আমার মতো আর কার কার সবচেয়ে বেশী মন চাই চরখানপুর নিয়ে ভিডিও দেখতে? অনেক ভালোবেসে ফেলেছি এই গ্রাম ও গ্রামের মানুষগুলোকে। ভারত থেকে ভালোবাসা নেবেন 🇮🇳🖤
@shornatamim48212 жыл бұрын
Apni Muslim na hindu
@Ronaldo-y5r2 жыл бұрын
@@shornatamim4821 Alhamdulillah Muslim🥰
@kulsumabibi1660 Жыл бұрын
Amar o khub valo laga
@Ronaldo-y5r Жыл бұрын
@@kulsumabibi1660 good
@eoiffoe1980 Жыл бұрын
okhane ki kono hindu thake thakle janaben!
@mdmosaddekshake78022 жыл бұрын
আপনি যেমন মাটির মানুষ, আজিজুল ভাই তেমনি এক মাটির মানুষ,, আজিজুল ভাই রৌদ্রের মাঝে ঘাটে আপনার জন্য অপেক্ষা করা আবার যাওয়ার সময় ঘাট পর্যন্ত এগিয়ে দেওয়া সাথে ছেলেকে ছাতা দিয়ে সাথে পাঠিয়ে দেওয়া,,ভাত খাওয়ার সময় আপনার প্লেটে খাবার দেওয়া, খাওয়ার পর মোষের দুধ দিলেন খাওয়া জন্য,, ঝড়ের সময় আজিজুল ভাইয়ের মা বৃষ্টিতে ভিজে আপনার খোঁজ নেওয়া আপনি কি চলে গেছেন কি না,,আসলে এরাই মাটির মানুষ,, সুমন ভাই আপনি বলছিলেন আজিজুল ভাইকে জমি কিনে দিবেন,, শুনে অনেক ভালো লাগলো,, আপনার ছন্দময় কথার সাথে আজিজুল ভাইয়ের আথ্যিতীয়তা সবমিলিয়ে দারুন উপভোগ করলাম,, গাজীপুর থেকে 🇧🇩🇧🇩
আমি খাই ভাই, আপনি খান! আহা কি আপ্যায়ন, কত সরল মনা মানুষ এই মানুষ গুলো ভালো থাকুক ♥️
@tuhinahmeedvlog44042 жыл бұрын
গ্রামের মানুষ গুলা গরিব হলেও মনটা অনেক বড়। 💕💕💕
@mdrafi42462 жыл бұрын
চরখানপুরের পর্ব গুলোতে কেমন যেন একটা মায়া লেগে থাকে ❤❤❤❤❤❤
@dinislamdin64662 жыл бұрын
Ami ai char khan pur Dia 1987 saley India Giacilam
@bangladeshivloggerritu74992 жыл бұрын
Right
@asaduzzamanasad87522 жыл бұрын
Yes vi
@ahbabahmedchowdhury34542 жыл бұрын
sala uddin sumon bhai, pl address the district of charkhanpur
@patriotic59322 жыл бұрын
@@dinislamdin6466 আপনাদের মত লোকদের কারণেই দেশেল বদনাম হয়।
@imranhossan68312 жыл бұрын
আসলেই গ্রামের মানুষের মন অনেক কোমল,আজিজুল ভাইয়ের মায়ের খোজ নেওয়াটা খুব ভাল লেগেছে,নেই অহংকার ঠিক যেন গ্রামের মুক্ত বাতাসের মতই পরিস্কার
@mrhumaidyt66982 жыл бұрын
মাশাআল্লাহ। নদীর মাছ, আলুভর্তা ও সাথে ডাল। সেই রকম।ভাই বাম হাত দিয়ে পানি খাওয়া নিষেধ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে আদবের সাথে খেতে হয়।
@Som4you2 жыл бұрын
