আমার মা আজ আপনার এই video দেখে বাড়িতে রান্নাটা করেছে। কোনরকম মশলা ছাড়া এতো সুন্দর রান্না সত্যিই মন ভরে গেলো। এই গরমের দুপুরে সবাই খুব তৃপ্তি করে খেয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। ☺️
@MAMASIKITCHEN9 ай бұрын
তোমাকে স্বাগত। তুমি আর তোমার মা কে অনেক আশীর্বাদ আর ভালোবাসা ❤️❤️❤️❤️❤️
@chandrikamondal41639 ай бұрын
@@MAMASIKITCHEN ❤️❤️❤️
@DilMahmudaAfroza-nd9vg2 ай бұрын
অনেক ভালো লেগেছে ভিডিওটা লাইক দিয়ে দেখে নিলাম
@subhasree1002 жыл бұрын
ভীষণ ভালো লাগলো মাসিমা। সুস্থ্য থাকবেন আর এই রকম আরো হারিয়ে যাওয়া রান্না আমাদের শেখাবেন।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ। তুমি ও ভালো থেকো।❤️❤️
@chaitalighosh51422 жыл бұрын
মা, আপনাকে দেখেই মন ভরে যায়...ইচ্ছা করে আপনার পাশে বসে যদি রান্না দেখতে পারতাম... আপনার শান্ত শীতল কন্ঠ স্বর শরীর ও মন দুই ই জুড়িয়ে যায়।আপনি ভাল থাকুন সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক আশীর্বাদ। ভালো থেকো।❤️❤️
@reenabiswas82 жыл бұрын
Apni thik amar moner kothatai bolchen
@swatimitra66952 жыл бұрын
Khub sundor recipe. Abong healthy. Aapni aamar pronam neben maa.
@MAMASIKITCHEN2 жыл бұрын
Anek ashirwad.❤️❤️
@parnasarkar29512 жыл бұрын
Mashi maa ke pronam janai🙏🙏 Akhon o ke sundor kore ranna korche Amather ae purono ranna gulo hariye jacche Mashi maa notun kore tule dorlen khub bhalo laglo 🙏🙏🙏🙏🙏🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
Anek ashirwad suvechchha ar valobasa.❤️❤️❤️❤️❤️❤️
@bristyrani72379 ай бұрын
প্রিয় ঠাকুর মা আমার প্রণাম নিবেন,, ইউটিউবে এখন মুসলিমদের রান্না মানে তাদের রান্না ও ভালো হয় কিন্তুু আমাদের সনাতনীদের যে ঠাকুরমা দের রান্না ওটার মতো কেউ পারবে না,, আমাদের হিন্দুদের রান্নার মতো রান্না আছে নাকি সব সময় পেঁয়াজ রসুন ছাড়া কিছুই বোঝে না, পেঁয়াজ রসুন ছাড়া ও যে রান্না করা যায় ভালো মতো এটা ওরা বোঝে না, ঠাকুমা তোমার এই সুন্দর হাতের রান্নাটা আমি বাসায় বানাবো আর তারপর আবার এই ভিডিও তে এসে কমেন্ট করে যাবো প্রমিস,,, অনেক অনেক Love you ❤❤বেঁচে থাকো তোমারা হারিয়ে গেলে এই এতিহ্যবাহি রান্না ও হারিয়ে যাবে😢
@khokonmimikhan2658Ай бұрын
পেঁয়াজ রসুন ছাড়া ১০০ বার ভাল রান্না হয়। সেটা আপনারা বেশী জানেন ও বুঝেন ও সেইমতো খান। মুসলমানেরা গোশ বেশী খায়।তাতে পেঁয়াজ রসুনের ব্যবহার বেশী হয়। তারা বেশী গোশ খেয়ে রোগ বাঁধায়। আপনারা একেবারেই রসুন, পেঁয়াজ না খেয়ে রোগ বাঁধান। রসুন আর পেঁয়াজের যে ফায়দা, উপকার ও হেল্থ বেনিফিট সেটা থেকে আপনারা চির বঞ্চিত। সেটাও মাথায় রাখবেন। বিশেষ করে শীতের সময়ে পেঁয়াজ রসুন খাওয়ার বেনিফিট অনেক। কখনও সেটার গুরুত্ব নেই আপনাদের কাছে। গরমের দিনে পেঁয়াজ রসুন না খাওয়ার বেনিফিট অনেক। সেটা মুসলমানেরা কোনোদিন জানলো না।
@munmunsarkar2023 Жыл бұрын
