আমার খুব পছন্দের এক শিল্পী , শিলাজিৎ , যার সাথে মাটির সম্পর্ক , মাটির গান পরিবেশন করেন, জয় গুরু আর এক জন মূল্য বোধের অবক্ষয়ের মধ্যে লড়ে যাওয়া মানুষ | ভালো থাকুন এগিয়ে চলুন |
@MoliSarkar-fj5xh7 ай бұрын
শতরূপ তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তোমার রাজনৈতিক বক্তব্য গুলো আমার খুব ভালো লাগে আর শিলাজিৎ, মিঠুন ওরা আমার পাড়ার ছেলে, শিলা জিতের কাকার কাছে আমি english পড়তাম, ওর কাকা মনিদা ছিলেন আমার দাদা নিমুদার বন্ধু, শিলাজিৎ তুমি আরো এগিয়ে যাওয়ার, শতরূপ তোমাকেও কুর্নিশ জানাই
@jyotirmoypramanik43817 ай бұрын
বেশ ভালো লাগলো এই অন্তরঙ্গ আলাপচারিতা । সোজাসাপ্টা কথা... ধান্ধাবাজির উর্দ্ধে সত্যিকারের শিল্পীসুলভ সত্বা। ভালো থাকুন। খুব সমৃদ্ধ হলাম।
@debabrataChemistry7 ай бұрын
শতরুপ খুব ভালো লাগছে, তোমার রাজনীতির পাশাপাশি এই কাজ গুলোও ভালো লাগছে। 'শিলাদা আলাদা' তো বটেই। আর বিশেষ করে ভিডিওগ্রাফি টাও খুবই নান্দনিক হয়েছে। আরও এমনি সাক্ষাৎকার দেখতে চাই।
@murarimandal72537 ай бұрын
শতরুপের সাংস্কৃতিক অনুশীলন দক্ষতার নজির আগেই পেয়েছি।দরাজ গলায় গান আমার ভালো লেগেছে। একটি জীবনীমূলক ছবি পরিচালনার আভাস পেয়েছি ইতিমধ্যে। যোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার কারণে এই মৌলিক শিল্প সৃষ্টির জগতটায় সেভাবে ছাপ রাখা হয়ে উঠছে না। আশাকরি শতরুপ যথেষ্ঠ প্রতিভার অধিকারী হয়ে সফল হবেন এবার। চলমান সময়ের গানের জগতের জনপ্রিয় সফল কন্ঠশিল্পী ভৃমিকা ক্যাসেটের গায়ক , ' বাজল ছুটির ঘন্টা..., ঘুম পেয়েছে বাড়ি যা , ইত্যাদি মন জয় করা গায়কীর সঙ্গে দীর্ঘ সাক্ষাতকারটি বেশ ভালো লাগলো। দুজনের জন্য শুভেচ্ছা অভিনন্দন নমস্কার ভালোবাসা জ্ঞাপন করলাম।
@AnjaliMandal-gt6qz7 ай бұрын
Murari babu sathik balechen
@snehasismishra83447 ай бұрын
যারা এইরকম ট্যালেন্ট নিয়ে জন্মায় নি.. বা ওই রকম প্রথাগত process এর মধ্যে দিয়ে যায় নি বা শেখার সুযোগ পায় নি। শিলুদা তাদের লোক, সেটা যেকোনো দিকে হতে পারে, গান নাটক খেলা পড়াশোনা। আমি ভদ্রলোকের খুব বড়ো fan। আমার ১৪ বছর বয়েস থেকে।শতরূপ দা খুব ভালো কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্যে ধন্যবাদ।
@tapatisen54107 ай бұрын
Ato khushi holam Silajit❤ anek dhonyobad Shatorup k !
@DlabPresentation7 ай бұрын
শিলা দা কে অন্য ভাবে, অনেক কাছ থেকে দেখলাম বলে মনে হল, interview টা দারুন shatarup!
