আপনি জনগন কে সঠিক বুঝে তার পরে বুঝান ! আরবের আলেমে চেও আপনি বশি বোঝে ! বোকা
@rafisaid99214 жыл бұрын
আন্দাজে উড়ন্ত কথা না বলে,,,,, উক্তি উল্লেখ করুন
@mustofatalukder16124 жыл бұрын
ইসলাম শুধু আরবে না আমাদের দেশেও এসেশে, আরব থেকে আমাদের ভালোবাসা কম না।। এখন একটা কথা মনে রাখবেন ইসলাম শুরু যেখান থেকে হয়েছে ধ্বংসও সেখান থেকে হবে, যেটা শুরু হয়ে গেছে, তাই আমাদের দেশের সাথে আরবের তুলনা দিবেন না।
@trivuz93 жыл бұрын
@@mustofatalukder1612 মুরখের কথার উত্তর না দেয়াই উত্তম।।
@trivuz93 жыл бұрын
@@rafisaid9921 মুরখের কথার উত্তর না দেয়াই উত্তম।
@jahidhassan35763 жыл бұрын
@@trivuz9 apnar gan dakha ami sihorito🤣🤣
@akhtarujjamanhaque72083 жыл бұрын
শায়েখের স্মৃতিশক্তি আল্লাহ তায়ালা আরো বাড়িয়ে দিন আমিন ৷
@mathcorner55412 жыл бұрын
মা শা আল্লাহ উস্তায। আল্লাহ আযযা ওয়া জাল আপনার ইলমে বারাকাহ দান করুন। এমন বর্ণনায় বরাবরই হানাফি ফিকহের প্রতি মুগ্ধতা বাড়ে।
@MdImran-im1bg8 ай бұрын
মাশাআল্লাহ খুব সুন্দর ও গুরুত্বপূর্ণ সময় উপযোগী আলোচনা।
আপনাদের মত আলেমদের মিডিয়ায় খুবই ওভাব। সত্য পথে আগিয়ে যান সকলে আপনার সাথে আছি।
@abubakarsiddik93045 жыл бұрын
জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফি হায়াতিকা ও উলুমিকা
@nirobhusain92192 жыл бұрын
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ অনেকদিন যাবত অপেক্ষা করছিলাম এমন একটি মিডিয়ার জন্য যার মাধ্যমে অন্তত আমরা যে আমলগুলো করতেছি এগুলো যে হাদিস বিরোধী নয় এটা সুস্পষ্ট হবে আলহামদুলিল্লাহ অনেকদিন পরে হলেও আল্লাহ তাআলা আমাদের জন্য এমন একটা মিডিয়ার ব্যবস্থা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ
@tamimkhankhan97792 жыл бұрын
Very good, Mufti vai jan
@mdazadalli23232 жыл бұрын
Good waz so reasonable Allah helps you you're great hero of islam
Alhamdullah,, অনেক সুন্দর তথ্য বহুল আলোচনা,, ভিতরের সন্দেহ টা দূর হয়ে গেল,, জনাব, আমার আর একটা প্রশ্ন হলো,তারা আরো বলে যে দুয়ায়ে কুনুত নাকি হাত উত্তোলন করে পড়তে হয়?? তাই এই বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হত,,,,
@mdhasanmahmoud45245 жыл бұрын
যে সঠিক, আপনি KZbin দেখেন,মসজিদুল হারাম এর ইমাম ও মসজিদে নববীর ইমাম বেতের এর শেষ রাকাত এ সেজদা যাওয়ার আগে দুই হাত তুলে দোআ কুনুত পড়া হয়, যাচাই করতে পারেন,,, জাযাকাল্লাহ খায়ের
@shiblyms5 жыл бұрын
@@mdhasanmahmoud4524 কিন্ত তারাতো বলে, মক্কা-মদিনার ইমামগন জানেন না বলেই এমন করে।
@mdarafat-fo4sz5 жыл бұрын
মক্কা , মদিনার ইমাম জানে না এইটা কি বললেন ভাই।।
@mdhasanmahmoud45245 жыл бұрын
@@shiblyms বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ আলেম হচ্ছে মক্কা ও মদিনা আলেমগণ। এরা হচ্ছে ইসলাম কে নিয়ে ব্যবসা করছে, আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক না হয় ধংস করুক আমীন
@Rakibkhan-ov4rx3 жыл бұрын
@@shiblymsmokkha modinar imam jane na,apnar ei hujur jane
@mdsaifullah27505 жыл бұрын
جزاكم الله خيرا، بارك الله فيكم
@shakilahmed-bh1ec4 жыл бұрын
ধন্যবাদ, এরকম আরো আপ্লোড চাই, উম্মত যাতে কিছু আবলতাবল লোকের কথায় বিভ্রান্ত না হয়,
@tuhaddissk38143 жыл бұрын
আপনাদের মতো আলেমদের মিডিয়ায় খুবই অভাব এগিয়ে জান সত্যকে তুলেধরুন
@ashadulislam23284 жыл бұрын
Jajhakallahu khoiran.