ঠাকুমা তুমি দারুণ দারুণ দারুণ ভালো মানুষ। তুমি হাজার বছর বেঁচে থাকো ঠাকুমা। আমরা তোমায় দেখে বেঁচে থাকার প্রেরণা খুঁজে পাবো। 😚
@MAMASIKITCHEN Жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। অনেক অনেক আশীর্বাদ। ভালো থেকো।♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
@kaberiroy23312 жыл бұрын
এই প্রজাতির মানুষ গুলি আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, এরকম ঘরোয়া করে কাপড় পড়া, ঘোমটা দেওয়া, মন ভালো হয়ে যায়। ভালো থাকুন ।
@MAMASIKITCHEN2 жыл бұрын
আজকাল আর কেউই ওভাবে শাড়ি পরেনা। মা কে বললেও শোনেন না। আমাদের ও ভালো লাগে না দেখতে। মায়ের বয়সের সঙ্গে সঙ্গে ছোট হয়ে যাচ্ছে শরীর টা। শাড়ি গুলো বড় হয় লম্বায়।কোল আঁচল থেকে খানিকটা কেটে বাদ দেয়। তবু ও কুচি দিয়ে শাড়ি পরেনা।❤️🙏❤️
@dikshitmukherjee87312 жыл бұрын
Kaberi Roy kintu anyo kotha bollen.shunleo mon bhalo hoye jay. M mukherjee
@bibekanandachoudhury81302 жыл бұрын
ভক্তি ও ভালোবাসা রইলো মাসিমা। প্রজাতি শব্দটি অসুন্দর মনে হয় ।
@kaberiroy23312 жыл бұрын
@@bibekanandachoudhury8130 তাহলে এই ধরনের লিখলে বোধহয় ঠিক হত
@suvhomitaroy46722 жыл бұрын
প্রজাতি কথা টা একেবারে উচিত হয় নি।
@simachakrabarty52252 ай бұрын
এত ভালো লাগে মাসিমার রান্না দেখতে আর মায়ের কথা মনে হয়। প্রণাম নেবেন। অনেক অনেক ❤ জানাই।
@tanusreesaha19792 жыл бұрын
Thaku ma ami tomar ae ranna ta kore chi.... Ato tasty r ato soft ranna ta.... Bisesh kore mouri r bhaja tiler gondho ta ranna tar saad bohu gun baria diache..... Barir sobai aabr ae ranna ta korar jonno boleche.... Tomake asonkho dhonyobaad ato sundor ranna upohar deawr jonno.... Tomar kach theke r 1tio ranna ami sikhechi... Seta holo bhaga chora sukto... Tumi just asadharon ranna koro.... Tomar amn sob rannar jonno apekhha kore roilam🙏🙏🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you so much.Khub valo laglo sune.Khub valo theko.♥️♥️
@krishnaseal9342 Жыл бұрын
অনেক ধন্যবাদ আপনাকে দিদিমা। আপনি এত সুন্দর করে একটি ভালো রান্না আমাদের শেখালেন। আপনি সুস্থ থাকুন খুশি থাকুন এবং আমাদের আরও অনেক রান্না শেখান। 🙏🙏❤️❤️
আপনাকে দেখলে আমার দিদার কথা মনে পড়ে যায়! আপনার দীর্ঘায়ু কামনা করি৷ সুস্থ থাকুন, ভালো থাকুন৷
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো থেকো।❤️❤️
@shampabhattacharjee5187 Жыл бұрын
খুব সুন্দর রেসিপি দিদা। আমি অবশ্যই রান্না করব। আমার প্রনাম নেবেন। 🙏🙏🙏❤❤❤
@MAMASIKITCHEN Жыл бұрын
অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা।♥️♥️♥️♥️♥️♥️
@meghlaadhikari79572 жыл бұрын
