আমার বাবা 72 বছর বয়সে 5বছর আগে মারা গেছেন। তার আধ্যাত্মিক জ্ঞান খুব ছিলো । খুব বই পড়তেন । আপনি তার প্রিয় লেখক দের মধ্যে একজন । প্রতি বছরের পুজো সংখ্যা গুলোতে আপনার লেখা গুলি পড়বার জন্য অধীর হয়ে থাকতেন । এখন আপনার কথা শুনে বুঝতে পারছি যে কেনো আপনি এত প্রিয় ছিলেন তার । অপূর্ব ব্যাখ্যা । অসম্ভব জ্ঞান আপনার । প্রণাম নেবেন । ভালো থাকবেন ।
@wonji5385 Жыл бұрын
আপনার বাবা জাহানাম্মের আগুনে জ্বলছে। এখনো সময় আছে ইসলাম গ্রহণ করুন।
@wonji5385 Жыл бұрын
@@somapaul9090 quran 3 : 85 - আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম চায় , কখনোই তার ধর্ম কবুল করা হবে না , আর অখিড়তে সে ব্যাক্তি জাহান্নাম এর অন্তরভুক্ত হবে ।
@wonji5385 Жыл бұрын
@@somapaul9090 quran 4 :89 - তারা ইচ্ছা করে যে, তারা যেরূপ কাফির তোমরাও যেন তদ্রুপ কাফির হয়ে যাও, যাতে তোমরাও তাদের সদৃশ হও। অতএব তাদের মধ্য হতে বন্ধু গ্রহণ করনা, যে পর্যন্ত না তারা আল্লাহর পথে দেশ ত্যাগ করে; অতঃপর যদি তারা প্রতিগমন করে তাহলে তাদেরকে ধর এবং যেখানে পাও তাদেরকে সংহার কর; এবং তাদের মধ্য হতে বন্ধু অথবা সাহায্যকারী গ্রহণ করনা।
@wonji5385 Жыл бұрын
@@somapaul9090 quran 4 : 144 - হে মু’মিনগণ! তোমরা মু’মিনদেরকে ছেড়ে কাফিরদেরকে বন্ধু রূপে গ্রহণ করনা, তোমরা কি আল্লাহর জন্য তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও?
@wonji5385 Жыл бұрын
@@somapaul9090 quran 8 : 39 তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাও যে পর্যন্ত না ফিতনা (কুফর ও শিরক) খতম হয়ে যায় আর দ্বীন পুরোপুরিভাবে আল্লাহর জন্য হয়ে যায়। অতঃপর তারা যদি বিরত হয় তাহলে তারা (ন্যায় বা অন্যায়) যা করে আল্লাহ তার সম্যক দ্রষ্টা।
@soumitrachatterjee7505 Жыл бұрын
আপনার পাণ্ডিত্য কে আমার মত সাধারন মানুষের মাপার চেষ্টা বৃথা। শুধু প্রনাম করি । আপনি চিরদিন আমাদের মধ্যে থাকুন
@chandrimabhattasali6179 Жыл бұрын
পাঁচ মাস হয়ে গেলো বাবা কে হারিয়ে ছি, জ্যাঠা, কাকা এবং আরো প্রিয় জনেরা চলে গেছেন। অনেক প্রশ্ন মনে ভীড় করেছিল। আজ সুন্দর ভাবে অনেক উত্তর পেলাম। আমার বাবা ও খুব সুন্দর করে এইরকম বিভিন্ন তত্ত্বকথা বলতেন। আজ আপনার মধ্যে আমি যেন আমার হারানো বাবা কে খুঁজে পেলাম। আপনি আমার পিতৃতুল্য। আপনার চরনে আমার শতকোটি প্রনাম। আমি আরো আরো শুনতে চাই। ঈশ্বর আপনাকে খুব সুস্থ রাখুন। মনে হচ্ছে সাক্ষাতে বসে শুনতে পারলে অনেক কিছু জানতে পারতাম। আপনার নতুন ভিডিও এর আশায় র ইলাম।
@wonji53859 ай бұрын
আপনার বাবা জাহানাম্মের আগুনে জ্বলছে। এখনো সময় আছে ইসলাম গ্রহণ করুন।
@SuvamDeb19868 ай бұрын
Please programer please make him punish or blocked him from this channel 👉@@wonji5385
@DogOfOfficial7 ай бұрын
Janwar @@wonji5385
@kalosada42177 ай бұрын
কে ভাই
@biswadeepchaudhuri8294 ай бұрын
All other explanations of atma after death based on assumptiond have no scientific background.
