বিসমিল্লাহির রাহমানির রাহিম প্রিয় আশেকানে মাইজভান্ডারী ভাই ও বোনেরা সকলকে জানানো যাচ্ছে যে, দয়াল মুর্শিদ আলহাজ্ব মাওলানা শাহ সুফি ছৈয়দ গাউছে জামান মুজিব বাবার থেকে নিদেশ এসেছে। ১: দরবারের গাড়িতে ব্যানার নিশান লাগানো ও মাইক বাজানো নিষেধ। ২: দরবারের কাফেলায় মাইক সাউন্ড বক্স ছ্যামা বাজনা করা সম্পূর্ণ নিষেধ। ৩: মহিলা দিয়ে মডেলিং গান করা নিষেধ। ৪: মহিলারা খানকাতে সব সময় আসতে পারবে না, শুধু মিলাদে আসবে। তাও আবার পর্দা করে আসতে হবে, পুরুষ আলাদা মহিলা আলাদা। ৫: দরবার পাকে পুরুষরা আলাদা ক্যাম্পে থাকবে, ও মহিলারা আলাদা ক্যাম্পে থাকবে, যাওয়ার সময় যে যাহার স্বজন যোগাযোগ করে দেখা করবে নিয়ে যাবে। ৬: সকল খানকা শরীফে ও দায়রা শরীফে অনুমতি ছাড়া সাউন্ড বক্স শ্যামা কাওয়ালি করা সম্পূর্ণ নিষেধ। ৭: খানকাতে বসে নেশা জাতীয় দ্রব্য খাওয়া যাবে না একদম নিষেধ, ৮: বিনা অনুমতিতে মাইজভান্ডার শরীফের ভিডিও করা বা ছবি তুলা নিষেধ। ৯: মুর্শিদের ছবি অনলাইনে পোস্ট করা সম্পূর্ণ নিষেধ। ১০: কুরআন সুন্নাহর ওয়াজ মাহফিল ভিডিও সম্পূর্ণ পোস্ট করতে হবে, না কেটে ছোট ছোট ক্লিপ করে পোস্ট করা যাবেনা। আশা করছি সকল মাইজভান্ডারী ভাই ওবোনদের জানিয়ে দেওয়া হল, সকলে বাবাজানের কথা গুলো এ নির্দেশ মেনে চলার চেষ্টা করবেন, আর যে মানেনা সে প্রকৃত মাইজভান্ডারী নয়, যিনি মুর্শিদের কথা মেনে চলে তিনি প্রকৃত মাইজভান্ডারী হয়। মাইজভান্ডারী হওয়া সহজ কথা নয়। আশেকানে মাইজভান্ডারী এসোসিয়েশন ইহা একটি অরাজনৈতিক সংগঠন।