আমি নিজে একজন ডাক্তার । খুব কাছ থেকেই মেডিকেল রিপ্রেজেনটেটিভদের দেখছি। তাদের জব খুবই কষ্টের ও চ্যালেঞ্জিং । যেই পরিমান খাটুনি তারা দেয় বলার বাহিরে। কিছু ব্যতিক্রম আছে। সবচেয়ে কঠিন হল প্রেস্ক্রিপশনের ছবি তোলা। এতে অনেকের অনেক কথা শোনা লাগে তাদের। যদি ছবি তোলা না লাগত তাহলে হয়ত কিছুটা কষ্ট কম হইত। আমি তাদেরকে যথেষ্ট সম্মান দেখানোর চেষ্টা করি।
@MRA-ke4ex9 ай бұрын
ধন্যবাদ আপনার মনমানসিকতার জন্য
@md.mehedihasan3869 ай бұрын
Thanks
@freefirefunvideo13985 ай бұрын
ধন্যবাদ আপনার মতো উচ্চ মনোনীত ডাক্তারদের জন্য
@KhanMuhammad-ge1gi23 күн бұрын
❤❤❤
@mdjuwelmiah654815 күн бұрын
স্যার আপনাকে অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য ধন্যবাদ আপনার মত ভালো মানুষ আছে বলেই এই পেশার লোকেরা কিছুটা সম্মান নিয়ে বেঁচে আছে❤❤❤
@sumonkanti899 Жыл бұрын
অবশেষে সময় টিভিকে আন্তরিক ধন্যবাদ এজন্য যে তারা অন্তত মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দের নিয়ে একটা পজিটিভ প্রতিবেদন খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন যা এর আগে আর অন্য কেউ করেনি। মানুষ এই প্রফেশনের লোকদেরকে নিয়ে অনেক বাজে মন্তব্য করে। তারা কেউ এ প্রফেশন সম্পর্কে জানতে চায় না এবং বুঝতেও চায় না। এ প্রফেশনকে আরো উন্নত করা যাবে যদি এদেরকে নিয়ে সরকার, অন্য সব খাতের মতো বা অন্য কোন প্রফেশনের লোকদেরকে নিয়ে যেভাবে চিন্তা করে সেভাবে কোন সিদ্ধান্ত দেন। তাহলে এ প্রফেশনের লোকজন নিশ্চিন্তে একাজটা করে দিতে পারবে। কারণ এ প্রফেশনের লোকজন রাতের বেলা ঘুমোতে গেলে জানেনা সকালবেলা তার নিজের চাকরিটা আছে কিনা। ধন্যবাদ সময় টিভিকে
@nazimkhan6550 Жыл бұрын
একটা সময় ছিল যখন এই চাকুরিটা অনেক সম্মানের ছিল। এখন এটা চাকুরির কাতারে পড়েনা খুব কষ্টে আছি।
@mdraselkhan7455 Жыл бұрын
এদেরকে যতটা সুন্দরভাবে উপস্থাপন করছেন বাস্তব চিত্র তার উল্টো সেটা দেশের জনগণ খুব ভালো করে জানেন
@shahidtanvir9892 Жыл бұрын
আপনি জানেন না সঠিক
@eitv9200 Жыл бұрын
সহমত আপনার সাথে Md Rasel khan
@sales4digitech214 Жыл бұрын
Ki Janen Bhai?
@ayaanibnanis9778 Жыл бұрын
Sotti
@s.m.nazmulislam4944 Жыл бұрын
ভাই কি জানেন, একটু আমাদেরকেও জানান।
@creativesharif Жыл бұрын
আমার দেখা এ যাবত কারের সবচেয়ে সেরা প্রতিবেদন। ধন্যবাদ সময় টিভি।
@jubayelahmed7100 Жыл бұрын
আমি যতবার ই-medical চত্বরে যাই আমার আত্মীয়-স্বজন নিয়ে কিংবা নিজের জন্য কখনোই কোনো রিপ্রেজেন্টেটিভ কে অসম্মান করি না সর্বোচ্চ চেষ্টা করি তাদের সহযোগিতা করতে। আমি খুব কাছে থেকে অনেক রিপ্রেজেন্টিটিভ কে দেখেছি তারা আসলে সেই শ্রম দেয় সেটা কোন অংশে খাটো করে দেখার সুযোগ নেই। অথচ আফসোস তাদের প্রাপ্য সম্মানটুকু পায়না।
@haruneng6851 Жыл бұрын
আপনার একান্ত ব্যক্তিগত তথ্য কি ওদের দিতে ভালো লাগে, আমার সবচেয়ে বিরক্তকর বিষয় এটাই। একমাত্র বাংলাদেশ ছাড়া কোন দেশের পাবেন না তাহলে কি ওই দেশে ওষুধ সম্পর্কে ডাক্তাররা জানে না।
@rifatbdmishuk1459 Жыл бұрын
@@haruneng6851এটা আপনার কোন একান্ত ব্যক্তিগত তথ্য না জাস্ট একটা প্রেসক্রিপশন, আমাদের দেশে চাকরির এমনিতেই কোন সুযোগ সুবিধা সকলে পায় না ওরা যাও বা একটু রিপ্রেজেন্ট টিপ এর জব পায় কিন্তু আমরা ওদেরকে কোন সম্মান দিই না
@JahangirAlam-vd2hg Жыл бұрын
@@rifatbdmishuk1459 সরকারি চাকরদের ৯৯% চোর অথবা ঘুষখোর। ঔষধ কোম্পনির লোকেরা হালাল উপার্জন করে ; মাথার ঘাম পায়ে ফেলে, রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজেদের দ্বায়িত্ব পালন করে।
@প্রিন্সসালমান-জ১ব Жыл бұрын
😂😂😂😂😂
@rhrcreative Жыл бұрын
এরকম নিয়ম কি বা পদ্ধতি কি আগে ছিলো যেমন ১০-১৫ বছর আগে??? আর পৃথিবীর আর কোনো দেশে কি এরকম আছে???
