আমি একজন differently able মানুষ। আমি কখনই আধ্যাত্বিক জ্ঞান শুনতে চাই না। কিন্ত ইনি যা যা বলেছেন সব কথাগুলো ভীষণভাবে scientific. আমি একা বাচঁতে ভালোবাসি মানে বিয়ে করতে চাই না, আমিও মনে করি আমি একা বাঁচি না, একা বাঁচার ক্ষমতা কোন মানুষেরই থাকতে পারে না। যারা আমাকে ভালোবাসেন, যারা আমার ভালো চান তারা প্রত্যেকেই বলতেন বিয়ে না করে একা থেকে কখনোই বাঁচা যায় না। আজ আর বলেন না। জানিনা আমি আদৌ তাদেরকে বুঝাতে পেরেছি কিনা। আমি আজ আর কাউকে কিছুই বোঝাতে চাই না। কারণ, আমার মনে হয় কাউকে বোঝাতে চাই বলে বোঝানো সম্ভব না যদি না সে নিজে বুঝতে চায়। কিন্তু এই ভিডিওতে মহারাজ খুব ভালোভাবে পুরো ব্যাপারটা explain করেছেন।
@maladasgupta22473 жыл бұрын
অসাধারণ ! প্রণাম মহারাজ। আমি একা একা সারাজীবন চলছি ... আমি এতেই নিজে খুবই আনন্দে থাকি... যখনই সম্পর্কে গিয়েছি, তখনই ভালো থাকতে পারিনি ... । আমার নির্মল আনন্দ, আমার নির্জনবাস, নিজের মত করে স্বাধীনভাবে চলা, অনেক অজানা আলোর সন্ধান দিয়েছে, যা সংসারের ওই ক্ষুদ্র গন্ডিবদ্ধ জীবনে কখনই সম্ভব হত না। আমি নিজেই নিজেতে পূর্ণ হবার চেষ্টা করেছি। আমার নির্জনতার জীবন আমাকে সমৃদ্ধ করেছে। আমি ধন্য। আপনার প্রতিটি কথাই আমার মধ্যে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। 🙏🙏🙏
@shiprakarmakar64273 жыл бұрын
Excellent answer Om shanti
@kabitasroy48553 жыл бұрын
Òkpp9
@diptisantra17893 жыл бұрын
Apurba ! .100% true !satakoti Pranam Maharaj Creativity excells with socalled loneliness. We should be enriched with such kind of thought.🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💗
@subirkrjha3 жыл бұрын
🙏প্রনাম মহারাজ 👏 জয় মা ঠাকুরের জয়🙏
@neetamukherjee4343 жыл бұрын
Amio atai vabi maharaj,apnar speech ta amr ai preoccupied idea ta k r o influnced holam🙏🙏
@muniyamaity86182 жыл бұрын
🙏🙏মহারাজ 🙏🙏আজকে এই ভিডিওটা দেখলাম... আমার বয়েস ১৯বছর।আমি বাবা মার একমাত্র সন্তান,, আমি এই প্রশ্নটা অনেক ব্যাক্তি এমন কি বাবা মা কে করেছি কিন্তু আমি যেই উত্তর টা চাইছিলাম সেটা কেউ দিতে পারেনী সবাই বলে আমরা যা দেখে বড়ো হই সেটা আমাদের মেনেনিতে হয় আর এটাই করতে হয়। আমাদের সমাজে যা হয় আমার সেটা ভালো লাগে না... মেয়ে মানে বিয়ে দিয়ে দেওয়া.. আমার এটা একদম ভালো লাগে না... আমি আজকে আমার প্রশ্নের উত্তর পেলাম... আপনার এই কথাগুলো শুনে আমার খুব ভালো লাগলো ... সত্যি বলছি এই ভাবে শুধু আপনারা পারেন... পৃথিবীকে দেখতে... ভালো থাকবেন সুস্থ থাকবেন... 🙏🙏
@nupurchattopadhyay6043 жыл бұрын
"don't grow with what croud is saying" "নিজেকে স্ত্রী ভাবা ছাড়ো,নিজেকে জীব ভাবো" প্রণাম মহারাজ
@deepadey41263 жыл бұрын
অসাধারণ সুন্দর , আর কনো কথা নেই মহারাজ প্রণাম আপনাকে 🙏 , কি জে মনে শক্তি শান্তি আলোচনা আমাদের মহিলা এবং সমাজ কে জেগে ওঠারও দরকার
@amitmukherjee64083 жыл бұрын
খুব সুন্দর বলেছেন মহারাজ। আমি মনে করি, নিজের মনের ওপর নির্ভর করে। ইচ্ছা করলেই মেয়েরা নিজে একই থাকতে, আর বাঁচতে পারে। আমি একাই বাঁচি। আমার গুরুর কৃপা আমার সাথে আছেন। এই পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই। মানুষ নিজের প্রয়োজনে অন্য জনকে বেবহার করে। আপনি আমার প্রনাম নেবেন। জয় গুরু। হরে কৃষ্ণ👍👍👌👌
@amitmukherjee64083 жыл бұрын
নামটা লিখতে ভুলে গেলাম।(সুমিতা)👍👍👌👌।
@nanditachakraborty90462 жыл бұрын
@@amitmukherjee6408 o
@tanusreesadhu8004 Жыл бұрын
KHUB VALO LAGLO KATHA GULO
@tanusreesadhu8004 Жыл бұрын
Kivabe aka bacchhte shikhechho ? Bola jabe
@Blogger_Rumpa Жыл бұрын
মহারাজ প্রনাম, প্রতিনিয়ত মৃত্যু চিন্তা ভাবনা থেকে কিভাবে নিজেকে মুক্ত করা যায়?
@sudiptadutta17223 жыл бұрын
Age 28.. I'm a single mother.. apnar kotha gulo sune mugdho ami.. ashirbad korun nijeke jano nijei complete korte pari.. anekk pronam apnake
@nripenbouri2969 ай бұрын
Ami o
@bablidutta73643 жыл бұрын
ওঃ কি দারুন কথা আপনার আপনার কথার সাথে আমার চরিত্রের পুরো মিল আছে আমার খুবই আনন্দ হচ্ছে সব প্রশ্নের উত্তর পেয়েগেছি আমার একজন ঠিক এমনি চিন্তা ভাবনার বন্ধু আছে আমরা খুব ইনজয় করি ধন্যবাদ স্বামী জী # প্রনাম জানালাম #💖🙏
@moukanjilal28913 жыл бұрын
জয় শ্রী রাম krishna 🙏 প্রণাম মহারাজ। আমার নাম মৌ.. আপনার সব ভিডিও গুলো শুনি । অনেক মানসিক শক্তি পাই। অনেক ভুল ধারণা পরিবর্তন হয়েছে। অনেক অজানা জানতে পেরেছি। অনেক ধন্যবাদ।
@leyakarmoker29863 жыл бұрын
🙏🙏❤❤❤ অনেক ধন্যবাদ আপনাকে ।এক মাস আগে ডিভোর্স দিয়েছি। মাঝেমাঝে একাকিত্ব বোধ করছিলাম ।অনেক প্রশ্নের উত্তর পেলাম।😌😌
@sangitabiswas87013 жыл бұрын
🙏🙏🙏মহারাজ।আপনার থেকে আমি অনেক অনুপ্রেরণা পেলাম।আমি অনেকদিন ধরে এরকম উত্তরের অপেক্ষা করছিলাম।অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
@ratnatalukdar33133 жыл бұрын
মেয়েরা জন্ম থেকেই একলাই বাঁচে।একমাত্র ঈশ্বরের সাহায্য তাদের সঙ্গে থাকে ।ঐটুকু ই যথেষ্ট । রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা ও প্রণাম জানাই ।সবাই সুস্থ থাকুন ।🙏🙏🙏
@theindianmeditation77153 жыл бұрын
🙏🙏🙏
@sandipghosal34823 жыл бұрын
Ki chele ki meye sobai ekla eseche,kichudin ekla theke abar eklai chole jai.kajey sudhu meyerai ekla bache ei dhoroner sonkirno manosikota theke baire ese jogot ta protokkho korun. meyerai sob kosto kore,meyera ekla thake eigulo tokhon r mone hobe na.tokhon cheleder bapartao bujte parben asa kori.
