'মা লো মা' গানটি আসলে কার লেখা? | Azad Dawan Mokti | Ma Lo Ma ‍Song | Coke Studio Bangla | Somoy TV

  Рет қаралды 98,585

Somoy Entertainment

Somoy Entertainment

Күн бұрын

Пікірлер: 315
@lutfurloveyou
@lutfurloveyou 5 ай бұрын
বারী সিদ্দিকী বহু বছর আগেই বলেছেন এটি বিভিন্ন বাউল তাদের নামে রেকর্ড করেছে কিন্তু আসলে সেটি রশিদ উদ্দিনের। তার বক্তব্য ফেলে দেওয়া যায় না।
@pintotalukder7425
@pintotalukder7425 5 ай бұрын
গুমাই নদী নেত্রকোনার একটা নদীর নাম,বাউল রশিদের বাড়ি নেত্রকোনা, স্বাভাবিকভাবে উনি উনার এলাকার নদীর কথাই তুলে ধরবেন।।এটা একটা পয়েন্ট।। আর বারী সিদ্দিকী যখনই এই গানটা গেয়েছে বাউল রশিদ উদ্দিনের গান বলে প্রচার করেছে।।তখন খালেক দেওয়ানের পরিবার কোথায় ছিলো?
@বাতিলাল
@বাতিলাল 5 ай бұрын
ঠিক বলছেন...
@md.ismailhasan678
@md.ismailhasan678 5 ай бұрын
রশিদ উদ্দিনের gan sata kinto রশিদ উদ্দিন kakono bola nai বারী সিদ্দিকী into kono silip na basi bajano lok
@lifelanceyt
@lifelanceyt 5 ай бұрын
@@md.ismailhasan678 রশিদ উদ্দিনের গানেই আছে। দেওয়ান সাহেব রশিদ উদ্দিনের গানটাকে এদিক ওদিক করেছেন। রশিদ উদ্দিনের গানে আরও কিছু লাইন আছে। তাছাড়া বয়সেও রশিদ উদ্দিন ও খালেক দেওয়ান সমসাময়িক। গানের থিম এক, কথাও প্রায় এক, তবে দুই জনের দুইটা গানই আলাদা।
@rups2.0
@rups2.0 5 ай бұрын
@@md.ismailhasan678 আপনি রশিদ উদ্দিনের লিখা গানটা ভালো করে দেখেন। রশিদ উদ্দিন তার গানে গোমাই নদীর কথা বলেছেন যেটা খালেক দেওয়ান কপি করার সময় গোমাই শব্দটা বাদ দিয়েছেন। আবার রশিদ উদ্দিনের গানে যে যায়গায় রশিদ উদ্দিন তার নিজের নাম লিখেছেন খালেক দেওয়ান ঠিক সেই যায়গাটায় এডিট করে তার নাম দিয়েছেন। আর খালেক দেওয়ান যখন গানটা রেকর্ড করে তখন রশিদ উদ্দিন আর দুনিয়াতে ছিলেন না এবং এখনকার সময়ের মত তখন গানের রেকর্ডিং এর প্রচারও হতো না। ঠিক এই সুযোগটাই দেওয়ান সাহেব নিয়েছেন। তারচেয়েও বড় কথা খালেক দেওয়ান সাহেব কেরানীগঞ্জের মানুষ হয়ে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় হাওর অঞ্চলের গান লিখলেন কেমনে!
@Antor-hr7bw
@Antor-hr7bw 5 ай бұрын
সঠিক বলেছেন ❤❤❤
@ancneamul
@ancneamul 5 ай бұрын
উপস্থাপিকা বললেন কেউ কেউ বলছে “রশিদ উদ্দিন নামে একজনের লেখা” মানে কথাটা এমন হয়ে গেল, মনেহয় রশিদ উদ্দিন কোনো মুদি দোকানদার, জীবনে একটা গানই লিখছে। বাংলাদেশে বাউল সাধকদের নাম নিলে বাউল রশিদ উদ্দিন প্রথম সারির একজন। তাঁর নামটা সুন্দর ভাবেই নেওয়া যেত। আর দেওয়ান পরিবার দাবী করছে গানটা খালেক দেওয়ান ১৯৬০ এর দশকে রেকর্ড করেছেন, অথচ ১৯৬৪ সালে বাউল রশিদ উদ্দিন মৃত্যু বরণ করেছেন৷ এতে স্পষ্ট বোঝা যায় বাউল রশিদ উদ্দিন খালেক দেওয়ানের রেকর্ডিং এর আগেই গানটা লিখতে পারেন। অন্য আরেকটা ডিফেন্ডিং পয়েন্ট গানের কথা আর সুর। একটা গানের মুখ ঠিক রেখে ভেতরে কথা পরিবর্তন করলেও সেটা কপি। কারণ গানের মূল পরিচয় গানের মুখে। বাকি রইলো সুর। ওস্তাদ বারী সিদ্দিকী সাহেব কয়েক শত বার বাউল রশিদ উদ্দিনের নাম উল্লেখ করে গানটা গেয়েছেন। তিঁনি যে সুরে গেয়েছেন, আর খালেক দেওয়ানের যে সুর তাতে আমি কোনো তফাৎ পাইনি। অথচ দেওয়ান পরিবার দাবী করছে সুরে নাকি কোনো মিল নেই। ছায়ানটের শিক্ষক আর কোনো রিয়েলিটি শো এর বিচারক পরিচয় দিলেই ইতিহাস পাল্টে যাবেনা। ওনারা সঙ্গীত বোঝেন কিনা এটা নিয়েই এখন আমি সন্দিহান।
@anjumkhan7541
@anjumkhan7541 5 ай бұрын
Ayei meyetar kono sroddha bodh nai. Beyadop akta meye.
