আল্লাহ আকবার, আল্লাহ প্রিয় বন্ধু নবীজীকে মেরাজে নিয়ে আল্লাহর অলৌকিক সৃষ্টির জগতে স্থান দিয়েছেন আল্লাহ কোন কিছুই নবীজির কাছে গোপন রাখেননি। তারপর ও নবীজী উম্মত উম্মত করে কেঁদেছেন। আল্লাহর কাছ থেকে উম্মতের জন্য নামাজ রোজা এনেছেন। আল্লাহ জান্নাতের সৌন্দর্য দেখার জন্য নবীজিকে আমন্ত্রণ দিয়েছেন। আপনার ওয়াজ যত শুনি তত ভালো লাগে আল্লাহ আপনাকে হেফাজতে রাখুন।