@chayanikaguha7275 Жыл бұрын
আহা কী আনন্দ পেলাম। ভাষায় প্রকাশ করা যায় না। কী অসাধারণ ব্যাখ্যা। মৃত্যু নিয়ে আমাদের খুব চিন্তা হয়। রামকৃষ্ণ মিশন এর মহারাজ এভাবে ই বেদান্ত ব্যাখ্যা করেন। তাই আরও ভালো লাগলো। প্রণাম নেবেন।
@tuhinkumarnath6511 Жыл бұрын
ঠিক এইরকমই একটা episode এর অপেক্ষায় ছিলাম স্যার ।
@madhumitachakraborty8617 Жыл бұрын
Opurbo alochona, mon vore galo. Bar bar aro sunte mon chay
@bivadeb99408 ай бұрын
আপনার কথা গুলি, ব্যখ্যা সব আমাকে এতো আনন্দ দেয়। আগে শুধু ব ই এ পড়তাম এখন মন্ত্র মুগ্ধ হয়ে শুনি। প্রনাম নেবেন।
@tarundas7391 Жыл бұрын
অভূতপূর্ব ব্যাখ্যা খুব খুব খুব ভালো লাগলো আপনার আগামী দিনের আধ্যাত্মিক ব্যাখ্যা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায রইলাম। প্রণাম নেবেন। হরি ওম তৎ সৎ।
@rudraraju1958 Жыл бұрын
হে মহাপুরুষ, কিভাবে সম্ভব এই বিষয়টির এত সুন্দর উপস্থাপনা? খুব ভালো লাগল।
@nandinighosal5348 Жыл бұрын
বয়সে অনেক ছোট হলেও চোখের সামনে প্রিয় মানুষদের নিরন্তর বিয়োগ মৃত্যু পরবর্তী সময় নিয়ে আমার মনেও এক গভীর প্রশ্ন তুলেছিল।অনেক দিন পর অসাধারণ উত্তর পেয়ে মন শান্ত হলো। অনেক ধন্যবাদ আপনাকে স্যার। খুব ভালো থাকুন।🙏🙏
@prodyotbasu405011 ай бұрын
আপনি আমার প্রণাম নেবেন, আপনার থেকে অনেক জানলাম, সাধারণ সনাতন ধর্মের শাস্ত্র বিষয় অল্প জ্ঞানী দের কাছে আপনি কল্পতরু,
কি অসাধারণ ভাবে বললেন, কেবল মুগ্ধ হয়ে শুনলাম.. আপনাকে প্রণাম জানাই ... আর একটা প্রার্থনা, যদি শ্রীশ্রী চণ্ডী নিয়ে এরকম একটা episode করেন তাহলে বড় কৃতার্থ হই।
Khub valo laglo...jay ramkrishna.... Sri Sri thakurer kripay bodh korar sokti peyechi, tar jonne ami kritartho.
@pratapsingharoy3472 Жыл бұрын
অপূর্ব অপূর্ব আমি যা কোন দিন জানতাম না আজ আপনার মূখে শুনে নব জন্মের একটা দিগন্ত উন্মোচন হলো আমার বর্তমান জীবনে। আমার প্রণাম নেবেন চির কৃতজ্ঞ থাকবো আমৃত্যু আপনার কাছে।❤❤❤❤❤❤❤❤❤❤❤
@wonji5385 Жыл бұрын
আসসালাুআলাইকুম । ইসলাম গ্রহণ করুন । হুর পাবেন, ।
@wonji5385 Жыл бұрын
quran 3 : 85 - আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম চায় , কখনোই তার ধর্ম কবুল করা হবে না , আর অখিড়তে সে ব্যাক্তি জাহান্নাম এর অন্তরভুক্ত হবে ।
@BasudevMondal-o5j Жыл бұрын
@@wonji5385paka Bal.
