আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারকাতুহু....অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছিল না....সুন্দর অসাধারন আর ঝকঝকে ব্লগ দেখে অপেক্ষার মধুর অবসান হলো.... সাদারঙ এর পোশাকে আপনাকে দেখে মনে হচ্ছিল অতিপবিত্র মানব...যিনি সততা নিসঠা আর দেশ মাতৃকার প্রতি অসীম ভালবাসা নিজের মাঝে ধারন করেন...তাই তো বিদেশ বিভুইয়ে থেকে দেশের স্বাদ আস্বাদন করতে ছুটছেন সবুজ বাগ বাগিচার মাঝে ....অতৃপ্ত আত্মা কে তৃপ্ত করার আশায়.... :::::::::::::::::::::::::::::::::::::::::: ঘুরতে গেলে ফারুক ভাই দেখতে চায়.. পাহাড় নদী মনের ভেতর রাখতে চায়.. একলা একা নিরজনে ভাবতে চায়.. নিজের বোধের পারদখানি মাপতে চায়.. হয়ত কোন পাখি ডাকে আনমনে.. ফারুক ভাই কথা বলে তার সনে.. একলা গিয়ে বসে কোন বাঁশ বনে.. যেথায় ঘুঘু প্রিয়ার আশায় মাস গোনে.. হয়ত কোথাও ফুটে আছে বন্য ফুল.. মনে পড়ে প্রিয়তমার (মালা ভাবী) কানের দুল..
@AdventureTube216 жыл бұрын
Ishrat Islam কোন কমেনট করব না। ❤️❤️❤️
@ishratislam75386 жыл бұрын
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইয়া...কমেন্ট থেকে বঞ্চিত হবার কারন কি জানতে পারি ?
@AdventureTube216 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম। I am overwhelmed! ভাষা হারিয়ে ফেলেছি।
@ishratislam75386 жыл бұрын
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইয়া...যখন মন খুব অবসন্ন থাকে।তখনি আপনার চ্যানেল দেখি ।সেই অবচেতন হিয়ার উতস থেকেই এই লিখার প্রেরনা ।অনেক ভাল থাকবেন ভাইয়া ।
@AdventureTube216 жыл бұрын
আল্লাহ আমাদের সবাইকে সুস্থ ও সুখী রাখুন। আমিন।
@rokonuzzaman16155 жыл бұрын
আমেরিকার দৃশ্য দেখতে পেয়ে খুবই ভালো লাগল। ধন্যবাদ।
@AdventureTube215 жыл бұрын
Rokon uz -zaman Welcome!
@nazimuddin-lb2tz3 жыл бұрын
অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সাবলীল উপস্থাপন,সব কিছু মিলিয়ে একেবারে দুর্দান্ত।
@AdventureTube213 жыл бұрын
Thank you dear
@hisalkhan15856 жыл бұрын
বিভিন্ন প্রকার শস্য ও ফলের বাগান,পশুর খামার,চারণভূমি, হাট বাজার সবই একেবারেই গুছানো, সব মিলিয়ে অসাধারণ আমেরিকার গ্রামীন জীবন ।
@AdventureTube216 жыл бұрын
Hisal Khan 😊
@North_American_Elija Жыл бұрын
WoW very beautiful Garden of fruits 🍎. in this video it’s really feels like it’s a village. it’s really surprising to see place like that in United States. in my childhood I used to think that Bangladesh is only country of farmer’s. I used to believe that America Europe those are just made of long building and modern city. 😊❤😊
@AdventureTube21 Жыл бұрын
Thanks for visiting
@shbadhon91746 жыл бұрын
আমি বাংলাদেশের গ্রামের ছেলে।তাই USA যাওয়া আমার কাছে সপ্ন।আমি ভাবতাম কেউ যদি আমার কাছে USA এর দৃশ্য ভিডিও করে পাঠাত।তাই আপনার ভিডিও আমার খুব ভালো লাগে।
@AdventureTube216 жыл бұрын
sh badhon স্বপ্নই একদিন সত্যি হয়। সাথে চেষ্টা লাগবে। 🥰
@hafizmohammed18666 жыл бұрын
ভাইরে যা আছে সেটা নিয়েই দেশে কিছু করেন , আমার অভিজ্ঞতা থেকেই বলছি , নিজের বাবা মা, ভাই বোন , আত্মীয়স্বজন নিয়ে দেশেই থাকা ভালো , আরেকটা দেশের দিতিও/ত্রিতিও শ্রেণীর নাগরিক না হওয়াই ভালো , আমি লসেঞ্জেলেসে ছিলাম ১১ বৎসর আর কেনেডায়ে ছিলাম ৩ বৎসর সেই আলেকের অভিজ্ঞতা থেকেই এতো কথা বললাম ।
@AdventureTube216 жыл бұрын
Hafiz Mohammed ভাল বলেছেন ভাই।
@Bread-b8v5 жыл бұрын
Bhaiya, durer jinish shob shomoy shundor mone hoi. Amra bideshe eshe jei poriman porishrom kori sheta jodi deshe kortam amra onek bhalo thaktam. Amra degree niye bideshe eshe just kaaj kori. Ek shomoy mortgage, bachchader school r career eishober moddhe trapped hoye jai r protidin deshe fire jawar shopno dekthte dekhtei more jai. Life er protidin er shundor jinish gulo priyo manush der shathe shob shomoy share korte pari na. Mon khule kotha bolte chaileo time er hishab kore phone korte hoi, dekha jai apni jokhon free apnar bhai bon deshe office e. Bachchara pura deshi o hoi na abar bideshi o hoi na. Doa kori apnar shopno jeno shofol hoi.