@abdurrakib2021 Жыл бұрын
ধন্যবাদ সময় টিভিকে এ যাবৎ কালের সর্বসেরা নিউজ এর জন্য। এখন থেকে মেডিক্যাল রিপ্রেজেন্টিভদের যথাযথ সম্মান করবো
@কষ্টগুলোআমারিথাক Жыл бұрын
করবেন ঠিক আছে কিন্তু কিছু কিছু বাজে কম্পানির রিপ্রেজেন্টিবদের করা যাবে না তারা আসলেই দালাল!
@mHas09 Жыл бұрын
তারা চাকরি করে এটা মানি, তবে তাদের কাজের ফলাফল হিসেবে এদেশের রোগীদের প্রয়োজনের চাইতে অতিরিক্ত ঔষধ খেতে হয়। এটার জন্য অবশ্যই তারা একা দায়ী নয়, এতে ঔষধ কোম্পানী ও ডাক্তারদের অনেক দায় রয়েছে। আর রিপ্রেজেন্টেটিভরা এই জুলুম প্রক্রিয়ার এক অবিচ্ছেদ্য অংশ।
@nahl-fj4zb Жыл бұрын
এরা ছবি তুলে বলেই তো ডাক্তাররা প্রোওজন এর অতিরিক্ত মেডিসিন প্রেস্ক্রিব করইl মেডিসিন যদি ৫ টি দিয়া কাজ হয় তারপরও ১০-১৫ তা প্রেসক্রিপশন এ লিখায়
@hafizurrohoman5700 Жыл бұрын
ভাই এ বিষয় তর্কে যাবো না,শুধু ২টা মাস জবটা করেন এরপরে যা বুঝবে যাই বলবেন এর পার্থক্য আপনার বিচারেই করবেন।
@tahmidchowdhury2745 Жыл бұрын
এটা সম্পূর্ণ ডাক্তারের উপর। ডাক্তার ইনফ্লুয়েন্স না হলে রোগীকে বেশি মেডিসিন কেনো লিখবে।
@MRA-ke4ex9 ай бұрын
গোটা সিস্টেমটা আপনি চেন্জ করেন না, শুধু শুধু একপক্ষকে দোষারোপ করছেন কেন ভাই@@nahl-fj4zb
@aarrafimahmud36668 ай бұрын
ডাক্তার বেশি না লেখলেই হয়৷ প্রয়োজন ছাড়া ঔষধ দিবেই কেন? এই দেশের মানুষের সমস্যা হলো এরা ডাক্তারের ঔষধ পছন্দ করে না, ট্রিটমেন্ট পছন্দ করে না, টেস্ট দিলেও এদের সমস্যা। রোগ শনাক্ত করাও যদি দোষের হয় এই দেশের মানুষের কাছে। এদের কান ধরে আমেরিকা আনলে বুঝবে এখানে ডাক্তার কারা আর কি লেভেলের এরা। মন্ত্রীদের মত এদের নাগাল পাওয়াও কষ্টের
@mamunansary7293 Жыл бұрын
পৃথিবীর কোনো দেশে যখন এরকম হয় না তাহলে আমাদের দেশে এরকম হয় বলেই মেডিকেল রিপ্রেজেনটেটিভ দেরকে এরকম মন্তব্য শুনতে হয়।
@Sohel.N Жыл бұрын
ভারত, পাকিস্তান ও নেপালের খোঁজ নিয়েছেন?
@mamunansary7293 Жыл бұрын
@@Sohel.N নিজের চুলাই জ্বলে না আবার ভারত, পাকিস্তান আর নেপালের কথা বলে।😆😆😆
@Sohel.N Жыл бұрын
@@mamunansary7293 Dawat roilo.
@akterchisty7568 Жыл бұрын
চমৎকার রিপোর্টিং। তাদের কাজটা আসলেই কষ্টের। তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়া উচিৎ।
@sopnobilas6656 Жыл бұрын
যতটা মহৎ করে তাদের উপস্থাপন করা হলো, এরা ওতটাও মহৎ নন। মনে রাখবেন এদের জন্যই ডাক্তার আপনাকে প্রয়োজনের অতিরিক্ত ঔষধ কিংবা মানহীন ঔষধ দিয়ে থাকেন।
@mdsojon525 Жыл бұрын
এটা কেউ মানতেই চায় না
@MehediHasan-xh8yv Жыл бұрын
কথা সত্য
@tfllivebd Жыл бұрын
❤❤
@abd.rahaman6615 Жыл бұрын
Tahole ae doctor hoi kivabe, doctor to Medical protinidhi, tar doctor er license nie medical protinidhi ke dea hok, vul operation kore rugi mere phela setar dai var o medical protinidhi niben.
@mdalmamun1435 Жыл бұрын
একদম সঠিক কথা বলেছেন
@mezanbadal8399Ай бұрын
কোন হৃদয় বান ব্যক্তি আমাদের এ অবহেলিত জীবনের কথাগুলো তুলে ধরলেন,খুব ভালো লাগলো!!!
