গুরু_জেমসের "মান্নান মিয়ার তিতাস মলম" গানটির পেছনের গল্প😍😍 মান্নান মিয়ার তিতাস মলম গানটা নব্বইয়ের দশকে মুক্তি পায়। ‘নগর বাউল’ অ্যালবামের প্রথম গান ছিল এটি। লিখেছেন দেশবরণ্য গীতিকার,সুরকার,মডেল,কবি নাটোরের মহারাজা প্রিয় লতিফুল ইসলাম শিবলী মামা ।। ছবিতে লাল জ্যাকেট পরিহিত যে ব্যক্তিকে দেখছেন তিনি সেই নাটোরের তেবাড়িয়া হাটের মান্নান মিয়া। যিনি তিতাস মলম বিক্রি করতেন।। গুনী মানুষ শিবলী মামার লিখা এবং গুরু জেমসের গাওয়া এই গানটি মান্নান মিয়া বিখ্যাত করেছে ।গানটা রিলিজড হওয়ার পর আমি তেবাড়িয়া হাটে গিয়ে মান্নান চাচাকে গানটি শুনিয়েছিলাম ।।তিনি প্রথমে বিলিভ করছিল না তাকে নিয়ে গান লেখা হয়েছে ।গানটা হিটও করেছে ।। শুনে মান্নান চাচা খুশিতে আটখানা ।। তিনি শিবলী মামাকে প্রানখুলে দোয়া করেছিল ।। মান্নান মিয়ার তিতাস মলম-মূলত শিবলী মামার লেখা একটি কবিতা। এই গানের লিরিকটা খেয়াল করার মত। প্রথম কারণ এই গানটায় একজন ব্যক্তি ‘মান্নান মিয়া’ এবং তার জীবিকার অবলম্বন ‘তিতাস মলম’ নিয়ে বলা হয়েছে। এই তিতাস মলমের সাথে যুক্ত করা হয়েছে সব মানুষের মন যন্ত্রনাকে। ফলে সাধারণ মান্নান মিয়া আর তিতাস মলম হয়ে উঠেছে সার্বজনীন। প্রতি রবিবারে নাটোরের তেবাড়িয়ায় এই হাট বসে । এটা উত্তরবঙ্গের বড় কয়েকটি হাটের মধ্যে অন্যতম । এই গানের গীতিকার শিবলীর বাড়ি হাট থেকে প্রায় ১কি.মি দুরে ষ্টেশন বাজার এলাকায়। প্রতি রবিবার উনি সেই বাড়ি থেকেই ঐ হাটের মান্নান মিঞার মলমের প্রচার শুনতে পেতেন। সকাল বেলা ঘুমটাই ভাঙ্গতো ঐ মাইকের আওয়াজে। একই জায়গায় বসে ২৫ বছর ধরে এই মলম বিক্রি করছে মান্নান মিয়া ।এটা বছরের পর বছর চলে যেত কিন্তু তার কথাতে কোন পরিবর্তন হত না। সব সময় ২৫ বছর-ই ছিল। তিনি ঐ হাটে বড় এক তেতুল গাছের তলায় তার এই ব্যবসা চালাতেন। এই মান্নান মিয়াকে নিয়েই গান। আমরা শৈশব থেকে শিবলী মামার মতো মান্নান চাচাকে একই জায়গায় দেখে আসছি। কেন তিতাস মলম? এক জায়গায় বসে একটা লোক যদি ২৫ বছর একই মলম বিক্রী করে বুঝতে হবে সেই মলমে কিছু হলেও কাজ হয়। মান্নান মিয়া বিভিন্ন দেশীয় লতা পাতা, নির্যাস ইত্যাদি দিয়ে তার মলম বানিয়ে বিক্রী করতো। এই মলম এমনই কার্যকরী যে তা মনের ক্ষতও সারাতে পারে। সত্যিকার মলম এই ক্ষত সারাতে পারে কিনা সেটা সন্দেহ আছে, তবে এই দাবী যে মানসিকভাবে খুব শক্তিশালী প্রভাব বিস্তার করে তাতে সন্দেহ নেই। যেই মান্নান মিয়াকে নিয়ে এই গান তিনি কিছুদিন আগে মারা গেছেন। এই গানটা যখন রিলিজ হল তখন মান্নান মিয়া জীবিত। আর জেমস্ তখন তুমুল জনপ্রিয়। স্বভাবতই জেমসের যারা ভক্ত এবং যারা গান শোনে তারা দলে দলে তেবারিয়ার হাটের সেই জীবন্ত কিংবদন্তীকে দেখতে যাওয়া শুরু করলো। তো মান্নান মিয়া তখন বেশ নড়েচড়ে বসলো। মান্নান মিয়ার ইচ্ছে ছিল এর গীতিকারের সাথে দেখা করার, কিন্তু নানা কারনে এটা আর সম্ভব হয়নি। রত্যেকটা গানের পেছনে এরকম একটা ইতিহাস পাওয়া যায় - বেশীরভাগ ক্ষেত্রেই এই ইতিহাসটা আর জানা যায় না। মান্নান মিয়ার তিতাস মলমের কাহিনীটা যেমন জানা গেল তেমনি যদি সব গানের কাহিনীই জানা যায় তবে কেমন হতো? আমার কল্পনা শক্তির সীমাব্ধতা এখানেই উন্মোচিত হয়। মূল লিরিক: মন্নান মিঞার তিতাস মলম লতিফুল ইসলাম শিবলী প্রতি রোববারে তেবাড়িয়া হাটের তেঁতুলতলায় ২৫ বছর ধরে এক জায়গায় বসে দাউদ বিখাউজ আর চুলকানি ঘায়ের দিয়ে গেছে আরাম উপশম মন্নান মিঞার তিতাস মলম। তিতাসের তীরে জন্ম যে তার নাম দিয়েছে তাই তিতাস দুটাকা মূল্যের এই মহৌষধ করে চুলকানি পচরার বিনাশ। গোপন ফর্মুলা আছে একটা দেশীয় লতাপাতা নির্যাস বহু শ্রমে সাধনায় কত দিন গেছে তার বনবাস। কোনো স্বপ্নে পাওয়া নয় নয় কোনো উত্তরাধিকার মন্নান মিঞার নিজের আবিষ্কার মন্নান মিঞার নিজের আবিষ্কার। বিনয়ী লোকটার আছে একটা অহংকার আর গরিমা উচ্চকণ্ঠে ঘোষণা করে তার মলমের যত মহিমা। মনের কোনে লুকিয়ে রাখা ইচ্ছেটা তার বড় অম্লান ভালোবেসে সাবাই তাকে ডাকুক ‘ডাক্তার মন্নান’। নিজের বুকের ক্ষত লুকিয়ে রেখে সারিয়ে তোলে অন্যের ক্ষত কোনো দিনও কেউ জানবে না হায় মন্নান মিঞার যাতনা কত। প্রত্যক্ষদর্শীর বর্ণনায় নাটোরের তেবারিয়া হাটের তিতাস মলম বিক্রি করা সেই মন্নান মিয়াকে নিয়ে লিখেছে নিউজ২৪ এর লোকাল করেস্পন্ডেন্ট Nasim Uddin Nasim,
@shawkatjaman18832 жыл бұрын
Mannam mia r akta pic plz
@skrayhan25182 жыл бұрын
ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ দারুণ অজানা একটা ইতিহাস জানলাম
@amirhamja4840 Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই তথ্য জানানোর জন্য
@mamunurrashid3135Ай бұрын
ভালবাসা Brother.
