Рет қаралды 341
Facebook link- / travellerkazian
আসসালামু আলাইকুম!
আমাদের এই ভ্রমনের দ্বিতীয় দ্বীনে আপনারদের স্বাগতম। প্রথম দিন রাতে আমরা টেকের ঘাটে অবস্থান করি, রাতে আমরা নিলাদ্রী লেকের পারে গল্প করে আড্ডা দিয়ে কাটিয়ে দেই৷ রাতের নিলাদ্রি দারুন সুন্দর । শেষ রাতে এসে আমরা বোটে শুয়ে পরি।
খুব সকালে আমরা আবার যাত্রা করি পরবর্তী গন্তব্যে। আজকের দিনর প্রমন গন্তব্য ছিলো শিমুল বাগান। সকালের হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে যাই শিমুল বাগানের ঘাটে এর মধ্যে বোটের ছাদে বসেই সকালে নাস্তা খেয়ে নেই।
বোটের ছাদে বসে খাবার খাওয়ার মজাই অন্যরকম ছিলো।
শিমুল বাগানের ঘাট থেকে বাগানের দুরুত্ব কয়েক মিনিটের! ৫০ টাকা টিকেট দিয়ে বাগানে প্রবেশ করি।
শিমুল বাগানের সৌন্দর্য দেখে আপনি মুগ্ধ হবেন যদি আপনি প্রকৃতি প্রেমি হন। বাগানের শেষ ভাগে কিছু বেঞ্চ আছে চাইলে সেখানে বসে আড্ডা জমাতে পারেন আমাদের মতন। বাগানের ভিতরে দারুন ঠান্ডা একটা পরিবেশ অনুভব করবেন কারন মেঘালয়ের পাহাড় থেকে ঠান্ডা একটা বাতাস সবসময় বইতে থাকে। শিমুল বাগানে ঘন্টা খানেক সময় কাটিয়ে চলে যাবেন বোটে তারপরের গন্তব্য বারিক্কা টিলা। শিমুল বাগানের ঘাট থেকে বারিক্কা টিলার ঘাটের দুরুত্ব মাত্র দশ মিনিটের, দশ মিনিট বোট চলার পরে আপনাকে নামিয়ে দিবে বারিক্কা টিলার ঘাটে, সেখান থেকে বারিক্কা টিলার দুরুত্ব পায়ে হাটলে বিশ মিনিট সর্বচ্চ সময় লাগবে আর যদি হাটতে না চান তাহলে বাইক নিতে পারেন বাইকের ভারা ১০০ টাকা বা তার কম বেশি তবে বাইকে উঠার আগে ভালো ভাবে দাম করে নিবেন। আমার পরামর্শ থাকবে শারিরীক অসুস্থতা না থাকলে পায়ে হাটার এতে আপনি স্থানিয় মানুষজনের জীবন যাত্রা সম্পর্কে কিছুটা ধারনা পাবেন। বারিক্কা টিলা মূলত একটা ভিউ পয়েন্ট যেখান থেকে মেঘালয় পাহাড় এবং জাদুকাটা নদীর একটা দারুন ভিউ পাবেন যেটা আপনার মনের ক্লান্তি দূর করে দিবে। বারিক্কা টিলা থেকে বোটে ফিরে বোট কতৃপক্ষেকে বলবেন একটা নিরাপদ যায়গায় বোটটা বার্থ করার জন্য যেখানে আপনারা গোসল করবেন জাদুকাটায়।
অবশ্যই লাইফ জ্যাকেট পরে নামবেন কারন জাদুকাটা কিন্তুু অনেক গভীর একটা নাদী!আর এর পানি দারুন ঠান্ডা
জাদুকটায় গোসলটা মিস করবেননা হতে পারে এটাই আপনার জীবনের সেরা একটা অভিজ্ঞতা।
গোসল করা শেষে বাড়ি ফেরার পালা।
আমার ভ্রমন অভিজ্ঞতা যদি ভালো লেগে থাকে আবশ্যই একটা কমেন্ট করবেন। আর বাংলাদেশ যেকেনো স্থানে ভ্রমন সংক্রান্ত তথ্য প্রয়জন হলে আমার ফেসবুক পেইজে ইনবক্সে করবেন ইনশাআল্লাহ আমি আপনাদের সহযোগীতা করার চেষ্টা করবো।
ফেসবুক পেইজের লিংক ডিসক্রিপশন বক্সে দেয়া আছে। সবাইকে আবার সালাম জানাই!
আসসালামু আলাইকুম।