@mhjibon5758
@mhjibon5758 5 ай бұрын
খালেক দেওয়ান বা দেওয়ান পরিবারের ইতিহাস আগে জানেন তার পরে এই ভৱে কথা বইলেন ,,,একটা গানের সাথে আরেকটা গানের মিল থাকতেই পারে তাই বলে কি 2 তা গান একজনের হতে হবে
@Rahulkhan-jq5qv
@Rahulkhan-jq5qv 5 ай бұрын
এই গানটা কে দর্শন করে দিছে কোক স্টুডিও। গানের প্রকৃত লেখক গুরু বাউল রশিদ উদ্দিন এতে কোন সন্দেহ নেই তিনি খালেক দেওয়ানের থেকেও বয়সে অনেক বড়।
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
@@mhjibon5758 নেএকোনা র ইতিহাস জানেন বাউল গানের,,,,,,
@SohanurRahman-w4k
@SohanurRahman-w4k 5 ай бұрын
খালেক দেওয়ান একজন সাধক এবং রশীদ উদ্দিন হুজুর ও একজন সাধক। দুইজনের প্রতি সম্মান করি। কিন্তু এই কাজ গুলো অনেক জঘন্য হয়েছে বারি সিদ্দিক বলেছেন এটা রশীদ উদ্দিন হুজুরের তবুও যারা মিথ্যা প্রচার করবো। হাশরের ময়দানে জবাব দিতে হবে
@SohagAsst.ManagerMarketing
@SohagAsst.ManagerMarketing 5 ай бұрын
এই তথাকথিত উপস্থাপিকা বাউল রশিদ উদ্দিন কে বলছেন কোন একজন বাউল,গুণী মানুষ কে কিভাবে শ্রদ্ধা দিয়ে উপস্থাপন করতে হয় তাই তো তিনি জানেন না। এই গানটি যে কার তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে গানের উচ্চারণ এই গানের কথা নেত্রকোনা অঞ্চলের স্থানীয় ভাষা।
@sabbirhossan7157
@sabbirhossan7157 5 ай бұрын
শ্রদ্ধাবোধ নাই উপস্থাপিকার
@Mrshen8482
@Mrshen8482 5 ай бұрын
এতো ক্যাচালের দরকার নাই ভাই। আমাদের শ্রদ্ধেয় মরহুম দুই গুণী মানুষকে একত করুন তাহলেই ঝামেলা শেষ। আর এটা তো সম্ভব না। তাই আমদের আরেক শ্রদ্ধেয় গুনি লেখক,শিল্পী মরহুম বারী সিদ্দিকী স্যার সেও কিন্তু বলছিলেন যে এটা রশিদ উদ্দিন মহোদয় লিখেছেন।। আসলে দেশে কোন কিছু মার্কেট পাইলেই সেইটা নিয়া শুরু হয় চুল টানাটানি। তার আগে সেই গুলার কোন খবর থাকে না।
@Antor-hr7bw
@Antor-hr7bw 5 ай бұрын
সঠিক
@pressmonsor
@pressmonsor 4 ай бұрын
ধন্যবাদ
@pressmonsor
@pressmonsor 4 ай бұрын
রাইট
@lifelanceyt
@lifelanceyt 5 ай бұрын
বাউল সাধক রশীদ উদ্দিনের গান আর কোক স্টুডিওর গানে সামান্য মিল আছে। গুমাই নদী বিষয়ক লাইনটা দেওয়ান সাহেবের গীতি কবিতায় নেই। তবে রশীদ উদ্দিন মারা যাওয়ার পূর্বে ২০-৩০ বছর এই গান তিনি গেয়েছেন। তার শিষ্যরা এমনটাই বলছেন। শ্রদ্ধেয় যতীন সরকারের বয়স ৮৭, তিনিও বলছেন ছোট বেলা থেকে তিনি এই গান রশীদ উদ্দিনের নামেই শুনেছেন। শত বছর ধরে যে গান বাউল সাধক রশীদ উদ্দিনের নাম ভণিতায় গাওয়া হচ্ছে সেই গান দেওয়ান সাহেবের নামে কেমন করে যায়? তিনি হয়তো এই গানের অনুপ্রেরণায় গানটি মডিফাই করেছেন।
@fahmidaeasmin1019
@fahmidaeasmin1019 5 ай бұрын
গানটা যারি হোকনা কেন,সাগর দেওয়ান গানটি গাওয়ার কারণে এটি জনপ্রিয়তা পেয়েছে। তাই তাদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার দরকার আছে। ❤❤❤
@baparie715
@baparie715 5 ай бұрын
এটা জনপিয় গান ছিল।
@rifatislam3010
@rifatislam3010 5 ай бұрын
আপনি কম জানেন.. এটা শ্রদ্ধেয় বারী সিদ্দিকী সাহেব বহু বছর আগেই ভাইরাল করে দিয়ে গেছেন.. ধন্যবাদ
@rups2.0
@rups2.0 5 ай бұрын
এতদিন বারী সিদ্দিকী টিভি তে এই গান করলেন এবং প্রতিবার এই গানের স্রষ্টা রশিদ উদ্দিনের কথা বলেছেন। তখন কি দেওয়ান পরিবার এর প্রতিবাদ করেছেন? আমার মনে হয় না। এইখানে একটা বড় ধরনের গাফলা থেকে যায়। তাছাড়া এই গানের যেসব শব্দ ব্যবহার করা হয়েছে তা ময়মনসিংহ-নেত্রকোনা-কিশোরগঞ্জের আঞ্চলিক শব্দ। যা ঢাকা বা তার পাশের জেলায় উচ্চারিত হয় না। এখন প্রশ্ন হলো, এই হাওর অঞ্চলের গান খালেক দেওয়ান সাহেব কেরানীগঞ্জ বসে কিভাবে ফিল নিলেন! নাকি তিনি এই গানটি তৈরি করার জন্য হাওর অঞ্চলে দীর্ঘদিন বসবাস করেছেন! নাকি তিনি যেহেতু দেশের বিভিন্ন জেলায় গিয়ে গান করেছেন সেই সুবাদে ময়মনসিংহ-নেত্রকোনায় এসে গান করে যাওয়ার সময় রশিদ উদ্দিনের গান সংরক্ষণের আশায় সাথে করে নিয়ে গিয়েছিলেন যা পরবর্তী তে দু-একটা শব্দ এদিকওদিক করে নিজের নামটা ফিক্সড করেছেন! প্রশ্ন কিন্তু থেকেই যায়। আর যারা রশিদ উদ্দিনের নিজ গলায় রেকর্ডের কথা বলছেন তাদের একটু ভাবা উচিত খালেক দেওয়ান সাহেব আধুনিকতার যে সময়টুকু পেয়েছেন বা রেকর্ডিং এর সহজলভ্যতা পেয়েছেন সেটা রশিদ উদ্দিনের সময় এত সহজ ছিলো কিনা!
@ariful2313
@ariful2313 5 ай бұрын
কথায় যুক্তি আছে।সারা বাংলার বাউলরা খালেক দেওয়ানের নামেই গানটি করে কিন্তু এই গানের গিতিকা এর আসল সত্য বা হাকিকত আমাদের অজানা।সত্য উন্মোচন হওয়া দরকার।
@abuhanif9577
@abuhanif9577 5 ай бұрын
আপনার কথায় যুক্তি আছে এটা রশিদ উদ্দিনের গান খালেক দেওয়ান এটাকে হয়তো একটু এদিক সেদিক করে নিজের বলে চালিয়েছে
@bulbulbai7131
@bulbulbai7131 5 ай бұрын
Onek sundor babe tule dorar jonne tnx bro
@MDHASAN-fb5gd
@MDHASAN-fb5gd 5 ай бұрын
অনেক সুন্দরভাবে তুলে ধরেছেন ধন্যবাদ
@MdJahid-fi4kf
@MdJahid-fi4kf 5 ай бұрын
ভাই কেরানীগঞ্জে নদীর অভাব নাই ভাই
@iradfarhan447
@iradfarhan447 5 ай бұрын
আমাদের পল্লি গান এর ভান্ডারে এমন অনেক গান পাওয়া যাবে, যে একি গান কিছু লাইন এদিক সেদিক করে বিভিন্ন বাউল বা বয়াতিগন নিজেদের মত করে গেয়েছেন এবং তাদের শিস্যরা পরে আবার সেটাকে তাদের গান বলেই প্রচার চালিয়েছেন। মা-লো-মার ক্ষেত্রে তেমনই হয়েছে আমার মনে হচ্ছে।
@shuvodebnath2259
@shuvodebnath2259 5 ай бұрын
খালেক দেওয়ানের কণ্ঠে রেকর্ড থাকলেই যে এই গানের গীতিকার তিনি তা কে বলছে? সে সময় একজনের গান আরেকজন গাইত নিজের মতো করে, এভাবেই এসব গান ছড়াই পড়ছিলো। বারি সিদ্দিকীর মতো গায়কী বইলা গেছে এইটা রশিদ উদ্দিনের গান। কিন্তু দেইয়ান পরিবার খালেক দেওয়ানই যে এই গানের গীতিকার তার জন্য সঠিক প্রমাণ উপস্থাপন করতে পারেন নি। দেওয়ানদের বিহেভিয়ার দেইখা মনে হচ্ছে, এরা নিজেদের মার্কেটিং করতে আসছে...