আমি আপনাকে চিনি না। কিন্তু আপনার বর্ণনা অসম্ভব ভালো লাগে। বিশেষ করে বাংলাদেশের গ্ৰামের চিত্র আলাদা আনন্দ দেয় মনে। পদ্মার ভিডিওগুলো অসম্ভব দুঃসাহসী পূর্ণ।
@hamidulislam2392 жыл бұрын
প্রবাস থেকে এমন ভিডিও দেখলে সত্যি দেশের প্রতি ভালোবাসা আরো বেড়ে যাই ধন্যবাদ সুমন ভাই❣️
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ভালোবাসা❤️💕❤️
@hamidulislam2392 жыл бұрын
@@SalahuddinSumon ভাই আপনার জন্য অনেক ভালোবাসা রইলো❣️ ধন্যবাদ ভাই রিপ্লাই দেয়ার জন্য✌️💖
আজেবাজে কনটেন্ট এর ভিড়ে আপনার মাটি আর মানুষ নিয়ে প্রাণ ছুঁয়ে যাওয়া এরকম ভিডিও গুলো মন কেড়ে নেয় ।ধন্যবাদ @salauddinsumon ভাই ।
@sumonrahat28572 жыл бұрын
আজকে ৫ বছর কোরিয়াতে আছি আপনার ভিডিও গুলো দেখলে দেশের কথা মনে পড়ে যায়, মন চায় এখনি ছুটে যায়🇧🇩 অনেক ভালো লাগে আপনার ভিডিও বিশেষ করে গ্রামের ভিডিও গুলো, আরো এমন গ্রামের ভিডিও দেখতে চাই,আপনার জন্য শুভকামনা সব সময় 💝
@msjannat97932 жыл бұрын
শেষের দিকের ভিডিও দেখে আমার হাতের পশম দাঁড়িয়ে গেছে।সত্যিই চরের মানুষের জীবন কত ঝুঁকিপূর্ণ।
@bangladeshinewzealandvlogg36882 жыл бұрын
এমন দৃশ্য দেখিনা আজ বহু বছর। এতো সরল মাখা মানুষ গুলো দেখলেই অন্য রকম অনুভব হয়।আপনার জন্য দোয়া রইলো। এতো সুন্দর ভিডিও দেওয়া জন্য।
বেশি বেশি এই ধরনের ভিডিও দিবেন ,গরীর দুখি মানুষের জীবন যাপন তুলে ধরবেন ,দেখতে অনেক ভালো লাগে ,
@bikerbangladeshi26952 жыл бұрын
চর খানপুরের ভিডিও গুলোতে প্রাচীন বাংলার ঐতিহ্য ফুটে উঠেছে। অনেক অনেক ধন্যবাদ ভাই এই ভিডিও গুলো শেয়ার করার জন্য।
@go_europe2 жыл бұрын
আমি পৃথিবীর অন্যতম আধুনিক শহর,জার্মানীর ডুসেলডর্ফে থাকি। এখানের সব মেকি জিনিসপত্রের ভীড়ে কেবলই আফসোস হয় কেন আমি এরকম গ্রামে জন্মালাম না। আহারে আমার সোনার দেশ
@SaifHasan-oi7gy Жыл бұрын
আপনার অবস্থানে যাওয়ার জন্যও অনেক আফসোস করে। এটাই জীবনের বৈচিত্র্য।
@go_europe Жыл бұрын
@@SaifHasan-oi7gy মানুষ সবসময়ই আফসোস নিয়েই বাচে। তবে আমার আর ওয়েস্টার্ন দেশ ভালো লাগে না। কোথাও শান্তি পাই না। সুইজারল্যান্ড গেলেও বিরক্ত লাগে। একটু মাছ ভাজা, পালং শাক একটু ভর্তা দিয়ে ভাত খেতে ইচ্ছা করে। পৃথিবীর সবচে বিশ্রি খাবার বার্গার আর পিজ্জা ই থাকে কপালে😥
@fhrudurur6614 Жыл бұрын
BEry Nice Country 💋💋💋💋💋💋💋💋💋t🥰🥰💖💖💖১০০%
@ShakilKhanWorld Жыл бұрын
@@go_europeআল্লাহ্ আপনার মঙ্গল করুন। এছাড়া কি আর বলবো
@arjinaahammed3053 Жыл бұрын
