Рет қаралды 5,620
এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
কবিতা: আমাদের ছোট নদী
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
Poem: Amader Choto Nodi
Poet: Rabindranath Thakur
আমাদের ছোট নদী
রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।
চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।
আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।
সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।
আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসব জেগে ওঠে পাড়া।।
Your queries:
1. আমাদের ছোট নদী কবিতা
2. রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি
3. সহজ পাঠের কবিতা
4. ছোটদের কবিতা
5. রবীন্দ্রজয়ন্তী কবিতা
6. বাংলা কবিতা আবৃত্তি
7. ২৫ বৈশাখ কবিতা
8. আবৃত্তি
9. Amder Choto Nodi
10. Rabindranath Thakur
11. Bangla Kobita
12. Kobita abritti
13. Chotoder kobita abritti
14. Kids rhymes
15. Bengali poem reaction
16. Bengali poetry