@mdsajjadhussain368
@mdsajjadhussain368 5 ай бұрын
এই গান টি খালেক দেওয়ানের লেখা
@mizanurrahman-zs1ef
@mizanurrahman-zs1ef 5 ай бұрын
যেটাই হোক প্রিতম আর সাগর দেওয়ান আজ এই গানটার পরিচিতি দিয়েছেন। বারী সিদ্দিকীর কন্ঠ বা গায়কী আর সেযুগের বাউলদের গায়কী একই ঢং এর। তাই এতকাল এই বাউল গানটা তেমন জনপ্রিয়তা পায়নি সকল শ্রেণীর কাছে। যেমন শাহ আব্দুল করিমের গান হাবিবের হাতের ছোঁয়াতেই পরিচিতি পেয়েছে। আরেকটা বিষয় আছে দুই গানের তফাৎ এ। সেটা হলো আব্দুর রশিদ সাহেব এর সৃষ্ট গান টা জনাব বারী সিদ্দিকী গেয়েছেন খেমটা বা ঝুমুর তালে। এখানেও প্রশ্ন থাকতে পারে পুরোন গান টা কোন তালে রচিত করেছেন আব্দুর রশিদ সরকার। যেটাই হোক বাঙালীর গান বাঙালীর ই থাকবে। এটা নিয়ে এত জল ঘোলা করার মানে নেই।
@Antor-hr7bw
@Antor-hr7bw 5 ай бұрын
এই গানটি আমাদের নেএকোনার বাউল স্রষ্টা রশিদ উদ্দিনের গান ❤❤❤
@shawonhasan4399
@shawonhasan4399 5 ай бұрын
দেওয়ান পরিবারের কথা বেশ সুন্দর ও সাবলীল, সুন্দর ভাবে ব্যখ্যা ও দিলেন বটে, উপস্থাপিকা এর কথা অ সাবলীল ও সব্ জান্তা মনে হলো, গুনীদের সম্মান এর কথা মনে ছিল না তার, বেশ দুখজনক ।
@ranakrayhanmusicstation3068
@ranakrayhanmusicstation3068 5 ай бұрын
গানটি অনেক থেকেই বাউল সাধক রশিদ উদ্দীনের নামে প্রচার হয়ে আসছে তখন খালেক দেওয়ান পরিবারের কেউ এই গানটির গীতিকার দাবি করে কোন কথা বলেনি কেন? আমার শুধু এই একটাই প্রশ্ন?
@md.ismailhasan678
@md.ismailhasan678 5 ай бұрын
prob dakan ja রশিদ উদ্দীনের gan
@sheikhriajul6882
@sheikhriajul6882 5 ай бұрын
​@@md.ismailhasan678 এই ধরনের প্রব অনুযায়ী তাইলে ফকির লালন কিংবা রশীদউদ্দীনের বাশাহ আব্দুল করীমের কোন গান ই নাই কারণ গানগুলোতো তারা ক্যাসেট বের করে রেখে যান নি।
@sheikhriajul6882
@sheikhriajul6882 5 ай бұрын
​@@md.ismailhasan678গুগলে সার্চ দিয়ে জেনে নেন গানটা কার।রশীদ উদ্দীনের গানের সংকলনেও এই গান রয়েছে। আর গুমাই নদী নেত্রকোণায়, কেরানী গন্জে না আর গানটাও নেত্রকোনার ভাষাতেই গাওয়া ঢাকাইয়া বা কেরানি গন্জের স্টাইলে বাঁধা না।
@sazzatshowrav3736
@sazzatshowrav3736 5 ай бұрын
বাউল সাধক রশিদ উদ্দিন যখন বাউল গান রচনা শুরু করেন তখনো খালেক দেওয়ানের জন্ম হয় নি। খালেক দেওয়ান সাহেব সচেতন ভাবে গানটি নিজের বলে চালিয়ে দিয়েছেন।
@SaidurRahman-qd6tn
@SaidurRahman-qd6tn 3 ай бұрын
Apni ki khalek deyan shaheb sommodhe janen ba tar boyos koto jene kotha bolben please
@JuellaK
@JuellaK 5 ай бұрын
যাই হোক ভালে কিছু করা এই দে শে পাপ।😊 যে গুনি এই গান লিখে থাকেন না কেনে তাদের প্রতি respect রেখে গানটি কে বরো করে দেখলেই লেখক সার্থক হবে❤
@JaysreeRam157
@JaysreeRam157 5 ай бұрын
গানটা দুইজনেই লিখছেন তবে দুইরকম ভাবে।। দুজনকেই আমরা সম্মান করি।।।
@rups2.0
@rups2.0 5 ай бұрын
ঠিক বলছেন ভাই। রশিদ উদ্দিন সৃজনশীল মেধা খাটিয়ে লিখেছেন আর খালেক দেওয়ান সাহেব আধুনিকতার বলয়ে চক্ষুদান করে লিখেছেন 🤭
@Mosharaf919
@Mosharaf919 5 ай бұрын
Ma Lo Ma Written by Md. Khalek Dewan (Another version of the song was penned by Baul Rashid Uddin, named Ma Go Ma) মা লো মা লিখেছেন মোঃ খালেক দেওয়ান (গানটির আরেকটি সংস্করণ লিখেছেন বাউল রশিদ উদ্দিন, নাম মা গো মা) @followers @highlight
@noishorgik
@noishorgik 4 ай бұрын
এই গানের জনক যে'ই হোকনা কেন,এই সময়ে এই জেনারেশনে কখনোই এই গান নিয়ে এত প্রশ্ন উঠতো না,যদি গানটি সাগর দেওয়ান গানটি না গাইতেন,বা গানটি এত জনুপ্রিয় না হইতো।জনপ্রিয়তার জন্যই এত প্রশ্ন
@abulkashem559
@abulkashem559 4 ай бұрын
এর বারী সিদ্দিকী এই গানটি গেয়ে প্রচুর জনপ্রিয়তা পেয়েছেন।
@MdJihadhasanJoy-i7u
@MdJihadhasanJoy-i7u 5 ай бұрын
এটা রসিদ উদ্দিনের লেখা যার যথেষ্ট প্রমান আছে!