আপনার এসব কথা শুধু দু চার লাইনের আবেগ মাএ। এর বাস্তবে কোন অস্তিত্ব নেই। ঐ ঝাঁ চকচকে জায়গার লোভ আপনাদের আমৃত্যু কাম্য । সুযোগ থাকলেও ঐখান থেকে বের হয়ে আসতে চাইবেন না। তাই এই সব আবেগ তাড়িত কথা গুলো বলা মানে আমাদের দেশের এই মানুষ গুলোকে উপহাস করা । মনে কষ্ট পেয়ে থাকলে 🙏🙏🙏 ক্ষমা চাইছি।
@PiyuBole88072 жыл бұрын
একটি জোৎস্নাময় রাত কতোটা মোহনীয় হতে পারে এসব গ্রামে ভেবেই লোভ হচ্ছে❤️
@MdRibbySarker-ct8te2 ай бұрын
😢😢😢😢
@ManikAli-zk2oc2 жыл бұрын
সুন্দর করে সাজিয়ে বলে জানিয়েছেন কথা আমি শুনে মুগ্ধ
@atalukdar97202 жыл бұрын
শহরের দালান বিল্ডিং থেকে এই গ্রাম গঞ্জের প্রকৃতিটা অনেক অনেক ভালো
@BillalHossain7G2 жыл бұрын
সত্যিই অসাধারণ ❤️ অপূর্ব সুন্দর গ্রাম বাংলার জীবন যাত্রা! তাই তো কবি বলেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাইনা আর 🥰 মনোমুগ্ধকর দৃশ্য জানিনা গ্রাম আমায় কেন এতো টানে তাইতো সবসময়ই নিজ জন্মভূমি গ্রামের পিছুটান ছেড়ে একমুহূর্তে জন্যও অন্য কোথাও গিয়ে থাকতে পারি না,,,,! I love my village & love you Salauddin Sumon vai ❣️🤍🍁
@sandipmaity3041 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@tanviralfarhan28052 жыл бұрын
একজনকে নিজ দায়িত্বে জমি কিনে দেওয়ার জন্য ছুটে যাওয়া সত্যি মানবতার সর্বচ্চো বহিঃপ্রকাশ। এমন সোনার ছেলে বাংলা মায়ের গর্ব। আপনার এমন উদারতার কথা মনে গাঁথা হয়ে থাকবে বহুদিন। ভালোবাসা নিবেন প্রিয় "সুমন ভাই" 💞
@lalitdebnath29712 жыл бұрын
এই অভূতপূর্ব দৃশ্যগুলো দিন দিন হারিয়ে যাচ্ছে! আমাদের প্রজন্মগুলোর কাছে অকল্পনীয় রূপকথার গল্পে পরিনত হবে। ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই। ❤️❤️❤️
@mdnazrulislam72502 жыл бұрын
চরখাঁনপুর এর প্রতিটি ভিডিও আমার ভালো লাগে। আজিজুল হক ভাইয়ের পরিবার এর প্রতি দোয়া ও ভালোবাসা রইল।
ক্যামন যত্ন নিয়া খাওয়াচ্ছে বড়ভাই ছোটো ভাইকে।🥰 ভালোবাসা তো এমনি।এখনো বাংলাদেশে কিছুটা গ্রামীন আবহ রয়েছে দেখে ভালো লাগলো।
@debosmitadeycreation32812 жыл бұрын
অপূর্ব ছিল গ্রাম বাংলার এই রূপ যেন মনে হচ্ছিল হাতে আঁকা কোন সিনারি এক কথায় অসাধারণ লাগলো এই এপিসোডটা ততটাই ভয়ংকর ছিল পদ্মা নদীর ঢেউ ভালো থাকবেন দাদা
@ferdausmunshi78032 жыл бұрын
আপনার ভিডিও আমার কাছে অনেক ভালো লাগে । আজিজুল ভাই অনেক ভালো মনের মানুশ আজিজুল ভাইএর পাশে থাইকেন ভাই
@sudipmondal75932 жыл бұрын