@runidasgupta24515 жыл бұрын
Apnar mato amar kacheo swapno .apnar age kom ,nischoi jabe ,amar blood relation er akjon thake ,khyb I kacher ,kintu tader akhono amar visa te ektu help korar sujog ase ni,gato bachor nijer chestae visa korar tr y korechilam ,but haeni,oi swapnoi dekhe gelam ,amar husband er dikeo khub kacher relation er akjon thake ,tadero nie jaoar somae haeni ,sabai khub selfish ,bisesh Kore Indian ra ,Ami akjon Indian ,tomder bangla desi ra mone hae anek besi antorik, ei dadar video gulo dekhi amar mone hae tomra bangla desi ra ake oporke khub valo baso ,tumi amar vai er mato ,porasona koro ,Aim rakho ,nischoi jabe
@yousufali81835 жыл бұрын
অনেক ভাল লাগলো মন ভালো হওয়ার মতো গ্রামের দৃশ্য
@AdventureTube215 жыл бұрын
Yousuf Ali ধন্যবাদ।
@yousufali81835 жыл бұрын
@@AdventureTube21 জাযাকাল্লাহ
@mansurahmed87435 жыл бұрын
বাহ্! বাংলাদেশে বসে আমেরিকা দেখা...খুব ভাল লাগছে....Thank you so much....I'm waiting for next new vedio, new experience
@MoniNag-em5tj Жыл бұрын
Dear sir welcome
@AdventureTube21 Жыл бұрын
🥰
@mdeliashosen91795 жыл бұрын
খুব সুন্দর তো আমেরিকা। আল্লাহ পাক যদি কোন দিন যাওয়ার ক্ষমতা দেয়, ইনশাআল্লাহ যাবো।
@AdventureTube215 жыл бұрын
inshallah.
@mosharrofhossain41216 күн бұрын
কী সুন্দর ফল, কী সুন্দর দেশ! ঐ দেশের মানুষ কত সৎ! আমি যদি ঐ দেশে জন্মাতাম কত মজা হতো।
@yeasinmiah64686 жыл бұрын
অনেক ধন্যবাদ ভাই। আপনার উসিলায় আমেরিকার গ্রাম দেখলাম।
@AdventureTube216 жыл бұрын
you are very welcome.
@islamudhin45175 жыл бұрын
ভাইজান এটা অনেক দামি ফল এবং সুস্বাদু
@AdventureTube215 жыл бұрын
Islam Udhin ধন্যবাদ।
@poranpakhi92826 жыл бұрын
আপনার ভিডিও গুলা দেখার সময় মনে হয়, আমি নিজে ঐখানে উপস্হিত৷ খুবই ভালো লাগল ধন্যবাদ , এত সুন্দর জায়গা দেখানোর জন্য৷
@AdventureTube216 жыл бұрын
poran pakhi অনেক ধন্যবাদ।
@poranpakhi92826 жыл бұрын
আপনাদের সবার জন্য দোয়া রইল৷
@mondalcreation97915 жыл бұрын
আপনি আমেরিকার গ্ৰা্ম এবং গ্ৰামের হাট এর দৃশ্য যেভাবে এই ভিডিওতে দেখিয়েছেন তা অসাধারন, আমেরিকার গ্ৰাম ,আমরা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের গ্ৰামেও হাট হয় কিন্তূ এত পরিস্কার আর সাজানো গোছানো নয় সত্যি আমেরিকা স্বপ্নের ই দেশ , অনেক কিছু দেখলাম ,আপনারা ভালো থাকুন ।
গ্রামের বাজার তার পরও অনেক উন্নত /দেখে অনেক ভালো লাগল / অনেক ধন্যবাদ/
@AdventureTube212 жыл бұрын
Welcome dear
@MimosaNazidsVlog5 жыл бұрын
খুবই ভালো লেগেছে। বিশেষ করে উপস্থাপককে বেশ ভালো মনের মানুষ বলে মনে হলো। শুভকামনা।
@AdventureTube215 жыл бұрын
ধন্যবাদ।
@shohidkhokon22935 жыл бұрын
ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ জানাই যে অনেক সুন্দর জায়গা আপনার মাধ্যমে দেখতে পাচ্ছি। তাও আবার আমেরিকা
@AdventureTube215 жыл бұрын
Shohid Khokon ধন্যবাদ।
@Channel-do2gr5 жыл бұрын
আমেরিকা দেখে ফেললাম ঘরে বসেই আপনার সুবাদে। ধন্যবাদ🙏
@AdventureTube215 жыл бұрын
ধন্যবাদ।
@mdsumondewan35944 жыл бұрын
আমেরিকা শুধু স্বপ্ন আমার কাছে কখনোই হয়তো স্বপ্ন পূরণ হবেনা😒 আপনার ব্লগগুলি অসাধারণ যতই দেখি খুব খুব ভালো লাগে 🤗 আল্লাহ আপনার নেক হায়াত সম্পূর্ণ করুক 💚
@baishakhibhandariindianvlo81075 жыл бұрын
আপনার জন্য রোজ আমেরিকা দেখছি😀👌nice vlog.
