Sob gaan gulor sorolipi dile amader o olpo valo hoto aapner theke shikte partam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Joy guru
@parantaproy10103 жыл бұрын
🙏🙏
@ABHIJITDAS-sm9fq3 жыл бұрын
Jayguru
@swaruphalder59473 жыл бұрын
Khub sundor
@papianath7883 жыл бұрын
Ami joto shuni mon bhorae na
@kamallochanmohanta76713 жыл бұрын
Joy Guru Hari Om
@samardebnath61053 жыл бұрын
অঞ্জন মিউজিকেল যার্নীকে অনুরোধ আমরা গত 40/50 বছর ধরে অনেক গুলো স্বরূপানন্দ যে সুরে শুনে এসেছি আপনারা ঐসব গান গুলো সুর তাল পরিবর্তন করে দুইজনকে কেন যে গাওয়াচ্ছেন বুঝে উঠলাম না। বিষয়টা ভেবে দেখবেন। ধন্যবাদ।
@anjansmusicaljourney50743 жыл бұрын
জয়গুরু দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ও কমেন্ট করেন,যা আমাদের কাছে "বাবামণির আশীর্বাদ" বলে মনে করি। বর্তমান ভারতবর্ষে স্বয়ং বাবামণির নিকট হইতে দীক্ষা প্রাপ্ত মন্ত্র শিষ্যের সংখ্যা অতি অল্প।তার মধ্যে অনিল কুমার সাহু একজন। উনার ৭২ বছর বয়স পেরিয়ে গেছে। উনি খুব সুন্দর হরিওঁ কীর্ত্তন পরিবেশন করেন।বাবামণি একবার পূর্ব মেদিনীপুর জেলার পারুলিয়া গ্রামে শ্রী শ্রী অসীম ব্রহ্মচারীজী এর বাড়িতে এসেছিলেন। সেখানে বিভিন্ন জায়গা থেকে কীর্ত্তন দল এসেছিল।উনিও সেদিন হরিওঁ কীর্ত্তন করেছিলেন। সেদিন স্বয়ং বাবামণি উনার হরিওঁ কীর্ত্তন শুনে প্রশংসা করেছিলেন।একসময় অসীম ব্রহ্মচারীজী শ্রী শ্রী বাবামণির নিত্য সহচর ছিলেন।বাবামণি কখনো কখনো আপন খেয়ালে খালি গলায়, কখনো বা হারমোনিয়াম সহযোগে গান গাইতেন। অসীম ব্রহ্মচারীজী সুযোগ মতো বাবামণির অগোচরে টেপ রেকর্ডারে কিছু কিছু গান রেকর্ড করে রাখতেন। অনিল বাবু অসীম ব্রহ্মচারীজী এর কাছ থেকে ঐ গান গুলো সংগ্রহ করেন এবং বহু বছর নিয়মিত চর্চা করেন। আমি একদিন অনিল বাবুকে বলি, আপনি কিছু স্বরূপানন্দ সঙ্গীত করুন ভবিষ্যৎ প্রজন্মের কাছে অরিজিনাল সুর ও তাল সংরক্ষনের জন্য। প্রথমে উনি কিছুতেই রাজী হচ্ছিলেন না। আমি প্রচুর অনুরোধ করে উনাকে রাজী করাই।বাবামণি যে গান গুলো খালি গলায় যে সুর ও তালে গেয়েছেন, অনিল বাবু সেই গান গুলো সেই সুর ও তাল সঠিক রেখেছেন। কোনরূপ পরিবর্তন করেননি। গানের মধ্যে উনি কোনরকম বাহাদুরি দেখাননি।বাবামণির শ্রী কণ্ঠ নিঃসৃত সুর-তাল-লয়-ছন্দ তেমন আছে, উনি তেমনই গেয়েছেন।গায়কী আলাদা।প্রত্যেক গায়কের গায়কী ভিন্ন রকমের।এই গায়কী কারুর কাছে ভালো লাগে, আবার কারুর কাছে ভালো লাগে না।এই গায়কীর জন্য একই গান যতজন গায়ক গাইবে,গায়নশৈলী তত রকমের কিছু স্বতন্ত্র রূপ ধারণ করবে।এটাই বিচিত্র জগতের বিচিত্র বৈশিষ্ট্য। জয়গুরু।