সত্যি দাদা আপনার ভিডিওগুলো দেখে মন প্রাণ ছুঁয়ে যায়। মনে হয় যেন তামিলনাড়ু থেকে এক্ষুনি ছুটে চলে যাই চর খানপুরে।
@mdrony88012 жыл бұрын
চরখানপুরের ব্লগ গুলো এতো ভালোলাগে যা বলার ভাইরে,, মন চায় সব সময় আজিজুল ভাইকে দেখি, খুব ভালো লাগে তাদের,, আবার তাড়াতাড়ি চরখানপুরের ব্লগ চাই
@abusayedhashemi76222 жыл бұрын
আজিজুল ভাই কে আল্লাহ অনেক বছর বাচিয়ে রাখুক সুমন ভাই আজিজুল ভাই এর খোঁজ রাখবেন সবসময়
@sumonkhn62792 жыл бұрын
আজিজুল ভাই অনেক বালো
@shubhamndt87482 жыл бұрын
দাদা, আমরা বাড়িতে বসে দেখি, আনন্দ উপভোগ করি, কিন্তু আপনাদের পরিশ্রম কল্পনার বাইরে। ধন্যবাদ দাদা, ভালো থাকবেন, সুস্থ কামনা করি। দেবব্রত বেরা। প্রতাপদীঘি, পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গ , ভারত।
@Robin368032 жыл бұрын
সত্যি বলতে আমার খুব হিংসে হচ্ছে... এমন একটা গ্রামে বসবাস করতে পারলে নিজেকে ভাগ্যবান মনে করতাম❤️❤️
@bhudebsengupta34802 жыл бұрын
বড় ভালো লাগে চরের মানুষের জীবন কাহিনী দেখতে।আমি মুগ্ধ হয়ে দেখি। অনেক অনেক মায়া ও ভালবাসা রইল এই সহজ সরল মানুন গুলোর জন্য। সুমন ভাইয়ের নিজের জীবনের ঝুকি নিয়ে এমন উপস্থাপনা কি যে ভালো লাগে কি আর বলব।
@themaskaraltd92352 жыл бұрын
সুবহানাল্লাহ অনেক সুন্দর একটি গ্রাম এবং গ্রামের মানুষের চলাফেরা খাওয়া-দাওয়া উঠা বসা সবকিছু মিলিয়ে আমার অনেক ভালো লাগে এই গ্রামে ঘুরতে আমি অনেক ভালবাসি
@shohanurrahman25472 жыл бұрын
চরের মানুষ কি দারণ! কত সহজ সরল। দেখে বেশ ভালো লাগলো
@shafiullahrifat97272 жыл бұрын
যত দেখি ততই ভালো লাগে অসাধারণ "
@khalidrasid9342 жыл бұрын
আপনার ভিডিও দেখলে মনে হয় গ্রাম বাংলার অপরূপ দৃশ্যগুলো যেন জীবন্ত হয়ে ওঠে সত্যিই আপনি একজন অসাধারণ ব্যক্তি, কারণ হতদরিদ্র আজিজুল ভাইয়ের খোঁজ নিয়মিত রাখেন।আপনার ভিডিও না দেখলে রাতে ঘুম হয় না। আপনার ভিডিওতে গ্রাম বাংলার এক রোমাঞ্চকর মূহুর্ত্তের সাক্ষী সকলেই হয়।
@jamiulislam50892 жыл бұрын
💚💛💙গ্রাম বাংলার মাটি ও মানুষের সাথে অকৃত্রিম ভাবে নিজেকে বিলিয়ে দিয়ে দরদ, মমতা, মায়ায় জড়িয়ে এই অসাধারণ ব্লগ গুলো উপহার দিয়ে চলেছেন আমাদের প্রিয় সালাহউদ্দিন সুমন ভাই। আবারও আপনার জন্য অনেক ভালোবাসা রইল। 🧡❤️🧡
@Faysal82632 жыл бұрын
প্রতিটি কথাই আবেগপূর্ণ, এগিয়ে যান সালাউদ্দিন সুমন ভাই
@projonmoprojonmo85422 жыл бұрын
স্মৃতির মণিকোঠায় নাড়া দিয়ে গেল আজকের আপনার এই ভিডিওটি, অসাধারণ..!