@AdventureTube215 жыл бұрын
Baisakhi Bhandari thank you. 🥰
@mostafizurrahmanbogura96525 жыл бұрын
Assalamu alaikum Apnar video onek vlo lage
@AdventureTube215 жыл бұрын
md mostak Walaikum assalam. Thank you.
@mostafizurrahmanbogura96525 жыл бұрын
@@AdventureTube21 welcome
@shihabaysh68486 жыл бұрын
ভুতুড়ে পরিবেষ লাগতেছে। খুব ভাল।।
@AdventureTube216 жыл бұрын
shihab& aysh 👹
@estarulislam16775 жыл бұрын
অসাধারন ভিডিঃ দেখে খুব ভালো লাগলো
@AdventureTube215 жыл бұрын
Estarul Islam ধন্যবাদ।
@TipuSultan-sh3vi6 жыл бұрын
আমরা আসলে একটা অভিশপ্ত জাতি। দরিদ্রতা, অশিক্ষা, কুসংস্কার, প্রতিহিংসা, জনসংখ্যার ঘনত্ব সবকিছুই আমাদেরকে গ্রাস করেছে। আর আমাদের জীবন এভাবে চলে যাচ্ছে যুগের পর যুগ। আমরা আসলে এত সুন্দর মনোরম পরিবেশ কক্ষনো চিন্তা করতে পারি না, যেখানে নেই কোনো হতাশা, অভাব অনাটন, প্রতিহিংসা জনসংখ্যার ঘনত্ত, মানুষের মাঝে ভেদাবেধ।
@AdventureTube216 жыл бұрын
Tipu BD sadly true. Very sad. 😞
@nexusmedia95886 жыл бұрын
আপনি আমি মিলেই জাতি। আমরা কি চেষ্টা করেছি কখনো বাস্তব চিন্তা করতে। দুঃখের বিষয়, যার যার জায়গা থেকে আমরা কোনদিনই চেষ্টা করিনি। অভিশাপ কাটানোর। আমরা হায়হুতাশ করতেই ব্যস্ত। আমারা জাতিগতভাবে অযৌক্তিকভাবে স্বার্থপর হয়ে গেছি, আর মূল্যবোধ গেছে তলানীতে।
@লুঙ্গীপড়াসুপারম্যান6 жыл бұрын
তুই মরে গিয়ে দেশের উপকার কর,একজন জনসংখ্যা তো কমবে দেশের
শালা তুই অভিশপ্ত আমরা নয়, আমেরিকা চাইতে আমার মাতৃভূমি অনেক ভাল। আমি নিজে আমেরিকায় অাছি
@mahfuzarrahman88975 жыл бұрын
আমেরিকার গরু গুলোকে দেখে সত্যি অবাক হলাম ! এরা মানুষগুলো যেমন শান্ত তেমনি গরুগুলোও । আর কত সজীবতায় ভরা পরিবেশ !!! আমাদের দেশ তো ধূলা বালিতে ভরা প্রাকৃতির বৈচিত্রের দেশ !!! সৌন্দ্যয আছে তবে ধুলোয় ভরা......
@AdventureTube215 жыл бұрын
MAHFUZAR RAHMAN ধূলো ভরা ঐ সৌন্দর্য কোথাও পাবেন না। জন্মভুমির ধূলা সোনার চেয়েও দামি। অনেক ধন্যবাদ কমেনটের জন্য। 😊
@mahfuzarrahman88975 жыл бұрын
হতে পারে । হয়ত আমি সেই মূল্য বুঝতে পারছিনা । তবে তুলনামূলক ভাবে সব দিক দিয়ে কোন দেশটি নিরাপদ বলে আপনি মনে করেন ! যেমন সৌন্দর্য্য, নিরাপত্তা, মানবিকতা, যোগাযোগ । আমি নিজের দেশকে খাটো করতে চাচ্ছি না ! কিন্তু জানতে ইচ্ছে তাই । ধন্যবাদ
@arafhasan33976 жыл бұрын
Hi I am from Bangladesh thanks for your excellent video best of luck.
@AdventureTube216 жыл бұрын
Araf Hasan thank you.
@MegherMitali5 жыл бұрын
আমেরিকার গ্রামীন মানুষের সকাল থেকে রাত্রী পর্যন্ত জীবন-যাপন,খাবার,পোশাক সম্পর্কে যদি একটি ভিডিও করেন খুব ভালো লাগবে।এসব জানার কৌতুহল অনেক। 🏵🏵
@AdventureTube215 жыл бұрын
Megher Mitali ইনশাল্লাহ চেষ্টা করব। ধন্যবাদ। আমিষ ভিলেজের ভিডিও দেখেছেন?
@MegherMitali5 жыл бұрын
@@AdventureTube21 হ্যাঁ দেখেছি। খুবই ভালো লেগেছে।আমি এডভেঞ্চার পছন্দ করি।আপনাকে ধন্যবাদ,আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে ও জানতে পারছি। 🌹🌹📷
@nasimashimulkhan19313 жыл бұрын
Hello everyone, how are you all doing? So good to see you all again ! I enjoyed the episode thoroughly! Thanks so much dear Farook bhai for this lovely episode! Take care everyone!!!
@AdventureTube213 жыл бұрын
Thank you dear.
@nasimashimulkhan19313 жыл бұрын
@@AdventureTube21 Pleasure dear bhai!
@mithubiswas4826 жыл бұрын
আমি আপনার মতোই প্রকৃতি প্রেমি।।আপনার এসব ভিডিও দেখে খুবই তৃপ্তি পাচ্ছি।আশা রাখি এরকম ভালো ভিডিও আরও পোস্ট করবেন।।ধন্যবাদ।
@mdmohuddin47136 жыл бұрын
অসাধারণ সুন্দর মন মুগ্ধ হয়ে গেলাম
@AdventureTube216 жыл бұрын
Md Mohuddin ধন্যবাদ।
@newsmuaz67013 жыл бұрын
আপনার সাবলীল উপস্থাপনা যত দেখছি তত মুগ্ধ হচ্ছি
@AdventureTube213 жыл бұрын
Thank you
@mdfokhrul25425 жыл бұрын
আমার দেশটার কবে হবে এই চিএ.. চমৎকার দৃশ্য
@konesbiswas31555 жыл бұрын
খুবই সুন্দর ভিডিও।মুগ্ধ হয়ে দেখলাম। দারুণ লাগলো। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর ভিডিও দেবার জন্য। love from India.
@AdventureTube215 жыл бұрын
ভালো লাগছে জেনে যে আপনি এঞ্জয় করেছেন। অনেক ধন্যবাদ।
@FAMILYWORLDBYSHILPE6 жыл бұрын
খুব ভাল হেয়েছে/ আল্লাহ আপনার মনের আশা পুরন করুন
@AdventureTube216 жыл бұрын
আল্লাহ আমাদের সবার মনের নেক আশা পূরণ করুন। আমিন। ভাল থাকুন ভাই। অনেক ধন্যবাদ।
@samirroy91005 жыл бұрын
Ar ekta valo video pelam , apnar kathagulo ekdam pariskar banglay, bolar dharan o khub i valo. Dhanyabad,Valo thakben.
@AdventureTube215 жыл бұрын
Samir Roy ধন্যবাদ ভাই। Sorry for the late response.
@saifulislamsaifulislam63065 жыл бұрын
ধন্যবাদ,সৌদি আরব থেকে।
@mostazzober3 жыл бұрын
অসাধারন লাগছে আপনার সব এপিসোড গুলো । আপনি মানুষটাই অসাধারন । আপনার হাসি, বলার ভংঙ্গী সব কিছুর মধ্য সারল্য বিদ্যমান ।
@AdventureTube213 жыл бұрын
Thank you dear.
@bajidmiah56825 жыл бұрын
USA যাওয়া আমার স্বপ্ন
@salmansanta78464 жыл бұрын
,একটা ঘুঘু পাখির ভিডিও বানান
@pankhaphnakah67425 жыл бұрын
oma Americar goru gulo dekhe mone hocche onkk chalak ar onk discipline jane😘
@mostazzober3 жыл бұрын
ফারুক ভাই , আপনাকে দেখলে আমার এতটাই ভাল লাগে যে আমা কাঁদতে থাকি । আমাদের দেশ দেশ প্রেম আল্লাহ ভক্তি আপনার এতটা প্রবল আমার খুব ভাল লাগা শুরু হয় আর তারপর আসে কান্না । যেই সেন্ট মার্টিনে আমরা কতবার গিয়েছি ৩ রাতের নীচে কোনদিন থাকেনি কিন্তু আপনে যখন বলা শুরু করলেন মনে হলো কোনদেশ এটা ? কারন আপনার আছে প্রবল দেশ প্রেম আর ভালবাসা ।
@AdventureTube213 жыл бұрын
আমি ভিডিও বানাই সবার মন ভাল করার জন্য। কাঁদলে তো হবে না ভাই। তবে যেহেতু আনন্দের কান্না মেনে নিচ্ছি 💕 দোয়া করি ভাল থাকুন। 😊
@mdpollobhossain49586 жыл бұрын
I love my country Bangladesh.
@zahirulislam54856 жыл бұрын
Nice
@ধানশালিকেরদেশে5 жыл бұрын
আংকেল একবারে গ্রামের ঘরবাড়ি , খাল বিল ধান ক্ষেত সহ গ্রামের ভিডিও তৈরি করবেন প্লিজ
@AdventureTube215 жыл бұрын
Samima Zahan ইনশাল্লাহ করব। ধন্যবাদ।
@SalikenAnik5 жыл бұрын
আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ ভাইয়া আপনার ব্লগে একদিন কমলালেবুর বাগান দেখতে চাই।
@AdventureTube215 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম। ইনশাল্লাহ বানাব। ধন্যবাদ।
@MdSalam-jl1to5 жыл бұрын
অস্থির, যদি সরাসরি দেখতে পেতাম আরো ভালো লাগতো।
@mmsworld4946 жыл бұрын
ভাইয়া আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ।
@AdventureTube216 жыл бұрын
Lutfur Rahman Welcome ভাই। 😊
@সিলেটিভাই-স৬থ5 жыл бұрын
খুব ভালো লাগলো
@AdventureTube215 жыл бұрын
Sylhet TV thank you.
@zakariakamal5 жыл бұрын
First time seeing a video of American village life
@bellalhossain86915 жыл бұрын
Apnar uposthapona ta khub sundor
@AdventureTube215 жыл бұрын
Thank you.
@গণিতএকাডেমী6 жыл бұрын
ঘরে বসেই আমেরিকা দেখলাম । ভালো লাগলো ভিডিও টি । আমেরিকায় কি করেন ? যদি জানাতেন ভালো লাগতো
@AdventureTube216 жыл бұрын
odd emoji I am in hospitality industry. ধন্যবাদ ভাই।
@alamgir42626 жыл бұрын
অনেক ধন্যবাদ, সুন্দর ভিডিও আপলোড দেওয়ার জন্য
@AdventureTube216 жыл бұрын
Alam Gir Welcome ভাই।
@Funny-kp8vi5 жыл бұрын
ভাই আমিরিকা দেখালেন এখনতো ওখানে যাইতে মন চাইতেছে,
@yaminahmed96806 жыл бұрын
Kob bhalo laglo thank u so much apnake eto nice video dekanur jonno.
@AdventureTube216 жыл бұрын
Welcome.
@towhidulislam73336 жыл бұрын
আমেরিকার এক গ্রাম্য পরিবারের সকালে ঘুম থেকে উঠা থেকে ঘুমাতে যাওয়া পর্যন্ত সারাদনের কর্মকান্ড নিয়ে একটি ভিডিও চাই।
@razib34496 жыл бұрын
সহমত
@AdventureTube216 жыл бұрын
ইনশাল্লাহ চেষ্টা করব।
@isaqali17526 жыл бұрын
Vai onek sundur thanks
@rokyrok93615 жыл бұрын
@@AdventureTube21 ভাই কোরানে খ্রিস্টান দের সাথে বন্ধুত্ব না করতে বলা হয়েছে তা আপনি খ্রিস্টান দেশে কি করতে গেছেন, খ্রিস্টান দের জুতা পরিষ্কার করতে? কারন মাদ্রাসায় পরেতো এর থেকে ভালো কাজ করতে পারবেন না😮
@marufahmed96595 жыл бұрын
Roky Rok ভাই কিছু মনে করবেন না, আপনি একটা আহাম্মক, আন্তত আপনার কথার স্টাইলে তাই প্রমান হয়| এখন যদি এর ব্যাখ্যা জানতে চান তাহলে আপনি একটা বলধ !
@SaidulIslam-yh6zu5 жыл бұрын
Thank you sir we want more video
@hafizurrahman-ko4tf6 жыл бұрын
গরুটাতো অবিকল ডোনাল্ড ট্রাম্পের মত লাগছে।
@ahmadullah.saikat5 жыл бұрын
ওরে ফাই। এইডা কি কইলেন?
@razib34496 жыл бұрын
অবশেষে বাংলাদেশী একজন পেলাম, আমি ট্রাভেলিং ভিডিও দেখি, সবসময় ভাবতাম কোয়ালিফুল বাংলাদেশী ভ্লগার নাই কেন, আজকে আপনার ভিডিও দেখে মনের আশা পূরণ হোল,
@AdventureTube216 жыл бұрын
Razib অনেক ধন্যবাদ কমেনটের জন্য। ভাল লাগছে যেনে যে আপনি আমার ভিডিও এনজয় করেছেন। 😊
@mdtushar42276 жыл бұрын
মাশআললাহ,,,, আললাহর দুনিয়া এতো সুনদর না দেখলে বুঝা জাবেনা।
@mdsawpon34405 жыл бұрын
খুব সুন্দর লেগেছে।
@AdventureTube215 жыл бұрын
md sawpon Thank you. Sorry for the late response.
