұрын
@@subhasishpatra1536 ধন্যবাদ। 🥰
@tapankumardas10616 күн бұрын
CHOUKORI TE LEPPARD ER BHOI ACHE .
@chinu398116 күн бұрын
@@tapankumardas106 আমদের ভয় লাগেনি। লেপার্ড জঙ্গলে ছিল।
@amitchakraborty192216 күн бұрын
Apner blog Sunday dupurer paona.
@chinu398116 күн бұрын
@@amitchakraborty1922 ধন্যবাদ। সঙ্গে থাকুন। 🙂
@paragdutta780813 күн бұрын
👌🌹 ভোর বেলা আপনি যখন বেরিয়েছিলেন তখন আপনার পিছনে " দি চৌকোরি হেরিটেজ " নামে একটা বাড়ী দেখা যাচ্ছিলো। ওটা কি কোন হোটেল? নভেম্বর মাসে যাবার ঠিক হয়েছে। হোটেল হলে ওখানে থাকার ইচ্ছা হয়েছে। 🙏
@chinu398113 күн бұрын
@@paragdutta7808 হ্যাঁ, মহার্ঘ্য রিসর্ট। 🙂
@paragdutta780813 күн бұрын
@chinu3981 👍
@AtishMukherjee-y8j16 күн бұрын
বেশ লাগলো কিন্তু। আজকের চৌখরি চেনাই দায়।
@chinu398116 күн бұрын
@@AtishMukherjee-y8j হুম, অনেক পাল্টে গেছে। সে কথা উল্লেখ ও করেছি।
2024 এর নভেম্বরের শেষে আমরা গিয়েছিলাম চৌকরী। উঠেছিলাম KMVN লাগোয়া হোটেল হিমশিখর এ।। সকালে ভালো ভিউ পাবার আশায় KMVN এর গেটে গেলে ওখান থেকে বলল জন প্রতি 30/- টাকা লাগবে ভিতরে যেতে।। খারাপ অভিজ্ঞতা।।
@chinu398116 күн бұрын
@@bappaghosh8178 যাবেন না ওখানে। একটু হেঁটে এগিয়ে যাবেন। আমি যেখানে গিয়েছিলাম ওখান থেকে খুব ভালো ভিউ পাওয়া যায়।
@abhishekghoshal605315 күн бұрын
bhorer prothom aloy udbhasito charachar o sringoraji aha ei soundarjyo bhasay barnana kora jay na, bidhatar ei apar sritir lilake ki kore shadbo diye byakhya korbo sei khamota konodine hobe na
@chinu398115 күн бұрын
@@abhishekghoshal6053 ধন্যবাদ।
@TREK_MATE14 күн бұрын
প্যারাডাইস বলা গেলেও এখন আর হিডেন বলা যায়না । ২০০২ সালে প্রথম যখন যাই তখন হয়তো হিডেন ছিল। এর পর ২০১১ আর ২০১৪ তে আরও দুবার যাই।
@chinu398114 күн бұрын
@@TREK_MATE অতীতে আমারও বেশ কয়েক বার কুমায়ুন সার্কিটটা ঘোরা। কুমায়ুনের অন্যান্য জায়গাগুলোর তুলনায় চৌকোরি এখনও সে রকম ভাবে তুমুল জনপ্রিয়তা অর্জন করেনি। যদিও জায়গা হিসেবে দারুণ।
@BiswajitGoswami-dm8ic10 күн бұрын
পাহাড়ী শহর গুলোতে এরকম ভাবে হোটেল homestay বেড়ে গেলে পাহাড়ের পরিবেশ কি হতে পারে তার প্রমান আমরা badrinath কেদারনাথে পাচছি তাও আমরা সতরক হচছি না
@chinu398110 күн бұрын
@@BiswajitGoswami-dm8ic সেটা মানুষকেই সিদ্ধান্ত নিতে হবে।
@BiswajitGoswami-dm8ic10 күн бұрын
চিনুদার ভিডিওর একটা বৈশিষ্ট আপনি খাওয়ার ভিডিও বেশীক্ষন দেখান না খাবারের আইডিয়াটা দিলেন এটাই সঠিক
@chinu398110 күн бұрын
@@BiswajitGoswami-dm8ic প্রয়োজন অনুযায়ী শট ডিস্ট্রিবিউশন করি। যা খুশি বলি না। যা খুশি দেখাইও না।