@gouribanerjee91293 жыл бұрын
প্রণাম মহারাজ
@amisra20363 жыл бұрын
@@MRITYUNJAY789 কারন আপনার মাথামোটা
@MRITYUNJAY7893 жыл бұрын
@@amisra2036 আমার মাথা ঠিক আছে আপনার মাথার একটু দেখান
@bonggirl3793 жыл бұрын
অসাধারণ 💞💞😊 এই কথাগুলো মন থেকে বুজে মেনে চলতে পারলে জীবনে একাকীত্বের জন্য যেই যন্ত্রণা পাই ,নিজের অপূর্ণতা পুরন করতে যেই সম্পর্কে যাই সেখান থেকে আমরা পূর্ণ কখনোই হইনা জীবন আরো নরক সমান হয় 💞😊 , 💞😊😊 হইতো ঠিকঠাক সবটা বুঝিনি আমি কিন্তু আপনার কথা গুলো আমার জিবনে চলতে থাকা নরক সমান যন্ত্রণার কিছুটা জ্ঞান এর আলো দেখালো ।অনেক ধন্যবাদ ।
নিজের মনের জোর, দৃঢ়তা, আর কিছু অর্থ সঞ্চয় যদি থাকে তাহলে মনে হয় শেষ বয়সে হোক বা শেষ নি:শ্বাস ত্যাগ করার দিন পর্যন্ত হোক কিছুই অসুবিধে হবেনা। কারণ ওই তথাকথিত প্রয়োজন ভিত্তিক সম্পর্ক মানে ওই আমাকে দেখবে, আমার কিছু হলে কেও আমার পাশে থাকবে বা আমার সহায় হবে, এই জন্য যদি কোনো সম্পর্কে যেতে হয় তাহলে ওটাও একটা সেই লেনদেন এর সম্পর্কই হবে বা হয়, আর লেনদেন যেখানে থাকে সেখানে আর যাই থাক, সুরক্ষা বা শান্তি থাকেনা। আর প্রয়োজন মেটানোর এর জন্য তৈরি সম্পর্ক স্থায়ী কোনদিন হয়না, নিজের শরীর টাই যেখানে স্থায়ী নয় তো সেই নশ্বর শরীরের রক্ষা করতে গড়া সম্পর্কও কোনদিন কোনও সুরক্ষা দিতে পারবেনা। শরীর বাদে একমাত্র নিজের আত্মাই নিজের জন্য স্থায়ী আর চিরন্তন হয়। 🙏
@ilakarmakar34573 жыл бұрын
প্রণাম মহারাজ আপনার কথা গুলো জীবনে চলার পথে মেনে চলতে পারলে জীবন বদলে যাবে।
@PSOnlineMarketOfficial Жыл бұрын
গুরু জী আপনার ভিডিও সালেহা আপু ও আমি নিয়মিত দেখি ও শুনি মনোযোগ সহকারে।
@manishamodak60863 жыл бұрын
ভক্তিপূর্ণ র্দন্ডবৎ গ্রহন করুন মহারাজ,এক শালিক কে আমার মন এক বলেনা,মনেহয় ওর সঙ্গে কেউ আছে বলে ও আছে, তাই কেউ একা নই;আপনার আলোচনায় অনেক খুশি হয়েছি; আমরা সমৃদ্ধ হচ্ছি
@sampadas88302 жыл бұрын
প্রণাম মহারাজ ! আমার দীক্ষা হয়ে গেছে ! তবুও বলবো আপনার মতো গুরু পাওয়া দূর্লভ ! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mamatasingha37253 жыл бұрын
🙏🏻প্রনাম মহারাজ। নিজেকে ঠাকুর এর চরনে সমর্পণ করে দিয়ে একা মনে করিনা নিজেকে।
@rimaguha4572 жыл бұрын
Love and respect..you the source of strength for all...
