জিবনে হারানোর অনুভূতি না থাকলে এতো সুন্দর গানটা শুনা হতো না।
@gopalmondal3447 Жыл бұрын
Ekdom
@koustubhmodak4363 Жыл бұрын
ঠিক কথা বলেছেন।
@mamunkhandaker1351 Жыл бұрын
যতই দিন যাচ্ছে এই গানের কথাগুলো আমার জীবনের সাথে মিলে যাচ্ছে। এই গানটা শুনলে আবেগকে ধরে রাখতে পারি না। তবুও বার বার শুনি।
@shamsoddohaalamshamsoddoha5335 Жыл бұрын
❤❤❤❤😢😢😢😢😢 হাজার কোটি টাকা জমি দিয়ে কি হবে, হারোনোর যন্ত্রনা মুছে ফেলতে পারিনি, আগামী প্রজন্মের জন্য রেখে গেছেন সেই সুন্দর অবিস্মরণীয় সংগীত
@abakprithibi83758 ай бұрын
Amio aj nissho 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@apuchandrabarman Жыл бұрын
গানটা শুনলে চোখের জল বেরিয়ে যায় অজান্তেই 😢, কোথায় গেল সেই হাসি😢
@nisankasekharsahoo34712 жыл бұрын
ঐই দুর্ভাগ্যের শিকার কম-বেশী আমরা সবাই,অন্ততঃ অনুভূতিপ্রবন সব মানুষ্। হায়রে জীবন!
@prasantachoudhury63012 жыл бұрын
Thik 😭
@abuhassan92322 жыл бұрын
নিজের অজান্তেই আজ নিশ্চুপ হয়ে গেছি।সবকিছু হারিয়ে যায় ----হাসি, খুশি, ভালোবাসা, এমন কি জীবন প্রবাহ ! জীবন যেন শুধু যন্ত্রনা !
@ramdulalmandal6338 Жыл бұрын
"শেষের দিনে সেজন বিনে ক্ষেপা পর কি আপন হবেরে।"
@noimulhassan996410 ай бұрын
Eta to amar o kotha
@amarkhamar83865 ай бұрын
যার হারায়, সেই বোঝে কি যে যন্ত্রনা..... অনুভুতি গুলো আজ আহত.....!!
@mongolmalaker7162 Жыл бұрын
গানটি যে জীবনে কত বার শুনেছি আর তত বার কেঁদে ছি ।হারানো দিন গুলো সৃতির পাতায় আসে আর চোখের জল ঝরায় ।
@jaydulislam61992 жыл бұрын
মন জুড়িয়ে যায়। এই গান গুলো চিরদিনই সজীব। ধন্যবাদ
@hasanmir2865 Жыл бұрын
জীবন অনিত্য ; এই জীবনে কিছুই চিরদিন থাকে না, না আনন্দ না বেদনা। থাকে কেবল স্মৃতি।
@FORTUNE_25 Жыл бұрын
অসাধারন আমাদের জীবন চক্র আজ ৫২ বছর বয়সেও এ গান শুনে তাকিয়ে থাকি আর শুন্য শুন্য মনে হয় জীবনকে
@moinureditx6361 Жыл бұрын
আমার বয়স 26 এই পুরোনো দিনের গান আমার খুব ভালো লাগে তাই আমি কখনো কখনো শুনি ❤❤
@sudipmondal1392 Жыл бұрын
একই মানুষ। আগেকার দিনের গানের কথা, সুরকার,শিল্পী আর এখনকার! হায়রে কালের প্রভাবে কেথায় যাচ্ছি .......
