আর আপু উনাদের বলে দিবেন যেহেতু ভিডিও করেন, ক্রেতাদের সাথে ভদ্র ব্যবহার যেন করে। আপনাদের নাকি টাকা দিয়ে ভিডিও করায়,তাই অন্যদের ভিডিও করার ব্যবস্থা নেই, কিন্তু হরহামশায়েই ভিডিও করছে মানুষ। পাবলিক নিয়ে কাজ করে মাথা গরম থাকলে পাবলিক ওদের ছেড়ে দিবে না।