@pageofislam94833 жыл бұрын
ভালো লাগল
@chintamohol32695 жыл бұрын
very important. zajakallah
@MehediHasan-jj6dk3 жыл бұрын
Really good sounds
@mdakbaralimandal16154 жыл бұрын
আলহামদুলিল্লাহ । দলিল ভিত্তিক তথ্য তুলে ধরার জন্য ধন্যবাদ। জাযাকাল্লাহ খয়ের। পশ্চিমবঙ্গ, ভারত।:::::::::::ওয়াসসালাম।
@hmanoarulhaquehmanoarulhaq6343 жыл бұрын
جزاكم الله خيرا في الدارين....
@showrovkhan56705 жыл бұрын
জাঝাকুমুল্লাহু খাইরান
@ahmadjunaid502 Жыл бұрын
Zajakumullah
@sadekalisheikh3 жыл бұрын
Alhamdulillah
@atiqrahman61483 жыл бұрын
খোলাসা করেছেন আপনি। জাযাকুমুল্লাহ খাইর।
@mdsaadhasan3723 жыл бұрын
ماشاءاللہ. جزاك اللهُ.
@muftishahedamin39575 жыл бұрын
বারাকাল্লাহু
@starlin8813 жыл бұрын
Masha allah
@starlin8815 жыл бұрын
বারাকাল্লাহু ফী হায়াতিহী
@shofikulislam48884 жыл бұрын
মাশাআল্লাহ জাযাকাল্লাহ
@trueskills22615 жыл бұрын
A lot of thanks you.
@halalmiah72193 жыл бұрын
প্রামাণিক আলোচনা।
@soayebislam28192 жыл бұрын
ماشالله تبارك الله
@salmanshamil70082 жыл бұрын
ماشاء الله
@mdraselhasansaju96154 жыл бұрын
মাশা-আল্লাহ
@hanieefhaneef17624 жыл бұрын
হুযুর আছছালামুয়ালাইকুম. আপনার কথা সুনলাম মাগরিবের মতই বেতের নামাজ হবে শেষের রাকাতে তাকবির দিতেহবে কি না আর দোয়া কোনুত কোন সময় পরব যানাবেন
@fajilrahman73255 жыл бұрын
হুজুর আচছালামু আলাইকুম
@anisurrahman3795 жыл бұрын
জাঝাকল্লাহ
@SaifulsaifulSaiful4 жыл бұрын
মাশাল্লাহ
@nahidparven96833 жыл бұрын
ইব্নু ‘ঊমার (রাঃ) থেকে বর্ণিতঃ এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট রাতের সালাত সম্পর্কে জিজ্ঞেস করল। আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ রাতের সালাত দু’ দু’ (রাক’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হবার আশঙ্কা করে, সে যেন এক রাক’আত সালাত আদায় করে নেয়। আর সে যে সালাত আদায় করলো, তা তার জন্য বিত্র হয়ে যাবে। সহিহ বুখারী, হাদিস নং ৯৯০ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@tumarikarone3194 жыл бұрын
মাসাল্লাহ
@mdhossain-yq2wc5 жыл бұрын
মাশা আল্লাহ্ আলহামদুলিল্লাহ্ সঠিক কথা হুজুরের
@ayubali85365 жыл бұрын
5 rakat bitir porle ki vabe porbo
@md.monirhossain78705 жыл бұрын
মাশাআল্লাহ
@ForhadHossain-yq9xm5 жыл бұрын