@swapanbhattacharyya759511 ай бұрын
😊😊
@aparnabanerjee30585 ай бұрын
@@wonji53850.8 n. .😮😊 0😊😊😮
@saswatichanda492010 ай бұрын
ভীষণ ভালো লাগল, এ বিষয় নিয়ে নানা প্রশ্ন মনে ছিল বিশেষ করে বাবা মারা যাওয়ার পর,আপনার আলোচনা য় সবটাই পেলাম,ধন্যবাদ আপনাকে এত সুন্দর ব্যাখ্যা করার জন্য।
@malabikasengupta8400 Жыл бұрын
অসাধারণ উপস্থাপনা । খুবই ভালো লাগলো । বিভিন্ন উপনিষদের ঊধৃতি আর তার ব্যাখ্যা শুনে অনেক সমৃদ্ধ হলাম। আপনাকে প্রণাম জানাই। আগামী আলোচনার অপেক্ষায় রইলাম।
@Loksog473 ай бұрын
খুব সুন্দর গবেষণা সহ বলেছেন। আপনার ব্যাখ্যা শুনে ধন্য হলাম। 🙏
@sangitasengupta6722 Жыл бұрын
খুব ভালো লাগলো আপনার উপস্থাপনা। অনেক কিছু জানলাম। বিজ্ঞান জানার বহু বহু কাল পূর্বে আমাদের শাস্ত্র ,মহাভারত ,পুরান ,গীতা প্রভৃতি তে এই আলোচনা খুবই ভালো লাগলো।
@sarmisthadas4304 Жыл бұрын
Khub I gangorvo bisoe,bughte chesta korlam,khub valo laglo,pronam neben
@chandranathchatterjee9029 Жыл бұрын
আপনি পুজ্য ও গুরুবৎ মহান ব্যক্তি। আমাদের ধর্ম বিশ্বাসকে সমৃদ্ধ করতে আপনার নরলস প্রয়াসে আমাদের মস্তক নত হয় আপনার চরনে ও আমরা সত্য সমৃদ্ধ হই। এটাই মনে হয় জগতে কিছুই হারায় না। স্থুল ও সূক্ষ্ম ভাবে দৃশ্য ও অদৃশ্যে থেকে যায়। আপনাকে সশ্রদ্ধ অনন্ত প্রনাম জানাই ।চ্যানেলকেও সাধুবাদ জানাই। 🙏🙏🙏🙏🙏🍁🍁
@shobhachakrvarti8746 Жыл бұрын
❤Channeltike. sadhubad. janai🎉🎉🎉
@anjandey2940 Жыл бұрын
এত সুপ্রিয় ব্যাখ্যা যেন নতুন করে প্রাণ সঞ্চার হলো শরীরে। পুনঃজন্ম বিষয়ে এরকম সাবলিল আলোচনা হৃদয়ে গেঁথে গেলো। আপনাকে আবারও কোটি প্রণাম।🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@arindammandal1987 Жыл бұрын
Sperm ar maddhomyei punarjanm hoy
@NimalBasak-d3k Жыл бұрын
@@arindammandal1987⁹oo
@spofficialpage Жыл бұрын
ami
@spofficialpage Жыл бұрын
ami valo sonsar koty par cina samir vasa agat korcy sojo korty par ci na 🙏🙏
@sanchitasarker3856 Жыл бұрын
অপুর্ব ব্যাখা, অনেক অজানা তথ্য অবগত করানোর জন্য অসংখ্য ধন্যবাদ 🙏
@dipakkarmakar8820 Жыл бұрын
Thanks sir good luck খুব ভালো লাগলো
@chandraaditya2873 Жыл бұрын
নমস্কার জানবেন। অসাধারণ সুন্দর সহজ করে বুঝতে সাহায্য করলেন। দীর্ঘ দিনের অসুস্থতার পর আমার স্বামী সম্প্রতি ধরাধাম ত্যাগ করেছেন। পরবর্তী যেসব করনীয অনুষ্ঠান হলো তার পুঙখানুপুঙখ জলের মতো বুঝতে পারলাম আপনার এই প্রতিবেদন থেকে। অনেক ধন্যবাদ আপনাকে ।ভালো থাকবেন স্যর ।আরো ও অনেক সমৃদ্ধ আলোচনার মাধ্যমে আমাদের জ্ঞানের ভান্ডার আমরা পূর্ন করবো।
যেন নিজেকে জানতে পারছি এমন ভালো । আগামীর অপেক্ষায় স্যার, নিশ্চিত শেয়ার করব। প্রণাম। badhan from India
@swarnalibanerjee64904 ай бұрын
প্রণাম নেবেন 🙏খুব ভালো লাগলো 🙏🙏🙏 মনটা খুব অশান্ত হয়ে গেল, চোখে জল আসছে, কান্না পাচ্ছে... বাবা মায়ের কথা খুব মনে পড়ছে 🙏🥲
@malaganguly9289 Жыл бұрын
খুব দারুন ভাবে। বোঝালেন মনটা ভরে গেল আবারো বোলবেন শুনব
@subodhkumardebnath7588 Жыл бұрын
Apnar kotha sune onek onek kichu janlam khub valo laglo amar pronam neben
@sanjuktamondal6511 Жыл бұрын
