সাত সকালে গানটি শুনে মন ভরে গেল। এক অদ্ভুত ভাবাবেগ ও প্রশান্তি এল মনের মধ্যে। পান্নালাল ভট্টাচার্য ও অনুরাধা পডোয়াল এর গলায় এই শ্যামা সঙ্গীত টি শুনেছিলাম কীর্তন আঙ্গিকে। এখন শুনলাম এক সম্পূর্ণ অন্য আঙ্গিকে। তাতেও যে গানটি তার স্বকীয়তায় এত অপূর্ব শ্রুতি মধুর হয়ে উঠতে পারে সেটা ভাবতেও পারছি না। এর জন্য সঙ্গীত শিল্পী কুমার সঞ্জয় এর এই অন্য ধারার ভাবনা কে সবার আগে কুর্ণিশ জানাই। music সত্যিই অনবদ্য। প্রথমে videography র দিকে নজরই যায়নি, গানটি শুনছিলাম চোখ বন্ধ করে। পরে দেখলাম.... আবারো অভিভূত হলাম। এবার শিল্পীর কণ্ঠ নিয়ে কথা বলা শুরু করলে হয়তো উপন্যাস লিখে ফেলবো। স্বয়ং ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে শিল্পীর কত যে সাধনার ফসল এই কণ্ঠ, তা আর লিখে বোঝানোর অপেক্ষা রাখেনা। মা....... এই শিল্পী কে তো চেতনা চৈতন্য দুই - ই দিয়েছেন, বোঝাই যাচ্ছে, এবার শ্রোতাদের দিক, যাতে তারা ভালো গানের কদর বুঝতে পারে। সমস্ত শুভাকাঙ্ক্ষী শ্রোতাদের অনুরোধ জানাচ্ছি, এই রকম অপূর্ব গানটিকে আরো অনেক অনেক মানুষের কাছে পৌঁছে দিন। ধন্যবাদ 🙏🙏🙏🙏🙏
@anjanachakraborty4896 Жыл бұрын
গানটা এত সুন্দর পরিবেশন করেছিস, যা শুনে মনটা ভরিয়ে দিলি। খুব খুব ভালো লাগলো।
@beoreyo1029 Жыл бұрын
Osadharon 🎉
@amitavabhattacharya9185 Жыл бұрын
Bah!! Monta bhore gelo. Tumi aro amon sundar gaan amader upohaar dao bhai. Amra kebal mugdho hote thaki.❤
@sobhanali1581 Жыл бұрын
Osadharan, Khub sundor geyechho Boss.... Khub valo legechhe ❤️❤️❤️❤️🙏