@shamsaha3457 Жыл бұрын
❤1
@skbulbul38002 жыл бұрын
যে বা যারা স্বপ্ন দেখায় তারা কতো নিখুঁতভাবে ঐ স্বপ্ন টা ভেঙ্গে হৃদয়কে চৌচির করে দিয়ে কষ্টের আগুন জ্বালিয়ে ভালবাসার মুখোশ টা খুলে কতইনা স্বচ্ছন্দে অন্যে হাত ধরে চলে যায়
@farhadhossain8133 Жыл бұрын
জীবনে হারানোর অনুভূতি না থাকলে,হয়ত এ গানটি শুনা হত না❤
@Monjurul7573 ай бұрын
গানটি শুনলেই ছেলেবেলার না পাওয়ার অনেক কিছু চোখের সামনে ভেসে ওঠে।
@mehedisiyam94498 ай бұрын
আজ জীবনের ২৫ বছর অতিবাহিত করার পর,নিজেকে সর্বদিক থেকে বড্ড অসহায় লাগছে। না পারছি পরিবারকে ভালো রাখতে,না পারছি সমাজ বা ভালোবাসার মানুষকে ভালো রাখতে। গানের মতো জীবনের একটা চরম মিল পাচ্ছি যেখানে নেই কোন আনন্দ, নেই কোন খুশি,নেই কোন স্বপ্ন
@swadeshranjanbera97287 ай бұрын
স্রষ্টা এবং তাঁর সৃষ্টি যে কত মহান তা হেমন্ত বাবুর এই অসাধারণ গানটি না শুনলে অনুভব করা যাবে না!!আজ যারা চুরি চামারি করছে তারা সম য়করে এ গানগুলি একবার শুনুন!!
@RaiparakhanRaiparakhan2 ай бұрын
I appreciate you sir.. ❤❤
@sankarpramanik7446 Жыл бұрын
আজ এই ৬৪বছর বয়সে এসে বুঝতে পারলাম আজ আমি জিরো থেকে বাড়ি গাড়ি টাকা পয়সা,সব অনেক আছে, কিন্তু জীবনের এই অপরাহ্ণ বেলায় বুঝতে পারছি অনেক কিছু হারিয়ে ফেলেছি,😭😭😭
@rtssojibe-e2m10 ай бұрын
আমি ও আপনার মত ৬২ পরে এসে বুঝলাম সব শূন্য। আমি কে আজো খুঁজে ফিরছি না পাওয়ার আকাঙ্খা মন উদাসীন।
@ShaikhNurulAlamBulbul9 ай бұрын
আমি ঐ বিশ বৎসর বয়স টা পেরিয়ে এসেছি বলে মনে হয়না,সবারই সুন্দর একটা মন থাকে হয়তো আমারও ছিলো কিন্তু ঝড়ো হাওয়ায় উবে গেছে অনেক কিছু হারিয়ে ফেলিছি অনেক অনেক সুন্দর রঙিন স্বপ্ন মৃত্যু হয়েছে সুন্দর একটা ভালো মনের আছে পড়ে কষ্ট আর যন্ত্রণা
@abakprithibi83758 ай бұрын
@@ShaikhNurulAlamBulbulaj amio bujte pari a ki jantona 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@rezafiroj19703 ай бұрын
প্রতিটি মানুষ বেঁচে থাকে স্বপ্নের মাঝে❤❤❤❤
@benjamingonsalves-do4oh3 ай бұрын
I am 67 now....and realized the same... Thank you from Cebu City Philipines..22 Spt.2024
@nirmalkumarchattopadhyay1362 Жыл бұрын
দুই ভাই ছবির এই গান শুনলে মন চঞ্চল হয়ে যায়, বার বার শুনতে মন চয়
@saktihalder57822 ай бұрын
জীবনের সব খুশি ও সব হাসি মহান ও সর্বোত্তম ঈশ্বরের নিকটে নিবেদন করলে, দেখবেন ওগুলো আরো বৃদ্ধি পাবে--হারিয়ে যাওয়ার ভয় থাকবে না।
@jonikashathy42 Жыл бұрын
সুখ, ভালোবাসা , আনন্দ ------ একটা ঝড় যেন সব কিছু কেড়ে নিল!!! ভালোবাসা পরাজিত হলো ,,,, জয় হলো রাগ, ইগোর .....