@bd.documentarytravel12776 жыл бұрын
ভাই আপনি আরো নুতুন বিডিও দেন
@AdventureTube216 жыл бұрын
Shohel Khan ইনশাল্লাহ। 😊
@rudrajyotibanerjee54594 жыл бұрын
Fantastic..The village life is also organised
@AdventureTube214 жыл бұрын
Thank you.
@mdrobel84516 жыл бұрын
আমেরিকা জাইতে আমার কুব ইচ্ছে ভাইয়া,কি বাবে জাওয়া যাই ভাইয়া
@rajibahmed66065 жыл бұрын
এত ভাল লেগেছে যা বলে বুজাতে পারবুনা,,, সুপার
@ahmedalsajid8696 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাই। আপনার চোখে আমেরিকার অনেক নতুন বিষয় জানছি! এই পিচ ফলই কি আমাদের দেশের বিলাতী গাব? আর টয়লেট দেখে মজা পেলাম।। কোন পাবলিক টয়লেটে যে গান শোনানোর জন্য এত সিডি থাকতে পারে- তা আপনার ভিডিও না হলে কিভাবে জানতাম!!! আর ভাই আপনার আটপৌড়ে বর্ণনার ঢং- দারুন লাগে আমার♥
@AdventureTube216 жыл бұрын
Ahmed Al Sajid না ভাই পিচ বিলাতী গাব না। দেখতে ঐ ককম কিন্তু স্বাদ সম্পুর্ণ আলাদা। ধন্যবাদ ভাই।
@tonmoy1996 жыл бұрын
J😂😂🙇😋🙇 😢😢😏
@abdulmalek0066 жыл бұрын
এটা পার্সিমন ফল
@alauddinahmedershad27875 жыл бұрын
ধন্যবাদ ভাই এত সুন্দর ভিডিও দেওয়ার জন্য। আশা করছি আরও ভিডিও পাবো
@AdventureTube215 жыл бұрын
Inshallah.
@sharifbabu38726 жыл бұрын
আপনার ভিডিও ভাল হয়, তবে আরও কিছু বিষয় আছে যেগুলোতে মনোযোগী হওয়া দরকার। যেমনঃ কোন একটা প্লেসে গেলে সেখানকার বর্ণনা ভালোভাবে দেওয়া, কথাগুলো গুছিয়ে বলা। এখানে একটি মার্কেটে আপনি ঘুরেছেন, কিন্তু সেখানে থাকা কিছু জিনিস পত্রের মূল্য জানা অথবা দোকানদারকে জিজ্ঞাসা করা, এবং সেখানকার লোকজনের সাথে কথা বলা, সেখানকার রীতিনীতি কালচার সম্পর্কে তাদেরকে জিজ্ঞাসা করা অথবা জায়গার ইতিহাস/ হিস্টরি /কালচার ইত্যাদি বর্ণনা করলে আরও অনেক ভালো হতো। ভিডিও শুটিং করার ক্ষেত্রে আপনি একটি ভাল ক্যামেরা ব্যবহার করতে পারেন। সাথে একটা ড্রোন ভিডিও ক্যামেরা রাখতে পারেন, যাতে করে ওপরের দিকে এবং বিভিন্ন সাইজের ছবি ভালোভাবে ক্যাপচার করতে পারেন। সেই সাথে প্রত্যেকটা প্লেসের ধরন অনুযায়ী ব্যাকগ্রাউন্ড মিউজিকের চয়েস টা আরও উন্নত হওয়া দরকার। এ ক্ষেত্রে আপনি কোন একটা জায়গার ভিডিও করার ক্ষেত্রে পূর্ব পরিকল্পনা করতে পারেন, এবং যেগুলো গুরুত্বপূর্ণ বিষয় সেগুলো নোট করে রাখতে পারেন। এতে করে আপনার প্রত্যেকটা ভিডিও আরও প্রাণবন্ত এবং সুন্দর হয়ে উঠবে। আপনাকে ধন্যবাদ...
@AdventureTube216 жыл бұрын
sharif eee many thanks for your suggestions.😊
@MDSHAMIM-rx3lc5 жыл бұрын
ফারহান
@litondhar52645 жыл бұрын
sharif eee drone law janen
@sajeebvlogs91385 жыл бұрын
খুব সুন্দর লাগলো ভাই
@AdventureTube215 жыл бұрын
সৌদিআরব খুটি নাটি ভিডিও খায়রুল ইসলাম ধন্যবাদ। Sorry for the late response.
@shbadhon91746 жыл бұрын
বাংলাদেশ হলে ফল সহ গাছ ভেঙে নিয়ে যেত।কেন আমরা use মতো হতে পারিনা??
