Рет қаралды 2,521
দয়াল এসো হে পূর্ণিমার চাঁদ
কোন দেশে লুকাইলে আমার দয়াল বাবাজান,
দয়াল এসো হে ।
দুঃখিয়ারো বন্ধু তুমি অগতির গতি
ডাকিতে তোমারে বাবা নাহি কো শকতি ।
তোমার প্রেমের হাওয়া যার অন্তরে লাগে,
রসেতে বিভোর হয়ে তোমার দয়া মাগে ।
নূরুল আলা নূর তুমি নিধনের ধন
আঠারো হাজারও আলম করেছি পালন ।
নূরী কেশ নূরী বেশ নুরে নূরী তন
এলেমের সাগর তুমি প্রেমিক রতন ।
তোমার মতো দয়াল বন্ধু আর
না হবে ভবে এসো এসো প্রান বন্ধু ডাকিতেছে সবে ।
পাপীর ভরসা তুমি পরপারের সাথী
এসে বসো বুকের মাঝে দিয়াছি বুক পাতি ।
সৃষ্টি আমার তোমা হতে, তুমি সবের মূল জুদা করে কাদাও কেন দাও প্রেম ফুল দয়াল এসো হে ।
দয়ালও শফিরে তোমার করিয়া পাগল,
ক্ষণে হাসাও ক্ষণে কাদাও একি কপট ছল
দয়াল এসো হে ।❤️❤️❤️
কালামে: আওলাদে রাসুল দ. গাউছে জামান হযরত ছৈয়দ শফিউল বশর মাইজভান্ডারী কেবলা কাবা....