মাত্র ৩৩ বছর জীবদ্দশায় ঈসা নবীর অলৌকিক ক্ষমতা।

  Рет қаралды 347

HiddenFolksWorld

HiddenFolksWorld

Күн бұрын

মাত্র ৩৩ বছর জীবদ্দশায় ঈসা নবীর অলৌকিক ক্ষমতা।
ঈসা (আ.) সম্পর্কে পবিত্র কোরআনের মোট ১৫টি সুরায় ৯৮টি আয়াতে বর্ণিত হয়েছে। এসব আয়াত থেকে জানা যায়, তিনি ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও রাসুল।
তার ওপর অবতীর্ণ হয় ইনজিল নামক আসমানি কিতাব।
তার পরই পথ প্রদর্শক হিসেবে পৃথিবীতে আসেন শেষ নবী হজরত মুহাম্মদ (সা.)। এ দুই রাসুলের মাঝে আর কোনো নবী-রাসুলের আগমন ঘটেনি। আর এই সময়টাকে ‘রাসুল আগমনের বিরতিকাল’ বলা হয়।
আল-কোরআনে বর্ণিত ৯৮টি আয়াতে ঈসা (আ.)-এর কিছু বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। নিম্নে সেগুলো তুলে ধরা হলো :
(১) তিনি ছিলেন পিতাবিহীন একমাত্র নবী। (সুরা : আলে ইমরান, আয়াত : ৪৬)
(২) আল্লাহ স্বয়ং তার নাম রেখেছেন ঈসা মাসিহ। (সুরা : আলে ইমরান, আয়াত : ৪৫)
(৩) তিনি শয়তানের অনিষ্টতা থেকে মুক্ত ছিলেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৬-৩৭)
(৪) দুনিয়া ও আখিরাতে তিনি ছিলেন মহাসম্মানের অধিকারী এবং আল্লাহর একান্ত প্রিয়জনদের অন্যতম। (সুরা : আলে ইমরান, আয়াত : ৪৫)
(৫) তিনি মাতৃক্রোড়ে থেকেই সারগর্ভ বক্তব্য দেন। (সুরা : মারইয়াম, আয়াত : ২৭-৩৩, সুরা : আলে ইমরান, আয়াত : ৪৬)
(৬) তিনি বনি ইসরায়েলের প্রতি প্রেরিত হয়েছিলেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৪৯) এবং শেষ নবী ‘আহমাদ’ (সা.)-এর আগমনের ভবিষ্যদ্বাণী করেছেন। (সুরা : ছফ, আয়াত : ৬)
(৭) ঈসা (আ.)-কে বিশেষ অলৌকিক ক্ষমতা দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম হলো-
(ক) তিনি মাটির তৈরি পাখিতে ফুঁ দিলেই তা জীবন্ত হয়ে উড়ে যেত।
(খ) তিনি জন্মান্ধকে চক্ষুষ্মান ও কুষ্ঠরোগীকে সুস্থ করতে পারতেন।
(গ) তিনি মৃতকে জীবিত করতে পারতেন।
(ঘ) তিনি বলে দিতে পারতেন, মানুষ বাড়ি থেকে যা খেয়ে আসে এবং যা সে ঘরে সঞ্চিত রেখে আসে। (সুরা : আলে ইমরান, আয়াত : ৪৯, সুরা : মায়িদা, আয়াত : ১১০)
(৮) তিনি আল্লাহর কিতাব ইনজিল লাভ করেছিলেন এবং আগের গ্রন্থ তাওরাতের সত্যায়নকারী ছিলেন। তবে তাওরাতে হারামকৃত অনেক বিষয়কে তিনি আল্লাহর হুকুমে হালাল করেন। (সুরা: আলে ইমরান, আয়াত : ৫০)
(৯) তিনি ইহুদি চক্রান্তের শিকার হয়ে সরকারি নির্যাতনের সম্মুখীন হন। ফলে আল্লাহ তাকে সশরীরে আসমানে উঠিয়ে নেন। (সুরা : আলে ইমরান, আয়াত : ৫২, ৫৪, ৫৫, সুরা : নিসা, আয়াত : ১৫৮)
(১০) তিনিই একমাত্র নবী, যাকে মহান আল্লাহ জীবিত অবস্থায় দুনিয়া থেকে আসমানে উঠিয়ে নিয়েছেন। শত্রুরা তারই মতো আরেকজনকে সন্দেহের বশে শূলে চড়িয়ে হত্যা করে এবং তারা নিশ্চিতভাবেই ঈসাকে হত্যা করতে পারেনি। (সুরা : নিসা, আয়াত : ১৫৭)

Пікірлер
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Sigma Girl Pizza #funny #memes #comedy
00:14
CRAZY GREAPA
Рет қаралды 1,9 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН