এই ভদ্রলোক, মানে শ্রী টোটা রায় চৌধুরীকে আমি যদি তাঁর অভিনয় সত্ত্বা, তাঁর শিল্পী জীবন থেকে বার করে এনে দেখি, তাহলে বলব, অন্য সত্ত্বায়, উনি একজন অত্যন্ত উঁচু মাপের মানুষ, যার প্রত্যেকটা কথা মন দিয়ে শুনলে যে কোনো মানুষ তার কঠিন সময়ে চলার জন্য উপযুক্ত রসদ খুঁজে পাবেন। ওঁর জীবনশৈলীকে অনুসরণ করলে হতাশাগ্রস্ত মানুষ বা তা না হলেও, অনেকটা উপকৃত হবেন। কাউন্সেলিংয়ের কাজ করে যেন ওঁর কথা।আমি তাই টোটা স্যারের সমস্ত সাক্ষাৎকার শুনি, এবং প্রায় শুনেও ফেলেছি সবগুলো যা পেয়েছি। আমি উপকৃত হয়েছি। অভিনয় শিল্পে আমি এমন মানুষ আর দেখি নি। বহু প্রতিভাবান ,ওঁর বাকি গুণাবলীর কথা তো বাদই রাখলাম এখানে। টোটা স্যর, আপনাকে আরও বহুদিন দেখতে চাই অভিনয় শিল্পে। আমাদের অনেককিছু পাওয়ার আছে। আজকের সাক্ষাৎকারের পর ওনাকে প্রণাম জানালাম। কিন্তু এই কমেন্ট তো ওঁর কাছে পৌঁছবে না।