আসসালামু আলাইকুম স্যার আপনার জন্য দুয়া রইল আল্লাহ আপনাকে সুস্থতা দান করুন আমি আপনার ভিডিও দেখে চেষ্টা করি কিছু একটা করবো ইনশাআল্লাহ
@abeedlateef80592 жыл бұрын
আমিন।
@ringkondas77462 жыл бұрын
Nice
@abeedlateef80592 жыл бұрын
💖💖💖💖
@Cutegirl-nx3uz2 жыл бұрын
দাম কম হয়ার কারন একাটা সবায় মাছ চাষ এ জাপিএ পরেছে বাজারে মাছ এবেল এবেল
@abeedlateef80592 жыл бұрын
না, মাছের হকার রা পর্যন্ত সিন্ডিকেট করে ফেলেছে।
@alauddin6782 жыл бұрын
আসসালামু ওয়ালাইকুম স্যার। আমি ১৩০ শতাংশ পুকুরে ২৫০০ পিচ রুই ও মৃগেল মাছ আর ১৫০ পিচ কাতল ও১৫০ পিচ বিগহেগ মাছ দিয়েছি এখন আমি খাবার হিসেবে ১০০ কেজি সরিষার খইল ৪০ কেজি খুদ আর ৪০ কেজি শুটকির গুড়ার একটি রেশন তৈরী করে দিচ্ছি । এই রেশনে মাছের গ্রোথ হবে কিনা যদি জানাতেন স্যার উপকৃত হতাম।
@abeedlateef80592 жыл бұрын
হবে।
@emranhossain92282 жыл бұрын
আসসালামু আলাইকুম স্যার শিং মাছ শামুক খাইয়ে চাষ করা যাবে কিনা জানাবেন পিলিজ
@abeedlateef80592 жыл бұрын
আপনাকে এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে প্রথমে শিং মাছকে শামুক খাওয়া দেখতে হবে এবং তারপরে বলতে হয় তো আপনি যদি এই রকমের একটা প্রজেক্ট এর ফাইন্যান্স করেন তাহলে সেটা পরীক্ষা করে আমি আপনাকে বলব।
@emranhossain92282 жыл бұрын
স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি । স্যার শিং,কৈ,মাগুর মাছ ধরার জন্য শামুক দিয়ে টোপ দেই বড়শিতে ভালো মাছ ধরে
@jeweljewel89552 жыл бұрын
আস সালামু আলাইকুম। স্যার কেমন আছেন? স্যার আপনার প্রোগ্রাম খুব ভাল লাগে। মহান আল্লাহ আপনার নেক হায়াৎ দান করুন।আমিন
ধন্যবাদ স্যার, মাগুর এবং শিং মাছকে তাদের প্রয়োজনমতো খাবার দিতে পারলে মাছের দৈহিক বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কিনা সেটা কিভাবে নির্ণয় করা যায়। অর্থাৎ, মাছের বয়স অনুপাতে একটি নির্দিষ্ট সময় পর পর মাছের দৈহিক বৃদ্ধি কি পরিমান পাওয়া গেলে সেটাকে সন্তোষজনক হিসেবে ধরে নেয়া যাবে? দয়া করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন।
@abeedlateef80592 жыл бұрын
প্রতি মাসেই অন্তত দ্বিগুণ হলে ই ধরে নিতে পারেন উৎপাদন সন্তোষজনক হয়েছে।
@rafiqulislammohsin71642 жыл бұрын
ধন্যবাদ স্যার, প্রতি মাসে অন্তত দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি যে কোন বয়সের শিং ও মাগুর মাছের ক্ষেত্রে প্রযোজ্য?
@abuhena1612 жыл бұрын
সবিস্তারে ব্যাখ্যার জন্য অাপনাকে অশেষ ধন্যবাদ, রেপসিড কোথায় পাব স্যার জানালে খুশী হব। আমার বাড়ী পাবনায়
@abeedlateef80592 жыл бұрын
স্থল বন্দর গুলিতে খোঁজ করতে পারেন।
@jayantaroy66962 жыл бұрын
স্যার নমস্কার, অপূর্ব আলোচনা শুধুমাত্র শুটকি গুড়া করে দেওয়া যাবে কি ? যদি যাই তাহলে 1000 পিস 15 gm সাইজ মাছ কত দিতে হবে ?