@mdhanifhossain9997
@mdhanifhossain9997 5 ай бұрын
বাউল স্রষ্ঠা রসিদ উদ্দিন মাইজোড়া গান কে জন্ম দিয়েছেন তিনি, বিরহি উকিল মুন্সি জালাল উদ্দিন খা তার ছাএ, বিখ্যাত সাধক জালাল উদ্দিন খা গান ১৪ টি তত্বে গাওয়া যেমন- সংসার তত্ব, পরম তত্ব, আত্ন তত্ব, গুরু তত্ব, দেহ তত্ব, নিগুঢ় তত্ব, দেশ তত্ব, মাতৃ তত্ব, বিরহ তত্ব ভাটিয়ালি,
@সত্যসুন্দর
@সত্যসুন্দর 5 ай бұрын
প্রয়াত শিল্পী বারী সিদ্দিকী উনিও বলেছেন গানটি রশিদ উদ্দিন এর লেখা এই বিষয়ে কি বলবে দেওয়ান পরিবার।আমিও ৯০ দশকের ছেলে আমিও ছোটবেলা থেকে দেওয়ানের নামেই শুনেছি
@MR_Shaon
@MR_Shaon 5 ай бұрын
ভাবতেসি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা “আমারো পরানো যাহা চায়” গানের কথা ও সুর কিছুটা পরিবর্তন করে নিজের নামে চালিয়ে দিবো। আর কিছু টাকা পয়সা খরচ করে একবার রেকর্ড করে ফেলতে পারলে তো কথাই নাই। তারপর এই গান আমার।
@SourovSourov-w4l
@SourovSourov-w4l 5 ай бұрын
কপিরাইট না থাকলে কোনো সমস্যা হবে না, করতে পারেন
@MrMahfuz1972
@MrMahfuz1972 5 ай бұрын
আমি এত কিছু বুঝি না! আমি আশা করব যেন কোক স্টুডিও বাংলার পক্ষ থেকে এই বিষয়টার উপর একটা সন্তোষজনক বক্তব্য দেয়া হয়, অন্তত আমাদের মত ফ্যান বা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে। এখন এই গানটি বিভিন্ন গায়ক দ্বারা বিভিন্ন গলায় ভিন্ন একটা সুরের সাথে ও তার কিছু কথা বদলিয়েও গানটি করা সম্ভব এবং এটা হয়েছেও আমি মনে করি তবুও এটির একটি ভাল ব্যাখ্যা হওয়া প্রয়োজন আছে বলে আমি মনে করছি। আর, এখানে অনেকে এসে কমেন্ট করতেছেন যে একবার বারি সিদ্দিকি গাইলেন এবং সে অন্য আরেকজনের নাম বলে গেলেন আর আমরা সাধারন মানুষ ওটা না জেনে না শুনে মেনে নিলাম এটা কেমন হল যে এটার তো পিছনে কোন ইতিহাস থাকতে পারে এই কথাটা তো আমাদের সকলকে একবার হলেও ভাবা উচিত। অর্থাৎ আমরা যে যার মত না বুঝে এখানে এসে আমরা কমেন্ট করছি। 🤔
@kazisalim1128
@kazisalim1128 5 ай бұрын
আমি শুনেছি ৮০র দশকে বাংলাদেশ বেতারে খালেক দেওয়ানের গাওয়া গানটিই বাজানো হতো, গানের কথা ছিল মালো মা জিলো জি আর বারী সিদ্দিকী সাহেব গাইলেন মাগো মা জিগো জি উনিইতো গানটি কে বিকৃত করে গেছেন ।
@skahmadmaruf5376
@skahmadmaruf5376 3 ай бұрын
আমার বাড়ি নেত্রকোনা। গান টা আমাদের আমাদের আঞ্চলিক ভাষায় লিখা হয়েছে আমাদের বাপ দাদারাও এই গান শুনে গেয়ে বড় হয়েছে। তখন তো মিডিয়া ছিল না তাহলে আমাদের বাপ দাদার কাছে কোন মাধ্যমে এই গান পৌঁছেছে তখন কি ইউটিউব, ফেসবুক এগুলো ছিল যে তারা হয়তো এখান থেকে পেয়েছে। এরকম তো না বরং এটা মানুষের মুখে মুখে ছড়িয়েছে।আচ্ছা বলুন তো গানে "জি লো জি" বলতে কি বোঝানো হয়েছে? পারবেন না বলতে কারন আপনি নেত্রকোনার নন বা সেই ভাষা সম্পর্কে কোনো ধারনা নেই। গানে জি বলতে ফুফুকে বোঝানো হয়েছে। যেটা আমাদের আঞ্চলিক ভাষা। বাকিরা যেমন মা গো মা বলে। আমরা বলি মা লো মা। গো এর জায়গায় আমরা লো বলে থাকি। আর ফুফুকে জি নলে ডাকি। যেটা বাংলাদেশের কোনো জেলাতে বলা হয় না শুধু মাত্র নেত্রকোনা জেলা ব্যাতিত। এতেই বোঝা যায় এই গান বাউল সাধক রশিদ উদ্দিন সাহেবের। আর বাকিটা তো অন্যান্য কমেন্টে যথেষ্ট প্রমাণ আছে।
@MoniChandraDas-z2w
@MoniChandraDas-z2w 5 ай бұрын
জম্মের পর থেকেই শুনে আসছি বাউল সাধক রশিদ উদ্দিনের
@mr-ez5fb
@mr-ez5fb 5 ай бұрын
ওনাদের সেটআপ গেটাপে বুঝা যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য প্রিপারেশন নিয়ে আরেকজনের গান চুরি করে নিজের নামে প্যাটেন্ট করাচ্ছে 😂😂😂😂😂। বারী সিদ্দিকী 6-7 বছর আগেই গান গাওয়ার সময় উল্লেখ করছে এটা কার গান ছিল।😂😂😂😂😂
@kazisalim1128
@kazisalim1128 5 ай бұрын
এখানে বারী সিদ্দিকী সাহেব ৬/৭ বছর আগে কি বলে গেছেন এটা কে এতটা প্রাধান্য দেওয়ার কি আছে, বারী সিদ্দিকী সাহেব কি খালেক দেওয়ানের কাছে কিছু.....! হুমায়ূন আহমেদ স্যার বারী সিদ্দিকী সাহেব কে কন্ঠ শিল্পী বানিয়েছেন । স্বীকার করি উনি একজন ভালো বাঁশি বাদক ছিলেন আর খালেক দেওয়ান ছিলেন একজন সাধক এবং বাউল শিল্পী ।
@nahidhossain1661
@nahidhossain1661 5 ай бұрын
খালেক দেওয়ান সাহেব এতোটাই ফকির ( গরীব ) হয়ে গেলেন যে অন্য একটা গান থেকে কথা এনে- অন্য একটা গানের সাথে এতোটাই মিল রেখে, গান রচনা করতে হবে....??? 😔😔😔
@mdzunayed4601
@mdzunayed4601 5 ай бұрын
ছয় বৎসর আগে বারিক সিদ্দিকী চ্যানেলে এই গানটি গেছিলেন তখন আপনারা কোথায় ছিলেন উনি তো গানে বলেছিলেন রশিদ উদ্দিনের গান এটা
@aniksarker6972
@aniksarker6972 5 ай бұрын
যোদিও গান সম্পর্কে আমি তেমন বেশি বুঝি না, তবু দেওয়ান পরিবারের কাছে একটা প্রশ্ন বারিক সিদ্দিক সাহেব যখনি, যেকোন জায়গায় এই গান টা গাইতেন তখন বাউল রশিদ উদ্দিনের লেখা এই কথা বলতেন। তখন আপনারা কোথায় ছিলেন,৷
@monyshati7465
@monyshati7465 5 ай бұрын
সত্যিকথা রশিদ উদ্দিন আর খালেক দেওয়ান যে লিখিক কিন্তু এখন সাগর দেওয়ান গাইছে হিট হয়েছে এটাই বেষ্ট
@none2394
@none2394 5 ай бұрын
The link of "Roshik Uddin song, sung by "Bari Siddiqi": kzbin.info/www/bejne/jmTcloZujK-Jha8
@Love-cc3vx
@Love-cc3vx 5 ай бұрын
রসিদ উদ্দিন এর গান বারি সিদ্দিকী তার নিজের মুখে বলছে ইউটিউব এ আছে❤❤❤
@md.ismailhasan678
@md.ismailhasan678 5 ай бұрын
বারি সিদ্দিকী bola nai ja ai gan ta khalk dewan ar na haha
@J0na6K
@J0na6K 5 ай бұрын
গুমাই নদীর অংশ ছাড়া বাকি গান পুরা অবিকল এক। খালি শেষের দিকে রশিদ উদ্দিনের জায়গায় খালেক দেওয়ানের নাম।
@sheikimranulhaquejanis656
@sheikimranulhaquejanis656 5 ай бұрын
অনুপ্রেরণায় গানটি মডিফাই করে মূল শিল্পির নাম বাদ দিয়ে আপনারা কি সুন্দর পরিবর্তন করে দিলেন। আপনারা যোগ্য উত্তরসূরি বটে...