@arnabmazumder9212 Жыл бұрын
Eni sei ak O adwitiyo Hemanta Mukhopadhyay, amra sab hariye benche achhi tarn sure r gane.Pranam
@JinnatAra-e5qАй бұрын
সব কিছুর জন্য আল্লাহ ভরসা রাখি ইনশাআল্লাহ ✌ খুব সুন্দর হয়েছেন 🌿 মাশা-আল্লাহ , ইনশাআল্লাহ ✌ জয় বাংলা ধন্যবাদ ✌ জয় বাংলা জয় বঙ্গ বন্ধু আন্তরিক ভাবে অভিনন্দন রহিলেন জয় করুন ইনশাআল্লাহ ✌ জয় , (৷ জয় ) 💜🇱🇾🖐️✌️
@soubhagyaprapti8 ай бұрын
এতো গভীরতা গানের কথায়, শিল্পীর কণ্ঠে --- আহা
@ceaserhuq4727 Жыл бұрын
আমার বেচে থাকার কারনে শুনতে পারছি এগান! তাই সব হারানো হারানো নয়!
@mdmasudulislam6006 Жыл бұрын
নিজের অজান্তেই চোখে পানি এসে গেল
@saymaakternisha8997 Жыл бұрын
জীবনে চাওয়া পাওয়ার হিসাবটা খুব আপেক্ষিক। কিছু চাওয়া কখনো পুরন হয়না কেবল আক্ষেপ নিয়ে জীবনটা কাটাতে হয়
@sukumarchakraborty42605 ай бұрын
কি অসাধারণ গান ।সতীনাথ মুখোপাধ্যায় ।একটি কথা হ যা মনে হয় যেন ছোট বেলা সেই কথা বলেছেন ।
@shahidulsarker8459 Жыл бұрын
গানটা শুনে ভাষা হারিয়ে ফেলেছি কি লিখবো জানি না। কঠিন জীবন ! শুধু চোখে পানি এলো । কেন এমন হয় ?
@bimolsaha7403 Жыл бұрын
অতীতের স্মৃতি গুলো আকরে ধরে, মনের যন্ত্রণা বর্হির প্রকাশ করেন গানের গীতিকার স্বর্গীয় হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে অসাধারণ এ গান আমার জীবনের এতো খুশি এতো হাসি, সব মানুষের জীবনের এ গল্প।।।।।।
@ajaydasghosh62492 жыл бұрын
এতো মধুর কন্ঠস্বর কি করে একজন মানুষের হয়? বড় বিস্ময় জাগে ।
@SiddiqurRahman-hm7cd2 ай бұрын
সব ভাষা হারিয়ে ফেলেছি,
@robindrong20602 жыл бұрын
অনন্যসাধারন, যেমন কথা তেমন অভিব্যক্তি।
@ShahalamKhan-w4b28 күн бұрын
না থেকেও কেউ কেউ থেকে যায়। অভিমানে, আক্ষেপে, অপেক্ষায়। কখনো পুরোনো মেসেজ এর ভিড়ে, কখনো গেলারির প্রথম শাড়িতে। থেকে যায় প্রিয় কবিতায়,বিষন্ন গানের লাইন য়ে, বিকেলের শূন্যতায়,কিংবা ঘোর লাগা একাকিত্বে। আর সব শেষে, মাঝ রাতের অবাধ্য অশ্রুধারায়। গানটা শুনে হৃদয়টা হালকা হলো।
@sheikrasal4 ай бұрын
সর্বকালের সেরা গান❤❤
@salampaiker80402 жыл бұрын
গভীর রাতে এই গান শুনতে খুব ভালো লাগে। মনের অজান্তেই দু চোখে পানি চলে আসে।
@BiplabRoynandi11 ай бұрын
সব কিছু পেয়েও জীবনের অনেক কিছু হারিয়ে গেছে ।তাই অশ্রূ বিসর্জন ছারা আজ কছু অবশিস্ট নেই ধন্য বাদ জানাই সবাই কে এতো আনান্দ হাঁসি ও খুশি দান করবার জন্য সকলের চরনে শত শত প্রনাম রইলো। ❤ ❤ ❤ ❤ ❤
@kishalaychakma28562 жыл бұрын
তুলনা হীন... যতোই শুনি ততোই ভাল লাগে
@MominMia-h1f6 ай бұрын
Unparalleled brilliant singer nice voice famous in world ❤😢😢
@suprabhatmajee91869 ай бұрын
Very excellent sweety memorial evergreen old fine favourite superb unforgettable song Asansol HP CollegeRd Bye Lane Netajisarani
@AnshumanSardar-o4uАй бұрын
প্রণাম জানাই হেমন্ত মুখোপাধ্যায়
@maheshmondal20752 жыл бұрын
আমার তো কোনোদিনই হাসি ছিলোনা খুশি ছিলোনা তবু ও এত ব্যাথা,.