যাজাকাল্লাহ
@mdlucky76234 жыл бұрын
masa allah
@রাহেতবলীগ5 жыл бұрын
Sundae alochona
@HANAFITV5 жыл бұрын
জাযাকাল্লাহ
@tipusultan54775 жыл бұрын
আমিন
@mdnasir-pc6wd5 жыл бұрын
হুজুর আপনাকে আল্লাহ যেন হেদায়েত দান করেন, আপনি যে সকল আলেমদের ভুল ধরলেন তাতে আপনার ভবিষ্যৎ নিয়ে আমি সঙ্কিত, আল্লাহ যদি আমাকে বাচিয়ে রাখেন আপনার মত হুজুরের হাদীস এর আলোচনা যেন না শুনতে হয়। আপনি আপনার নিজের কথা গুলো নিজে ভালো করে শুনেন, আশা করি আল্লাহ আপনাকে সঠিক ভাবে বোঝার তৌফিক দিবেন। আমিন
@tozammalhossain56094 жыл бұрын
বিয়াকুফ।
@halalmiah72193 жыл бұрын
তুই কি বুঝেছিস, এটা স্পষ্ট করে বল।তাহলে আমরা তোর কথা বিশ্বাস করব।
@aziz-urrahman87645 жыл бұрын
Zajakallah
@babulakter92095 жыл бұрын
MASHAALLAH ZAZAKALLAH. VIDEO TE SOUND EKTU BESI HOLE VALO HOTO
@mn_creator14 жыл бұрын
হাদিসে ১,৩,৫,৭,৯,১১ সবই আছে, কিন্তু হাদিসে ঝগড়া নেই।
@nawshadmollick24474 жыл бұрын
Right
@majnumiah38735 жыл бұрын
৫,৭,৯ রাকাতে প্রথম বইটক কখন হবে?
@jybackjehad69194 жыл бұрын
Nai
@mostafakamal25724 жыл бұрын
বই আকারে কথাগুলো একত্রে প্রকাশ করুন ।
@Cbosabangla3 жыл бұрын
মৃত ব্যক্তিকে নিয়ে এক অবাক করা তথ্য যা আপনার শোনা প্রয়োজন। kzbin.info/www/bejne/gF7UZ4yAiryAmdk
@najmulhoque33855 жыл бұрын
আরবে প্রথমে দুই রাকাত পরে এক রাকাত পড়ে। সেভাবে পরলে তো মাগরিবের মত হল না।
@مسعودالرحمنأبوطاهر5 жыл бұрын
আমরা ও মাগরীবের ন্যায় পড়ি না যেমন তৃতিয় রাকাতে ফাতিহার পর সুরা মিলাই এবং কুনুত পড়ি।
@mdhasanmahmoud45245 жыл бұрын
Najmul Hoque, সঠিক বলেছেন ভাইজান
@mdhasanmahmoud45245 жыл бұрын
@@مسعودالرحمنأبوطاهر ভুল ভাইজান
@sofiurrahman18594 жыл бұрын
Last akrakate ki niot natun koira korte hobe
@halalmiah72193 жыл бұрын
ভাই এজন্যেই হুজুর বলেছেন সাদৃশ্যটা কোন ক্ষেত্রে নিষেধ করা হয়েছে।কারণ সবাই তো কুনূত পড়ে ইত্যাদি।এটা আমরা হাদিসের পরের অংশ থেকে পাই।যা বরং এর পরে উল্লেখ করা হয়েছে।"তোমরা তিন রাকাত বিতর পড়না,মাগরিবের সাথে সাদৃশ্য হয়ে যাবে,বরং পাঁচ রাকাত বা সাত রাকাত বা নয় রাকাত বা এগার রাকাত বা তার চেয়ে বেশী পড়"----ভাই দেখেন হাদিসি কিন্তু বিষয়টি স্পষ্ট করে দেয়।
@masumaftub63425 жыл бұрын
bhai bator namaj ki vabe porlen ata ki kiamoter din prosnoo korben allah sobanhallah?