আপনি যে কতো পড়াশোনা করেছেন, অবাক হতে হয়। কিভাবে পুনরায় জন্ম হয় শুনলাম। ভাবনা লোক, বাসনা লোক এইসব জানলাম। অনেক কিছু অবাক করার মতো। খুব ভালো লাগলো। স্বশ্রদ্ধ প্রণাম জানাই🌹🌹
@kakalibatabyal3557 Жыл бұрын
নতুন এবং অসাধারণ একটা দিকের সন্ধান পেলাম
@somasb312 Жыл бұрын
আপনাকে আমার শতকোটি প্রণাম। আপনি বহুদিন আগেই এই পোস্ট টা আপলোড করেছেন, কিন্তু আমি আজই শুনলাম। এবং অত্যন্ত অনুধাবন সহকারেই শুনলাম। শোনার পর আমার খুব কান্না পেল। আমার বাবা আজ পাঁচবছর হল গত হয়েছেন। উনি আমার অত্যন্ত কাছের ছিলেন। আমি বাবার মৃত্যুর পর ওনাকে নিয়ে একটা লেখাও লিখেছিলাম। এতদিন আমি যখনই বাবার কথা ভাবতাম, আমার খুব কষ্ট হতো। আমিই বাবার পারলৌকিক কাজ করেছিলাম। আপনার এই পোস্ট টা শোনার পর আমার আবার সেগুলো মনে পড়ে গেল। যে মন্ত্রগুলো উচ্চারণ করে আমি চোখের জলে ভেসে বাবাকে তর্পণ করেছিলাম, এখন সেই মন্ত্রগুলোই অন্য রূপে ধরা দিল। আমার এখন বাবাকে নিজের সন্তান মনে হচ্ছে। মনে হচ্ছে, যদিও আমি তাঁকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমিই বাবার পুনর্জন্মের প্রক্রিয়া শুরু করেছি। আমার স্বর্গীয় বাবা একাধারে আমার পিতা এবং সন্তান হয়ে গেছেন। আমি প্রকাশ করতে পারছিনা, আমার ঠিক কেমন লাগছে। আপনার জন্য আমি ঋদ্ধ হলাম। আবার আপনাকে প্রণাম জানাচ্ছি।
অসাধারণ। কত সুন্দর করে বুঝিয়ে বললেন আপনি। কি সরল ব্যাখ্যা। বুঝতে পারলাম অনেকটাই। কিছুটা বাকি রয়ে গেল। আবার শুনবো, প্রয়োজনে আরো দু তিনবার শুনবো। বাকিটা নিশ্চিত বুঝে যাব। আসলে আপনার জ্ঞানের কাছে আমি তো একটা ক্ষুদ্র নুড়ি মাত্র। অনেক শুভেচ্ছা রইলো।❤
@deepanjanachakraborty2756 Жыл бұрын
এই চেতন মনের ক্রিয়া জানার আগ্রহ বহুদিনের আকাঙ্খা ছিল।আজ জানতে পারলাম। কত যে আনন্দ পেলাম ।শত প্রণাম রইল।
@sikharoy4301 Жыл бұрын
Khub valo laglo post ta.onek ajana jinis jana holo.
@swapnamukherjee6474 Жыл бұрын
আপনার এই সকল আলোচনা গুলি অত্যন্তই গুরুত্বপূর্ণ অমূল্য সম্পদ ।এই সম্পদ গুলি নিশ্চয়ই পুস্তক আকারে আপনি আমাদের জন্য গ্রথিত করেছেন, সেই গ্রন্থ গুলির নাম জানতে চাই। আপনার প্রশংসা করার যোগ্যতা আমার নেই। আপনার দীর্ঘায়ু প্রার্থনা করি।স্বশ্রদ্ধ প্রণাম জানাই।
অপূর্ব আলোচনা। আগ্রহের সঙ্গে শুনলাম। শেষঅংশে বাসনালোকের কথা অর্থাৎ অর্জিত সংস্কারের পুনরায় পরবর্তী জন্মে বহনের ব্যাপার টি মনকে সমৃদ্ধ করল। এই ব্যাপারে সময় করে আরো বিস্তারিত আলোচনা আপনার কাছ থেকে শুনতে চাই। ভালো থাকবেন ও আমার প্রণাম নেবেন।
@kaberichakraborty13549 ай бұрын
মুশলমানদেরকিমরেগেলেকিহ এ
@dr.syedabdulwazed3088 Жыл бұрын
আমি পুরোটাই খুব মনোযোগ সহকারে শুনেছি । মহভারত , গীতা , বেদ ইত্যাদির উদ্ধৃতি গুলোও অনেক ভাবনা উদ্দীপক । নৃ সিংহপ্রসাদ ভাদুড়ী মহোদয় একজন শ্রদ্ধ্যেয় শিক্ষক ও পণ্ডিতজন । তাঁকে অভিবাদন জানাই ।
@wonji5385 Жыл бұрын
quran 3 : 85 - আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য ধর্ম চায় , কখনোই তার ধর্ম কবুল করা হবে না , আর অখিড়তে সে ব্যাক্তি জাহান্নাম এর অন্তরভুক্ত হবে ।
@srabaniraichaudhuri6223 Жыл бұрын
@@wonji5385 What nonsense really! No end of stupidity.