@himadrichoudhury24137 ай бұрын
অনেক অভিমানী তুমি গুরুদেব❤ অনেক বড় মনের মানুষ তুমি, যাদের সঙ্গে তোমার তুলনা করা হতো, ভক্তকুল তোমাকে নিয়ে তাদের সঙ্গে প্রতিযোগিতা করতো, তাদের থেকে তুমি শিখতে চাও! ❤ অনেক ভালোবাসা গুরুদেব! এনজয়গুরু!!
@gyanjam_fromthestreets5187 ай бұрын
দুজনেই অনেক প্রিয়, ভালোবাসার inspiration ❤
@nanditasengupta609526 күн бұрын
শতরূপের প্রশ্নের উত্তরে নতুন শিলাজিৎকে দেখলাম, মুগ্ধ হলাম
@sarbajitdam25627 ай бұрын
বেশ "চলো অঞ্জন" আমেজ পেলাম। ভালো লাগলো।
@mirandamahata62917 ай бұрын
আমি উড়তে চেয়েছিলাম....মেঘেরা পাঠিয়ে ছিল ডানা....এদিকে তখন ফোনে দেবলীনা ....হয়ে গেলাম সাঁওতালি বাঁশি ❤.... শিলাজিত দা অনবদ্য
@PankajDas-of6bh7 ай бұрын
ভীষন honest confession from শিলা দা ❤ আর Satarup দা এই চ্যানেল এ এরম ইন্টারভিউ আরো চাই, দারুন হচ্ছে।❤
@mallinathganguly71137 ай бұрын
খুব উপভোগ করলাম সাক্ষাৎকার টা ।শতরুপ আশা করেছিলাম একটু রাজনৈতিক আলোচনায় ঢুকবে।যা হোক দুজনেই আমার অত্যন্ত প্রিয় ,তাই আরো বেশি ভালো লাগলো।
@neeladridhar7 ай бұрын
অঞ্জনবাবু এবং শিলাজিতবাবু, দুজনের সাথে আপনার আলোচনা দারুণ লাগলো। একটা অনুরোধ আছে, রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে আরো দুটো episode করুন, কবীর সুমন এবং নচিকেতা চক্রবর্তী, দুজনকে নিয়ে। দর্শক হিসেবে আমাদের ভালো লাগবে।
@JournoOishi7 ай бұрын
সাক্ষাৎ শিলাজিৎ! শত প্রশ্ন না করেও শিল্পীর অন্য এক রূপের সঙ্গে আলাপ করানোর জন্য ধন্যবাদ।
@kalyande53107 ай бұрын
I love this interview ❤. Thanks, social media , we could know several untold stories like this, which are not published in so-called media or channels. Love you guys.
@rahulmukhopadhyay43113 күн бұрын
শিলাজিৎ-এর সাউন্ডস্কেপ 100 বছর এগিয়ে থাকা
@diplahiri16227 ай бұрын
আমি যেটা বুঝি, সেটাই ঠিক। আমার মতে গান এর grammatical understanding টাই benchmark. এটাও একধরণের Fascism, এটা শৈল্পিক fascism. যারা Shilajit এর নতুন ধারা কে স্বীকার করে নি, তারা আদতে ভেতরে ভেতরে ভীষণ fascist! Shatarup, brilliant stuff man, keep the ball rolling. Thanks for the video😊
@djd41237 ай бұрын
Colour palette টা দারুণ।
@tarundas90627 ай бұрын
খুবই সুন্দর পরিবেশন দাদা❤❤❤❤
@srijankargupta83447 ай бұрын
daroon episode... gan bajnar baireo anek joruri kotha bola ache
@koushikchatterjeespeak3117 ай бұрын
দারুণ ইন্টারভিউ টা। বাকি তিন জন কে দেখতে চাই।
@Middleclasshopelessboy7 ай бұрын
❤🔥👍 Arokom aro episode chai
@souravmondal15637 ай бұрын
নচিকেতা সুবিধাবাদী, শিলাজিৎ একজন বড়ো হৃদয়ের মানুষ
@kunallahiri7 ай бұрын
Shatarup Da 2026 kintu laal hobe Bangla..sathe achi pashe achi. We need real leaders like you.Wonderful initiative,nice conversation. ❤❤❤
@djd41237 ай бұрын
সুমন, নচিকেতা রাজনৈতিক সুবিধা নিয়েছে। অঞ্জন দত্ত এবং শিলাজিৎ কিন্তু সুবিধাবাদী নয়।
@saptadipnandichowdhury91057 ай бұрын
Hmm...tar jonnei to TMC ir shob durniti niye duijoner e mukhe kulup.