@@absssrammm780 খুব বালা কতা কইছেন। তাইলে আপনে নিজের সিস্টেম বাইর কইরা হেই সিস্টেমে বিতর পড়েন।
@abdulkadermasum84455 жыл бұрын
জুরুরী
@nurmohammd96934 жыл бұрын
ধন্যবাদ ভাই আমি আপনাকে একটা কথা বলতে চাই মাগরিবের মতো পড়তে নিষেধ করছেন আপনি বলেন তাহলে বাংলাদেশে কত জন মানুষ ৫-৭-৯-১১-রাকাত নামাজ বেতের পড়েন বলেন ত আমার জানামতে ৯০/ মানুষ বেতের ৩ রাকাত পড়েন পার্থক্য যদি রাকাত নিয়ে হয় তাহলে ৩ রাকাত ত কবুল হওয়ার কথা নয় কারণ ৩ রাকাত ত মাগরিবের মত হয় সকল মুসলিম ভাই ও বোনদের সঠিক পত বেছে নিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন
@pageofislam94833 жыл бұрын
3য় রাকাতে অতিরিক্ত তাকবির সম্পর্কে বলেন
@liaquatali55275 жыл бұрын
৫,৭,৯রাকাতে কি ২রাকাতের পর বসতে হবে? যদি তা না হয় তবেতো এটা স্পষ্ট যে ৩ রাকাত পড়া যাবে তবে মাগরেবের মত নয় ৫,৭ রাকাতের মতই পড়তে হবে। আর উনিতো এক রাকাতের কথা উল্লেখ করেনইনি। সাধারন মুসুল্লিদের বিভ্রান্ত করা উচিত নয়। আল্লাহ উনাকে সঠিক পথে চলার জন্য পথ দেখান এটাই একান্ত কামনা।
@shshakib35275 жыл бұрын
Liaquat Ali ভাই ৩ রাকাতের আগে আপনি নফল নামাজ পড়বেন।মনে হয় ৫ রাকাত বলতে ৩ রাকাত বিতরের সাথে ২ রাকাত সুন্নতের কথা বোঝানো হয়েছে
@riyadahmed35934 жыл бұрын
বেতের তিন রাকাত কিন্তু তার আগে দুই রাকাত বা চার রাকাত ছুননত নামাজ জগ করলে কত হয় পাচ বা সাত রাকাত হয়
@mdsamsuzzaman06075 жыл бұрын
তাহলে বেতের সালাত তিন রাকাত পড়েন কেন,5/7রাকাত পড়েন না কেন?
@مسعودالرحمنأبوطاهر5 жыл бұрын
তার মানে হলো বিতির এর পুর্বে ২ বা ৪ রাকায়াত তাহাজ্জুদ পড়া।
@Light House বুজলাম আপনে হুজুরগো কাছ থাইক্যা কমিশন কম পাইছেন।
@mohammedosman4593 жыл бұрын
আপনি যে ৫ জন আলেমের নাম উল্লেখ করেছেন, তাদের সম্পর্কে বলতে হলে আপনার আরও এলেম অর্জন করার প্রয়োজন আছে বলে আমি মনে করি,আল্লাহ্ আমাদের সবাইকে হক বুঝার তাওফিক দান করুন।
@oceanwaves6575 жыл бұрын
৩য় রাকাতে প্রচলিত তাকবির দিয়ে যে বিতর পড়া হয় সেটা আলোচনা করুন।
@kostotumi82324 жыл бұрын
3 রাকাত বেতেরে নামাজ মাগরীবের মত করে পরোনা এটাই সহীহ হাদিস। বর্তমান সব চেয়ে জন প্রিয় বক্তা মিজানুর রহমান আজহারী ও তিনি একথা বলে গেছেন।
