আপনি এক দম টিক বলেছেন সত্ মা ত সত্ মাই এমন সত্ মা বারিই ছারা করল আমি প্রথম বলেছি কাল কেটে কুমির আনছেন এত দিন দেকি নাই বুইড়া কিছু কিনে আনতে এখন দুই তিন পদের মাছ আনে মেয়ের ভিডিওতে দেখায়
@sanjidaakter88022 сағат бұрын
আপনাকে ধন্যবাদ ! সত্যি কথা আমরা বলবো আর কেউ বলবো না আমাদের পাশে থাকবে
@nibeditasaha7197 сағат бұрын
Apnar kotha kichu buji na from lndia
@ayeshakhanom37377 сағат бұрын
এতো কোয়াশা পড়ছে 😮❤❤
@sanjidaakter88022 сағат бұрын
আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ
@shampadas80106 сағат бұрын
বলবেন আপনি আপু.... যা সত্য সবটাই বলবেন..... সোসাল মিডিয়ায় নানা রকম লোক আছে..... ভিডিও সবাই দেখি..... ভালোমন্দ কমেন্ট সবরকমই পাবেন আপু..... যে যা খুশী বলুক কান দেবেন না..... আপনি আপনার পরিবারের কথা শেয়ার করলেন শুনলাম.... সৎ মা যে কি বস্তু আমার চেয়ে ভালো কেউ জানে না আপু...... ভালো থাকবেন আপনারা.....
@sabbirking269511 сағат бұрын
❤❤❤
@SarabiSaha2 сағат бұрын
I like you but l see Nupur so happy with out them Votho and her Mother too close they sowing Muto is a bad person ❤
এটা কি আপনার কাহিনী শুনাইলেন নাকি মিতু লিটনের চামুচ গিরি করলেন। আপনার কাহিনী তো কেউ জানতে চায় না, হঠাৎ এবলার কারণ কী। আপনি ও তো সত্যি বললেন না, সত্য বলতে যখন এতটাই মনে চায় তাহলে ওদের বাড়িতে যে বাড়ি যে পুরো গ্রামের মানুষ বসে শালীশি করছে যাতে ওরা বাড়ি ছেড়ে না যায় সে কথাও বলেন। এতো সত্যবাদী যখন হতে চান।
@sanjidaakter88029 сағат бұрын
আপনে নিটনের চামচা গিরি করেন দেখ তো কমেন করছেন
@AlexNiru-b4b9 сағат бұрын
আপনাকে তো ওদের কাহিনী জানাতেও চায়নি.... হঠাৎ মনে চায়ছে তাই এই কাহিনী বলছে কেন বলছে এর উওর আপনাকে দিবো কেন ওনারা বাড়িতে শালীশ বসছে মিতু দের থাকার কথা বলে নাই ওনারা কারন আপনি আছেন ই বলার জন্য আপনি বলে দিবেন তার জন্য ওনারা বলে নায় ওনারা তো বলে নায় আমরা খুব সত্যবাদী মিথ্যা কথা জীবনেও বলি না পরের বাড়ী বিষয় নিয়া সত্যবাদী হইয়া ওনাকে কি দরকার ঠেকা পইরা রইছে নাকি আর ইমরান গো কাহিনী ভালো না লাগলে শুইনেন না আপনাকে তো ওনারা বলে নায় শুনেন এখন চিন্তা করেন কে চামচে গিরি করলো ওনারা নাকি........
@1ts-Ch1Ch1Минут бұрын
@@sanjidaakter8802আগে তো বাংলার শুদ্ধ উচ্চারণ এবং বানান শিখো বেটা তারপর কিছু লিখবে কেমন।আর তোমার মাকেও সুন্দর ও স্পষ্ট করে বলতে বল না হলে তার কথাও বোঝা যাচ্ছে না। আমরা যারা দেশের বাইরে থেকে এ গেরামের ভিডিও দেখি ভালো লাগে, এবং এটা চাই সত্যি জানার জন্য সেখানে ইনিয়ে বিনিয়ে সত্যটা গোপন করলে শুনতে বা দেখতে মনে চায় না,তাই মাঝে মধ্যে এমন কমেন্ট আসবেই, তো সেখানে যদি এরকম বেয়াদবি ভাবে উওর দাও, তাহলে তো ভিউজ হবেনা বেটা।