ভাই আপনার কথার পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে বাধ্য হলাম যে, আপনি এখানে অনেক দল ও মতালম্বীদের কথা বললেন, হানাফী, সুন্নি, বেরুনী, শাফী, আহলে হাদিস, ওয়াহাবীদের কথা বললেন, সংখ্যালঘু ও সংখ্যাধিক্কের কথা বললেন, আপনি যত কথাই বলেন কিন্তু একটা কথা মনে রাখবেন ভাই, সবার প্রথমে আগে তাবলীগের ইতিহাস স্টাডি করে দেখবেন যে, তাবলীগের সূচনা সর্বপ্রথম যিনি করেছিলেন যার হাত দিয়ে এই উপমহাদেশে সর্বপ্রথম তাবলীগ জামাতের কাজ শুরু হয়েছিল তিনি হলেন প্রথম হযরতজী মাওলানা ইলিয়াস সাব (র:) তিনি কিন্তু ছিলেন কওমী মাদ্রাসা দেওবন্দের প্রখ্যাত হক্কানী আলেম সুন্নি ও হানাফী মতাদর্শী I অতএব এই দৃষ্টিকোণ থেকে বর্তমানে এই উপমহাদেশের কওমী মাদ্রাসার হক্কানী ও হানাফী আলেম ওলামারাই তাবলীগ পরিচালনার ক্ষেত্রে বেশী হকদার, দাবীদার ও অগ্রাধিকারপ্রাপ্য বলে জ্ঞানী মহল মনে করে থাকবেন I আশা করি বিষয়টা উপলব্ধি করতে পেরেছেন
@DDorbesh4 күн бұрын
vai sob cheye boro kotha apni je vodrotar sathe sundor kore kotha bolsen etar jonno apnak onk onk dhonnobad vai..