মা কেঁদো না তুমি এখন আমরা বড় হইছে নবীজি কি বলে গেছেন জুবায়ের আহমে আনসারী ওয়াজ 2012 was

  Рет қаралды 2,681

Fijaislam TV

Fijaislam TV

Күн бұрын

মা কেঁদো না তুমি এখন আমরা বড় হইছে নবীজি কি বলে গেছেন জুবায়ের আহমে আনসারী ওয়াজ 2012 was #Allama
হুজুর ওয়াজে কি বলেছেন মা সবসময় শিশু কালে সন্তানদের বুকে আগলে রাখে
ভাই আমরা সবসময় বড় হয়ে মা বাবার যত্ন নিব এবং রাখবো
হাফেজ জুবায়ের আহমেদ আনসারী বাংলাদেশের একজন প্রখ্যাত ইসলামী বক্তা। তার ওয়াজে তিনি ইসলামের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, বিশেষ করে পারিবারিক সম্পর্ক, মা-বাবার অধিকার এবং সন্তানদের প্রতি দায়িত্ব নিয়ে অনেক মূল্যবান বক্তব্য রাখেন। মা ও সন্তানের সম্পর্ক ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তিনি তার ওয়াজে এই বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেন। মা ও সন্তানের সম্পর্ক নিয়ে হাফেজ জুবায়ের আহমেদ আনসারীর বক্তব্য:
1মায়ের মর্যাদা : ইসলামে মায়ের স্থান অত্যন্ত উচ্চে। হাদিসে এসেছে, "মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত।" হাফেজ জুবায়ের আহমেদ তার ওয়াজে উল্লেখ করেন যে, সন্তানের জীবনে মায়ের অবদান অপরিসীম এবং মায়ের প্রতি সন্তানের সর্বোচ্চ সম্মান দেখানো উচিত।
2.মায়ের প্রতি দায়িত্ব : মায়ের যত্ন নেওয়া, তার সেবা করা এবং তাকে শ্রদ্ধা করা সন্তানদের প্রধান কর্তব্য। আনসারী সাহেব তার বক্তব্যে বলেন, একজন সন্তানের উচিত মায়ের সেবা করা এবং তার প্রতি সবসময় দয়া প্রদর্শন করা, কারণ মায়ের কষ্টের বিনিময়ে সন্তান পৃথিবীতে আসে।
3.সন্তানদের লালন-পালন : মা-বাবার সবচেয়ে বড় দায়িত্ব হল সন্তানদের ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। হাফেজ জুবায়ের আহমেদ তার ওয়াজে বারবার সন্তানদের নৈতিক ও ধর্মীয় শিক্ষা দেওয়ার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, একজন ভালো সন্তানই পারে তার মা-বাবার জন্য দোয়া করে তাদের জান্নাতে প্রবেশের পথ সহজ করতে।
4.শীতকালীন বিশেষ দিকনির্দেশনা : শীতকালে সন্তানদের যত্ন নেওয়ার বিষয়েও তিনি কথা বলেন। বিশেষ করে এই সময়ে মায়েদের সন্তানের স্বাস্থ্য ও পোশাকের দিকে নজর দেওয়া উচিত। তাছাড়া, শীতকালে বেশি বেশি ইবাদত করার এবং আল্লাহর নৈকট্য লাভের উপদেশ দেন।
হাফেজ জুবায়ের আহমেদ আনসারীর ওয়াজগুলো সাধারণত পারিবারিক মূল্যবোধ, মা-বাবার অধিকার ও সন্তানের দায়িত্ব নিয়ে গভীর আলোচনা করে থাকে।
হাফেজ জোবায়ের আহমেদ আনসারীর ওয়াজ আজও শুনতে বারবার ছাই এমনকি চোখের পানি ও চলে আসে হুজুরে মা-বাবার এবং সন্তানের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আপনারা না টেনে সম্পূর্ণ ওয়াজটা শুনবেন আশা করি অনেক ভালো লাগবে হুজুর আর আমাদের মাঝে নাই তাই হুজুরের জন্য দোয়া করবেন আমিন
#art #duet #সব #artsong #gojol #2023gojol #আম #lecture #waz

Пікірлер: 4
@khatmetv
@khatmetv 2 ай бұрын
সুবহানাল্লাহ আল্লামা জুবায়ের আহমেদ আনসারীর ওয়াজ বারবার শুনতে মনে চায় ❤❤❤❤😢😢😢😢
@fasttechnician
@fasttechnician 2 ай бұрын
সুবহানাল্লাহ জুবায়ের আহমেদ আনসারী শুনতে ভালই লাগে ❤❤❤❤❤😢😢😢
@mdjamir7606
@mdjamir7606 2 ай бұрын
আমিন❤❤❤❤❤
@Mahfiltoday100
@Mahfiltoday100 2 ай бұрын
❤❤❤❤❤😢😢
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Do you love Blackpink?🖤🩷
00:23
Karina
Рет қаралды 22 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31