@mdhridoykhan38575 жыл бұрын
জেমস কি শুধু একটা নাম!! তিনি আমাদের কাছে একজন গুরু।আমরা বাঙালিরা তার কাছ গাওয়া গানের মাধ্যমে অনেক কিছু শিখেছি। আগামীতে আরও অনেক কিছু শিখব। আমি জানি আমার জীবনে হয়তো বা তার মতো এরকম আর একটা মানুষের গান শুনে যেতে পারবো না
@anikahmed12655 жыл бұрын
জেমস আমাদের কাছে শুধু একটা নাম না , সে আমাদের কাছে একটা প্রতিষ্ঠান ,যারা আমার কথার সাথে সহমত তারাই শুধু লাইক কমেন্ট করেন ,
@MSSMamun5 жыл бұрын
মান্নান মিয়ার তিতাস মলম একদম সাধারণ মানুষের সাথে মিশে থাকা একজন মানুষের দৃশ্যপট।
@mdnahidalhasan87455 жыл бұрын
ভালোবাসার আরেক নাম জেমস্ গুরুর ভক্তরা সবাই সারা দাও
@gypsysoul-talha90654 жыл бұрын
এই মহামারী তে বাঁচব না মরবো এটা অনিশ্চিত, গুরু আপনার এই গানটা প্রতিনিয়ত শুনি। ইংরেজি রক এর ঐতিহাসিক গান যদি বোহেমিয়ান রাপসোডি হয় তাহলে বাংলা রকের শ্রেষ্ঠ গান এটা। জয় গুরু ❤❤❤✊✊✊✊
@samonramon26783 жыл бұрын
Yes!! 🥰
@sahedjames63023 жыл бұрын
এই বাংলার ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ রকস্টার 🙏 গুরু নগরবাউল জেমস্ 🖤
@kamrulhasan47763 жыл бұрын
তেপারিয়ার হাট নাটোর গানটা একদম বাস্তব।তিতাস মলম আমিও কিনেছিলাম।ব্যাথা উপশম কাড়ী।ধন্যবাদ গুরু এবং লিরিক্স যিনি লিখিছেন তাকে স্যালুট
@timeee45025 жыл бұрын
কি টোন! লাভ ইউ বস। আপনারা এক একজন কিংবদন্তি।
@masudsiddique60934 жыл бұрын
Ohhh my God!!!! It’s rocks. The biggest Rock STAR Asia.... The Jemes.😍❤❤❤💘💕💖💞
@ak.jilani Жыл бұрын
এই লাইভ শো এর সাউন্ড MTV Unplugged এর চাইতে কম কিসে?
@AlrounderBD5 жыл бұрын
জেমসের ভক্তরা লাইক দাও
@shouravsahriar94775 жыл бұрын
AL MAMUN tor akhane kike debo kn.. baincod
@X-Media0102 жыл бұрын
জেমস ভাইয়ের একটি একটি এক একটি ইতিহাস। এ জন্যই তিনি এবং তার গান সবার থেকে আলাদা।সব থেকে বড় কথা এই গান গুলো যারা লিখেছেন আর সুর দিয়েছেন তারা এক একটা হিরের টুকরা।❤️❤️❤️❤️
@khanfoysol755 жыл бұрын
বাংলাদেশের জাতীয় শিল্পী গুরু জেমস্
@mdfirojsk17985 жыл бұрын
@@rubelsheikh2361 চুপ কর ছাগল
@shahjahankhan54965 жыл бұрын
@@mdfirojsk1798 tui chagol shala
@shahjahankhan54965 жыл бұрын
200% agreed with you khan foysol
@smrhossain Жыл бұрын
@@shahjahankhan5496 তুই মিউজিক ও মিউজিশিয়ান মানে কি বোঝস??
@mosfiquzzamanmiju14888 ай бұрын
গুরু এমনি একটা ভয়েস নিয়ে জন্মাইছে, কথা বললেই সুর হয়ে যায় 💞💞💞
@rhrobin74225 жыл бұрын
এখনও প্রতি রবি বারে নাটোর জেলায় তেবাড়িয়া হাট হয়। তবে নাই সেই মান্নান মিঞাঁ,নাই মান্নান মিঞাঁর তিতাস মলম। নাই উত্তর বঙ্গের এক সময়ের সব থেকে বড় হাট তেবাড়িয়া হাটের নাম ডাক।
@amzadhossain59905 жыл бұрын
কিন্তু ভাই তিতাস তো ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা জেলায়। তাহলে নাটোর হয় ক্যামনে? জানতে চাই। নো অফেন্স।
@zhbzone15315 жыл бұрын
tebariyar haat Ta actually natore ei vai, & jemes sei Haat o chine , amr sathe kotha hoisilo, but monnan miyar bari silo titas er oikhane.