@AdventureTube216 жыл бұрын
sh badhon ইনশাল্লাহ হব।
@quranandscience7235 жыл бұрын
দেখে অনেক ভালো লেগেছে আবার অনেক রকমের ইচ্ছাও জাগছে ইচ্ছারর কথা বললাম না করন পুরন হবেনা
@abdullahalmahmud73755 жыл бұрын
Hmmm
@ahmadullah.saikat5 жыл бұрын
আমাদের লোভ অনেক বেশি। যতটুকু খাইতে পারি তার থেকে ১০০০ গুন বেশি লোভ আমাদের।
@misfarihariha64345 жыл бұрын
আওয়ামী লীগ জারজ নাস্তিক হাসিনা ক্যাসিনো লীগ,
@runidasgupta24515 жыл бұрын
Asadharon ,just swapno
@AdventureTube215 жыл бұрын
Runi Dasgupta ধন্যবাদ।
@mdrais58066 жыл бұрын
খুব ভালো লাগলো। ঠিক জেনো, শিল্পীর তুলিতে আঁকা দৃশ্য....😍
@aninditabir63643 жыл бұрын
Khub bhalo legeche
@AdventureTube213 жыл бұрын
Thank you.
@সিলেটিভাই-স৬থ5 жыл бұрын
বিদেশের গরু গুলা ও অনেক সভ্য
@masudrana-hm8ki5 жыл бұрын
Vai ki bole je dhonnobad janabo Janina,etai mone mone khujcilam but peyegelam,so so nice thanks
@AdventureTube215 жыл бұрын
Welcome.
@mohammednizam63115 жыл бұрын
ভাই,জনমানবহীন একটা জায়গায় সবসময় এভাবে থামবেন না , ভয় লাগে যদি কোনো ভূতুড়ে কান্ড ঘটে আপনার সাথে।☹️😩☹️ সবসময় আপনার সুস্বাস্থ্য কামনা করি।
দেশে থাকতে আমি খুব ঘরকুনো স্বভাবের ছিলাম। কিন্তু বিদেশে আসার পর আমার সেই স্বভাব সম্পূর্ণ ভাবে বদলে গিয়েছে। ইন্টারনেট এর কল্যানে পৃথিবীর আনাচ কানাচে হরেক রকম জায়গা আরর হরেক রকম মানুষ দেখে সত্যিই বিস্মিত না হয়ে পারা যায়না। এখন আমারও অনেক ইচ্ছে হয় যে বিশ্ব ভ্রমনে বেরিয়ে যাই। আল্লাহতালার অপরূপ সৃষ্টি কে আমরা বিভিন্ন দেশের নাম দিয়ে বিভক্ত করলেও গোটা পৃথিবীর টাই খুব সুন্দর। একেক জায়গায় একেক রকম কিছু না কিছু সৌন্দর্য সবখানেই রয়েছে।
আমি ডোনাল্ট ট্রাম্প প্রজাতির তাজা গরুর গোস্ত খেতে চাই।
@alhasib16766 жыл бұрын
ভাই আমেরিকায় রাখালও ওয়ারলেস ব্যবহার করে??
@AdventureTube216 жыл бұрын
al HASIB হ্যা করে। 😊
@mehedibari31076 жыл бұрын
রাখাল শুধু ওয়ারলেস ব্যবহার করে না, দেখা যাবে সে রাখাল টা বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি প্রাপ্ত।
@AMCVOICETV19835 жыл бұрын
Ami choto teke Ekta shopno deki je Kobe America jabo kintu Ajporjonto bastob e puron holona Tai jai huk apner sundor video ta dekhe Amar Mon Ekdom molin hoya geche. Apne ar notun video upload Koro thank you so much
@alf15166 жыл бұрын
2:39 Bangladeshi be like😂😂😂
@mohibalam98975 жыл бұрын
khub e valo laglo.detail information.
@polodas90566 жыл бұрын
খুব সুন্দর কিন্তু বাংলাদেশের থেকে এত সুন্দর না
@AdventureTube216 жыл бұрын
Polo das অতি সত্য কথা। এটা হলো দুধের স্বাধ ঘুলে মেটানো। ধন্যবাদ।
@mdbellalhossainsharif39416 жыл бұрын
ভিডিও গুলো খুবি সুন্দর সাবলীল এবং আনন্দময় তথ্যবহুল। দেখলেই দেখতে মন চায় একটার পর একটা।আল্লাহ ভালো রাখুন আপনাকে।
@AdventureTube216 жыл бұрын
অনেক ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইলে ভালো রাখুন।
@abulazad34696 жыл бұрын
আমেরিকার ষাড়টার চেয়ারা অনেকটা ট্রামপের চেহারার মতো,ট্রামপ রাগলে চেহারা অনেকটা এ রকম হয়
@AdventureTube216 жыл бұрын
Abul Azad 😍🥰🤪🤣😂😅
@hillolwatts90546 жыл бұрын
Abul Azad ট্রাম্পকে পছন্দ না করলেও কিন্তু সেই ট্রামপের পায়ে ধরে কান্নাকাটি করে বাংলাদেশের অনেক মানুষ I কেবল বলে, তোমাগো দেশে আমাগো একটু থাকতে দিবা সাহেব ?