@rajeshdey64867 ай бұрын
Shilajit to nijer mukhe boleche honubroto er songe dekha korto dorkar porle. Ki mone hoy emni emni dekha korto?
@snigdhadeeppal6497 ай бұрын
akdom thik
@parthapratimbasu49257 ай бұрын
@chiragahmedMalik কার টাকা মেরে বাইশ লাখ টাকার গাড়ি কিনেছে দয়া করে তাদের নামটা প্রকাশ করুন।
@malaykarmakar34507 ай бұрын
@chiragahmedMalik Kar টাকা তে car কিনেছে সেটা বলুন? তবে তো সব তা বলা হবে।
@anabilchakraborty68447 ай бұрын
শিলা দা আলাদা ❤ লাল সেলাম কমরেড শতরুপ ✊🏼
@kalpanadas23367 ай бұрын
শীলাজিৎ আমি ১৮ ২৪ বয়স অনেক দিন ফেলে এসেছি। কিন্তু আমি তোমার গানের ভীষণ ভক্ত।
@amartyachatterjee40376 ай бұрын
Shila Da tumi guru shera❤️🔥
@subhasdas60387 ай бұрын
খুব ভালো লাগলো ❤👍
@SANTANUMUKHERJEE-r4t7 ай бұрын
এভাবেও ফিরে আসা যায়। চালিয়ে যাও, বাম শূন্য হোক এক দিন ফিরে আসবে এভাবেই।
@arindammukherjee1237 ай бұрын
❤❤ধন্যবাদ শতরূপ, মামু কে অন্য ভাবে পেলাম❤❤❤
@amalinsarkar54257 ай бұрын
বাহ্ শতরূপ , তোমার নেওয়া শিলাজিতের সাক্ষাৎকার দারুণ লাগলো । সব কিছু ছুঁয়ে গেলেন । অনেক কিছু জানলাম । তোমাদের দু'জনকেই ধন্যবাদ । ওঁকে সুমনের গান সম্পর্কে কিছু বলতে বললে পারতে । যাইহোক খুব সুন্দর ।
@skajaharuddin89237 ай бұрын
খুব সুন্দর ইন্টারভিউ ❤️
@debdaspaik32467 ай бұрын
Oshadharon
@samirghosh2827 ай бұрын
Khub bhalo laglo dujonkei anek subecha o bhalobasa।
@ashimabarman43467 ай бұрын
শতরূপ খুব ভাল লাগল অনেক আশীর্বাদ রইল
@FrenchwithBasu7 ай бұрын
Two of my most favorite Bengalis (alive) in current WB after Sourav dada was caught with some corruption... Just few of Gurudev Shilajit's recent words hurt my ears... 🥲 And this interview was amazing but of course with all words gurudev uttered in recent interviews, he attracted some awkward questions here, no doubt... Some tough questions were asked... ❤❤❤ Altogether it was wonderful ! ❤ Joy guru, enjoy guru!! 😍
@arijitbose2858Ай бұрын
শতরুপ শোনার ক্ষমতাও রাখে। এগিয়ে যাও। নতুন ভোর আসবেই।
@ঠুঁটোজগন্নাথ6 ай бұрын
তুমি অনন্য❤
@bijanbarman84347 ай бұрын
শিলাজিৎ জিন্দাবাদ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@saptarsiroy87236 ай бұрын
Valo interview...