@mdmijan-rm6xe5 жыл бұрын
ভাই আপনি কি মক্কা মদীনার, মদিনা বিশ্ববিদ্যালয়ের আলেম ওলামাদের থেকে বেশি বুজতেছেন
@nazmuddinnurhasan37945 жыл бұрын
মক্কা মদিনা দলিল নয়। কুরআন ও হাদীস একমাত্র দলিল।
@pkpk74475 жыл бұрын
@@nazmuddinnurhasan3794 মক্কা মদিনার আলেমরা কোরআন হাদিস বুঝেনা বাংলাদেশ দেওবন্দের লোকেরাই বেশি বুঝে
@delowerhossain84404 жыл бұрын
সৌদি থেকে যারা পরালেখা করছে, তারা সৌদি আরবের মন রখ্খা করে বিশ্লেষণ করবে
@rhmanrhman88184 жыл бұрын
মনেত হয় তেমনই আমি সৌদি 30 বছর কাটিয়ে এলাম কৌ ওখানে তো কোন উল্টা তকবির। দেখলাম না আমদের দেশের হুজুরেরা কৌ পাইলেন এই উল্টা তকবির মাথায় আসেনা
@imteazkhan5 жыл бұрын
ভাই আপনার কথায় বুঝা যাচ্ছে মাগরিবের নামাযের সাথে রাকাতের সাদ্যৃস করা যাবে না,কিন্তু পদ্ধতি একি থাকবে,কিন্তু আপনাদের ত কোন দিন পাঁচ রাকাত বা তার বেশি বিতর নামায পরতে দেখলাম না, আপনারা ত তিন রাকাতই পরেন,,,তাহলে কি মাগরিব এবং বিতর নামায এর, রাকাত এর মধ্যে সাদ্যৃস হয়ে গেল না,,
@MDHOSSAIN-cm4rj5 жыл бұрын
Imteaz, did you hear closely?
@mamunrajiulkarim5 жыл бұрын
thanks
@liaquatali55275 жыл бұрын
উনি কি বলবেন পাচ,সাত রাকাতের মাঝখানেও কি দুই রাকাতের পর বসতে হবে? বোধ হয় না। আসলে ৫,৭ এর মত ৩ রাকাত পড়া যাবে তবে মাগরেবের মত নয় এটা স্পষ্ট। উনিতো এক রাকাতের কথা উল্লেখ করলেননা। যাহোক গোজামিল দিয়ে মানুষকে বিভ্রান্ত করা উচিত নয়।
@ridwanurrahman89454 жыл бұрын
Nai dekhte paren to ki hoise ... ??? Shara jibon kw 5 rakat porte pare ..shara jiboew 3 rakat na porte pare ...to ki hoise ?? Rasulullah sa to 11 rakat o beter porsen to rasulullah sa er 1 lakh er upore shob shahabi ki 11 rakat biter porse emon kono dolil ase apnar kase ??? Kw shara jibone ekbaro7 rakat pore nai ..kw shara jibone ek baro 9 rakat pore nai ..kw shara jibone ekbaro 3 rakat pore nai emon korle kono shomossha ase naki ???
@mohdmzaman4 жыл бұрын
Please open the comments in order to visible for everyone. Please.