@swapankumarbdo3907 Жыл бұрын
মহারাজ, শ্রীচরণে প্রণাম। আমি একাকী আছি আট বছর ধরে। কখনো মনে হয়নি আমি একা , আমি কঠোর আত্মবিশ্বাসী, সিভিল সার্ভিসে আছি, মানুষের সাথে কাজ করছি । মহান ঈশ্বরের কাছে আত্মনিবেদন, প্রার্থনায় গভীর প্রসন্নতায় ভরে যাওয়া জীবন আনন্দে ভরে যাচ্ছে... আপনার আশীর্বাদ প্রার্থনা করছি।
@akashchakraborty49163 жыл бұрын
প্রণাম মহারাজ আমি সবসময় ভাবতাম মেয়েরা একা চলতে পারে না কারণ এই সমাজ আমাকে চলতে দিচ্ছে না তবুও আমি চেষ্টা করেছিলাম আজকে আমি সফল হয়েছি আপনার কথা মেনে
Pratiti katha ek amulya sompad. Ei katha gulo jiboner patheyo kore cholle pratiti manusher r ekakitwa feel hbe na. Asadharon laglo. Pranam neben maharaj ji 🙏🙏🙏🙏
@evasamajpati73753 жыл бұрын
প্রনাম মহারাজ, আপনার এই কথা যদি আমি ৩১ বৎসর আগে শুনতে পেতাম তাহলে আমার জীবন টা আলাদা রকম হতো।
@nirmaladey28683 жыл бұрын
পনাম মহারাজ অনেক কিছু বলার আছে কিন্তু বলতে পারছি না।
@somnathdey79553 жыл бұрын
.
@pankajghosh11123 жыл бұрын
যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলোরে- রবি ঠাকুরের গান খানি একা চলার একটি আদর্শ হতে পারে। প্রণাম মহারাজ ।
@debaratidas37383 ай бұрын
❤ … pronam maharaja 🙏 absolutely gaan ta amader sobar specially meyeder ingrained kore niye thaka sreyo… 🙏
@Mitarccc3 жыл бұрын
মহারাজ কয়েক দিন হলো আপনার কথা গুলো শুনছি। আর সমৃদ্ধ হই.
প্রণাম মহারাজ,, আপনার সব শব্দই অনুপ্রেরণা,,, জীবন বোধ,,, অন্তর নি ঙ্গ রে বেরিয়ে আসে সত্য 🙏🙏🙏
@debjanibiswas11233 жыл бұрын
অসাধারণ যুক্তি উপস্থাপন করেছেন মহারাজ যা খণ্ডন করা যায়না। এতো সত্যি প্রত্যেকটি কথা যা মনকে ভীষণভাবে নাড়া দিয়ে গেল। তবে আর কয়েকটি বছর আগে যদি আমার অভিভাবক এই কথাগুলি শুনতে পেতেন আমার জীবনের গতিপথ বদলে যেত। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।
@piyaligupta73782 жыл бұрын
সত্যি বললেন একদম
@smampa84893 жыл бұрын
মহারাজ আপনাকে অনেক অনেক ধন্যবাদ 🙏এই ভাবে আমাদের পাশে থাকবেন 🙏🙏🙏সারা জীবন আপনার দেখানো পথে যেন চলতে পারি🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@trishnabakuli90313 жыл бұрын
🙏প্রনাম নেবেন মহারাজ🙏 আপনার কথা যতো শুনছি আমার বেঁচে থাকা আরো সুন্দর হচ্ছে।মনের জটিলতা কাটাতে পারছি।আর্শীবাদ প্রার্থনা করি।
@biobee20243 жыл бұрын
প্রণাম মহারাজ 🙏 আপনার কথা শুনতে আমার খুব ভালো লাগে। এই ভিডিওটা শুনে আমি চোখের জল ধরে রাখতে পারিনি। এমন করে যদি ৩০ বছর আগে কেউ বোঝানোর থাকতেন সংসারই ( ক্ষুদ্র অর্থে) করতাম না মহারাজ!
