মেডিটেশন : মনছবি (আরাম প্রক্রিয়া) || মনের পর্দায় গভীর বিশ্বাস আর একাগ্র মনোযোগে লালিত সাফল্যের ছবি হচ্ছে মনছবি। পেশাগত সামাজিক পারিবারিক আর্থিক সৃজনশীল ও আধ্যাত্মিক ক্ষেত্রে সর্ব্বোচ্চ চাওয়া-পাওয়ার ছবিকে কল্পনায় সৃষ্টি করার একটি অনন্য উপায় মেডিটেশন- মনছবি। মেডিটেশন অনুশীলন করছি এবং চ্যাণেলটি সাবসক্রাইব করে রাখিলাম।