@hmalamin8753 Жыл бұрын
আসলেই খুবই কষ্টের জীবন তাদের।মসজিদের ইমাম মুয়াজ্জিনদের নিয়েও এরকম একটা প্রতিবেদন চাই।
@scorpionx5172 Жыл бұрын
Imam er ammu kee chudi
@jobdoctors702223 күн бұрын
একজন রিপ্রেজেন্ন্টেটিভ ই বুঝে তাদের মনের কথা❤❤
@mirsharifsha5953 Жыл бұрын
গুরুত্বপূর্ণ রিপোর্ট।এই বার যদি মানুষের চিন্তা পরিবর্তন হয়।
@goutampaul7603 Жыл бұрын
অনেক দিন ধরে উনাদের নিয়ে এইরকম সুন্দর একটা রিপোর্ট আশা করে ছিলাম। ধন্যবাদ সময় টিভি 3:37
@md.al-amin522 Жыл бұрын
ধন্যবাদ সময় টিভিকে সত্যতা তুলে ধারার জন্য।
@amitsaha1922 Жыл бұрын
আমার বাবাও একজন মেডিকেল রিপ্রেজেনটেটিভ ছিলেন।খুব কাছ থেকে দেখেছি কতটা কষ্টের একটা জব।আজ উনি এই পৃথিবীতে নেই।💔😢
@samiislam224 Жыл бұрын
Same here
@stshathi447 Жыл бұрын
💔
@villagemaster4784 Жыл бұрын
আমিই মনেহয় একমাত্র মানুষ যে ওদের সহ্য করি। ছবি তুলতে আসলে কখনই আমি বিরক্ত হইনা, এটা ওদের প্রফেশন। যদিও ওরা মাঝেমধ্যে বেশি করে ফেলে। কিন্তু আমার মাথায় আসতো তার পরিবারের সদস্যদের কথা। আমরা যে যে প্রফেশনেই কাজ করি পরিবারের জন্যই করি। আমাদের উচিত পরস্পর পরস্পরকে সম্মান করা। ভাল লাগতেছে ওদের নিয়ে নিউজ হতে দেখে।
@mohammadsagar099 Жыл бұрын
সহমত ভাই,,,আমি নিজেও দি যারা উনাদের মত মার্কেটিং লেভেলে চাকরি করে বা সেইব্যাপার গুলো জানেন তারা বুঝে এদের কষ্ট টা আসলে কোথায়
@villagetv7487 Жыл бұрын
পরিবারের জন্যই অনেক কস্টের মাঝে কাজ করে তারা,,,তা নাহলে এসব বোতল কোম্পানিতে কখনো কাজ করতো না,এই চাকরিতে তারা খুশি না,,,,প্রায় ঔষধের কোম্পানির ভিতর অনেক রহস্য আছে,,,
@callshafi Жыл бұрын
আপনার বা আপনার পরিবারের ব্যাক্তিগত শারিরীক সমস্যা যদি আপনি এদের সাথে শেয়ার করে সাচ্ছন্দ্যবোধ করেন এবং একটা অন্যায় কাজকে জাস্টিফাই করেন তাহলে আলোচনাই বৃথা।
@truthspeech1322 Жыл бұрын
@@callshafi দেখেন ভাই, আপনার ব্যক্তিগত জীবন নিয়ে এরা মোটেও ইন্টারেস্টেড না। আপনার প্রেসক্রিপশনে তার কোম্পানির ঔষধ আছে কি-না সেটা দেখাই তাদের উদ্দেশ্য। আপনার ব্যক্তিগত তথ্য নিয়ে সে আপনার কোনরকম ক্ষতি করবেনা। বরং আপনার প্রেসক্রিপশনের ছবিটা ওর চাকরির নিশ্চয়তা এনে দেয়।
@shahinalom5067 Жыл бұрын
সময় টিভি কে অসংখ্য ধন্যবাদ এটাকে তুলে ধরার জন্য।
@iftekharhasanrezvee7636 Жыл бұрын
খুবই সুন্দর একটি প্রতিবেদন ... এরকম অসহায় মানুষদের কথা আর প্রাপ্য অধিকারের কথা উঠে আসুক।
@AbulHasan-un7uo Жыл бұрын
ধন্যবাদ। আগে জানতাম না ধারণা পাল্টে গেলো
@soikotkhan5741 Жыл бұрын
আগামীকাল থেকে এই পেশায় জয়েন করছি। সব কিছু জেনে শুনে সিদ্ধান্তটা নিয়েছি জানি না সিদ্ধান্তটা আমার ইতিবাচক হবে না নেতিবাচক হবে। আল্লাহ ভরসা সব প্রতিকূলতা কাটিয়ে যেন সফল হই
@sazzadahmedshanto20308 ай бұрын
কেমন আছেন এখন?
@mdtanusheikh64632 ай бұрын
best of luck bro
@Rabbi531024 күн бұрын
কেমন আছেন?
@FisheriesBangladesh Жыл бұрын
Salute তোমাদের।
@MDJahid-uo3il Жыл бұрын
একটা 3 মিনিটের নিউজে 2বার এড দেয় এটা সবার কাছেই একটা বিরক্তিকর অবস্থা।এগুলো বাদ দিলে সবাই খুশী হবে।
@noyonsen9280 Жыл бұрын
অনেকদিন পর একটি সত্যিকারের issue niye somoy television news dilen, ami jani koto ta kosto hoy and challenge er mukamuki hote hoy AMR der ami o jani karon amar boro vai o job kore
@Fernendo1516 Жыл бұрын
যে সাংবাদিক এই ভিডিও তৈরি করেছেন উনি আসলে বাংলাদেশর চিকিৎসা ক্ষেত্রে ভেতরের কোন খবর রাখেন বলে আমার বোধগম্য হয় না 😭
@mdrayhanhossain4635 Жыл бұрын
R8
@azizulhakim4832 Жыл бұрын
সহমত
@nimulislamnahid3566 Жыл бұрын
আমিও ভাই।
@tfllivebd Жыл бұрын
❤❤❤
@MstunazzinaB001 Жыл бұрын
❤❤
@abarif1514 Жыл бұрын
ধন্যবাদ সময় টিভি। এটা এতদিনে জানা ছিলো না। দারুণ রিপোর্ট
@S.A_hadi Жыл бұрын
মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ পদটা বিলুপ্ত করা হোক। এই চাকরি মাধ্যমে উপকারের চেয়ে অপকারই বেশি হয়
@Sohel.N Жыл бұрын
উনারা না থাকলে ডাক্তারকে ওষুধ সম্পর্কিত আপডেট তথ্য কে দেবে? আপডেট তথ্য না পেলে ক্ষতিটা কার হবে? চিন্তাভাবনা করে উত্তরটা দিয়েন।
@omarfaruque-gg8yl Жыл бұрын
নলেজ নিয়ে মন্তব্য করা অত্যন্ত জরুরী। মনে হচ্ছে তারা কারো বাড়িতে গিয়ে হামলা করে! প্রতিনিয়ত ঔষধ আপডেট হয়, বৈশ্বিক বিভিন্ন রিসার্চ হয়। বাট ডক্টরদের এসব বিষয়ে স্টাডি করার সময় নেই। অথচ এসব জানার সু্যোগ ডক্টররা পান কেবল মেডিকেল প্রমোশন অফিসারের কাছ থেকে।
@md.arifulislam5423 Жыл бұрын
Thanks somoy tv MR der asol kosto ta tule dorar jnno
@omaralianon9978 Жыл бұрын
দিন শেষে পরিবারের মুখের হাসি ই শান্তি।
@masudislamjony1600 Жыл бұрын
এই কাজ এর ফলে রোগীদের সুবিধা গুলা কি??? যিনি ছবি তুলছেন তার পরিবার এর শান্তি দিয়ে রোগীর হেনস্থা কি কমবে???