@shrabanidasbiswas70793 жыл бұрын
আমারও এই একই কথা মনে হচ্ছে। কেন তিরিশ বছর আগে এমন কথা কারো কাছ থেকে শুনলাম না। সেই সময়ও মনে এমন কথা বিন্দুমাত্র উঁকি দিয়ে ছিল কিন্তু না কেউ এইভাবে ব্যাখ্যা করে নি। হয়ত আমার ভবিতব্য তাই।
@anuradhabahubaliips3 жыл бұрын
Right amr 26 yrs but aj maharaj er kotha guli sune lifer er siddhanto bhalo kore nite parbo.
@tanushribanerjee5444 Жыл бұрын
🙏🏻মহারাজ দারুন বলেছেন,ধন্যাবাদ, আমার মতের সাথে অনেক মিল পেলাম
@parrot1219 Жыл бұрын
Amar sangi Addya Ma. Pronam Neben Guruji. Apner kotha gulo khub bhalo laglo.Apnet kotha sune Ami onek Shakti pelam.
@bijayaghosh51583 жыл бұрын
বিয়ে করিনি। সংসার ত্যাগ ও করি নি। অনেক ঝড় ঝাপটা ভেতর দিয়ে বেঁচে আছি। একটা চাকরি আমার সাপোর্ট। কেন বিয়ে করনি বা কেন বিয়ে হয়নি এই প্রশ্নটা আমাকে প্রায়ই শুনতে হয়। তোমায় কি কেউ দুঃখ দিয়েছে? ব্যর্থ প্রেমিকা? সত্যি উত্তরটা হচ্ছে মাথায় বিয়ে করার কথা কখনো আসে নি। কেউ বিশ্বাস করে না কথাটা। তাদের জন্য একটা উত্তর বানিয়েছিলাম। পিরিওডিক টেবিলের এলিমেন্ট রা একা বেড়ায় স্বাধীনভাবে। কারণ তাদের আউটডোর সেল বা ওকটেট ইলেকট্রনে পরিপূর্ণ। বাইরের কোনো ইলেকট্রনের সাহায্যে তাকে স্টেবল হতে হয় না। আপনার এক্সপ্লানেশনের মধ্যে আমার ভাবনার সাপোর্ট পেলাম। প্রথমবার আপনার কথা শুনলাম। খুব ভালো লাগলো। প্রণাম নেবেন।
@madhumitaram58593 жыл бұрын
মহারাজ আপনার প্রত্যেক কথা এত মর্মভেদী এত সুন্দর এতো অসাধারন মহারাজ আপনাকে কোটি কোটি প্রণাম । আমি আমার জীবনের সব প্রশ্নের উত্তর আপনার কাছে খুঁজে পাই । কি বলে আর আপনাকে ধন্যবাদ দেব আমার আর কোন ভাষা নেই। আপনি আমার খুব প্রিয় এক মহারাজ। আমি আপনার প্রত্যেক টি কথা শুনে খুব আনন্দ পাই 🙏🙏🙏
@ramasarkar27043 жыл бұрын
প্রনাম মহারাজ। অসম্ভব সুন্দর বাস্তব কে আপনি তুলে ধরেছেন। আপনার প্রতি টা কথাই শিক্ষনীয়। আপনার সুস্থ দীর্ঘ জীবন কামনা করি।
@theindianmeditation77153 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@haimantighosh61113 жыл бұрын
Apner kotha gulo sune apner proti onek onek shroddha bere galo....Pronam neben moharaj🙏🙏🙏🙏🙏
@SurabhiMondal-q9l3 ай бұрын
বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম জানাই 🪷🙏🙏🙏🙏🙏
@jollybiswas52803 жыл бұрын
ভীষন সুন্দর সত্যি কথা যা শোনার সৌভাগ্য হয়েছে ঈশ্বরের কৃপায় 🙏
@theindianmeditation77153 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@TIYASAHALDER-ye5mq8 ай бұрын
Thanks Maha Raj ,onek din dhore aii question ta amar mone o uddbeg sristikorechillo.
Maharaj aapnake koti koti pranam.🙏.Aapni kato sahoj o shundor kore bujhiyedilen . Khub darker chilo aamar janar . Aapnake ashonkho dhonyobad.🙏🙏🙏👏🏻
@madhu7choudhury3 жыл бұрын
এটা আমার দেখা আপনার প্রথম ভিডিও। খুব ভালো লাগলো আপনার কথা। 🌼🌸🌼🌸🌼
@chhandamajumder20163 жыл бұрын
Apnake onk onk pronam Maharaj eto sundor gyan share korar jonno.🙏🏻 Mon e jeno ek odbhut shanti onubhob korlam😇🙏🏻
@aparupadas12713 жыл бұрын
Thank you for everything 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mamonimajumder31493 жыл бұрын
মহারাজ 🙏🙏🙏🙏নেবেন। আজ সকালে ও আপনার ব্যাখ্যা শুনলাম। খুব ভালো লাগলো। ভালো থাকবেন
@music_dance__jhangkarbipas83213 жыл бұрын
অসাধারণ মহারাজ জী অনেক কিছু শিখতে পারলাম ধন্যবাদ জানাই আপনাকে 🙏
@umabiswas10693 жыл бұрын
আজ আরও একটু স্বস্তি পেলাম অনেক সুন্দর করে বুঝিয়েছেন।
@susmitamitra93033 жыл бұрын
প্রতিটা প্রাণী এত চরম দুর্দশায় নিমজ্জিত এবং তাও নিজেদের দ্বারা সৃষ্ট।কারা পথপ্রদর্শক? অজ্ঞানী সমাজ প্রবর্তক।কিচ্ছু হবার নয়। এক প্রকৃতি সব মুছে নতুন তৈরী করুক।
অসংখ্য ধন্যবাদ🙏🙏 আপনাকে আমার মনের কথাগুলোকে এভাবে ভাষায় প্রকাশ করার জন্য।আমি একজন নারী, আমি এখন ৩৫। এক সময়ে বিয়ে করার জন্য সকলে আমাকেও অনেক চাপ দিয়েছে, কিন্তু আমি হয়তো চাপ খাওয়ার জন্য নিজেকে তৈরী করিনি তাই আজও চাপে পড়িনি।আমি সবাইকে এটাই বোঝাতে পারি না যে আমি নিজেকে অসম্পূর্ণ, অরক্ষিত বা অসুরক্ষিত ভেবে প্রয়োজনের খাতিরে কোনো সম্পর্কে জোড়াতেই চাইনা।আমি সঙ্গের সঙ্গী চাই ,নিঃসঙ্গের নয়।
@riyasaha58113 жыл бұрын
Ami apner cheye boyose choto. Tao thik erokom somossa face korchi. Jdi ekantoi problem na thake ektu alada kre ktha bolte pari amra? Jdio unknown Ami apni
@debashreedas37483 жыл бұрын
@@riyasaha5811 কী বিষয়ে কথা বলতে চাও?
@riyasaha58113 жыл бұрын
@@debashreedas3748 kichu kotha share korte, situation handle korar upaay jante, actually erokm keu ke bondhur moto chai je amar moto somossa face kreche, krche, songi chai. Jodi somvob hoye, contact koro ekta ber
@debashreedas37483 жыл бұрын
@@riyasaha5811 তুমি কোথায় থাকো?কীভাবে যোগাযোগ করতে চাও ?