@frame6537 ай бұрын
Shilajit da ekjon philosopher.... bhalo manush khola manush na holey shilpi howa jayena ..❤❤
@jayeetabagchi38507 ай бұрын
খুব ভালো লাগলো ❤❤
@নীলস্বপ্ন-প৩স6 ай бұрын
দুটো প্রিয় মানুষ এক ফ্রেমে❤
@saikatsengupta89797 ай бұрын
শিলাজিৎ গানের জগতে একটা রেনেসাঁর নাম শিলাজিৎ একটা আগুন শিলাজিৎ সবার বন্ধু শিলাজিৎ সবার গুরু এনজয় গুরু ❤️❤️❤️❤️❤️❤️
@purbamajumder-jk9bu7 ай бұрын
Manus k khusi korar jonno silajit onk agiye.
@abhraghosal20007 ай бұрын
শিলাদা আলাদাই❤
@ঠুঁটোজগন্নাথ6 ай бұрын
তুমি ইতিহাস❤❤❤
@dr.gourab_kundu7 ай бұрын
Khub valo hoyeche dada. Arko Mukhaerjee k niao akta video koro.
@SatakshiScope7 ай бұрын
খুব সুন্দর সাক্ষাৎকার। শুরুটাই সুন্দর : এটা কি সত্যি যে তুমি নাকি এমন একজন গায়ক যে গান গাইতে জানে না!
@snehalchatterjee75886 ай бұрын
Premika onk acheeii shore kin2 banchethakr agun ta ajao shilajit 🖤🥰
@anirbandassarma60257 ай бұрын
শিলাজিতের গলায় "না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না" > অনেক গায়কের ক্যারিয়ার
@NilakhiRoy7 ай бұрын
Finally..😊
@biswajitganguly71627 ай бұрын
I love both of you ❤❤❤
@FrenchwithBasu7 ай бұрын
The end of the video is awesome!!! 😁😍❤❤❤❤❤
@titaschatterjee-kg1mn7 ай бұрын
শিলুদা আর আমার বাড়ি একই গ্রামে। ❤❤❤
@sauravkumarsingha59917 ай бұрын
গায়ক শিলাজিৎ তো আমার ভীষণ প্রিয়। কিন্তু তার থেকেও অনেক বেশি প্রিয় শিলাজিৎ এর ফিলোসফি।
Shilu da tomar ei sahosh ta niye ami gaan gai Mane gaowar chesta kori... dhonnobad Shatarup Da erom ekta podcast korar jonne
@subhashreebanerjee59127 ай бұрын
Shatarup da❤
@debabrataghosh2517 ай бұрын
Satarup Sara bangla tomake chai. Tumi West Bengal er village er vitore dhuke jao party worker der sathe. Silajit amar khuub prio gayak. Oke amar lal selam. Tomake lal selam.
@PremKumar-td9mi7 ай бұрын
দুরন্ত ইন্টারভিউ❤
@soumyachatterjee88487 ай бұрын
Silajit is actually real rock star , never been hypocrites
@avikmazumder88375 ай бұрын
🎉Very good conversation
@rakeshgoon57957 ай бұрын
Tumi amar idole dada.. dekha korar khub ichha go
@sibambera67447 ай бұрын
What a season!! ❤
@djd41237 ай бұрын
দাদা ‘জীবনপুরের পথিক’ তথ্যচিত্র-টা তুমি তৈরি করেছিলে,সেটা আমরা কবে দেখতে পাবো?
@sumandey76767 ай бұрын
সত্যিই, ভীষন রকম অপেক্ষা করে রয়েছি এই কাজটা দেখার জন্যে। শতরূপ দা, কবে আসবে আপনার এই তথ্য চিত্রটি?? (জীবনপুরের পথিক) এই সাক্ষাৎকারটি ভীষন ভালো ভালো লেগেছে। শিলাজিৎ আমার ভীষন পছন্দের একজন মানুষ, শিল্পী ও বটে..।❤❤ #ShatarupGhosh #Shatarup'sVlogs #SilajitMajumder #Emotions