@BayOne2.0
@BayOne2.0 5 ай бұрын
বারি সিদ্দিকী নিজেই বলে গেছেন রশিদ চাচার গান
@duals3356
@duals3356 5 ай бұрын
আসলে বারাবারি করছে এতো সুন্দর করে বিশ্বের কাছে তুলে দরছে ধন্যবাদ দিন
@sknurulamin1180
@sknurulamin1180 5 ай бұрын
উনি নিজেই বলছেন টিভিতে এসে সরাসরি বলছে। তাহলে আপনি কিভাবে বললেন ওটা কেউ বলতে পারবেন না উনি তো অনেক বছর ধরে আমাদের গান শুনে আসতেছি উনি উনিও বলছে আমাদের ময়মনসিং জেলা নেত্রকোনার লেখকের এটা তো উনি কি মিথ্যা কথা বলছে
@SakibMd-u4h
@SakibMd-u4h 5 ай бұрын
এটার প্রমাণ বারী সিদ্দিকী নিজেই বলছে সে নিজেও শিল্পী হওয়ার 50 বছর আগের গান এটা সাধক রশিদ উদ্দিনের গান 100% সত্য এবং আমটা মানি
@eventhanger2020
@eventhanger2020 4 ай бұрын
গানটি যে বাউল রশিদ উদ্দিনের সেটা স্পষ্ট। বিভিন্ন তথ্য বা বই থেকেই এর প্রমান পাওয়া যায়
@MdImran-yj5lo
@MdImran-yj5lo 5 ай бұрын
আপনাদের বাটপারি কথাবার্তা আপনাদের চোখে মুখে ফুটে উঠেছে এটা ময়মনসিংহ নেত্রকোনা হাওর অঞ্চলের গান এবং এই গানের স্রষ্টা বাউল সাধক রশিদ উদ্দিন
@nafimmumtasim7781
@nafimmumtasim7781 5 ай бұрын
Amne history janen ni ???
@fafpresents1081
@fafpresents1081 5 ай бұрын
১৯৬০ এর দশকে খালেক দেওয়ানের নিজের কন্ঠে রেকর্ড করা এই গান। রশিদ সাহেবের কন্ঠে একটা রেকর্ড দেখান দেখি
@nafimmumtasim7781
@nafimmumtasim7781 5 ай бұрын
@@fafpresents1081 setai to
@shahadathossain1702
@shahadathossain1702 5 ай бұрын
এতোদিন খবর ছিলো না। আজ যখন গানটা ভাইরাল হইলো ব্যাস আইসা পরসে নিজেদের গান বলতে। বাংলায় হাজারো গান আছে যার কথার সাথে আরেক গানের কথার কিছুটা মিল আছে তাই বলে সব একজনের গান হয়ে যায় নাকি?
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
খালেক দেওয়ানের ২০ বছরের বড় রশিদ উদ্দিন,, রশিদ উদ্দিন আগে লিখেছে এই গান,,
@CollegeofKnowledge
@CollegeofKnowledge 5 ай бұрын
আমি গান দুটো শুনেছি। ভাষাগত দু'একটা অমিল ছাড়া পুরো গানটার ভাব একই। লোকগানে এমন একটু বিকৃতি থাকে। বিকৃতি মানে আলাদা গান না। রেকর্ড থাকা মানে এই না যে এটা তার গান, লালনের গান সবাই গেয়ে যেমন রেকর্ড করতে পারে, রেকর্ড করলেই যেমন সেটা তার নিজের হয়ে যায়না তেমনি এটা যে রশিদ উদ্দিন এর গান দেওয়ান সাহেব গায়নি এটা কিভাবে বলবো। এরা গানটা নিজের নামে চালিয়ে দিতে চাইছে। নইলে যখন বারি সিদ্দিকী রশিদ উদ্দিন এর নাম বলেছিলো তখন তারা কোথায় ছিলো? কোক স্টুডিও না জেনে একটা বড় ভুল করলো। ফিলিস্তিনের যায়গায় ইসরায়েলকে স্বীকৃতি দিয়ে দিলো।
@saydgolammoinuddin8581
@saydgolammoinuddin8581 5 ай бұрын
এইটা নিয়ে এতো লড়াই করা গুণিজন কে ছোট করা খালেকদেওয়ান এবং রশিদ উদ্দীন দুই এর আলো এক,খমা চাই
@abduskhan5645
@abduskhan5645 5 ай бұрын
মক্কা মদিনা হতে যেথা হয়েছে হাজির তোমরই নামে আমি রাহি মুছাফির গানটি এখন আর উনার কন্ঠে শোনা যায়না।
@newmoon9921
@newmoon9921 5 ай бұрын
বারি সিদ্দিক যেহেতু বলেছেন গানটি রশিদ উদ্দিনের ; গানটি তাহলে রশিদ উদ্দিনেরই হবে।
@ytstudio5042
@ytstudio5042 5 ай бұрын
একজন কবি বা লেখক সে একের বেশি ভাষা জানে এবং এমন কোন কথা নাই যে লেখক যে স্থানে থাকে ওই স্থানে ভাষা ছাড়া অন্য কোন ভাষা use করতে পারবে না বা জানে না এমন কোন কথা না। খালেক দেওয়ান ও একজন অনেক বড় লেখক তার গান ১২০০+ সব গান কিন্তু তিনি এক ভাষা তে লেখে না এমন এ একটা গান (মা লো মা) একই ভাবে লেখা। তাই কেউ বলতে পারবে না যে লেখক যে স্থানে থাকে সেই ভাষা ছাড়া অন্য ভাষা যে জানে না টা ভুল। তাই হয়তো খালেক দেওয়ান ও অনেক ভাষা জানতেন। তার moddhe একটা গান মা লো মা।
@MDMohon-cp2mh
@MDMohon-cp2mh 5 ай бұрын
এই গানের যে বাসা এটা নেত্রকোনা আঞ্চলিক ভাষায়
@anjumkhan7541
@anjumkhan7541 5 ай бұрын
Shomot netkonar vasha eta.
@fazlulkabir2698
@fazlulkabir2698 5 ай бұрын
দেওয়ান পরিবার ও বৃহত্তর ময়মনসিংহ জেলার বর্তমান গফরগাঁও থানার অন্তর্গত । সুতরাং এখানে ভাষার তারতম্য তেমনভাবে বিচার করে কার লেখা সেটি বিচার করা হয়তো ঠিক হবে না ।।
@nurbai3098
@nurbai3098 5 ай бұрын
গানটি,,,, রশীদ উদ্দিন লেখা,,,,, বারী সিদ্দিক,,, নিজে গানটা ৫০ বছর পরে গাইছে ,,,,,,,হুমায়ুন আহমেদ নিজে বারী সিদ্দিক বলছেন এই গানটা,,,বাউল রশীদ উদ্দিন লেখা,,,,,,, আর চ্যানেল আই বারী সিদ্দিকী গানটা গাইছে সবাই দেখে আসতে পারেন। নেত্রকোনা অঞ্চলের গান,, নৌকা,,, নদী,,, এসব গান বেশি থাকে। আপনার কাছে কি দলিল আছে,,,,,,নিজেকে বড় ভাবেন,,,জীবনের প্রথম আপনার গান শুনলাম,,,,,,উকিল মুন্সি,,, রশিদ উদ্দিন,,,, বারী সিদ্দিকী,,,, হুমায়ূন আহমেদ,,,, তাদের থেকে নিজেকে বড় ভাবেন নাকি,,,, প্রীতমের গান শুনতাম। আর শুনবো না,,,,, ভাইরে একটা গান গাওয়ার আগে গানটা লেখক এর সম্পর্কে তথ্য নেওয়া দরকার ছিল,,,,,,
@TamannaHassan-r2w
@TamannaHassan-r2w 5 ай бұрын
আপনরা কেও জানেন দরবার খালেক দেওয়ান এর দরবার অবস্থান / ঠিকানা তা কথায়? দয়া করে জানাবেন!
