ওই এলাকায় কি থাকার কোনো ব্যবস্থা আছে, মানে আমরা কয়েকজন গিয়ে তাদের সাথে একটু দেখা করতে চই, আর মোস্তাফিজ ভাইকে একটু দেখে আসতে চাই, যদি কেউ তাদের পরিবারে কারো মাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিতেন ভালো হতো, তাহলে আমরা খবর পেতাম যে ফিজ কখন বাড়িতে আসে, আমরা ফেনী থেকে যাবো তো তাই, যেতে যেতে ১ দিন লাগবে, তাই শিউর হয়ে গেলে ভালো হতো, আর ওই এলাকায় যদি হোটেল না থাকে তাহলে তো আমাদের থাকার জন্য সমস্যা হবে, এতদুর থেকে গিয়েতো আর সাথে সাথে চলে আসা যাবেনা, রেস্ট দরকার, আর ভাইয়ের সাথে দেখা না কোরতে পালে তো আরো বেশি খারাপ লাগবে, কেউ যদি জেনে থাকেন জানাবেন