@Nasim07192 жыл бұрын
Omg Ki dew re bhai padma nodi te…sotti Oshadaron video bhai apni banan always ❤❤❤
@sandipbasu37952 жыл бұрын
যাই হোক ভালোয় ভালোয় যে পাড়ে উঠতে পেরেছেন তাতে শান্তি পেলাম। আমার তো দমবন্ধ হয়ে গেছিল! অনেক শুভেচ্ছা রইল সুমন ভাই, এগিয়ে চলুন।
@azrasadikablog39412 жыл бұрын
অপেক্ষা রইলাম চরখানপুরের দৃশ্য আবার দেখার জন্য,সুমন ভাই সবগুলো পর্বই খুবই ভালো লেগেছে,
@noufneherin10732 жыл бұрын
প্রকৃত সুখি মানুষ উনারাই,,, দেখেই শান্তি লাগছে।
@iqbalhossin45067 ай бұрын
ভাইয়া আমি নেপাল থেকেই আপনার সব ভিডিও গুলো দেখি। খুবই ভালো লাগে
@askshahid68622 жыл бұрын
প্রাকৃতিক সৌন্দর্য যেন আপনার সাথে সাথে ঘুরে বেড়াচ্ছে
@sabirkazi26572 жыл бұрын
আজিজুল ভাইয়ের বাসা ও গ্রাম দেখে আমি যেন মুগ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি চার খানপুরের ভিডিও বানাবে সুমন দা
@mazarulmazarul42692 жыл бұрын
ছবির মতো সুন্দর চরখানপুর সাথে আজিজুল ভাইয়ের বাড়িটি। সবসময়ই অপেক্ষা করি কখন চরখানপুরের নতুন বিডিও আসবে। যতো দেখি আরো দেখতে মন চায়।
@hanifalifahammad6662 жыл бұрын
সুমন ভাইয়ের প্রতি রইল সাত আসমান ভালবাসা, আপনার মাধ্যমে গ্রামের সবুজ শ্যামল প্রকৃতি যত দেখি ততই মুগ্ধ হয় , এরকম বিডিও আপনার মাধ্যমে আরো বেশী আশা করি ।
@milonhossain40542 жыл бұрын
আলহামদুলিল্লাহ গ্রামের সৌন্দর্য আমাকে মুগ্ধ করে ❤️❤️❤️
@hanifdewan30482 жыл бұрын
সুমন ভাই আপনার যত অনুষ্ঠান দেখি ততই আরো দেখার ইচ্ছে জাগে। মহান আল্লাহ আপনার নেক হায়াত দান করুন আমিন
@SelimReja4502 жыл бұрын
সতিই এরা অনেক সরল সাধারণ জীবন-যাপন করেন। আপনার প্রতিটা ভিডিও আমি দেখি। আপনার ভিডিও উপস্থাপন ও বলার ভঙ্গিমায় সত্যিই মধুর কণ্ঠ আছে। আপনার কথায় আপনি মায়াবী ভাষা ব্যাবহার করেন। আমি একজন গ্রামের ছেলে। গ্রাম মানেই আলাদা রকমের আনন্দ। গ্রাম মানেই প্রকৃতির অপরূপ রূপের সাথে সাক্ষাৎ করা। আমার বাড়ি মুর্শিদাবাদ।আমার ইচ্ছা বাংলাদেশ বেড়াতে যাবো। কিভাবে যাবো একটু বলবেন।
@johirhasanporosh90292 жыл бұрын
এই দৃশ্যগুলা এখন আর মনে পড়ে না ছোটবেলার খুব মনে পড়তো মোটা চালের ভাত ভাতের মাড় দিয়ে কলই শাক মিশ্রিত সুস্বাদু খাবার এখন আর পাই না কালের বিবর্তনে সবকিছু হারিয়ে গেছে এই দৃশ্য গুলো দেখে সে হারিয়ে যাওয়া দিনগুলো মনে পড়ে যায় ধন্যবাদ
@rabeulislam10782 жыл бұрын
ভাই পদ্মা, যমুনাসহ সব নদীতেই অনেক চর আছে। সেসকল চরের মানুষের জীবন, প্রকৃতি তুলে ধরার জন্য অনুরোধ করছি।এগুলো দেখতে খুব ভালো লাগে
@mollamohiuddin68812 жыл бұрын
ভাইজান কি আছে আপনার ভিডিওতে জানিনা? যতই দেখি ততই মুগ্ধ হচ্ছি,আর একটার পর একটা এফিসোড দেখছি,মন চাচ্ছে হারিয়ে যাই প্রকৃতির মাঝে,প্রকৃতি যেন আমাকে টানচে তার আপন মনে।
@LifeBeats912 жыл бұрын