@riyasaha58113 жыл бұрын
@@debashreedas3748 publicly to phone number share korar kotha bolte parina, amio korte parbo na. R jdi kono way thake tumi bolo.. Fb link Or via anything 🙂
@debanjanachakraborty77833 жыл бұрын
Pronam neben maharaj... Onek jot khule gelo aaj🙏🙏🙏🙏
@sipradas56643 жыл бұрын
দূর্দান্ত। আজ গুরু পূর্ণিমায় আপনাকে আমার ভূলুণ্ঠিত প্রণাম
@kalyanghosh76393 жыл бұрын
অপূর্ব ।
@mitalodh85903 жыл бұрын
Pronam Maharaj 🙏 I am a central Govt pensioner, a issuless widow and stay alone. My Gurudeb is Revered Swami Bhiteshanandaji Maharaj 🙏 Your speech has motivated me a lot and I do agree with each and every word spoken by yon. Thanks a lot and pronam🙏
@ketaki753 жыл бұрын
Ki je sattyi...nijei toh nijer modhye purno thaka jaye...samarpan sudhu tnar kachei hoy..shei Parampurush er kachei!
@anjalidas80803 жыл бұрын
খুব গভীর ও আন্তরিক। আত্মা য় না ফিরলে অপুরণতা যাবার নয়। তাই সাধন দরকার। নিজেকে চেনা এবং আত্মা য় স্থিত হওয়া দরকার। slow but sure. Pronam Moharaj.
@theindianmeditation77153 жыл бұрын
True
@Sgaming1173 жыл бұрын
Ki apurba kotha gulo...MONER VERGINITY KHUB DARKAR GURUDEB 🙏
@moumitadutta65683 жыл бұрын
খুব বাস্তব কথা স্বামীজি ।বিবাহের সংজ্ঞা দারুন বললেন । আমি তোমাকে ভালোবাসি মানে I need you 👍👍👍 exilent Nirsartho bhalobasa egulo noy । Nirsatho bhalobsasa prayojoner noy ❤️
@parmeshwarshrikrishna71463 жыл бұрын
Hare Krishna 🙏🙏.Pronam neben prabhu🙏.aj prothom bar sikhlam sarajibon ki vabe bachte hoi.asonkho dhonnobad aponake.
@কাব্যশ্রী_২০০০3 жыл бұрын
একদম ভেতরের গল্প বলে দেন মহারাজ🙏
@rickbg22823 жыл бұрын
Asadharon alochona moha raj ..mone santi pelam apnara kotha sune apni amar pronam neben moha moha raj Guru dev.🙏🙏🕉️🕉️
@swapnamondal50372 жыл бұрын
Thank. You very. Much maharaj
@samara76073 жыл бұрын
অনেক কিছু শিখলাম , confidence পেলাম...🙏🙏🙏
@payeljana4643 Жыл бұрын
মহারাজের কথা আর নিজের ভাবনা গুলো এক হয়ে যাচ্ছে। ভাবতে ভালো লাগছে যে আমার ভাবনা গুলো সুস্থ 🙏🙏🙏
@mitalichatterjee30203 жыл бұрын
Apner kotha sunte khub bhalo lage Moharaj..moner anek prosner uttor pai..r aj ae vediota sune khub monta halka lagche..pronam neben Amar🙏🏻🙏🏻
@pratimachatterjee39232 жыл бұрын
Thank You Moharaj.