@abeedlateef80592 жыл бұрын
শুধু শুটকির গুড়া দিলে তো আমিষ বেশি হয়ে যাবে। ৩৫% মেলানোর জন্য শুটকির গুঁড়ার সাথে ডিওআরবি/ব্রান দিতে পারেন।
@jayantaroy66962 жыл бұрын
@@abeedlateef8059 ধন্যবাদ স্যার।
@sandiproy16832 жыл бұрын
স্যার সরিষার খৈল দিলে এখানেও কার্প মিশ্র চাষের মত 48 ঘন্টা ভিজিয়ে বাকি উপাদানগুলি মিশিয়ে দিতে হবেতো। প্রণাম নিবেন স্যার।
@abeedlateef80592 жыл бұрын
জী, ৪৮ ঘণ্টা ভিজিয়ে রেখেই দিবেন।
@lemonkhan75272 жыл бұрын
স্যার মনোসেক্স তেলাপিয়াকে কত পারসেন্ট আমিষ সমৃদ্ধ খাবার খাওয়াতে হবে এখন ৫০ টায় কেজি আছে
@abeedlateef80592 жыл бұрын
৪% দিয়ে দেখেন।
@mdbojlurrashidmolla29742 жыл бұрын
স্যার, পুকুরে রটেনন দিলে যে মাছ মারা যায় সেই মাছ কি খাওয়া যায় কি না, জানাবেন।
@abeedlateef80592 жыл бұрын
রটেনন তো বিষ নয়। এটা মাছ কি প্যারালাইজড করে দেয় মাত্র। নিঃসংকচে যেতে পারেন।
@nityanandabarman7912 жыл бұрын
স্যার সরসে খোল কি দেওয়া যাবে? আমি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ থেকে বলছি দয়া করে জানাবেন।
@abeedlateef80592 жыл бұрын
জী, দিতে পারেন।
@mostafagayen12172 жыл бұрын
স্যার আসসালামো আলাইকুম আমি ভারতে পশ্চিমবঙ্গে থেকে মস্তফা গায়েন বলছি এ গুলি এখানে পাওয়া খুব কঠিন এবং খুব কষ্টকর এখানে সরিষাখোল গমেরভূশী ভূট্রাগুড়ো গমেরআটা পাওয়া যায় এ গুলি কতটা করেদিলে মাগুর মাছের খাদ্য তৈরি হবে
@abeedlateef80592 жыл бұрын
রেপ সিড অয়েল কেক কিংবা সরিষার খইলের সাথেই গমের ভুসি মিলিয়ে দিতে পারেন।
@Shafikulislam.Dulal529 Жыл бұрын
স্যার অনেক মানুষ তুষ মিশিনে দিয়ে ভাঙ্গিয়ে প্রতারণা করে এবং আসল ডিওআরবি চেনা বা পাওয়া কঠিন মনে হয় তাহলে স্যার ডিওআরবির পরিবর্তে অন্য কিছু কি বা কি পরিমান দেওয়া যাবে ? আর সয়াবিনের পরিবর্তে শরিষা খৈল দেওয়া যাবে কিনা ?
@abeedlateef8059 Жыл бұрын
ডিওয়ার্বির পরিবর্তে ব্রান। সয়াবিনের পরিবর্তে অন্য কিছু দিলে সেটার আমিশ হিসাব করতে হবে।
@sujayhalder3092 жыл бұрын
আমার 3 বিঘা জায়গায় 600 কেজি পাবদা আছে 40 টায় 1কেজি হবে। কি পরিমাণ খাবার দেবো একটু বলবেন।
@abeedlateef80592 жыл бұрын
২৫ থেকে ৩০ কেজি খাবার দিবেন।
@mostafagayen12172 жыл бұрын
স্যার আপনি বলেছেন এক শতকে 300পিছ মাগুর মাছের পোনা দেওয়া যাবে ঐপোনা গুলি কত কেজি খাবার খাইয়ে কত দিনে কতটা মাছ পাওয়া যাবে