মটরসাইকেলে সিন্থেটিক,সেমি সিন্থেটিক, মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায়??

  Рет қаралды 96,702

REAL VIEW

REAL VIEW

Күн бұрын

মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর পরিবর্তন করবেন তা নিয়ে আমার করা ভিডিওটি নিচের লিঙ্ক থেকে দেখে নিতে পারেন।
• ইঞ্জিন অয়েল (মবিল) কখন...
আপনি চাইলে ১০০ কিলোমিটার চালিয়েও ইঞ্জিন অয়েল ফেলে দিতে পারেন সেটা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু প্রত্যেকটা বাইকের(cbu/ckd) ইউজার ম্যানুয়াল বই যদি দেখেন সেখানে স্পস্ট ভাবে লিখা আছে আপনার বাইকের জন্য কোন গ্রেডের অয়েল এবং কত কিলোমিটারে অয়েল পরিবর্তন অথবা রিফিল করবেন। সেটা আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই এর Preodic Maintainance Time Cart পাতায় লিখা আছে। যা আমি প্রমান সহকারে আরেকটি ভিডিওতে বলেছি। যার লিংক • ইঞ্জিন অয়েল (মবিল) কখন...
এবং সিন্থেটিক সেমিসিন্থেটিক এসব অয়েল গুলা শুধুমাত্র একটু খানি রেডি পিকাপের জন্য ব্যাবোরিত হয়। যেখানে সব অয়েলের ই পরিবর্তন করার সময় সেইম ই হয়ে থাকবে। সব অয়েল দিয়েই সমান দুরত্ত আপনি অতিক্রম করতে পারবেন৷
আমার ভিডিওটার যদি কোন অংশ আপনার কাছে ভুল মনে হয় তবে উপজুক্ত প্রমান সহকারে কমেন্ট করবেন। না জেনে অযথা কমেন্ট করবেন না। উপযুক্ত প্রমান ছাড়া আপনার কমেন্ট অগ্রহণযোগ্য বলে ধরা হবে৷
বাংলাদেশের যত মেকানিক্স আছে এরা ওস্তাদ থেকে প্রাপ্ত শিক্ষাকেই বাস্তবে সবাইকে দিয়ে থাকে।
আপনি এসব ওস্তাদ শিশ্যদের কথা গায়ে লাগানোর আগে অনুগ্রহ করে আপনার বাইকের মাদার ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ার দের প্রদত্ত তথ্যকে আগে পড়বেন। সেই তথ্য গুলি আপনার বাইকের ইউজার ম্যনুয়াল বই তে লিখা আছে স্পট ভাবে।
আমি ভিডিওতে বলেই দিয়েছি আপনি আপনার ইচ্ছা মত সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন।
তবে আপনার টাকার সঠিক মুল্য পেতে হলে অনুগ্রহ করে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই টি আগে পড়ে নিবেন। সেখানে সব কিছু পরিস্কার ভাবে লিখা আছে।
ধন্যবাদ।
👇👇👇👇👇👇
বাজারে প্রত্যেকটি ইঞ্জিন অয়েল ব্রান্ডের সিন্থেটিক, সেমি সিন্থেটিক, টেকনো সিন্থেটিক, মিনারেল, পিওর মিনারেল, এরকম বিভিন্ন ধরনের ইঞ্জিন অয়েল পাওয়া যায়।