আপনার রান্না দেখে আমাদেরও কিছু শেখা উচিত যে বেশি আড়ম্বর না করে, modular কিচেন না হয়ে costly utensils না থাকলেও অতি সাধারণ ভাবে অসাধারণ রান্না করা যায়, যে মানুষ এত শান্ত, ধীর গুছিয়ে সব কাজ করেন তার রান্নাতেও সেই good energy কাজ করে, অসংখ্য ধন্যবাদ , সুস্থ থাকুন, ভালো থাকুন 🙏🙏🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভকামনা। খুব ভালো থেকো সুখে থেকো আনন্দে থেকো।❤️🙏❤️
@rumupramanik84232 жыл бұрын
মাসিমা অনেক ধন্যবাদ আপনা কে
@ruchirabanerjee15882 жыл бұрын
ঠাকুমা দারুণ একটা রান্না শিখলাম। আমি বানাবো। ভাল থাকবেন।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো থেকো।❤️❤️
@me-tg5jt5 ай бұрын
আমি নতুন রান্না শিখছি তাই জন্য আমি লাউয়ের রেসিপিটা রান্না করলাম সকলের খুব ভালো লেগেছে❤❤। আপনি ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।
@MAMASIKITCHEN5 ай бұрын
অনেক ধন্যবাদ তোমাকে। অনেক আশীর্বাদ করি খুব ভালো থেকো সব ভালো হোক।বড়ো রাঁধুনি হও।❤️❤️
@mahfujulalam17152 жыл бұрын
Dadi Ma apni to cute ar dibba. Salam niben. Valo thakun. Agam eid mubarok.
@MAMASIKITCHEN2 жыл бұрын
Anek ashirbad.,Eid mubarak.❤️❤️
@abdusshukur92062 жыл бұрын
খুব সুন্দর লাগলো, আপনিও ভালো থাকুন সবসময়।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ।🙏
@nilanjanasengupta36742 жыл бұрын
Apnar video ta khuub bhalo laglo,koto simple bhaabe tairi korchhen...Aamar Ma r katha moane pore galo!! Khuub bhalo thakben🙏🏼🙏🏼🥰🥰
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you so much.Anek ashirwad ar valobasa.Valo theko.❤️🙏❤️
@nilanjanasengupta36742 жыл бұрын
@@MAMASIKITCHEN 🙏🏼
@pampadebnath20159 ай бұрын
Apna k anek thanks eto sundor ranna gulo dekhanor jonno ❤🙏🙏❤️🌹Apni sustho thakun . Anek ranna amra jante parchi apnar theke jgulo new but very bengali authentic!.❤❤❤
@MAMASIKITCHEN9 ай бұрын
Thank you so much.Anek ashirwad ar valobasa ❤️🎉❤️
@khokonmimikhan2658Ай бұрын
অসম্ভব সুন্দর একটা রান্না। অবশ্যই করবো। ধন্যবাদ মাসীমা।
@sreosibanerjee99925 ай бұрын
Aj ei ranna ta korlam... Opurbo shundor khete hoyechilo....anek dhonnobad apnake thamma...khub bhalo thakben..🙏🙏
@MAMASIKITCHEN5 ай бұрын
Thank you so much.Anek dhonyobad anek suvakamona ar valobasa ❤️❤️
Thank you so much.Anek ashirwad ar valobasa ❤️❤️❤️❤️❤️
@amitadas12022 жыл бұрын
Recipe ta khub valo laglo masimaa baniye kheye dekhbo pronam nebeb valo thakben sustho thakben 👌👌🙏🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you.Anek ashirwad.,❤️❤️
@bulbulchakraborty7472 жыл бұрын
আপনাকে দেখেই আমার মায়ের কথা মনে হয় ।কি সুন্দর সুন্দর করে রান্নার কথা বলেন ।দারুণ একটা রান্না শিখলাম ।প্রণাম নেবেন ।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ অনেক আশীর্বাদ ❤️❤️
@ranjumukherjee61802 жыл бұрын
ভীষণ ভালো লাগল মা এর এই রান্নার ধরন দেখে। আমি শিখলাম, তিল ভেজে বেটে দেওয়ার একটা নতুন পদ্ধতি। আমার প্রণাম নিও মা গো!
