Рет қаралды 175
কোরআনে বর্ণিত কাহিনীগুলোর মধ্যে হযরত মুসা (আ.) এর যুগে জালেম অত্যাচারী বাদশাহ ফেরাউনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহর নাফরমানিতে সে এতই সীমা ছাড়িয়ে গিয়েছিল যে, এক পর্যায়ে নিজেকে বড় রব ‘আনা রাব্বুকুমুল-আলা’ বলেও দাবি করেছিল। আল্লাহর অব্যাহত নাফরমানির কারণে সে ও তার কিবতি জাতি বারেবারে আজাবে এলাহির শিকার হতে থাকে এবং শেষ পর্যন্ত ধ্বংস হয়। এ প্রাচীনতম জাতির ধ্বংস হয়ে যাওয়ার নির্মম কাহিনী কোরআনে বিভিন্ন অঙ্গিকে ব্যক্ত হয়েছে। হযরত মুসা (আ.)-এর তবলীগ প্রচারকে বারবার অমান্য এবং তার বিরুদ্ধাচরণ করা হয়। আল্লাহ তালাও তাদের পরীক্ষার জন্য নানা আসমানি বালা নাজেল করতে থাকেন এবং সংশোধিত হওয়ার জন্য বারেবারে সময়ও দিতে থাকেন। কিন্তু শেষ পর্ষন্ত তারা নীলনদে ডুবে ধ্বংস হয়। তাদের হঠকারিতার নির্মম নিদর্শন ফেরআউনের লাশ মিসরে অক্ষত থাকা।
Subscribe our channel link
/ @wazkafela
#WazKafela #shaikhahmadullahchandpuri #newwaz2023