এত এত ভাগ হওয়ার কারণে আমরা নিজেরাই ব্যাপক আকারে বিভ্রান্তির ভিতরে পড়ে থাকি আমাদের বাইকের জন্য কোনটি ভাল হবে এবং বেশি দাম দিয়ে সিন্থেটিক অয়েল ক্রয় করলে আমরা কি বেশি কিলোমিটার চালাতে পারবো কিনা।
আসলে আপনি সকল ধরনের অয়েল দিয়েই একটি নির্দিষ্ট কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন।
আপনি মিনারেল দিয়ে যত কিলোমিটার যেতে পারবেন সিন্থেটিক দিয়েও ঠিক ততো কিলোমিটার যেতে পারবেন।
এক্ষেত্রে ব্যবধান হচ্ছে মিনারেল অয়েল কে ইনস্ট্যান্ট রেডি পিকআপটি কম থাকে। অবশ্য এটিকে কম বললে ভুল হবে। মিনারেল দেওয়ার পরে যে রেডি পিকআপটি আপনি পাবেন সেটি হচ্ছে আপনার বাইকের মূল রেডি পিকআপ।
কিন্তু আপনি যদি সিন্থেটিক ব্যবহার করেন তাহলে রেডি পিকআপটি একটু বেশি পাবেন স্পিড একটু দ্রুত বাড়বে।
মূলত যারা পাল্লা দেন অথবা রেস করেন তারা এই সিন্থেটিক অয়েল টি ব্যবহার করতে পারেন।
প্রথম 300 বা 500 কিলোমিটার পর্যন্ত সিন্থেটিক অয়েল যে রেডি পিকআপ দিয়ে থাকবে 500 কিলোমিটার অতিক্রান্ত হওয়ার পরে আবার সেটি সেই মিনারেল এর মত ফিডব্যাক দিতে থাকবে।
বাজারের প্রচলিত সকল ধরনের বাইকেই কোম্পানি মিনারেল দেওয়ার কথা বলে থাকে।
বিশেষ করে ইঞ্জিন অয়েল কোম্পানির কিছু টাউট-বাটপার বদমাশ মার্কেটিং লোক এবং দোকানদার মিলে কাস্টমারকে অনেক ভালো বলে সিন্থেটিক সেমি সিন্থেটিক টেকনো সিন্থেটিক এই ধরনের গুলো ধরিয়ে দেয়। আসলে সেগুলো ভালো। তবে কেন একজন মানুষ সিন্থেটিক বা সেমি সিন্থেটিক ব্যবহার করবে সেটির কারণটি কেউ জানে না।
সব সময় আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বইটি ফলো করবেন। সেখানে আপনি কোন গ্রেডের অয়েল ব্যবহার করবেন এবং কত কিলোমিটার পর অয়েল পরিবর্তন বা ইনস্পেকশন করবেন তা স্পষ্টভাবে চারট করে লেখা আছে।
তাই আপনার যদি 1000 কিলোমিটার ইঞ্জিন অয়েল পরিবর্তন করার প্রবণতা থেকে থাকে তাহলে আপনি যে ওএলটি ব্যবহার করবেন সেটি 1000 কিলোমিটার এ ফেলে দিবেন। প্রকৃতপক্ষে একটি অয়েল দিয়ে চার থেকে ছয় হাজার কিলোমিটার চালানো যায় যা এই ডেসক্রিপশন বক্স এর উপরের লিংকে ভিডিওতে দেখতে পারবেন।
তাই সিনথেটিক সেমি সিনথেটিক টেকনো সিনথেটিক মিনারেল যে ব্যক্তি যে অয়েল ক্রয় করেন না কেন তার লঙ্গিবিলিটি সেইমি থাকবে
আশাকরি ভিডিওটি ভাল লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমাদের পাশেই থাকবেন
মটরসাইকেলে সিন্থেটিক,সেমি সিন্থেটিক, মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে কত কিলোমিটার পর্যন্ত চালানো যায়??