@Blessings01-z5y3 жыл бұрын
প্রথমেই আপনাকে প্রনাম জানাই।এক অনবদ্য বিশ্লেষণ আপনার মুখ থেকে নিঃসৃত হলো।সকল প্রকার জ্বালা যন্ত্রণা সহ্য করেও,সেই বিবাহ নামক প্রতিষ্ঠানে বাধ্য হয়ে পড়ে থাকতে হচ্ছে।নিজের মনকে আধ্যাত্মিক পথে চালোনা করতেও অনেক বাধার সন্মুখীন হতে হচ্ছে।বিপরীতে মানুষটি বুঝতেই পারেন না আধ্যাত্মিকতার আসল অর্থ।নিত্য অশান্তি ভোগ করতে হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে।এই শেষ বয়সে কি করবো, কোথায় যাবো?শুধু ঈশ্বরের কাছে প্রর্থনা জানাই বিপরীত মানুষটিকে বোধ দাও,বুদ্ধি দাও।এক পবিত্র সম্পর্কে স্থাপিত হোক।আপনার কথা গুলো মনে খুবই শক্তি এনে দেয়।কিন্তু তা পালন করা খুবই কষ্টসাধ্য।অনেক অনেক ধন্যবাদ ।খুব ভালো থাকবেন।
@atrayeeroy57913 жыл бұрын
If you don't mind, sister, it is useless to expect the other person to understand your bhaabdhaara. I experienced it when I was less than 40. God helped me to get out of that situation. If I may suggest, you have to play a double role here. Be considerate of the other person, but increase japa and pray pray pray to God for more tolerance. Joy Maa. Help is bound to come if you are kind and sincere. 🌺 📿♥️
@rinaykumarmandal28163 жыл бұрын
প্রণাম নেবেন স্বামীজী। খুব সুন্দর উপস্থাপনা ।আমরা সবাই এই সত্যি অনুধাবন করতে পারি না যে পৃথিবীর সকল উল্লেকযোগ্য সৃষ্টি একার সাধনার দ্বারা সৃষ্ট ।তা সে ধর্ম, বিজ্ঞান, কলা কিংবা সমাজের মানবিক পরিবর্তন ।
@dindayaldas8493 жыл бұрын
মানুষ যখন অন্যের দুর্বল তা কে তার শক্তি মনে করে তখনই সমস্যার শুরু। জয় মা
@monishabarmon64003 жыл бұрын
আমি একাই চলতাম বলে সবাই বলতো তুই একা একা কেনো থাকিস কিন্তু আমি অনেক আগেই বুঝে গেছিলাম বাস্তবে সবাই ই একা আবার সবকিছুই একসূত্রে গাঁথা
@rakhimandalasha44903 жыл бұрын
Ekhon amio etai bujhi.
@atrayeeroy57913 жыл бұрын
Pronam Maharaj, for speaking so frankly, putting all the cards on the table. May Holy Mother bless you🙏📿🌺
@padmaghosh80393 жыл бұрын
Kothagulo khub valo laglo 🙏
@padmaghosh80393 жыл бұрын
Kothagulo khub valo laglo 🙏
@swapnadas82843 жыл бұрын
Really good discussion. Ami apnar video katha gulo suni Khub valo laga. Pronam Maharaj
@manjusreedas55832 жыл бұрын
মহারাজ আপনার কথা শুনে আমার অনেক মনে জোর পেলাম ।
@piumukherjee87173 жыл бұрын
প্রণাম নেবেন মহারাজ।আপনার কথাগুলো শুনলে মনে অনেক জোর পাই। নিজেকে উঠে দাঁড় করানোর চেষ্টা করি। আপনার সাথে দেখা করতে চাই। দয়া করে যদি ঠিকানা দেন কোন জায়গায় গেলে আপনার সাথে দেখা করতে পারব। জয় ঠাকুর,,জয় গুরু।। 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@somamahapatra60503 жыл бұрын
আমি ও একা মা আছেন কিন্তু আমার চিন্তা আপনি যে ভাবে বলছেন সেটাই আমি ভাবি কিন্তু আমার একা থাকা নিয়ে আত্মীয় দের প্রশ্ন আর চিনত
Amar boyos akhon...31 amar bor du bochor holo amake chere chole geche..dui chele k niye beche achi tara onek choto ..ami selai kore dui chele k niye beche achi aii vabe din katche age khub kanna kati korechi.... Akhon r kori onek onek odar niye kaj korchi kotin porisom korchi ....tobe kosto holeo santi te achi 🙏🙏🙏🙏🙏 vobisote r kao k lagbe naaa ...
@SafarnamawithDebo3 жыл бұрын
Thanks a lot for such positive thoughts to focus on life.
@nandinighosal53483 жыл бұрын
Somaje procholito dharona apni palte dichhen aste aste....Prottekti meyer pokhho theke apnake antorik dhonnobad janai maharaj....isswar apnake valo rakhun....🙏🙏