এদের কাছে থেকে ওভেন স্ট্যান্ড নিয়েছি কিছুদিন আগে. এখন আফসোস করতেছি কেন আরেকটু বাজেট বাড়িয়ে ভাল ব্র্যান্ডের জিনিস নিলাম না। লোকাল জিনিসের কোয়ালিটি লোকালের মতোই । আর এরা চাপা মেরে বলে সেটিং করার জন্য ভিডিও দিবে কিভাবে সেট করতে হয় । কিন্ত সেই ভিডিও একটা খোলা রেক কিভাবে লাগবে সেটা দেখায় না। সেটিং করা ফার্নিচার দেখিয়ে শুধু মুখে বলে এই করবেন ওই করবেন । যাদের ভালো ফার্নিচার ব্যবহারের অভিজ্ঞতা আছে তারা এর দাম এবং কোয়ালিটি কখনই পছন্দ করবে না ।😡