Рет қаралды 9,368
#barasat #westbengal #aajtakbangla #aajtak
মাত্র ৩৫০ থেকে ৫০০ টাকায় পাওয়া যাচ্ছে জ্যান্ত একজন মানুষ। নিজের পছন্দমত বেছে নেওয়া যাবে নারী কিংবা পুরুষও। শুনতে অবাস্তব মনে হলেও উত্তর ২৪ পরগনা বারাসাতের চাঁপাডালিতে এরকম মানুষ বিক্রির হাট বসে প্রতিদিনই। দর কষাঘষি করে এই সব মানুষকে যে কোনও স্থানে নিয়ে যাওয়া যাবে কাজ করার জন্য। টাকার বিনিময়ে শ্রম বিক্রি করতে প্রতিদিন চাঁপাডালি মোড়ে হাজির হন অসংখ্য মানুষ। শ্রম বিক্রি করা এইসব মানুষকে দিয়ে আপনি করিয়ে নিতে পারবেন যেকোনও কাজ। ঘড়ির কাটায় তখন ভোর সাড়ে পাঁচটা। ভোরের আলো সেভাবে ফোটে নি। হালকা শীতের চাদরে মুড়ে রয়েছে গোটা এলাকা। কিন্তু তাতে কি! নিজেকে বিক্রি করে দেওয়ার জন্য ততক্ষণে মানুষ বিক্রির ওই হাটে হাজির অনেকেই। তবে এই হাটে নেই কোনও পণ্য, শুধু বিক্রি হয় মানুষের শ্রম।
কেউ আসেন বনগাঁ থেকে, কেউ গোলাবাড়ি, কেউ বা সুদূর মুর্শিদাবাদ থেকে। অপেক্ষা করে থাকেন বিক্রি হওয়ার জন্য। ভাগ্য ভালো থাকলে কোনও ক্রেতা এসে তাঁকে নিয়ে যান। আর যদি না থাকে তবে খালি হাতে ফের ফিরে যেতে হয় নিজের আস্তানায়। এভাবেই চলে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। শুধু পুরুষরা নন, মহিলারাও ঠিক এভাবেই নিজের শ্রম বিক্রি করতে ঠাঁই দাঁড়িয়ে থাকেন ক্রেতার জন্য।
আসলে ষাটোর্ধ্ব মানুষগুলোর কাছে 'প্রবীণ নাগরিক' শব্দটার আলাদা কোনও অর্থ নেই। তাই তো বয়সকে তুচ্ছ করেই দু'মুঠো খাবারের খোঁজে কাক-ভোরেই নারী-পুরুষ নির্বিশেষে ভিড় জমান এই হাটে। কখনও কখনও ন্যায্য মজুরি মিললেও, বেশিরভাগ সময়েই মেলে না শ্রমের সঠিক দাম।
#WBT03
Follow Us on:
Facebook: / aajtakbangla
Twitter: / aajtakbangla
Instagram: / aajtakbangla