@mostafazaman568
@mostafazaman568 5 ай бұрын
কিশোরগঞ্জ অঞ্চলের ভাষা আর কেরানীগঞ্জ এর ভাষার পার্থক্য রয়েছে। এই গানের কথা কেরানীগঞ্জ অঞ্চলের। আমি ৫০ বছর ধরে এই গান শুনছি। খালেক দেওয়ানের মুখে অনেক অনুষ্ঠানে আমি নিজে উপস্থিত থেকে শুনেছি।
@saifabidrafi7528
@saifabidrafi7528 5 ай бұрын
ভাই আমার বাড়ি খোলামোড়া।এই গান কোন ভাবেই কেরাণীগঞ্জের ভাষা না।
@OhornishAzzizArshan
@OhornishAzzizArshan 5 ай бұрын
ভাই জান এতো দিন যে বারী সিদ্দিকী এই গান রশিদ উদ্দিন সাহেবের নামে গাইলেন, তখন দেওয়ান পরিবারের কেউ কিছু বলে নি। দেওয়ান পরিবারের বাংলাদেশের বাউল জগৎ একটা দ্বারা তারা এতো দিন কোথায় ছিলো।
@kakulydewanassistantunitma5134
@kakulydewanassistantunitma5134 5 ай бұрын
এখন তো আপনারা দেখলেন এটা আসলে কার লেখা গান ভালো করে বুঝে কথা বলবেন প্লিজ
@sowkothasan8121
@sowkothasan8121 5 ай бұрын
একটা গান গাইলেই বা রেকর্ড করলেই সে লেখক হয়ে যায় না। অনেক গাইয়ক আছে যারা গান মনে রাখার জন্য লিখে রাখে।
@MohammadAli-cw9ff
@MohammadAli-cw9ff 5 ай бұрын
সব সময় শুনে আসছি এই গানটি খালেক দেওয়ানের লেখা। বাংলাদেশের যত বাউল আছে, তারা সবাই এই গানটি খালেক দেওয়ানের নামে গায়।
@md.ismailhasan678
@md.ismailhasan678 5 ай бұрын
right
@sadikurrahman4351
@sadikurrahman4351 4 ай бұрын
একজনের গান রেকর্ড করলে কি এটা তার গান হয়ে যায়?বাউল সাধক রসিদ উদ্দিন গান রেকর্ডের আগেই মারা গেছে,আর বারি সিদ্দিকি সবসময় বলেছেন এটা বাউল সাধক রসিদ উদ্দিনের
@shiponmolla3461
@shiponmolla3461 5 ай бұрын
এই সংবাদিকের উচিত ছিল সাধকবাউল রশিদউদ্দিন সম্পর্কে জানা...
@tamzidulmowlatanin6974
@tamzidulmowlatanin6974 5 ай бұрын
গান যারই হোক সাধকদের মধ্যে এ নিয়ে বিবাদ ঘটে না বিবাদ ঘটে আমাদের মতো মূর্খদের বুঝতে।
@GBSBANAGLAAUDIO
@GBSBANAGLAAUDIO 5 ай бұрын
এই গান বাউল সাধক আব্দুল রশিদ সরকারের
@SourovSourov-w4l
@SourovSourov-w4l 5 ай бұрын
গান যার হবে হোক, গানটি আমাদের মাঝে বেঁচে থাকলেই হবে।❤
@TheShadow-td8fz
@TheShadow-td8fz 5 ай бұрын
বাল হবে, জোচ্চুরি বেঁচে থাকবে নাহ?
@GBSBANAGLAAUDIO
@GBSBANAGLAAUDIO 5 ай бұрын
আমাদের ময়মনসিংহের গর্ব ❤
@badshahfysal5029
@badshahfysal5029 5 ай бұрын
খুব সম্ভবত রশীদ উদ্দিন সাহেব আপনাদের গান নকল করসে।কি বলেন?
@gmamunroshed327
@gmamunroshed327 3 ай бұрын
রশীদ উদ্দিন সরকার এর বলেছেন বারী সিদ্দিকী❤
@entertainmentbd7469
@entertainmentbd7469 5 ай бұрын
আচ্ছা গানের ভাষা তো পুরাই নেত্রকোনা কিশোরগঞ্জ ওই অঞ্চলের হয়তো খালেক দেওয়ানের বাড়ি কি ওই দিকে নাকি নেত্রকোনা কিশোরগঞ্জ ??
@mdakbor2855
@mdakbor2855 5 ай бұрын
মালো মা, গানটা কার লেখা,একমাত্র বাউল সুনিল কম্ কারের কাছে শুনতে পারবেন,,,,,,,,
@chowdhuryshamsuddin1925
@chowdhuryshamsuddin1925 5 ай бұрын
আমার বাডী ভাটী অন্চলে, খুব ছোট বেলা থেকেই বাউল রশিদ উদ্দীনের রচিত বলে গানটি শুনে আসছি। এমন মিথ্যা অগ্রহন যোগ্য, অন্যায়, অনুচিত, অন্যায্য।
@MR_Shaon
@MR_Shaon 5 ай бұрын
উপস্থাপিকা কে বলছি, “রশিদ উদ্দিন নামে কোন এক জন” মানে? আগে রশিদ উদ্দিন নিয়ে স্টাডি করে তারপর কথা বলেন। উনার লেখ ও গাওয়া গান গুলো শুনন। তার পর উনাকে নিয়ে কথা বলতে আসুন।
@SagorEntertainment744
@SagorEntertainment744 5 ай бұрын
এটা আমাদের নেত্রকোনা গান, বাউল রশিদ উদ্দিনের গান
@akhilpodder595
@akhilpodder595 5 ай бұрын
সুন্দর। মুক্তি ভাইকে ধন্যবাদ।
@SUMONKHAN-br7oh
@SUMONKHAN-br7oh 5 ай бұрын
অবশ্যই বাউল রশিদ উদ্দিন এর লেখা,,,এতে কোনো সন্দেহ নেই,,,
@mpranamasud4226
@mpranamasud4226 4 ай бұрын
100% real winter roshid uddin,,100 proman ache
@MdJihadhasanJoy-i7u
@MdJihadhasanJoy-i7u 5 ай бұрын
খালেখ দেওয়ানের জন্মের আগেই রসিদ উদ্দিন এই গান লিখেছেন
@JeWeLRaNa-su9ci
@JeWeLRaNa-su9ci 5 ай бұрын
আঞ্চলিক ভাষা দেখলেই বোঝা যায় এটা নেত্রকোনার আঞ্চলিক ভাষায় গান।
@mdmursalinkhansagor3136
@mdmursalinkhansagor3136 5 ай бұрын
এই গান টা বাউল রশিদ উদ্দিন এর,,, গান এর মাঝে নেত্রকোনা হাওর অঞ্চলের প্রভাব ১০০℅ আর জনাব বারি সিদ্দিকী স্যার এর কাছে অনেক বার বলতে শুনেছি বউল রশিদ উদ্দিন এর নাম,, আপনাদের কথা স্পষ্ট বুজা যাচ্চে যে আপনারা মিত্তা কথা বলছেন। হয় ত খালেক দেওয়ান সাহেব এই গান টা গেয়েছে ভালোবেসে।ভালো করে অনুসন্ধান করলে রশিদ উদ্দিন এর কৃতিত্বের সিক্রিতি দিতে দিধা করবেন না আশা করি।
@itsabuyousuf7641
@itsabuyousuf7641 5 ай бұрын
রশিদ উদ্দিন নামে কোন একজনের লেখা " কথাটা এত বিশ্রি লাগছে আমার কাছে। উপস্থাপিকা রশিদ উদ্দিন এর সম্পর্কে ধারনা থাকলে এভাবে কথাটা বলতেন না।
@Ajmaeinjhinuk11221
@Ajmaeinjhinuk11221 5 ай бұрын
উপস্থাপনায় কাউকে নিয়ে আসার আগে কি উপস্থাপন করবে সেটা বোঝানো উচিত একজন গুণী মানুষকে কিভাবে পরিচয় দেয়,,, Nonsense
@thetruth_9
@thetruth_9 5 ай бұрын
ভাই, আন্দাজের উপর কথা বলার অভ্যাস ছাড়েন। সাধক খালেক দেওয়ান আর সাধক রশিদ উদ্দির সাহেবরা বাংলার অহংকার। এদের বিষয় নিয়ে এই জগতের মানুষদের কথা বলতে দিন। যারা যে বিষয়ে অভিজ্ঞ সে বিষয়ে তাদের কথা বলাই শ্রেয়। আমি কিংবা আপনার মতো সাধারণ শ্রোতাদের এ নিয়ে মাথা না ঘামানো ভালো।
@iftikharawwal6188
@iftikharawwal6188 5 ай бұрын
We want to hear the other side also.