সুমন ভাই। আমি বগুড়ার ছেলে। বাংলার গ্রামাঞ্চলে মানুষের মন কতখানি বড় আর অতিথি পরায়ন তারা আপনার ভিডিও গুলা না দেখলে বোঝার উপায় নাই৷ খাবার দেখে জিভে জল চলে আসে বার বার৷ এটাই আমার বাংলাদেশ ❤️
@ruhulamindewan89442 жыл бұрын
সুমন ভাই ভিডিও দেবার জন্য অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো
@md-omarfaruk72212 жыл бұрын
জিবন এইভাবেই চলে যায়, ভালো থাকুক ভালো মানুষ গুলা।💝
@amirhossain30612 жыл бұрын
সুমন, চরখান পুরের ভিডিও গুলো দেখে আমি খুব মুগ্ধ হয়েছি। চরের মানুষের কষ্ট দেখে মন কেঁদেছে। আজিজুল ভাইয়ের ও তার পরিবারের সদস্যদের প্রতি অনেক ভালবাসা ও দোয়া রইল। কখনো যদি সুযোগ হয় চরখান পুর যাব ইনশাল্লাহ। আপনার প্রতি ও ভালবাসা ও দোয়া অবিরাম।
@zakiraonline2 жыл бұрын
আমি পশ্চিম বঙ্গে থাকি, মাঝে মাঝে মনে হয় এই পৃথিবীর ব্যাস্ততা আর কৃত্রিম উন্নয়ন ছেড়ে । চর খান পুরের মত একটা বিচ্ছিন্ন প্রাকৃতিক সৌন্দর্য ভয় স্থানে চলে যাই।
@iqbalhossin45067 ай бұрын
খুবই চমৎকার হয়েছে ভাইয়া এই চরখানপুরের ভিডিও আরো দেখতে চাই
@AbdulKader-iw1uq2 жыл бұрын
সুমন ভাই চরখানপুরের সবগুলো পর্বই দেখলাম খুবই ভালো লাগে গ্রামীণ জীবন। কিন্তু যখন দেখি ভালো শিক্ষা আর সুচিকিৎসার অভাব তখনই মনটা খারাপ হয়ে যায় 😥
@muhammadmithun77032 жыл бұрын
সত্যিই অনেক ভালো লাগে চরখান পুরের ভিডিও ধন্যবাদ সুমন ভাইকে এত সুন্দর ভিডিওগুলো উপহার দেয়ার জন্য।
@alimplayback90772 жыл бұрын
সুমন ভাই আপনার ভিডিও যত দেখি ততই ভালো লাগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত তাড়াতাড়ি আরেকটি ভিডিও আপলোড করার জন্য আর চরখানপুর মানুষের জন্য রইল দোয়া এবং ভালোবাসা
@SalahuddinSumon2 жыл бұрын
অনেক ধন্যবাদ❤️
@asaduzzaman78342 жыл бұрын
কী আর বলব। ভাষায় প্রকাশ করতে পারছি না। এতটাই ভাল লাগতেছে ভিডিওটা। দেখতেছি আর দেখতেই আছি। দারুণ।।।। ওফফফফফ্ কী যে মাটির মানুষ আজিজুল ভাই।।। অনেক ভাল একজন মানুষ। সালাউদ্দিন সুমন ভাইয়ের ভিডিও গুলো একটার চেয়ে একটা অসাধারণ। বিশেষ করে চরখানপুরের ভিডিও গুলো একেবারেই আলাদা। খুবই ভালো লাগে।
@mdyousufali77602 жыл бұрын
অপেক্ষার অবসান ঘটলো। চার খানপুরের ভিডিও আমার অনেক ভালো লাগে। যমুনাচরের ভিডিও চাই। সুমন ভাই। আপনি আবারও ভারত থেকে ঘুরে গেলেন আমার মেসেজের রেসপন্স করলেন না। কতবার মেসেজ করেছি সুমন ভাই আপনাকে। কি করবো অনেক ভালোবাসি আপনার উপস্থাপনা। আপনার সঙ্গে দেখা করার ইচ্ছে ছিল ।বারবার আসলেন কিন্তু হলো না।
@SalahuddinSumon2 жыл бұрын
পরের বার গেলে দেখা করার চেষ্টা করবো ভাই। আসলে আপনি যখন ভিডিও দেখেন, তখন তো আমি সেখানে থাকি না। সাধারণ দেশে ফিরে ভিডিও এডিট করি।
@AbdulKader-iw1uq2 жыл бұрын
@@SalahuddinSumon ভাইজান খুব ভালোবাসি আপনার ভিডিওগুলো আল্লাহর কাছে সুস্থতার সহিত আপনার নেক হায়াত কামনা করছি আর আল্লাহ বাচিয়ে রাখলে আপনার সাথে দেখা করার খুব ইচ্ছে ❤️
@rayankhan62542 жыл бұрын
@@SalahuddinSumon aita kon nodi vhaiya???????
