Рет қаралды 421,618
সকালের নাস্তা নিয়ে রোজ একটা সমস্যা হয়ে থাকে । রোজ রোজ রুটি পরোটা ভালো লাগে না । তাই সুস্বাদু মুখোরোচক আলুর পরোটা আপনাদের কে বানিয়ে দেখালাম । আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা ও ট্রাই করে দেখতে পারেন । আশাকরি সকলের খুব ভালো লাগবে । এই পরোটা বানাতে কি কি উপকরণ লাগবে ।
উপকরণ :--
মাঝারি সাইজের আলু = 4 টা
আটা = 4 কাপ
পরিমাণ মত নুন
আধা বাটা কাঁচা লঙ্কা = 2 চা চামচ
আদা বাটা = 2 চা চামচ
সামান্য হলুদ গুঁড়ো
চাট মসলা = 1/2 চা চামচ
লাল লঙ্কার গুঁড়ো = 1/2 চা চামচ
জিরা গুঁড়ো = 1/2 চা চামচ
আমচূড় গুঁড়ো = 1/2 চা চামচ
খোঁচানো ধনেপাতা = 1 টেবিল চামচ
সাদা তেল ভাজার জন্য