@MdDider-u3l
@MdDider-u3l 21 күн бұрын
মেয়ে টি রশিদ উদ্দিন নামে আদব লয়নিয় অতচয় দেওয়ান সাহেব নাতি রশিদ উদ্দিন সাহেব কে সম্মান করে
@TungTang23
@TungTang23 5 ай бұрын
যে কোন চুরিকেই ঘৃণা করি হোক সেটা টাকা পয়সা গান।
@SagorSagor-j1v
@SagorSagor-j1v 5 ай бұрын
এই গানটা আমি গেরান্টি দিয়ে বলব এই গানটা রশিদ দেওয়ানের। কারন এই গানের হরপ উচ্চারণ ভাষা গীতি নীতি ভাষা সংস্কার ময়মনসিংহ নেএকোনার।
@MasudRana-q4y3p
@MasudRana-q4y3p 5 ай бұрын
এটা কোন যুক্তি হলো। আমরা সবাই এতোদিন জানতাম জাতীয় সংগীতের কথা সুর রবি ঠাকুর এখন আমরা জেনে গেছি এটা আমাদের দেশের গগন হরকরার কে কপি করেছে এটা কি সত্যি নয়?
@momin-sf3zw
@momin-sf3zw 4 ай бұрын
বারী সিদদিকির বাবা বেচে থাকলে বলতে পারতো এটা কার লেখা গান আমি ছোট বলা থেকেই শুনেছি এটা খালেক দেওয়ান সাহেবের লেখা গান
@mdakbor2855
@mdakbor2855 5 ай бұрын
বন্দুর বাড়ী গানটাও রশিদ উদ্দীনের লেখা,ঔ গানটাও এখন,খালেক দেওয়ানের নামে চলে,
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
বাউল সাধক রশিদ উদ্দিনের লেখা,,
@Wittykittens089
@Wittykittens089 5 ай бұрын
Eto din keo kichu bollona jei internationally famous hoise gaan ta r piche lagse manush..Bangali desh tare valo kono vabei famous hoite dekhte chay na.. always e kno valo kichu eto kharap korte hobe… je e gaan lekhuk ba gaak desh tare to international porjay pouchay dise..
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
গান ভাইরাল হয়ছে ভালো কথা চুরি করে কেন গাওয়া লাগছে গানটা,,,
@Wittykittens089
@Wittykittens089 5 ай бұрын
Apnar kache jehetu proman ache ta niye dewan family te dekhan… r coke studio er gaan er description e r ekjon lekhok er name o likha chilo… jotodir ami dekhsilam… bt eivabe desh tare choto korato uchit na onno desh gular shamne…
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
হুম এটা বসে সমধান করতে হবে ,, ,, আর এটা বিশ্ব দরবারে উঠে গেছে কিন্তু প্রকৃত্য লেখককে তও খোঁজে বের করার দরকার
@vai_brothers_07
@vai_brothers_07 5 ай бұрын
উপস্থাপিকা যেইভাবে রশিদউদ্দিনের নাম নিয়ে কথা বলা শুরু করলো বিষয়টা ভালো লাগলো না, সে হয়তো সম্মানী ব্যক্তিদের respect করতে জানেনা তীব্র নিন্দা জানায় ,
@banglabhai3931
@banglabhai3931 5 ай бұрын
এটা রশিদ উদ্দিন এর গান
@md.humayunkabir7000
@md.humayunkabir7000 5 ай бұрын
"রশিদ উদ্দিন নামে কোন একজন" মানে কি? আপনাকে আগে জানতে হবে বাউল রশিদ উদ্দিন কে ছিলেন, আপনি নিজেই জানেন না, জানলে এই শব্দ ব্যবহার করতেন না। আগে নিজের দেশ নিজের সংস্কৃতিকে চিনেন জানেন তারপর উপস্থাপনা করতে আসবেন।
@avrr6536
@avrr6536 5 ай бұрын
দারুণ অভিনয়
@RoBin-bino
@RoBin-bino 5 ай бұрын
গানটি কপি করা রশিদ উদ্দিনের মাগো মা জি গো জি , বারী সিদ্দিকী এই গান গাওয়ার সময় মেনশন করেন তিনি গান করারও ৫০বছর আগেই লিখা হয়।এবং বারী সিদ্দিকী এটাও বলেন এই গান অনেক বাউল নিজের বলে দাবি করেন।এবং বারী সিদ্দিকী তা উদ্ধার করেন
@edrishali6707
@edrishali6707 5 ай бұрын
এইটা কোনভাবে খালেক দেওনের লেখা গান না পয়াত বারী সিদ্দিকী কথাই স্পষ্ট বোঝা যায়
@DigitalMR96
@DigitalMR96 5 ай бұрын
ভাই তরা সব থাম এবার গানে মেইন লেখক আমি 😂
@reyadhsyed7639
@reyadhsyed7639 5 ай бұрын
উপস্থাপিকার আরও পরিপক্বতা দরকার!
@MdIbrahimkhanMdIbrahimkh-pn5sj
@MdIbrahimkhanMdIbrahimkh-pn5sj 5 ай бұрын
Long live Dewan family.....
@Tofayel_Akunda
@Tofayel_Akunda 5 ай бұрын
Gan unara curi kore nai ,khalek vai nije curi korechen .