@rhrobin74225 жыл бұрын
নাটোর সদর উপজেলায় তেবাড়িয়া হাট অবস্থিত যা না পৌরসভার মদ্ধেই পড়ে। আমার জন্মস্থন এই তেবাড়িয়া,,তবে অনেক খোজ করেছি কোন সময় মান্নান মিঞাঁ নামে কেউ তিতাস মলম বিক্রি করে কি না,,কিন্তু অনেক প্রবিন লোকও বলতে পারে নি এই সম্পর্কে
@roksanaborsa74665 жыл бұрын
Ace vai..
@MdSojol-et1wj5 жыл бұрын
তেবারিয়ার হাট না,,বেপারিয়ার হাট
@osthirzitu85964 ай бұрын
মান্নান মিয়ার তিতাস মলম প্রতি রোববারে তেবারিয়ার হাটে তেবারিয়ার হাটে তেঁতুলতলায় ২৫ বছর ধরে এক জায়গায় বসে হৃদয়ের ক্ষত আছে যার যত মালিশ ঢেকে দেয় রক্তক্ষরণ দিয়ে গেছে উপশম সারাটা জীবন মান্নান মিয়ার তিতাস মলম। তিতাসের বুকে জন্ম যে তার নাম দিয়েছে তাই তিতাস দুটাকা মূল্যের এই মহা ঔষধ হৃদয়ের ক্ষত সব করে বিনাশ। মান্নান মিয়ার তিতাস মলম। রোগ থেকে যদি কেও পেতে চাও মুক্তি মেনে নাও লোকটার এই মহা যুক্তি পোড়া বুকে আর পোড় খাওয়া মনে তেবারিয়ার হাটে এসো সব জনে জনে মান্নান মিয়ার তিতাস মলম। গোপন ফর্মুলা আছে একটা দেশীয় লতাপাতা আর নির্যাস স্বপ্নে পাওয়া কোনো ঔষধ নয় উত্তরাধিকার সূত্রেও নয় মান্নান মিয়ার তিতাস মলম।
@aamirhossain5813 жыл бұрын
তেবারিয়ার হাট আমার বাড়ির পাশে... শিবলি ভাইয়ের অসাধারণ সৃষ্টি
@shakibaziz738 Жыл бұрын
Kon Jelay ata plz can kindly answer
@smrhossain Жыл бұрын
সম্ভবত নাটোর জেলায়
@jahidnoyon2738 Жыл бұрын
@@smrhossainব্রাহ্মণবাড়িয়া
@mdrumon25142 жыл бұрын
যারা আমার মতো রিয়েল লিজেন্ড তাঁরাই খুঁজে খুঁজে এসব গান গুনে আমার মতো কে কে আছে তারাই লাইক দিয়ে যাবেন ❤
@nai8tech4965 жыл бұрын
সাধারণ লিরিক্সকে অসাধারণ করতে একজন জেমস্ যথেষ্ট,,,😘
@iqbalmujaddid1354 ай бұрын
এই গানটা আমি করেছিলাম হোটেল লা মেরিডিয়ান মান্নান মিয়ার তিতাস মলম আমি ইকবাল কেউ কি আমাকে মনে রাখছেন না ভুলে গেছেন আমি গ্যাস হিসেবে গান গেয়েছিলাম
@mannan78785 жыл бұрын
ভাই জেমস, তোমার কাছে কৃতজ্ঞ! এত বছর ধরে মলম সেবা দিয়ে আসছি। কোনো মিডিয়ার দ্বারপ্রান্তে যাইনি। আজ নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে। আমার মলম পেশা স্বার্থক। 🤣🤣🤣🤣🤣 নিজের মন খারাপের কারনে গান শুনতে আইসা নিজেই ট্রল হইয়া গেলাম 😂😂 হিছা মার
@hasibulshanto75645 жыл бұрын
ওরে মান্নান ভাই 😂😂