@mmehedihasan05 Жыл бұрын
ধন্যবাদ সঠিক চিত্র টা তুলে ধরার জন্য।
@shibareznov5771 Жыл бұрын
খুব সুন্দর করে এক সাইড দেখাইয়া দিলেন আবেগ মাইরা। 🐸😅
@businesslover16017 ай бұрын
ধন্যবাদ সময় টিবি কে এত সুন্দর একটা মেসেজ দেওয়ার জন্য
@LitonLiton-be8yq Жыл бұрын
সময় টিভি কে ধননোবাদ।
@FisheriesBangladesh Жыл бұрын
এই প্রথম Somoy TV একটা ভালো নিউজ করলো।
@Defensebd71 Жыл бұрын
ত্রকজন বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে প্রতিবেদনটি যথেষ্ট গুছানো ত্রবং বাস্থব অবস্থা তুলে ধরেছেন বলে ধণ্যবাদ জ্ঞাপন করছি ৷
@mdtanusheikh64632 ай бұрын
Onek dhonnobad somoy tv ke emn ekta news dekhanor jonno
@loneranger4627 Жыл бұрын
আমার এক বন্ধুর বাবা মেডিকেল রিপ্রেজেনটেটিভ ছিলো। প্রতিদিন তার হাতে নতুন নতুন কলম, প্যাড আর গিফট দেখে খুব হিংসা হতো। প্রতিটা পেশায় কষ্ট আছে আবার উপরিও আছে 😅
@abdulkader9850 Жыл бұрын
অজস্র ভালোবাসা আর সম্মান জানাই সে সকল ভাইদের 😍😍
@fozlerabbiporan6874 Жыл бұрын
দোয়া ভালোবাসা ও সম্মান জানাই সে-সকল ভাইদের জন্য 😑🤲
@mdanowarul3310 Жыл бұрын
ধন্যবাদ সময় টিভি কে এমন একটি রিপোর্ট উপস্থাপন করার জন্য সমাজে আরো সেলস এর সাথে জড়িত সকল পর্যায়ের কর্মীদের নিয়ে একটা প্রতিবেদন করলে হয়তো ভালোই হতো আশা করি বিষয়টি কর্তৃপক্ষ নজরে আনবেন।
@AbdulKadir-oy3sb Жыл бұрын
প্রতিটা টেলিভিশন চ্যানেলকে অনুরোধ রইলো এদের নিয়ে নিউজ করে মানুষকে সত্যটা জানিয়ে দিন। তাহলে আর মানুষ তাদেরকে হেয় বা অসম্মান করবে না।
@asmnehal6327 Жыл бұрын
সত্যি একটা জিনিস কে অনেক দৃষ্টি কোন থেকে দেখা যায়
@moniruzzmanrubel5529 Жыл бұрын
যত সুন্দর করে উপস্থাপন করলেন এদের ভিতর ব্যাপারটা আসলে এত সুন্দর না। যে দুঃখ কষ্টের কথাগুলো বললেন সেগুলো হয়তো সত্য। কিন্তু এরা ডাক্তারদের যেভাবে জিম্মি করে ওষুধ লেখায় এবং রোগীদের সঙ্গে পিক গুলা নিয়ে যে যা করে এটা কোনোভাবেই সভ্য আচরণ হতে পারে না।
@shaone59 Жыл бұрын
জিম্মি কি? আপনি সেটা জানেন না মনে হয়
@49modasserislamemon62 Жыл бұрын
@@shaone59কিভাবে হয় না মানে?
@arifasultana4158 Жыл бұрын
Apni bolen to kon doctar ree akebare Jimmie kore felce . Naa jane kotha bolen doctar der company theke gift dey doctar der tader ecca hole medicine likbe ecce na hole gift nibe naa ecca naa hole like naa eita tader ki dos koi medicine company niye to kicu bolen naa ei lokeder to kono dos naai apnader uchit oi company der niye bola lok gulo to chakri kore boss ja bolbe tai korte hobe eigulo ki tara nij theke kore
@syfulislam9907 Жыл бұрын
আবাল চুদা একটা
@PinkyRashid-v2n4 ай бұрын
Murkho lok hole ja hoi r ki...era chap diye owsadh lwkhay na...jey rog sey owsadh e dey group ek e thake just company alada...j jar companyr favour e likhte bole..but bethar jygay jor er owsadh na...abal😂
@mdoliuddin5514 Жыл бұрын
সেলস রিপ্রেজেনটেটিভ নিয়ে একটা প্রতিবেদন করবেন বলে আশা করি।
@shyamolsorker6480 Жыл бұрын
তিন ঘন্টা অসুস্থ শরীরে দাঁড়িয়ে থেকে ডাক্তার দেখানোর পরে যখন ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে কাড়াকাড়ি করে করে ছবি তোলা শুরু হয় তখনকার অনুভূতি একজন ভুক্তভোগী ভালো বলতে পারবেন 😢😢
@syfulislam9907 Жыл бұрын
এই একটা ছবির কারণে ডাক্তারের লেখা প্রোডাক্ট গুলো আপনি ফার্মেসীতে পান। ফার্মেসীতে আপনার যে প্রোডাক্টগুলো পান, সেইগুলোতো কোন ডাক্তার বা কোন মানুষ এনে দেয়না, দেয় তো শুধুই MPO/MR রা।
@Oceangroupnplc Жыл бұрын
Personal জিনিস টা কেন দিবো
@syfulislam9907 Жыл бұрын
@@Oceangroupnplc এখানে পারশোনালের কি আছে? যা কিছু দেখার ছিল এবং বুঝার ছিল তা তো ডাক্তার দেখছে। আর এটা তো মাত্র শুধু কিছু ঔষধের নাম।
@mHas09 Жыл бұрын
@@syfulislam9907 প্রেসক্রিপশন পারসোনাল গোপনীয় বিষয় না হলে সবাই ফেসবুকেই এর ছবি শেয়ার করতো।
@syfulislam9907 Жыл бұрын
@@mHas09 ফেসবুকে শেয়ার করার মতো কি আছে?