Пікірлер: 372
@RVBD
@RVBD 2 жыл бұрын
আপনি চাইলে ১০০ কিলোমিটার চালিয়েও ইঞ্জিন অয়েল ফেলে দিতে পারেন সেটা আপনার একান্তই ব্যাক্তিগত ব্যাপার। কিন্তু প্রত্যেকটা বাইকের(cbu/ckd) ইউজার ম্যানুয়াল বই যদি দেখেন সেখানে স্পস্ট ভাবে লিখা আছে আপনার বাইকের জন্য কোন গ্রেডের অয়েল এবং কত কিলোমিটারে অয়েল পরিবর্তন অথবা রিফিল করবেন। সেটা আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই এর Preodic Maintainance Time Cart পাতায় লিখা আছে। যা আমি প্রমান সহকারে আরেকটি ভিডিওতে বলেছি। যার লিংক kzbin.info/www/bejne/mXuWo4utm9KVlbM এবং সিন্থেটিক সেমিসিন্থেটিক এসব অয়েল গুলা শুধুমাত্র একটু খানি রেডি পিকাপের জন্য ব্যাবোরিত হয়। যেখানে সব অয়েলের ই পরিবর্তন করার সময় সেইম ই হয়ে থাকবে। সব অয়েল দিয়েই সমান দুরত্ত আপনি অতিক্রম করতে পারবেন৷ আমার ভিডিওটার যদি কোন অংশ আপনার কাছে ভুল মনে হয় তবে উপজুক্ত প্রমান সহকারে কমেন্ট করবেন। না জেনে অযথা কমেন্ট করবেন না। উপযুক্ত প্রমান ছাড়া আপনার কমেন্ট অগ্রহণযোগ্য বলে ধরা হবে৷ বাংলাদেশের যত মেকানিক্স আছে এরা ওস্তাদ থেকে প্রাপ্ত শিক্ষাকেই বাস্তবে সবাইকে দিয়ে থাকে। আপনি এসব ওস্তাদ শিশ্যদের কথা গায়ে লাগানোর আগে অনুগ্রহ করে আপনার বাইকের মাদার ম্যানুফ্যাকচার ইঞ্জিনিয়ার দের প্রদত্ত তথ্যকে আগে পড়বেন। সেই তথ্য গুলি আপনার বাইকের ইউজার ম্যনুয়াল বই তে লিখা আছে স্পট ভাবে। আমি ভিডিওতে বলেই দিয়েছি আপনি আপনার ইচ্ছা মত সময়ে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে পারেন। তবে আপনার টাকার সঠিক মুল্য পেতে হলে অনুগ্রহ করে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই টি আগে পড়ে নিবেন। সেখানে সব কিছু পরিস্কার ভাবে লিখা আছে। ধন্যবাদ।
@sumanmondal5495
@sumanmondal5495 8 ай бұрын
Discover bs4 110 e guide book e 10w 30 grade r kotha bola achhe so setay use kori?
@RVBD
@RVBD 8 ай бұрын
সেটাইতো ব্যবহার করবেন। এবং আপনি যেই কোম্পানির মবিলি পড়েন না কেন আপনাকে এটা নিশ্চিত হতে হবে মোবাইলটি যেন জেনুইন হয়ে থাকে
@sumanmondal5495
@sumanmondal5495 8 ай бұрын
@@RVBD motul 10w 30 3100 gold use kori. Ebar vabchi 5100 ta use korbo
@bashirullah345
@bashirullah345 17 күн бұрын
Livo bike er jonno konta use korbo bhai
@prodyutbhandari3175
@prodyutbhandari3175 7 ай бұрын
হিরো এইচএফ ডিলাক্সের নতুন মডেলের গাড়ি (2023) এর জন্য আমার কোন মোটুল ইঞ্জিন তেল ব্যবহার করা উচিত....? ,আমি কি motul 3100 gold 10W-30 ব্যবহার করতে পারি?...প্লিজ স্যার বলুন.....
@RVBD
@RVBD 7 ай бұрын
হ্যা পারবেন।
@mdnurzaman9407
@mdnurzaman9407 9 ай бұрын
ডিসকভার 125 বাইক সকালে খুব ডিস্টার্ব করে কোন গেটের মোবেল ব্যবহার করলে ভালো হবে আমি ক্যাস্ট্রল অ্যাক্টিভ ব্যবহার করি দয়া করে একটু জানায়েন তো ভাই কোনটা ব্যবহার করলে ভালো হবে
@RVBD
@RVBD 9 ай бұрын
20 w 50
@perfectbangali7462
@perfectbangali7462 8 ай бұрын
Hero Deluxe a কোন ইঞ্জিন অয়েল ব্যবহার । এবং কত কিলোমিটার চালানোর পর চেন্জ করব
@RVBD
@RVBD 8 ай бұрын
১০ ৩০
@RVBD
@RVBD 8 ай бұрын
৪০০০
@shuvoturjo4421
@shuvoturjo4421 6 ай бұрын
Ns 160 Abs bike amar.Jodi Synthetik 1 liter ee ssthe 300 ml minarel dei.Kono problem hobe ki?