@mdrohan31345 жыл бұрын
Massallah
@sumonshawon64625 жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই আমি এক টি কথা বলব আপনের সংনখা বেসি হতে পারে আমাদের সংনখা কম আপনের সংনখা এক কুটি আমার সংনখা একশ কম জেমন নবি আল্লাহ কে এমন ভয় পাই জেমন আপনে আল্লাহকে একটু ভয় পান না জুদ্দি পাইতেন ওলটা পালটা বুজ দিতেন না জেমন আপনে দলির দেখান একটা তারা দেখায় দশ টা এবার বলেন কোনটা স্যত হবে।এবার সংনখা বলি। ১।দুনিয়ায় দেখছেন খারাপের সংনখা বেসি ভালোর সংনখা কম ২।চাপাদিয়া বোজাবার বেসি সংনখা ৩। ৭৩ তুর কাতার হবে নবির সংনখা কম হবে কাতার একটা। এত বালো বাবে নামাজ হজ জাকাত রোজা পরেছে কুরআন হাদিস বোজিয়েছে তাদের কাতার হবে ৭২ হুত্তা কেন আপনেদের সংনখা না বেসি ও বোজতে পেরেছি আপনেরা মানুষকে জাল হাদিস বোজিয়ে ছেন সহজ করে ইবাদত করেছেন সহজ কে কঠিন করেছেন।
@saifulislam44574 жыл бұрын
অনুচ্ছেদ-৩৩৮ বিতর সলাতের রাক’আত সংখ্যা ১৪২১ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَجُلاً، مِنْ أَهْلِ الْبَادِيَةِ سَأَلَ النَّبِيَّ صلى الله عليه وسلم عَنْ صَلاَةِ اللَّيْلِ فَقَالَ بِأُصْبُعَيْهِ هَكَذَا مَثْنَى مَثْنَى وَالْوِتْرُ رَكْعَةٌ مِنْ آخِرِ اللَّيْلِ . ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ একদা এক বেদুঈন নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রাতের সলাত সম্বন্ধে জিজ্ঞেস করলে তিনি তাঁর দুই আঙ্গুল দিয়ে ইশারা করে বলেনঃ দু’ দু’ রাক’আত এবং রাতের শেষভাগে বিতর এক রাক’আত। সহীহঃ মুসলিম। হাদিসের মানঃ সহিহ হাদিস
@agaffar123575 жыл бұрын
Ma aisha theke asese j rasul 3 rakat bitir porte kintu 2 rakate pore bosten.na....ak.tashahud korten
@mohammadiislamicchannel144 жыл бұрын
মক্কা এবং মদিনা কিভাবে পড়ে। তা বলেন।
@mahatabahmed61885 жыл бұрын
বিতরের নামাজ হয় কি হয় না, এই নিয়ে যারা প্রশ্ন তোলে ,তারা এতোদিন কোথায় ছিল ? তাদের বাপদাদারা এখন কি করবে ? এখনকার হিসাব অনুযায়ী যদি তাদের নামাজ না হয়ে থাকে, তার জন্য দায়ী কে,?এই মাওলানা সাহেবেরাই দায়ী ।কারন আমরা অধিকাংশরাই কোরআন হাদিস জানিনা ।বই পুস্তকে যা পেয়েছি তাই করেছি ।ঐ বই গুলি তাদেরই লেখা ।
@nahidparven96833 жыл бұрын
‘আবদুল্লাহ ইব্নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আল্লাহ্র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ রাতের সালাত দু’ দু’ রাক’আত করে। অতঃপর যখন তুমি সালাত শেষ করতে চাইবে, তখন এক রাক’আত আদায় করে নিবে। তা তোমার পূর্ববর্তী সালাতকে বিত্র করে দিবে। ক্বাসিম (রহঃ) বলেন, আমরা সাবালক হয়ে লোকদের তিন রাক’আত বিত্র আদায় করতে দেখেছি। উভয় নিয়মেরই অবকাশ রয়েছে। আমি আশা করি এর কোনটিই দূষনীয় নয়। সহিহ বুখারী, হাদিস নং ৯৯৩ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@shamsulhaque27463 жыл бұрын
জি ভাই, ১০০% সহীহ্ হাদীস। কেউ যদি ১ রাকায়াত পড়তে চায় তবে তার পূর্বে কম করে হলেও অবশ্যই দুই রাকায়াত পড়তে হবে। যা আব্দুল্লাহ ইবনে উমর কোনো কোনো সময় পড়েছেন। আর এটা বর্তমানে আরব জাহানে চালু আছে। আর হাদীসের শেষাংশে আরও অনেক লোক (সাহাবী ও তাবেয়ী) ৩ রাকায়াত বিতর পড়েছেন বলে প্রমাণ পাওয়া যায়। আর এ আমলটি এই উপমহাদেশ সহ পৃথিবীর বহু দেশে চালু আছে। উভয় আমলই হাদীস দ্বারা প্রমানিত। এক্ষেত্রে মুজতাহিদ ইমামগণ একেকজন একেকটা মত গ্রহণ করেছেন তবে অন্যটিকে অস্বীকার করেন নি। তবে বর্তমান সময়ের তথাকথিত শায়খদের কেউ কেউ আমাদের ৩ রাকায়াত বিতর পড়া নিয়ে কটু কথা বলে থাকেন।