@al-aminhossain1077 Жыл бұрын
এরা আসলেই প্রকৃত যোদ্ধা।
@ShamsulAlom-x1n7 ай бұрын
Bal
@callshafi Жыл бұрын
এখানে অনেকেই উনাদের কষ্টে সহমর্মিতা দেখাতে যেয়ে নিজের বা পরিবারের ব্যাক্তিগত শারিরীক সমস্যা এদের সাথে শেয়ার করাটাকে ঠিক মনে করছেন এবং একটা অন্যায় কাজকে জাস্টিফাই করছেন, তাহলে তো চোরের চুরি কিংবা ডাকাতের ডাকাতিও ঠিকই আছে, তারাও তো কষ্ট করেই কাজটা করে।
@mdsojon525 Жыл бұрын
১০০% সত্য কথা
@syfulislam9907 Жыл бұрын
আপনার ব্যাক্তিগত সমস্যার ঔষধগুলো কি আপনি ফার্মেসী তে এনে দেন?
@syfulislam9907 Жыл бұрын
@@mdsojon525 সত্য মিথ্যা কি চিনেন?আবাল
@mdsojon525 Жыл бұрын
@@syfulislam9907 নিজ বংশের পরিচয় দেওয়ার দরকার কি দালাল সাহেব।
@syfulislam9907 Жыл бұрын
@@mdsojon525 ১০০% সত্য কথা- আপনি আবাল চুদা
@chandpurfishagroltd.9114 Жыл бұрын
আগে বিরক্তই লাগতো এখন খবর দেখে বদলে গেলো নিজের মনুষ্যত্ব 😢
@Kothor_Somalochok Жыл бұрын
আমিও একসময় এই জব করে এসেছি।।আমি জানি এদের কী দুঃখ। 😢
@emonchy1268 Жыл бұрын
Dowa roilo ❤ allah vlo rakhuk
@rahimbadsha979 Жыл бұрын
কই রোগির সাথে তো কখন কথা বলতে দেখি না খালি ডাক্তার কে গিফট আর ঔষধ দিয়ে আসেন আর ডাক্তার রা ওই ঔষধ বিক্রি করে
@Mahmudur_Emon Жыл бұрын
Rogi der satey medicine ar generic name & availability , new research and findings agulo niye alap korbe ... How funny ...and ignorance 😂
@LUMINOUSABDULLAH Жыл бұрын
@@Mahmudur_Emon আহারে, এরা কি রিসার্চ আর ফাইন্ডিংস করছে! এরা ডাক্তারের চেয়ে বেশি জানে। ডাক্তারকে একটু বুঝিয়ে দিয়ে আসে, ডাক্তার একটু কম বোঝে তো। আরো কি আলাপ করে এইগুলা আমরা জানি। সময় টিভির সাথে সাথে আমরাও দুঃখিত 😂
@Mahmudur_Emon Жыл бұрын
@@LUMINOUSABDULLAH বোকার মত কেন কথা বললেন একটা মেডিসিন সবসময় সেম থাকে না কিছু জিনিস আপডেট হয় মেডিসিন এর মধ্যে কিছু কেমিক্যাল সাবস্টেন্স সংযুক্ত করা হয়। জেনেরিক নেম একই থাকে কিন্তু ওষুধের নাম পরিবর্তন করা হয় । এগুলো তো আর ডাক্তাররা কোম্পানিতে যে যে জানতে পারে না তাই ওষুধের রিপ্রেজেন্টিভরা ডক্টর দের কাছে আসেন জিনিস গুলো সম্পর্কে ডক্টর কে অবগত করতে। হ্যাঁ আপনি বলতে পারেন যে এখানে ডক্টর কে গিফট দেওয়া হয়, হ্যাঁ দেওয়া হয় সেটা একমাত্র তাদের জিনিসটা প্রমোশনের জন্য এটা ওএকটা কম্পিটিশনের মত প্রত্যেকটা কোম্পানির মধ্যে সেই কম্পিটিশন থাকে ।
@Mahmudur_Emon Жыл бұрын
@@LUMINOUSABDULLAH আর যদি এত সমস্যা থাকে তাহলে মেডিকেলে পড়াশোনা করুন তাহলে আপনিও পাবেন।
@mdsabbir882 Жыл бұрын
আমি ঐ লোকদের অনেক সম্মান করি।ওনারা ডাক্টারের কাছে না গেলে ঐ ডাক্টার আর চলবেনা।
@BiswajitDas-fj5gp Жыл бұрын
so much respect to the medical representatives👍
@purbachalgroup178 Жыл бұрын
আমাদের দেখা এ যাবত কালের সবচেয়ে সেরা প্রতিবেদন। ধন্যবাদ সময় টিভি
@hasiburrahman96 Жыл бұрын
তুই মনে হয় এই দালালির পেশা করে খাস😂
@creationbd9946 Жыл бұрын
বাহ্ সাংবাদিক বাহ্, একবার খারাপ বানাও আবার এখন ভাল বানাছ🤨🤨
@pallabbiswas8879 Жыл бұрын
Dhonnobad..khub sundor protibedon
@naturallover9617 Жыл бұрын
আমাদের দেশের ডাক্তারগণ সব প্রেসিডেন্ট, স্বাস্থ্য সেবার যে অবস্থা😢😢 সব ডাক্তারগণের উচিত উন্নত দেশের মতো প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নাম লেখা উচিত, তাহলে স্বাস্থ্য সেবার কিছুটা উন্নতি হবে বলে আমার মনে হয়
@mohammadrafiulhoque9183 Жыл бұрын
Generic name likhle apne ke bujhben kon oshudh kinte hobe?