@hossainrabby40582 жыл бұрын
@@rayankhan6254 রাজশাহী অঞ্চলের পদ্মা নদী।।
@soheltalukdar17232 жыл бұрын
Bhai valobashi onk onk
@syedahsanzamal11182 жыл бұрын
আছছালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। খুব ভালো লাগল চর এলাকার জীবন জীবিকা। আর আপনার প্রতি আতিতিয়্যোতা দেখে মুগ্ধ হলাম। আসলেই আজিজুল ভাইয়ের প্রতি আপনার আর আপনার প্রতি আজিজুল ভাইয়ের একটা ভীষণ মায়া অনুভব করলাম দেখে মনে হল একটা আত্মার আত্মীয়ত্বা যেন আপনারা দুই প্রাণে আছে। যেখানেই যান আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভাল থাকুন।
@juiaktersabina46782 жыл бұрын
চর খানপুরে সব পর্বগুলো আমার দেখা ❤️
@zanendranathsarker97532 жыл бұрын
খুব ভালো
@masukahmed11842 жыл бұрын
আপনার সবকটি ভিডিও দেখার পর মন ভরে যায় কি সুন্দর সুন্দর ভিডিও দেন আপনি 🤲🤲🤲🤲
@skvideos35342 жыл бұрын
চরখানপুরের ভিডিও আমার খুব ভালো লাগে , কখন যে সময় কেটে যায় বুঝতেই পারিনা , ওখানকার মানুষ জন ও পরিবেশের দৃশ্য আমায় মুগ্ধ করে , ওখানকার আজিজুল ভায়ের সাথে মাছ ধরার ভিডিও চাই ।। thank you I am Indian
@keranigonjvillagelifeblog69112 жыл бұрын
আমি সিংগাপুরে থাকি দেশে গেলে আজিজুল ভাইয়ের বাসায় ভেড়াতে যাব,চরের মানুষের জীবন আমার খুব ভাল লাগে
আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি ওই চরখানপুর আমার মন কেড়ে নিয়েছে ওই গ্রামের প্রকৃতি সত্যিই সুন্দর
@SaifulSaif-ft2nx2 жыл бұрын
বেড়াতে আসেন
@KOUSHIKNILOYSONDHI4042 жыл бұрын
খাওয়ার উপাদান গুলো ছোট হলেও স্বাদ কিন্তু অনেক।আমিও খাইছি।
@ssrbd68152 жыл бұрын
অসাধারণ উপস্থাপনা ভাই
@ariforik42812 жыл бұрын
যতই মন খারাপ থাকুক না কেনো সুমন ভাই এতো সুন্দর উপস্থাপনা দেখে মনটা ভালো হয়ে যায়
@gameguru56882 жыл бұрын
আহা কি অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি🍀🍀
@pradipkar26852 жыл бұрын
উফ্, জলের অবস্থা দেখে ভয়ে বুক কেঁপে উঠছিল। সাঁতার জানিনা তো। আপনার এই ব্লগ দুটি আমার মনে গেঁথে থাকবে 🍁
@biswajitdebnath42522 жыл бұрын
দারুন, ত্রিপুরা থেকে
@forkanahmedkhan53659 ай бұрын
চরখানপুর তথা সুমন ভাইয়ের ভিডিও মানেই গ্রাম বাংলা মানুষ মাটি সত্যি ই অসাধারণ।। মন জুাড়িয়ে যায়।।
@mohammadaminur18132 жыл бұрын
এত সুন্দর খাবার খাওয়া দেখে জিভে জল চলে আসছে ভাই
@sudiptotraveler5539 Жыл бұрын