@ThRatul-vy8lq2 жыл бұрын
৯৩৭। আবদুল্লাহ ইবনু ইউসুফ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যাক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট রাতের সালাত (নামায/নামাজ) সম্পর্কে জিজ্ঞাসা করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতের সালাত দু’দু’(রাকা’আত) করে। আর তোমাদের মধ্যে কেউ যদি ফজর হওয়ার আশংকা করে, সে যেন এক রাকা’আত মিলিয়ে সালাত আদায় করে নেয়। আর সে যে সালাত আদায় করল, তা তার জন্য বিতর হয়ে যাবে।
@abdulmuyeed69325 жыл бұрын
কিন্তু তিন রাকাত বেতর একসাথে পড়ার সহিহ হাদিস আছে । সেখানে দুই রাকাত বৈঠক নেই। মুস্তাদারেক হাকিম।
@mdfarhan30655 жыл бұрын
kon odhi koto number hades
@abdulmuyeed69325 жыл бұрын
Md farhan, ১১৪০ নম্বর হাদীস। আগে বলেন আপনার কাছে মুস্তাদারাক হাকিম গ্ৰন্থটি আছে?
তিন রাকাত বিতর সহিহ,কিন্তু মাগ্রিবের মতো পড়া সহিহ নয়।আপনি আপনার আক্বিদা ঠিক করেন । আমিন।
@shamsulhaque27463 жыл бұрын
বিতর নামাজ হুবহু মাগরিবের মত কখনও কাওকে পড়তে দেখিনি।
@jahidhassan35763 жыл бұрын
Akta hadis dakha banor ar moto na lafano valo hoba bhai
@TechYouTube5 жыл бұрын
এইসব হুজুরদের কারণেই আজ মুসলমানদের মধ্যে এত বিভেদ।
@delowarbhuiyan71545 жыл бұрын
وحدثنا يحيى بن يحيى، قال قرأت على مالك عن نافع، وعبد الله بن دينار، عن ابن عمر، أن رجلا، سأل رسول الله صلى الله عليه وسلم عن صلاة الليل فقال رسول الله صلى الله عليه وسلم " صلاة الليل مثنى مثنى فإذا خشي أحدكم الصبح صلى ركعة واحدة توتر له ما قد صلى " . ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্ণিতঃ: জনৈক ব্যক্তি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে রাতের সলাত সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বললেনঃ রাতের সলাত দু‘ দু‘ রাক‘আত করে আদায় করবে। যখন ভোর হওয়ার সম্ভাবনা দেখবে তখন এক রাক‘আত সলাত আদায় করে নিবে। যে সলাত আদায় করেছে এভাবে তা বিতরে পরিণত হবে। (ই.ফা. ১৬১৮, ই.সে. ১৬২৫) সহিহ মুসলিম, হাদিস নং ১৬৩৩ হাদিসের মান: সহিহ হাদিস Source: আল হাদিস অ্যান্ড্রয়েড অ্যাপ, IRD
@rasctgbd5 жыл бұрын
যুক্তি সমূহ শুনলাম। প্রথম পর্যায়ে প্রমাণ দেখালেন "বিতর মাগরিবের মত পড়া যাবেনা বরং ৫, ৭, ৯, ১১ এইভাবে পড়তে হবে", ২য় পর্যায়ে প্রমাণ দেখালেন "বিতর অনেকে মাগরিবের মতই পড়েছে"। তাহলে এইবার বিতর টা ঠিক কিভাবে পড়ব তা হাতে কলমে দেখিয়ে দিলে সবাই উপকৃত হত।
@minhazsumon11975 жыл бұрын
শেখ মনজুর-এ-এলাহী আবু বকর মোহাম্মদ জাকারিয়া ডঃ মুহাম্মদ সাইফুল্লাহ শেখ শাহ ওয়ালিউল্লাহ প্রফেসর ডঃ কামাল উদ্দিন জাফরী ওনারা বাংলাদেশের প্রখ্যাত আলেম ওনাদের সাথে বেয়াদবি করনা
@shiblyms5 жыл бұрын
প্লিজ ফলো নান বাট অনলি ওলামায়ে মাদিনা। সহীহ দ্বীন শেষ দিন পর্যন্ত মাদিনায় বিদ্যমান থাকবে - স্বয়ং রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আমরা কি তাঁর কথায় আস্থা রাখবো না কি ভারতবর্ষের সুফি দরবেশদের স্বপ্নে পাওয়া ত্বরিকার উপর আস্থা রাখবো? ঈমানের দাবি কোনটা?