@insanali79175 жыл бұрын
শালা পাগল
@এসআইসাগরচৌধুরী2 жыл бұрын
জালাল ভাই এর বাঁশির সূর অসাধারণ
@shohagislam32479 ай бұрын
🤩❤❤❤
@bmalamin59975 жыл бұрын
valobasi tomay onek guru😍😍🇸🇦🇸🇦
@rabulkhan61745 жыл бұрын
অনেক দিন দরে জেমসের নতুন গান শুনতে পারতেছিনা আপডেট চাই গুরু
@mdrahmatalihossain38184 жыл бұрын
বাংলাদেশের সর্বকালের সেরা রকস্টার
@blackeyes45494 жыл бұрын
একজন @জেমস্ আসে শত শত বছর পর পর💯
@মোবাবু-ঢ৩ঙ3 жыл бұрын
আমাদের নাটোরের, এই বিখ্যাত তেবারিয়ার হাট।।।।
@yesain5592 жыл бұрын
এক সময় এই গান শুনে সময় কাটাতাম ♥️♥️♥️ জেমস ♥️♥️
@X-Media0102 жыл бұрын
আমাদের জামালপুরের সরিষাবাড়ি হাটেও প্রতি সোমবার আর বৃহস্পতিবার জামালপুরের জামাল ভাই ঔষধ বিক্রি কিরে আসছেন প্রায় ৩০ বছরের বেশি সময় ধরে।তাকে।নিয়েও একটা গান লেখা হোক আর সেটা গুরু কে দিয়েই যেন গাওয়ানো হয়।দাবি থাকল শিবলী ভাইয়ের কাছে।
@thebonkersofficial5 жыл бұрын
শুধু জেমস এর ভক্তরাই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো
@smaruf84494 жыл бұрын
অস্থির গুরু।লাভ ইউ❤💙
@chandonkarmaker26844 ай бұрын
গুরু❤❤❤❤❤
@nomanmainul61362 жыл бұрын
অসাধারণ!!! " সাকিল, চট্টগ্রাম
@birbangali52925 жыл бұрын
যমুনা টিভি যখন চালু হয়েছিলো অামি ধারণা করেছিলাম এই টিভিটি সত্যিকারে ভিন্ন দেশের দুদু খায়
@osthirzitu85964 ай бұрын
❤❤❤ জয় গুরু জয় গুরু ❤❤❤❤
@sujonhowlader205 жыл бұрын
সিবলি সাদিক এর লেখা গান,,, বাস্তবেই ছিলো তিতাস মলম,, আর্মি স্টেডিয়ামে আমি প্রথম সুনেছিলাম
@saadizahid24645 жыл бұрын
ETA shibli sadik Noy latiful Islam shibli
@গন্তব্যহীন-জ৭ঠ2 жыл бұрын
এটাতো মারজুক রাসেলের লেখা গান।
@shifurrahman61512 жыл бұрын
@@গন্তব্যহীন-জ৭ঠ ভাই জেমসের সব গানতো আর মারজুক রাসেল লিখে নাই। এটা লতিফুল ইসলাম শিবলী এর লিখা।
@sharifhossain887Күн бұрын
শুভেচ্ছা রইল ❤
@সংগ্রামখান5 жыл бұрын
James❤❤❤❤❤bhalobasa obiram💛💛💛💛💛
@makeitbro Жыл бұрын
I am from Natore,Tebariya❤❤
@touhidulislam2908 ай бұрын
I think he is number one rock star of bangla song
@sonykhan65465 жыл бұрын
অামাদের নাটোর এর মান্নান মিঞারে নিয়া গান
@samonramon26783 жыл бұрын
Joss!! Sundor hoise onek beshi!! Love you guru!! ❤🖤