@hasiburrahman5803 Жыл бұрын
আপনার জ্ঞান এর সীমাবদ্ধতা আছে,বাংলাদেশের মধ্যে ৩৬৪+ রেজিস্টার্ড কম্পানি আছে,উচ্চমানের কম্পানি হাতে গোনা, যখন ই ডাক্তার জেনেটিক নাম লিখবে তখন ই লোকাল কম্পানি গুলি সেই সুবিধা নিবে,
@monowarhossain8038 Жыл бұрын
Somoy TV ka dhonnobad janai ai rokom akta news korar jonno
@resanul Жыл бұрын
টাকা দিয়েই লিখানো হয় এটাই সঠিক। মানুষের কাছে সঠিক মেসেজ না দিয়ে ভুল মেসেজ দেওয়ার চেষ্ঠা করবেন না।
@SohelRana-sr3ji Жыл бұрын
পরিবারের চেয়ে বড় কিছু নাই💜❤💜
@FMSVN499 Жыл бұрын
বাংলাদেশ বাদে অন্য কোথাও কি মেডিক্যাল রিপ্রেজেনটেটিভ আছে?? সেখানে রোগীরা কি ওষুধ না খেয়ে মরে যাচ্ছে??
@nazimkhan6550 Жыл бұрын
1:29 ভালো করে কথাটা শুনুন কি বলছে ভাইটা, তারপরে আইসেন এসব বলতে।
@FilmvsReality Жыл бұрын
@@nazimkhan6550 oner uttor ta to dilen na. Onno desh e aae ki na??
@abdurrahman-os3je Жыл бұрын
অন্যদেশে কতজন বেকার যুবক আছে? যারা অনার্স, মাস্টার্স করার পরে ও ফ্যামিলির মুখে হাসি ফুটাতে পারেনা,সরকারি চাকুরির জন্য ঘুষ,আর বেসরকারি চাকুরির জন্য অভিজ্ঞতা লাগে কতটা দেখে ভাই?
@mdnazim2887 Жыл бұрын
অইখানে তো বাংলাদেশীদের মতো গর্দভ রোগীও নাই।
@mdramimdaulat3322 Жыл бұрын
@@FilmvsReality anno desh a doctor ra medicine dey ta medicine dey pharmacist ra Doctor just rug ta dhore dey shei anu jaiye medicine dey pharmacist ra
@karimtv6139 Жыл бұрын
Thank You Somoy TV
@user-id5wc7ml6r Жыл бұрын
কাউন্সিল ও কনফারেন্স এর মাধ্যমে ঔষধের গুনাগুন সম্প্রচার করে আকৃষ্ট করুন, ডাঃ কে ঔষধ বিক্রির কমিশন গিফট ও বিদেশ সফরের মাধ্যমে নয়, জন কল্যাণে কাজ করুন
@MasudRana-zm7xz Жыл бұрын
They are giving a very good support. I respect them.
@md91010 Жыл бұрын
খুব পজিটিভ এক্টিভিটি কিন্তু চাকরি করা ও ওষুধ লিখানোটা এতটাই সহজ নয়।চাকরি থাকে সেলস বাড়ালে নতুবা চাকরি যায়। আমি এই যুদ্ধের সৈনিক ছিলাম।এখন আর নেই আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য।
@BechelorParty7 ай бұрын
Keno vai?
@md910107 ай бұрын
@@BechelorParty আমি এখন অন্য চাকরি করি।
@BechelorParty7 ай бұрын
ভাই, রেনেটা ইন্টারভিউ দিয়ে আসছি, ট্রেনিং এর জন্য সময় দিয়েছে রেনেটা কেমন হবে?
@informationworld4061 Жыл бұрын
❣️কোন কাজই ছোট নয়।।মন খারাপ করার কিছু নেই।।
@aminulsenglishacademy6359 Жыл бұрын
একজন Representative এর কাজ হচ্ছে তার ঔষধ কে ডাক্তারের কাছে পরিচিত করানো।কিন্তু হাসপাতালের অথবা ক্লিনিক এর সামনে রোগী দের কাছ থেকে prescription নিয়ে এর ছবি তুলা জঘন্যতম অন্যায়।
@hasanahmad9699 Жыл бұрын
Absolutely
@tfllivebd Жыл бұрын
ঠিক
@saleharefin998 Жыл бұрын
Ata company karone hoi.onara prasare thake,tai kore bhai.
@syfulislam9907 Жыл бұрын
যদি ছবি না তুলে, তাহলে ফার্মেসীতে ঔষধ কারা এবং কিভাবে দিবে ভাই?
@MOHAMMEDALAMGIR-x2l Жыл бұрын
একটি অবহেলিত পেশা, মেডিক্যাল রিপ্রেজেনটিটিভ।
@t.a.likhon2946 Жыл бұрын
এদের জন্যই ডাক্তার রা অতিরিক্ত ওষুধ লেখেন😊
@syfulislam9907 Жыл бұрын
আপনার মতো আবাল দের দেয়!
@sheikhnajmulhassan9726 Жыл бұрын
❤❤❤ সত্য সংবাদ তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
@bdblog9726 Жыл бұрын
এ লোকদের কোন দোষ নেই দোষ হলো ডাক্তার আর কোম্পানির তারা একজনের কমিশন দেয় একজন খায় দুবাইতে আছি তিন বছর যাবত ফার্মাসিতে চাকরি করি এখানে এ ধরনের লোক কখনই দেখিনি
@lalonshah366 Жыл бұрын
Amader desh e system thik nai, medicine company ae dalali system chalu korse nijeder marketing r competition er Jonno. Apni onno country te mone hoi ato medicine company o dekhben ki na sondeho.
@xtreme558 Жыл бұрын
হ,সুযোগ পেয়েই ডাক্তারের উপর দোষ ঢেলে দিলো
@mdabulkalamazadazad2939 Жыл бұрын
ঠিক বলছেন ভাই,এরা শুধু এদের কাজটা করে যাচ্ছে, কোম্পানি এদের যেভাবে কাজ দেয় সেটা তো সেভাবেই করতে হবে। আসল নাটের গুরু হচ্ছে ফার্মাসিটিক্যাল কোম্পানিগুলো, ওরা মার্কেট ধরার জন্য নানা ধরনের কটু কৌশল তৈরি করে,ডাক্তারদের কমিশন,উপহার,নানা রকম সুযোগ সুবিধা দিয়ে নিজেদের স্বার্থ হাছিল করে নেয়।রিপ্রেজেন্টেটিভরা এখানে মাধ্যম হিসেবে কাজ করে। এর জন্য ডাক্তারাও সমান ভাবে দায়ি। বর্তমানে ডাক্তাররা সেবার নীতি থেকে সরে গিয়ে এটাকে কমার্শিয়াল ভাবে নিয়ে নিয়েছে,যেখানে বেশি বেশি টাকা কামানোটাই মূল কথা, সেইটা যেভাবেই হোক
@KungfyTandy-re1dj Жыл бұрын
Ha. Daktar tor chouddo gushtir Abbu to??? চুম্বন dei khali...