@djgomes82415 жыл бұрын
এত বড় ভিডিও দেখার সময় কই ।পার্ট পার্ট করলে দেখতে সুবিধা হত
আসসালামুআলাইকুম ভাইজান, তাহলে আমাদের কে সারাজীবন ৩ রাকাত শিখাইলেন ক্যানো,
@mdabzal70983 жыл бұрын
Valo babe bojar chesta koron bojben insaallah
@delowarbhuiyan71545 жыл бұрын
ভাই আপনি খিয়ানত করছেন না তো! আমি কুয়েতে 15 বছর দেখেছি সেখানে দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে আবার এক রাকাত পড়া হয়। এবং এভাবে আমি মক্কায় মসজিদুল হারামে ও দেখেছি এভাবেই পড়া হয় আমি সেখানে প্রায় 9 দিন অবস্থান করেছিলাম তার মধ্যে একদিন দেখলাম কাবা ঘরের প্রধান ইমাম সুদাইস তিনি দুই রাকাত পড়ে আত্তাহিয়াতু না পড়ে তৃতীয় রাকাত পড়লেন,তাহলে বুঝা যাচ্ছে আপনি মক্কার ইমামদের চাইতেও ভালো বুঝেন।আপনি আপনার কাছে যদি দলিল থাকতো তাহলে আপনি দুইটা হাদিসের দলিল দিয়ে বলতে পারতেন ভাই এটাও হাদিসে আছে ওটা ও হাদিসে আছে কিন্তু আপনি মিথ্যার আশ্রয় নিলেন কেন?
@sharifhossain89345 жыл бұрын
বিতির নামাজের অনেক গুলো নিয়ম আছে, আর সৌদি আরবে যে ভাবে পড়ানো হয় সে নিয়ম হলো হাম্বলি মাযহাব এর মত
@ashrafhasan35854 жыл бұрын
ভাই ওটা মালেকি মাজহাবে আছে। আর ওনি আলোচনায় লামাযহাবি ভাইদের মিথ্যা প্রচারণার খন্ডনে হানাফি মাজহাবকে প্রতিষ্ঠা করেছেন।
Makkah Kaba and Mosque Nobubi Madina 3 Rakat Biter continue pray imam. Otherwise 2 Rakat Biter after salam. After 1 Rakat Biter total 3 Rakat pray. So it's your system wrong. Every body follow Makkah and Modina system.only follow Quran and hadith don't follow Mazab.
@abutalha3864 жыл бұрын
মাগরিবের তিন রাকাত হওয়ার কারন জানাবেন প্লিজ
@rejaulkarim41235 жыл бұрын
হাদিসে যেহেতু নিশেধ আছে মাগরিবের মত করে বিতর না পড়া। তাহলে এখনও এইভাবে কেন পড়া হয়। যারা ৩ রাকাত বিতর পড়ছে। তারাকি নবীর হাদিস অমান্য করছে?
@mdabutaher44402 жыл бұрын
তাহমিদ ভাই নাকি সামান্য দাওরা পাস করেছেন এতিমখানায়!!
@hedayetulislam67702 жыл бұрын
যার যেমন ইচছা বিতর নামাজ পড়ুন কে কাকে বাধা দিচ্ছে? সমস্যা হলো যারা নবীজি সাঃ এর আদেশ নির্দেশ অনুযায়ী বিতর নামাজ পড়বে না তারা দল ছুট হয়ে যাবে। অতি পন্ডিতি ভালো না।