@AdventureTube216 жыл бұрын
Hillol Watts 😍🥰😂
@realstone59105 жыл бұрын
Jarmanir gram
@yesminbibi42496 жыл бұрын
Khub sondor jaiga gulo Asadharon Nice 👌👌👌
@AdventureTube216 жыл бұрын
Yesmin Bibi ধন্যবাদ।
@mohammadalam15536 жыл бұрын
হায়রে দুনিয়া কেউ খেতে পারে না আবার কত জায়গা খাবার নষ্ট হয়ে যায়।
@AdventureTube216 жыл бұрын
Mohammad Alam খুবই সত্য কথা।
@riyadhossen17115 жыл бұрын
খুব ভালো লাগলো ভাই জিবনেতে জেতে পারবোনা আপনার ভিডিয় আনেক মজা পাইলাম
@bloggersaiflslam48826 жыл бұрын
আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ কৃপায় পরিবারের সবাইকে নিয়ে প্রবাসে খুব ভাল আছেন । ভাইজান গতকাল যে প্রথম ভিডিও টা আপলোড করেছিলেন ঐ টা কি ডিলিট করে দিয়েছেন নাকি ? কারণ বরাবরের মতো আমিও আপনার কথা এবং আপনার রান্না খুবই পছন্দ করি । আল্লাহ পাক আপনাকে সুস্থ ও ভাল রাখুন এই কামনা করি, বি : দ্র : ভাইজান একটা কথা বলি মাইন্ড কইরেন না দয়াকরে । আমি জানি আপনি যেই দেশে থাকেন ঐখান কার কালচার অনুযায়ী খুব ভাল পরিবেশ যদি দয়া করে আপনার ভিডিও টা করার সময় ভাবী সাহেবার একটু উড়না ব্যাবহার করা হয় তাহলে আপনার ও আমার সবার জন্য দুনিয়া ও আখেরাতের লাভ হবে ইনশাল্লাহ । যদি আমার মন্তব্যের কারনে কষ্ট পেয়ে থাকেন তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি । আল্লাহ পাক সবাইকে সুস্থ এবং ভাল রাখুন এই কামনা করি, জাজাক আল্লাহ খাইরান ভাইজান ।
@AdventureTube216 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম ভাই। ঠিক কথা বললে মাইন্ড করব কেন? আপনি কোন খারাপ কথা বলেন নি। না ভাই, ওই ভিডিও টা ডিলিট করিনি। খোঁজে পাচসেন না?
@bloggersaiflslam48826 жыл бұрын
Mohammed Al-Farook আসসালামু আলাইকুম ভাইজান । ঐ ভিডিও টা পাইনি , তবে যাক ভাইজান দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে দীর্ঘজীবী করেন এবং সুস্থ ও ভাল রাখেন, আমিইন 👐 আর আপনার সুন্দর কথা ও রান্নার অপেক্ষায় রইলাম. আপনার পরিবারের সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুললাহি ওয়াবারাকাতুহু । জাজাক আল্লাহ খাইরান ভাইজান
@AdventureTube216 жыл бұрын
Saif i walaikum assalam vai. Try this link. kzbin.info/www/bejne/epipnqJ4fd2pf6s
@mdshahalamfeni85955 жыл бұрын
সত্য কথা বলেছেন
@PrakashKrRoy3 жыл бұрын
Nice, waiting for next episode..
@AdventureTube213 жыл бұрын
Thank you.
@ancientintheworldarchitect14286 жыл бұрын
আমার জানার খুব ইচ্ছা, এই ভিডিওতে ডিসলাইক দিয়েছে কেকে
@AdventureTube216 жыл бұрын
Harbinger Design & Architect 🥰
@mohdramjan96195 жыл бұрын
আসসালামুয়ালাইকুম ভাই অনেক সুন্দর ভিডিও করেছেন। আপনার মাধ্যমে অনেক কিছু দেখতে পারলাম। ধন্যবাদ ভাই
@AdventureTube215 жыл бұрын
ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ।
@mohdramjan96195 жыл бұрын
@@AdventureTube21 অশেষ ধন্যবাদ আপনাকে। আমি সউদী আরবে থাকি
@fgyftfffgh55246 жыл бұрын
সব কিচুত আমাদের বাংলাদেশের মতন খালি নামটা আমিরিকা
@AdventureTube216 жыл бұрын
Fgyft Fffgh 😊
@mahmudulalamanik40535 жыл бұрын
Interstellar movie r shooting ki ekhane hoise? ( corn field dekhe mone holo)