অসাধারণ একটি খাওয়া দাওয়া। অনেক ভালোবাসা রইলো ইন্ডিয়া কোলকাতা থেকে ।
@MdRakib-tt4oo2 жыл бұрын
কি সুন্দর আমাদের গ্রাম বাংলা সত্যি চোখ জুড়িয়ে যায়
@ronekhan6445 ай бұрын
সত্যি আজিজুল ভাই একটা মাটির মানুষ। সালাউদ্দিন ভাইয়ের সাথে তার অনেকটা মিল আছে তারা দুজনই একদম চুপ। ভিডিওটা অনেক ভালো লাগছে। সালাউদ্দিন ভাইয়ের ভিডিও আমি প্রতিনিয়তই দেখি আমি একজন সালাউদ্দিন ভাইয়ের বিগ ফ্যান
@arafattarif2 жыл бұрын
ভিডিও দেখতে দেখতে কেমন জানি হারিয়ে গেলাম সেই গ্রামের মায়ায়.. ❤️ সুমন ভাই সব সময় ভালো থাকবেন।
@mohiuddinrajib91702 жыл бұрын
Valobasha roilo vai apnar proti
@azharulislamrasel8702 жыл бұрын
গ্রামের কথা মনে পড়ে গেলো, মায়ের কথা মনে পড়ে গেলো, মায়ের হাতের রান্নার কথা মনে পড়ে গেলো,,, আজ মা নেই এই রান্না ও খেতে পারিনা😥😥😥
@SalahuddinSumon2 жыл бұрын
আপনার মায়ের আত্মার শান্তি কামনা করি
@azharulislamrasel8702 жыл бұрын
@@SalahuddinSumon সব সময় আপনার ও আপনার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো প্রিয় ভাই ❤️❤️❤️ আজিজুল ভাই ও তার পরিবারের সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো ❤️❤️❤️
@mdsaifulkhan13382 жыл бұрын
@@SalahuddinSumon আমিন
@sharminakther11602 жыл бұрын
শিশুদের অানন্দ দেখে অনেক ভাল লাগলো। অসাধারণ ভিডিও
@amlanbarua39832 жыл бұрын
অনেক অনেক শুভকামনা রইল, আপনার জন্য ❤️গ্রামের মানুষের আত্মীয়তা সবাইকে মুগ্ধ করবে, কারণ তারা খুব সহজ সরল❣️
@robiulhoq27502 жыл бұрын
সত্যি ই অসাধারণ মনের মানুষ আজিজুল ভাই সহ পুরো পরিবারের
@SumonRoy-ns4vf2 жыл бұрын
সত্যিই দাদা খাবার টা রাজসিক 👌 দেশকে অনেক মিস করি 😥 এগুলো দেখলে মন ভালো হয়ে যায়😍 আমারো ইচ্ছা দেশে গেলে বাংলার প্রকৃতি আর এই সহজ সরল মানুষ গুলো ঘুরে ঘুরে দেখবো
@MituMalakar-l2d Жыл бұрын
Hi
@mahimm35592 жыл бұрын
সুমন ভাইয়ের ভিডিও মানে অসম্ভব সুন্দর! মনে প্রশান্তি
@srishtirshopnojal88352 жыл бұрын
সত্যি প্রকৃতির মাঝে এক অপরুপ কর্মযোগ্য শুভ কামনা সুমন ভাই ❤❤❤
@HasibHyperNexus2 жыл бұрын
ধন্যবাদ ভাই, এরকম গ্রামের মানুষদের জীবনগাঁথা কাহিনী নিয়ে ভিডিও বানানো এবং তা দেখানোর জন্য। এ ভিডিওটি দেখে আমার ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেল।
@kingfisherentertain48062 жыл бұрын
সত্যি সুমন ভাই আপনার বিডিও টা দেখে ছোটবেলার সৃতি গুলা মনে পড়ে যায়,,,💝💝💝thank you Sumon vai....❤️❤️❤️