@pinakilaha60982 жыл бұрын
প্রথমেই মঙ্গলময় ঈশ্বরের কাছে মাসিমার দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি । আজ এই গতি আর আধুনিকতার যুগের সঙ্গে দৌড়তে দৌড়তে এই পুরনো মানুষগুলোর অসম্ভব সুস্বাদু পুরনো বনেদি রান্নাগুলি প্রায় হারিয়ে যেতে বসেছে । এই রান্নাগুলি এত সুস্বাদু হওয়ার আরো একটি কারণ হল, এতে মা - মাসিমার রান্নার নৈপুণ্যের সঙ্গে তাঁদের অন্তরের ভালোবাসা মিশে থাকে । আমরা যারা এনাদের পরবর্তী প্রজন্ম তারা যদি একটু কষ্ট করে এই রান্না গুলি শিখে নি এবং সময় পেলে বাড়িতে তৈরি করতে পারি, তবে এগুলি হারিয়ে না গিয়ে টিকে থাকবে এবং আমাদের পরবর্তী প্রজন্মে সঞ্চারিত হবে । মাসিমাকে অন্তরের গভীরের শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম জানালাম । আপনার শতায়ু কামনা করছি । আপনার সন্তানতুল্য, তাই দুহাত তুলে আশীর্বাদ করুন এটাই প্রার্থনা । খুব খুব ভালো থাকবেন আর নতুন নতুন প্রাচীন রান্নার প্রণালী শিখিয়ে আমাদের সমৃদ্ধ করবেন । নমস্কার । 🙏🙏🙏🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। খুব খুব ভালো থেকো সুস্থ থেকো। খুব ভালো লাগলো। বাড়ির কেউ আর কাজ করতে দিতে চায় না। আমার নিজের খুব ভালো লাগে।❤️❤️❤️❤️
@somatalukder97775 ай бұрын
Khub bhalo laglo masima..ei bhabe banabo. ❤
@MAMASIKITCHEN5 ай бұрын
Anek dhanyabad anek suvakamona ar valobasa ❤️❤️❤️❤️
@miranath86842 жыл бұрын
Namashkar ,Apnar Lau tarkari banano ta khub bhalo laglo 👌.Akdam abhinava ajana padhyati.Asadharan 🙏.
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you.Khub valo theko.❤️❤️
@lata43433 ай бұрын
দিদা, আপনাকে অনেক প্রণাম ও ভালবাসা। আপনারা যতদিন আছেন, ততদিন পৃথিবীটা সুন্দর ও শান্তিময় আছে। রান্নাটার মতো আপনিও স্নিগ্ধ ও সুন্দর।
@MAMASIKITCHEN3 ай бұрын
অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আশীর্বাদ আর ভালোবাসা ❤️❤️
@saratisvlog84382 жыл бұрын
খুব সুন্দর লাগলো৷❤️👌❤️👌👌
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ ❤️🙏❤️
@krrishnendughosh297611 ай бұрын
প্রথমেই মা কে আমার অন্তরের গভীর শ্রদ্ধা ও প্রণাম জানাই। আমি রান্না করতে খুব ভালোবাসি, আপনার শেখানো এই সহজ এবং সুস্বাদু রেসিপি আমি অবশ্যই ট্রাই করবো। আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আরো অনেক ভালো ভালো রেসিপি আপনার কাছে শিখবার অপেক্ষায় রইলাম মা...!🙏🏻❤️🙏🏻
@MAMASIKITCHEN11 ай бұрын
অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা। খুব ভালো থেকো। আনন্দে রান্না করো।🎉❤️🎉❤️🎉
@knowledgehunter_2 жыл бұрын
খুব সুন্দর। এরকম আরও পুরনো দিনের রান্না দেখাবেন। সুস্থ থাকুন আপনি :)
@MAMASIKITCHEN2 жыл бұрын
নিশ্চয়ই দেবো। খুব ভালো থেকো।❤️❤️
@মনবিলাসী Жыл бұрын
Darun! I'll definitely try this recipie at home. Thammi is love ❤️, I'll show this video to my thamma.
