দারুন সুন্দর গানের বাণী সুর গায়কি শুভেচ্ছা সহ শুভকামনা রইলো
@FolkStudio320 Жыл бұрын
আচ্ছালামুয়ালাইকুম
@FolkStudio320 Жыл бұрын
কেমন আছেন ভাই
@SonjoyDor3 ай бұрын
❤ সাধারণ গানের কথা গুলি❤ হৃদয় ছুঁয়ে যায়❤
@FolkStudio3203 ай бұрын
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
@FolkStudio3203 ай бұрын
অজস্র ভালবাসা রইলো
@Kalasha-q7u Жыл бұрын
Wait for this video
@GuniJiboni Жыл бұрын
BEST SONGS OF MATAL RAJJAK DEWAN
@FolkStudio320 Жыл бұрын
Many thanks dear
@rasel-hm2oi3 ай бұрын
খুব সুন্দর
@FolkStudio3203 ай бұрын
অজস্র মানুষের ভালবাসা
@mdnajrul7206 Жыл бұрын
সুন্দ গান
@FolkStudio320 Жыл бұрын
Many thanks
@kabisaikh65612 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@FolkStudio3202 ай бұрын
জাজাকাল্লাহ
@nasimaarjuman948 Жыл бұрын
Best writer and best singer many thanks
@FolkStudio320 Жыл бұрын
many thanks dear
@রাজরাব্বীট্রেডিংক্রয়বিক্রয়জ4 ай бұрын
❤best song shah matal razzak
@FolkStudio3204 ай бұрын
Joy matal
@samsulalam8211 Жыл бұрын
🥀🥀🌹🌹🌸🙏☕
@Kalasha-q7u Жыл бұрын
Super songs all
@FolkStudio320 Жыл бұрын
Great
@Kalasha-q7u Жыл бұрын
❤❤❤
@Kalasha-q7u Жыл бұрын
❤🎉😮❤
@FolkStudio320 Жыл бұрын
many thanks
@kafilmd6616 Жыл бұрын
দাদা মাতার কবি রাজ্জাক দেওয়ান শাহের নামটি আপনার মুখে আদবের সহিদ হলনা বার বার রাজ্জাক রাজ্জাক বললেন শুনতে খুবই খারাপ লাগলো কারণ উনি মিশে গেছেন সষ্ঠার সাথে ওলিদের আদবের সাথে শাহ্ বলতে হয়
@FolkStudio320 Жыл бұрын
আপনার এ মন্তব্য আমাকে কষ্ট দিয়েছে দরদী লালন শাহের শত শত কালামে গানের তাল মাত্রা অনুযায়ী লালন বলেই গায় শিল্পীরা, অনেক গানে তালের মিল রেখে লালন শাহ বা ফকির লালন এভাবে গায়, তদ্রূপ মাতাল রাজ্জাক বা মাতাল রাজ্জাকে বা রাজ্জাক এভাবে বলা হয় তালের মিল রেখে।। আর একটা কথা আপনি বললেন ওনি স্রষ্টার সাথে মিশে গেছেন, সুতরাং ওনাকে নাম ধরে ডাকলে ওনি বেশি শুনতে পারবেন।। গানের বই যেভাবে আছে সেভাবেই না গাইলে তালে মিলবে না
@shahjalal14983 ай бұрын
@@FolkStudio320 গানের মধ্যে শুধু নাম বললে সমস্যা নাই। গানটা যেহেতু আদব ভক্তি মহব্বত নিয়ে গাচ্ছেন, এতেই তার প্রতি আদব ও সম্মান দেখানো হচ্ছে। তবে এমনিতে নাম নিলে আদবের সাথে নেয়া উচিত। আর প্রেমের কোনো ভাষা হয় না। প্রেম ভক্তি অন্তরের বিষয়। মুখে যেমনি বলুক, অন্তরে প্রেম থাকলে মুখে গালি দিলেও সেটা আল্লাহর কাছে মোল্লা মুন্সীদের ঐ প্রেমহীন ইবাদত আর চোখের পানি ছাড়া তিলাওয়াতের চাইতেও অনেক বেশি প্রিয়। তাই আশেকের ভাষা মাশুক বুঝে। আর মাশুকের ইশারা কেবলমাত্র প্রকৃত আশেকই বুঝতে পারে। তাই ধরা বাধা নিয়ম আর ভাষাজ্ঞান দিয়ে প্রেম হয় না। আপনি অন্তরে ভক্তি নিয়ে এগিয়ে যান। আল্লাহ ও তাঁর বন্ধু তো দেখছেনই। নিশ্চয়ই যে যেমন করবে, সে তেমনি পাবে। কারো কর্ম কাউকে ছাড়ে না। বিশেষ দ্রষ্টব্যঃ এখানে কেউ পণ্ডিতি করতে আসবেন না। জায়েজ, না জায়েজ এসব ফাতোয়াবাজী করতে আসবেন না। যদি করতে নাম্বার দেই, ঠিকানা দেই, চলে আসুন। বসে কথা বলি। আমি নিজেই একজন ইমাম, পাশাপাশি ক্বওমী ও আলিয়া উভয় মাদ্রাসার ছাত্র। ইরাব দিয়ে মূল মতন বা ইবারত পড়তে না জানলে ঐ বাংলা কিতাব নিয়ে আমার কাছে আসবেন না ভাই। সময় নষ্ট করবেন না। আপনি পক্ষের হন বা বিপক্ষের। পড়ালেখা করে কিতাব বুঝে এরপর আসবেন। অবশ্যই আমাদের এই জ্ঞান বিনিময়ে ভালো কিছু আসবে। আর যদি বিদআত, হারাম, শিরক, কুফর আর মাজার পূজারী ইত্যাদি বলে ঝগড়া করতে চান। তাহলে আমরা রাজি না। কারণ ওসব আমাদের ধর্ম ও মনুষ্যত্ব শিক্ষা দেয় না। ঘেউ ঘেউ করা আমাদের কাজ না। আমরা মানুষ আর মহা মানুষ গণের গোলাম। সুতরাং আমাদের মধ্যে মহামানুষের শিক্ষা, দীক্ষা এবং প্রকৃত মানুষের গুণাবলী পাবেন, কোনো হিংস্র পশুর নয়। আপনার মানতে মনে চায় না, মানবেন না। কিন্তু আমাদেরকে মানতে বাঁধা দিবেন না। যার যার ইয়া নাফসী সে সে করুন।