@akashshill2984
@akashshill2984 5 ай бұрын
৫০ ভাগ অমিল? আমি তো ৯০-৯৫ ভাগ মিল পাই কথায়
@MamunRohaman-gx1ix
@MamunRohaman-gx1ix 5 ай бұрын
আরে ভাই আঞ্চলিক ভাষার পরিপ্রেক্ষিতেই তো বোঝা যায় এত কিছু খেয়াল করা লাগে গানটা গাওয়া নেত্রকোনার হাওর অঞ্চলের যেটা নেত্রকোনার হাওর অঞ্চলের আঞ্চলিক ভাষায় প্রকাশ পায় যার প্রমাণ পায় রশিদ উদ্দিন এর এই গান টা এবং খালেক দেওয়ান তো কেরানীগঞ্জের। কেরানীগঞ্জের আঞ্চলিক ভাষায় এই গানের কোন মিল নেই
@MdzahidZahid-te5hm
@MdzahidZahid-te5hm 5 ай бұрын
ইউটিউবে সার্চ দেন খালেক দেওয়ান এর নিজের কন্ঠে এই গান গায়ছে
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
আমি গান লেখলে এটা তো আপনিও গায়তেই পারেন,,
@Mollika7.0
@Mollika7.0 5 ай бұрын
​@@AponSorker-zs2lw1975 সালের আগে কৈ ছিলেন যখন বই প্রকাশ করেছিলেন।
@AponSorker-zs2lw
@AponSorker-zs2lw 5 ай бұрын
@@Mollika7.0 বারী সিদ্ধীকি স্যার গানটা গায়ছে তা জানেন কি রশিদ উদ্দিন গান লিখছে এটা ৩৫ সালের দিখে আর এটা জানেন কি খালেক দেওয়ান রশিদ উদ্দিন উদ্দিনের ২০ বছর বয়সে ছোটও,,,,
@Mollika7.0
@Mollika7.0 5 ай бұрын
@@AponSorker-zs2lw বারী সিদ্দিকীর গানটাই আমি জীবনে প্রথম শুনেছি একটানা একই গান ১০০+++++ বার শুনছি। কোকস্টুডিওর মাধ্যমে মালো মা গানটা ফার্স্ট টাইম শোনার পর দুই গান নিয়ে অনেক খোঁজাখুজি করি এবং অবশ্যই দুই গানের কথায় অনেক ভিন্নতা আছে।খালেক দেওয়ান ১২০০ গান লিখছে যদি মাথায় কিছুই না থাকতো এত গান কেও লিখতে পারতো? খালেক দেওয়ানের পরিবারের প্রত্যেকজন জীনগতভাবে শিল্পী তারা কেউই গান শিখে শিল্পী নন,কোকস্টুডি গানটি গাইবার আগেও গানটি খালেক দেওয়ানের নিজ কন্ঠে এবং হাজারো শিল্পী অনুরাগীর গায়কিতে ইউটিউবে রয়েছে এবং বইয়ে ও প্রকাশিত, তখন কেউ আপত্তি করে নি। একই সাথে সাধক রশীদ উদ্দীনের লেখা ও গাওয়া গানটিও আছে, সুরে অনেক মিল কিনত ভাষাগতভাবে অনেক তফাৎ কিন্তু গানের মুল তত্ত্ব একই। পৃথিবীতে এরকম অনেক উপন্যাস গল্প গান আছে যার একদেশের লেখকের লেখার সাথে অন্য দেশের লেখকের লেখার বেশ মিল আছে।জীবনানন্দ দাশের বনলতার সাথে এডগার এলেন পো' র টু হেলেন কবিতার অনেক সাদৃশ্য থাকলেও অনেক তফাৎ বিদ্যমান। এখন আসেন এরকম হয় কেন?? আমি আপনে একুশ শতকে বাস করছি আমাদের চারপাশের পরিবেশ, পরিস্থিতি, রাজনীতি, সংস্কৃতি,পরিবর্তন কাঠামো একই ধাঁচের, যেহেতু আপনে আমি একই নির্দিষ্ট কাঠামোর মধ্যে অবস্থান করছি সো আমাদের চিন্তা চেতনায় বেশ মিল এবং একই সাথে কিছু ভিন্নতা থাকবে যে ভিন্নতা ভবিষ্যতের দিকে আমাদের পরবর্তী জেনারেশন কে টেনে নিয়ে যাবে, তখন হয়তো আরো ঐ জেনারেশনে আর বেশি ভিন্নতা এবং কম মিল থাকবে,তাদের পরের জেনারেশনে হয়তো আমেদের বর্তমান জেনারেশনের থেকে পুরো ভিন্ন কিছু একটা সৃষ্টি হবে।যেমন: কবিগুরু রবীন্দ্রনাথের সময় যারা অন্যান্য কবি ছিলেন তাদের ৯৮/৯৯% কবিই রবীন্দ্র বলয়ের বাইরে ভিন্ন কিছু চিন্তা করে সাহিত্য লিখতে পারেনি, ঐ রবীন্দ্র বলয় ভাঙছে মাত্র গুটিকয়েক সাহিত্যিক কবি, যেমন: জীবনানন্দ দাশ,বুদ্ধদেব বসু,বিষ্ণু দে,সুধীন্দ্রনাথ দত্ত (পঞ্চপান্ডব)কাজী নজরুল ইসলাম। এছাড়া সবাই রবীন্দ্র সাহিত্য বলয়ে লিখতো কারন তারা সবাই একই সময়, ফ্রেম বা কাঠামোতে অবস্থান করছিলো তাই মিল থাকতোই। এজন্য সাধক রশীদ উদ্দীন ও সাধক খালেক দেওয়ানো ( বিশ শতকের)হয়তো একটা বলয়ে প্রভাবিত কিন্ত দুজনেই অনেক সন্মানিত,অনুস্মৃত, তাঁদের স্বীয় কাজের মাধ্যমে।
@PalashHassan-uk1ef
@PalashHassan-uk1ef 5 ай бұрын
মনে হয় কোন রশিদ উদ্দীনের কথাটা বলা ভুল বাউল স্রষ্টা কবি রশিদ উদ্দিন বলবেন
@EagerMartialArts-gn8ef
@EagerMartialArts-gn8ef 5 ай бұрын
এই গানটা রশিদ উদিনের সাহেবের।
@সোলাইমানসরকার-ঝ৪ধ
@সোলাইমানসরকার-ঝ৪ধ 4 ай бұрын
এই গানটা রশিদ উদ্দিন সরকার লেখা
@Md.HabiburRahman-q4p
@Md.HabiburRahman-q4p 5 ай бұрын
এই মেয়েকে সাংবাদিক বানাইছে কে? সে তো জানেই না সাধকদের কিভাবে সম্মান করতে হয়। "রশিদ উদ্দিন নামের কোন একজনের লেখা" যে জানেই রশিদ উদ্দিন কে সে আবার গেছে গানের আদি জানতে। আর গানটা মরমি সাধক বাউল রশিদ উদ্দিন সাইজির লেখা। এতে কোন সন্দেহ নাই।
Ma Lo Ma | Coke Studio Bangla |🔥Bangla Reaction Video 🔥| Baap Ka Beta
15:54
Baap ka Beta - বাপকা বেটা
Рет қаралды 251 М.
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 30 МЛН
兔子姐姐最终逃走了吗?#小丑#兔子警官#家庭
00:58
小蚂蚁和小宇宙
Рет қаралды 13 МЛН
UFC 308 : Уиттакер VS Чимаев
01:54
Setanta Sports UFC
Рет қаралды 831 М.
@VasudevReacts to Ma Lo Ma | Coke Studio Bangla | Indian Reaction
10:49
Mix With Vasudev
Рет қаралды 34 М.
Bhanga Nouka Bayte Aylam || Bari Siddiqui  || Channel i || IAV
5:38
Impress Audio
Рет қаралды 2,9 МЛН
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 30 МЛН