@xtreme558 Жыл бұрын
@@imrankhanreyad7509 বাংলাদেশে ওষুধের দাম অন্য যেকোনো দেশের তুলনায় পানির দামে পাওয়া যায়,বিশ্বাস না হইলে খোঁজ খবর নিয়েন।ঔষুধ কোম্পানিগুলো নিজেদের তৈরি নতুন নতুন প্রোডাক্ট যে তৈরি হইছে এটা জানানোর জন্য এসব মেডিকেল রিপ্রেজেন্টেটিভ দের ডাক্তারের কাছে পাঠাবেই।আর ওষুধের প্রচারণার জন্য ডাক্তারদের যেই গিফট দেয় এটার টাকা ওষুধের দামের মধ্যেই ইনক্লুডেড থাকে,এটা বাংলাদেশের কোনো ডা গিফট না নিলেও ইনক্লুড থাকবে।স্টিল বাংলাদেশে ওশুধের দাম অন্য দেশের তুলনায় পানির দামের মতোন।
@curiousmunshi2820 Жыл бұрын
Thanks a lot Somoy TV & Reporter.❤
@aslamhossain4631 Жыл бұрын
আমি একজন রিপ্রেজেনটেটিভ আমি মাঝে মধ্যে নিজেকে প্রশ্ন করি এটা কি চাকরি নাকি অন্য কিছু। আমাদের দেশে অনেক বেকার সে সুযোগটায় এরা কাজে লাগায়। সত্যি কথা বললে প্রতিবাদ করলে অপনি নেগেটিভ দৃষ্টিকোণ পরে যাবেন। এক পর্যায় চাকরি থাকবে না। আজকের কিছু আগের কথা বলি আমার স্যার বলে ২০/২৫ হাজার টাকা আরও মার্কেট বিনিয়োগ করতে হবে। আমি যতই ভালো করি মাস শেষ কিছু ঔষধ অতিরিক্ত দিবেই আর তার জন্যই বিনোয়গ করো। আর প্রেসক্রিপশন ছবি নিতে কত যে অপমানিত হতে হয় তার কথা নাই বা বলি।
@nazimkhan6550 Жыл бұрын
ভাই আমার কালকে ASM স্যার আসবে ভিজিটে, কি যে অবস্থা হয় আল্লাই জানে। ম্যানেজার স্যারকে অলরেডি বলছি বেশি কিছু বললে কালকে বাইক জমা দিয়ে দিব 😶
@aslamhossain4631 Жыл бұрын
@@nazimkhan6550 আমার চাকরির প্রতি কোন প্রেম ভালোবাসা কিছু নেই সবসময় প্রতিবাদ করতে থাকি। কারণ এটা রঙ্গিন চশমার চাকরি যারা আমাদের সিনিয়র তাদের বর্তমান অবস্থার দিক তাকালেই বুজতে পারা যায়।
@ahidulislamraihan3208 Жыл бұрын
তাদের কাজটা কষ্টের কিন্তু তাদের কাজে সাফারার সাধারন মানুষ
@zafariqbal5175 Жыл бұрын
এদের কারনে আমাদের চিকিৎসা ব্যায় বাড়ছে। অপ্রয়োজনীয় মেডিসিন নিতে হচ্ছে।
@syfulislam9907 Жыл бұрын
যদি ডাক্তারা অতিরিক্ত ঔষধ দেয়, তাহলে ডাক্তার কে দোষারপ করেন, কারণ সে জেনে শুনে কেন আপনাকে অপ্রয়োজনীয় মেডিসিন দিছে?
@wlakersnature9348 Жыл бұрын
এদের বেতন না দিলে ওষুদের দাম কমে যেত
@AbuDawudHossain Жыл бұрын
@@syfulislam9907 ডাক্তার না লিখলে আবার কমিশন দেবেনা. সমস্যা কোম্পানি আর ডাক্তারের
@ashikakash1971 Жыл бұрын
Dukhoojonok,amader Society tee Kno manuse manuse atoo babodann ,Allah tumie too Sobar mongol chaoo ,Allah apnee aii babodann bhenge din
@saifulblog9140 Жыл бұрын
এদের নিয়ে কেউ কোনদিন কোন রিপোর্ট তৈরি করে না। উনারা যে কত কষ্টে আছে একবার এদের রিপোর্ট তৈরি করলে বুঝতে পারতো মানুষ। এদের জীবনটা যে কত কষ্টকর
@mdfuad3456 Жыл бұрын
আমি এক সময় ফারমেসিতে কাজ করতাম। আমি দেখছি তারা কত পরিসম করে। তারা বাংলাদেশের ভালো মানের university থেকে আসে। তারা এক জন মূখ্য লোকদের sir ডাকে। তার পরিবার কে ভালো রাখার জন্য। এই সমাজের মানুষ আমরা শুধু অন্য দের ছোট করতে পারি।
@mahujulhassan2549 Жыл бұрын
ভাই ইচ্ছা করে কেউ এসব বলে না..দোষ টা ১০০% তাদের ও না কিছু অসাধু ডক্টরও আছেন যাদের দোষ ৫০% আর কোন ডক্টর এর রোগী দেখার সময় যদি থাকে ২ ঘন্টা তারাই খেয়ে দেয় অর্ধেক..ডক্টর রা আলাদা করে টাইম দেন বলেই এই সমস্যা..
@GIRahman Жыл бұрын
Very good report. Though recently i was upset regarding your contents but this one is great.
@FarhanSayed525 Жыл бұрын
অনেকেই দালালী করেন বিধায় দালাল বলেন,তবে হ্যা,সামান্য কিছু মানুষের জন্যে সকলকে দালাল বলে যেটা দুঃখজনক।
@abujarrahman8823 Жыл бұрын
নাইস প্রতিবেদন❤❤ সময় এবং এম আর দের জন্য❤️❤️
@farahyeasmin6230 Жыл бұрын
Everyone should respect ppl from other profession.They r hard working ppl...and every profession has loop hole
@_peach-2022_ Жыл бұрын
আগে অনেক সন্মান ছিলো কিন্তু এখন ওনাদের যন্ত্রণা যারা হাসপাতালে যায় তারা জানেন, ডাঃ আসলেই রোগীর আগেই হুর মুর করে ঢুকে পড়ে, ওনাদের কে একটা নির্দিষ্ট সময় দেয়া উচিৎ
@foxter_4375 Жыл бұрын
If a medical representative does not give the doctor the information about the new medicines that come to Bangladesh, how much the medicine will give for which disease, then how will the doctor prescribe the medicine, so every person in Bangladesh Should respect drug company people
@funnyend7173 Жыл бұрын
ভালো লাগলো এ ধরনের খবর তুলে ধরার জন্য
@SaifulIslam-oq5ih Жыл бұрын
মেডিকেল রিপ্রেজেন্টেটিভের দেওয়া মেডিসিন ডাক্তার দিয়েছে কিনা, পিক তুলে ঐটাও নিশ্চিত করা হয়। এইরকম অনেক নজির আছে
@fuadhasan2153 Жыл бұрын
Assa dhoren doctors der kase kono representatives e gelo na...tkhn ki apne jeye bazar e notun ki ki medicines asce seta bole asben??
@helpinghandsbd4702 Жыл бұрын
সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য ধন্যবাদ সময় টিভি কে।
@barshonalgalib1952 Жыл бұрын
তাদের দোষ থাকে না। থাকে তাদের কোম্পানির দোষ।
@hasansikder6226 Жыл бұрын
হায়রে জীবন যুদ্ধ ,,, 😢😢 দালাল বলে কিছু আছে,,,হার হিম করা কস্ট এদের সেলুট জানাই,,,,
@bornalibd3743 Жыл бұрын
ডাক্তার পটপন না বললেন, তাহলে ডাক্তারকে গিফট দেন কেন?
@Mahmudur_Emon Жыл бұрын
Apni ki kono medicine ar ad tv or paper a dekhte pan ...
@zariffyazas Жыл бұрын
অনেক কায্যকারী ভিডিও ধারন করার জন্য।
@mdakter6185 Жыл бұрын
একজন রোগীর ব্যেক্তিগত ডাক্তারের প্রেসক্রিপশনের কেন ঔষধ কোম্পানির রিপ্রেজেনটিভ ছবি তুলবে এবং কেন এটা তার অফিসে দেখাতে হবে। ঔষধ কোম্পানির বড় বড় অফিসাররা কি ভাত খায় না???? না কুড়া খাইয়া বড় হইছে????
@SharifulIslam-kx2qo Жыл бұрын
আরে ভাই এই ওষুধ কোম্পানিগুলো বিনিয়োগ না করলে তোমার পক্ষে ওষুধ কেনা সম্ভব হবে না
@JahangirAlam-vd2hg Жыл бұрын
ঔষধ কোম্পানির লোকেরা রিপোর্টের ছবি তোলে না, শুধু প্রেসক্রিপশনে বর্ণিত ঔষধের ছবি তোলে। যখন স্মার্ট ফোন ছিল না, তখন শুধু হাতে লিখেই এই কাজটা করা হতো। বর্তমানে স্মার্ট ফোন আসাতে ছবি তোলার কারণেই এই ব্যাপারটা নিয়ে এতো হই-চৈ হচ্ছে। রোগী অথবা কোম্পানির লোক কেউই কাউকে চিনে না, চিনার দরকার নেই আগ্রহ-ও নেই। কাজেই, রোগীর ব্যক্তিগত তথ্য নিয়ে কারো কোনো মাথাব্যথা নাই।
@MonirHossain-hv4bo Жыл бұрын
ঔষধ কম্পানির লোকেরা যা করে তা তাদের কম্পানি গুলো করতে বাধ্য করে।না করলে চাকুরি থাকবে না।যদি কোন দোষ করে থাকে তাহলে সেই দোষ ঔষধ কম্পানির দোষ।তারা সবাই স্নাতক বা সমমান ডিগ্রিধারী।নিজের কতটুকু যোগ্যতা আছে তা বুঝে শুনে আরকজনকে নিয়ে কমেন্ট করবেন সবাই।
@aeyshashiddiqua9280 Жыл бұрын
মেডিক্যাল রিপোর্ট এর ছবি তুলেনা। ডাক্তার যে প্রেসক্রিপশন দেয় তার ছবি তুলে নেয়। ঔষধ সম্পর্কে ধারণা নেয়ার জন্য।
@nazimkhan6550 Жыл бұрын
আপনার কোন রিপোর্টের ছবি তুলছে ফাও প্যাচাল পারেন। প্রেসক্রিপশনের ছবি তোলা হয়।
@trustbd24 Жыл бұрын
সত্য টা তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ
@commodusmeridius4718 Жыл бұрын
Only the educated people respect works We as a nation is educated But our education system doesn't provide us ethical knowledge We are incompetent, greedy, immoral That's why we sympathies with the criminals. We don't know what is right or wrong. Incompetent people choose an incompetent leader to lead a nation. Unethical activities can provide a family money however the work remains on the wrong side of the ethics. Become competent people choose competent leader This sort of job will disappear along with the word Dalal.
@AzbX12 Жыл бұрын
You are absolutely right. Bangladesh has also recognized prostitution as a profession. Bank or NGO interest traders and their employees carry on business or employment. The main thing is professional ethics in profession . Those who do not live in it see prostitution and halal earnings as the same.
@raad133 Жыл бұрын
salute vaider...
@meherubaskitchen Жыл бұрын
তারা এত সাধু ও না। কেও তার দোষ বলেনা। যদি তারা কোনো অন্যায় নাই করে, তাহলে এত নেগেটিভ কথাই কেন আসে। পজিটিভ দিকটা আছে, তবে এরা নিজেদের কম্পানির ঔষুধ বিক্রি করতে অনেক খারাপ দিকেও যায়