@tanusikdar9445 Жыл бұрын
স্যর, আপনার এই আলোচনা আমি প্রথম বার শুনলাম। খুব সুন্দর খুব ভালো লাগলো। ভালো থাকবেন।
@dakshinaranjanbhattacharje1346 Жыл бұрын
Asadharan..Khub Bhalo Laglo.. Tobe Bongo Deshe Mul Shrddher Din Matra Duto Pinda Daner Byabastha..Akti. Agnidhagdha...Anyati Mul Mriter
অনেক সমৃদ্ধ হলাম। অপূর্ব পরিবেশন করলেন। প্রণাম আপনাকে।🙏🙏
@juinmukherjee8287 Жыл бұрын
স্যার,প্রণাম নেবেন।অত্যন্ত উপকার হলো আমার।এত কঠিন বিষয়ের এত সুন্দর ব্যাখ্যা শুনে উপকৃত হলাম।বাবা-মা সবাই চলে গেছেন তো তাইএটা উপলব্ধি করতে পারছি। জন্মান্তর আছে।কোন না কোন জন্মে তাদের সঙ্গে মিলিত হবোই।
@Saptarsee5 Жыл бұрын
যদি পুনর্জন্ম থাকে তবে আমরা যে আবার মানুষ হয়েই জন্মাবো এটা আপনাকে কে বলল।
@RahulDas-lu4dz8 ай бұрын
@@Saptarsee5একবার পারলে শ্রধেও জয়দীপ মহারাজ কেও শুনুন , এটা আমার আপনাকে নিবেদন 🙏
@Biswajitpal154 ай бұрын
ভাগবত গীতা পাঠ করুন এই আশঙ্কা ও প্রশ্ন সমাধান হবে l আর sapteshee বাবু কে বলি আপনিও গীতা পাঠ করুন l নৃসিংহ sir এর সাথে একমত হতে হবে, গীতা পাঠ এর আগে নয় l
@lekhasaha9294 Жыл бұрын
Khub sundor kore bojhalen.,... , Pranam janai
@debabrataraichoudhury6937 Жыл бұрын
Ki bolbo.Mugdho hoye shunlam.Eto sundar byakhya monke anek shanto kore gelo
@BaniDas-g8y Жыл бұрын
Sir very good discason.❤❤❤
@sagarikabhattacharjee8022 Жыл бұрын
অসাধারণ লাগলো। অনেক কিছু জানলাম যেটার সম্বন্ধে খুব কৌতুহল ছিল।😊
@saswatybardhan6458 Жыл бұрын
খুব সুন্দর ব্যাখ্যা, আত্মা আলোকিত হলো। প্রণাম 🙏
@arupkumarbhattacharyya2462 Жыл бұрын
স্যার আপনাকে প্রণাম। অসাধারণভাবে আপনি বিষয় ব্যাখ্যা করেছেন। মোহিত হয়ে শুনে চলেছি। এমনই কঠিন কঠিন বিষয় প্রাঞ্জলভাবে বললে সাধারণ মানুষের সুবিধা হয়। প্রণাম আপনাকে।
@arundhatichakraborty3451 Жыл бұрын
অপূর্ব ব্যাখ্যা।অনেক জিজ্ঞাসার উত্তর পেলাম।
@sumitanath7239 Жыл бұрын
অপূর্ব সুন্দর ব্যাখ্যা। মনের অনেক প্রশ্নের উত্তর পেলাম। নমস্কার
@gopalnath8875 Жыл бұрын
সত্যি আজ আপনি আমার অনেক টা বুঝতে সাহায্য করেছেন, স্যার ভগবান আপনাকে অনেক ভালো রাখুন