@syedaafroza711 Жыл бұрын
আমার ছোট বেলায় বাবাকে দেখোছি এইসব গান গুলো শুনতো আজ বাবা মা কেউ নেই তাই গানটা শুনে মনটা দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছে।
@bainmanik4517 Жыл бұрын
এ যেন আমার জীবনের স্মৃতিচারণ। আমার জীবনের এত খুশি এত হাসি কোথায় গেল
@sanjoyroy2 жыл бұрын
সময় পেলেই গানটা শুনি। বাবা তুমি নেই আমার যেন সব হাঁসি সব খুঁশি কোথায় যেন চলে গেল। মন চাই অনেক অনেক কাঁদি। কাউকে যেন কষ্টটা বলতে পারছি না... ... ... 😢😢😢
@skali64652 жыл бұрын
ভীষণ রকম ভাবে মনটা বিষন্নতায় ভরে গেল ।এই গান গাওয়ার মতো শিল্পী আর আসবে না ।
@akilajmir22482 жыл бұрын
W.
@dilipsarkar78862 жыл бұрын
ঠিক বলেছেন ভাই
@suprabhatmajee91865 ай бұрын
Excellent song & performance of actress Supriya Devi & Actor Uttamkumar Asansol HP CollegeRd
@damodarmukhopadhyay9301 Жыл бұрын
সত্যি বলতে এইসব গান মানুষ এর প্রাত্যহিক জীবনের মিশে আছে।।
@howtodo1516 Жыл бұрын
সবাই কি ভাবছে আর আমি ভাবছি এই সব সুর কোথায় হারলো, এই সুরোকার কোথায় হারলো, এই সৃষ্টি কোথায় হারলো। আহঃ শুরুতে যে সুর, মাঝে মাঝে থেমে গিয়ে আবার শুরু।
@asokBandyopadhyay2 ай бұрын
Our sweetest songs are those that tell of saddest thoughts
@Anabiathequeen11 ай бұрын
গানের প্রতিটি কথা আমার জীবনের সাথে এতো মিল কেন? ৬৪ বছরের এসেও দেখছি, যা চেয়েছি তার কিছু ই পেলাম না। স্ত্রী, সন্তান, সুন্দর গুছানো একটা সংসার। সব আছে কিন্তু কিছু ই নেই। 😢
@suprabhatmajee918610 ай бұрын
God gifted tone pranam to great singer Hemanta Mukhopadhyay Asansol HP CollegeRd Bye Lane Netajisarani
@UmmeTasima Жыл бұрын
সমস্ত পৃথিবীর বিনিময়ে যদি সেই দিন গুলি ফিরে পেতাম..... DDM
@RaiparakhanRaiparakhan2 ай бұрын
U told very true.. ❤❤❤
@shadhinislam99232 ай бұрын
Excellent ❤ ❤ ❤ From Bangladesh...
@proproot2 ай бұрын
Thank you so much 😀
@sanjoymajumder44772 жыл бұрын
গানের প্রিলিউডে বেহালার সুরের অসাধারণ ব্যবহার রয়েছে। হেমন্ত মুখোপাধ্যায় এ বিষয়ে অনন্য
@rezaulislam89322 жыл бұрын
এই যখন শুনি তখনই মনে মনেপড়ে যাই হারানো সেইদিনগুলি
@joysun11162 жыл бұрын
আমার জীবনের এতো খুশি এতো হাসি কোথায় গেলো 😭 সেই সময়টা আর ফিরে পাবোনা 😭😭