@MAMASIKITCHEN Жыл бұрын
Thank you so much.Many many blessings to you and namoskar to your thamma ♥️❤️❤️❤️❤️
@archanachatterjee92132 жыл бұрын
খুব সুন্দর রেসিপি আমার জানা ছিল না সম্ভব হলে কাল ই করবো
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে।❤️❤️
@tapaskumarmitra74262 жыл бұрын
Bah darun laglo, apnio valo thakun sustho thakun
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you.Anek ashirwad.❤️❤️
@BillionV-p4l Жыл бұрын
খুব সুন্দর রান্না আর আপনিও। খুব সুন্দর শান্ত কথা ধীরস্থির । আপনার কথা শুনে প্রাণ জুড়িয়ে যায়। ঠাকুমার কথা মনে পড়ে যায়। প্রানপ্রচুর্যে ভরা আপনি দীর্ঘায়ু হন আর সুন্দর সুন্দর রান্না,,, হারিয়ে যাওয়া রান্না পরিবেশন করুন। আমরা কৃতজ্ঞ সুন্দর ও সহজ করে রান্নার পদ্ধতি শেখানোর জন্য। ধন্যবাদ ❤️❤️❤️❤️❤️
@MAMASIKITCHEN Жыл бұрын
তোমাকে স্বাগত । অনেক আশীর্বাদ শুভেচ্ছা আর ভালোবাসা ❤️❤️❤️❤️❤️
Apna k dekhe amar Dida r katha mone pore gelo. It is great to see ki aapni ekhono ki spirited, r ki sundor neatly ranna ta korlen with proper narration. Apnar voice ta khubh soothing! Thank you and may God bless you always 🙏
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you so much anek ashirwad khub valo theko.❤️🙏❤️
@Floofu332 жыл бұрын
@@MAMASIKITCHEN Thank you apnar ashirvad er jonno 🙏❤️🙏
@upamadasgupta20612 жыл бұрын
Darun recipe👌👌...barite korechhilam . khub valo khete.
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you so much.Valo theko ❤️❤️
@upamadasgupta20612 жыл бұрын
@@MAMASIKITCHEN apni o valo thakben. ♥️🌹 R emon valo valo recipe shekhaben. Pronam.
অনেক অনেক ধন্যবাদ অনেক শুভেচ্ছা আর ভালোবাসা । অনেক আশীর্বাদ।♥️♥️♥️♥️♥️
@fitnesswithgharkakhanawith35962 жыл бұрын
দিদা খুব ভালো লাগলো তোমার রান্না....নিশ্চই ট্রাই করবো... এরকম আরও রান্না শেয়ার করো
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো থেকো।❤️❤️
@rinkiguha33553 ай бұрын
অপূর্ব অনবদ্য🙏❤️🙏
@MAMASIKITCHEN3 ай бұрын
অনেক ধন্যবাদ ❤️
@mandalhacker25822 жыл бұрын
আপনার শুভকামনা করি দিদিমা 🙏🙏🙏
@ratnade65632 жыл бұрын
মাসিমা, আমার প্রণাম নেবেন। আপনাকে দেখে, রান্না গুলো শিখে কি যে আনন্দ পাই। আপনি কি সুন্দর এখনো কর্মঠ। খুব শ্রদ্ধা করি আপনাকে। এইরকম থাকবেন আর আমাদের সামনে আসবেন।🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক অনেক আশীর্বাদ আর ভালোবাসা।❤️❤️
@openkitchen65112 жыл бұрын
খুব ভালো একটা চ্যানেল। অনেক কিছু শিখছি। Subscribe করলাম।
@MAMASIKITCHEN2 жыл бұрын
অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।❤️🙏❤️
@dalymondal9350 Жыл бұрын
মাসিমা প্রথমে আপনি আমার অনেক অনেক প্রণাম নেবেন। আজ শনিবার আপনার এই লাউএর রেসিপি টা রান্না করলাম। আমার এই আনাড়ী হাতেও ভাল লাগছে খেতে।তাহলে আপনার জাদু হাতের রান্না কত স্বাদের হবে বুঝতে পারছি। আপনি আমার মায়ের মত দেখতে।আমি মাকে বার বছর আগে হারিয়েছি। আপনি ভাল থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।
@MAMASIKITCHEN Жыл бұрын
অনেক ধন্যবাদ অনেক আশীর্বাদ শুভেচ্ছা আর ভালোবাসা। খুব ভালো থেকো।♥️🍒♥️
@sheena234able2 жыл бұрын
Khuub bhalo lalo ekdin try korbo
@MAMASIKITCHEN2 жыл бұрын
Thank you.Anek ashirwad ar valobasa।Valo theko.❤️🙏❤️