@RVBD
@RVBD 6 ай бұрын
কোন প্রব্লেম নাই
@babaiffofficial1198
@babaiffofficial1198 22 күн бұрын
Ntorq race edition aa ki motul 5100 use kora jaba ???? Dada plz reply
@RVBD
@RVBD 22 күн бұрын
আপনার গাড়ির গ্রেট ঠিক রেখে যে কোন ব্র্যান্ডের যে কোন ক্যাটাগরির যেকোনো সিরিজের ইঞ্জিন অয়েল ভরতে পারবেন কোন সমস্যা নাই
@sohelrana-do3vj
@sohelrana-do3vj 7 күн бұрын
vi discovere 100 a kon engine oil dila valo hoba aktu bolban?
@RVBD
@RVBD 7 күн бұрын
20w50
@abdullahalmamun2627
@abdullahalmamun2627 5 күн бұрын
16000+Fzs v3 er jonno konta recommended
@kibriahasan3712
@kibriahasan3712 5 күн бұрын
ভাইয়া আমার এপাচি আর টি আর ২v তে কোনটা দিলে ভালো হবে?
@RVBD
@RVBD 4 күн бұрын
10w30
@ifranhossainn
@ifranhossainn 27 күн бұрын
Vai ... Gixxer FI ABS.. 1000kilo running. motul 10w 40 use korci .er jnno best konta.... Sound r engine smooth rakhar jnno ..
@RVBD
@RVBD 27 күн бұрын
টেন ডাব্লিউ ৪০ গ্রেড মেন্টেন করে আপনি যেকোন ভালো ভালো ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন তাতে সবগুলো সাউন্ড প্রায় একই থাকবে। তবে আপনি যদি ফুল সিন্থেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সে ক্ষেত্রে সাউন্ড আরো একটু বেশি স্মুথ থাকবে
@ifranhossainn
@ifranhossainn 27 күн бұрын
@@RVBD brand Jodi mention korten...r engine heat Hobe kom kontai ..!
@misbahulislam3845
@misbahulislam3845 8 ай бұрын
vai. apache 2v ki mobil use korle valo hoy.lubrex use kora jabe ki janaben plz plz plz..
@RVBD
@RVBD 8 ай бұрын
আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যেটুকু বলতে পারি সেটা হচ্ছে lubrex মবিল কোনভাবেই ভালো নয়। আপনি টিভিএস-এর শোরুম থেকে ভালো একটি ইঞ্জিন অয়েল কিনে তারপর ব্যবহার করবেন
@SabbirHbd
@SabbirHbd 7 ай бұрын
Honda X-Blade DD ABS বাইকটা 6k running. Engine oil কোনটা ভালো হবে? দাম কতো??
@RVBD
@RVBD 7 ай бұрын
Honda 10w30
@md.nurulislam2335
@md.nurulislam2335 4 ай бұрын
ভাই 10W40 motul France ইউজ করতে পারবো? গাড়ি 15 হাজার চলছে!
@RVBD
@RVBD 4 ай бұрын
@md.nurulislam2335 10w30/10w40 প্রায় সেইম ই। ইউজ করতে পারেন। ব্যাবধান সুধু ঘনত্তে
@ashrafullalam5893
@ashrafullalam5893 8 ай бұрын
TVS 4V তে কোন ইন্জিনওয়েল ভালো হবে. যদি জানাইতেন খুবই উপকৃত হইতাম
@RVBD
@RVBD 8 ай бұрын
দয়া করে বাইকের সাথে দেয়া ম্যানুয়াল বই পড়ে দেখুন
@rxkhan1856
@rxkhan1856 11 ай бұрын
পালসারের শোরুম থেকে কাল ১টা মবিল কিনেছি। বোতলের গায়ে Jul 2022 লেখা। কত তারিখে মেয়াদ শেষ হবে লিখা নাই। এইটা কি ব্যাবহার করা যাবে?
@RVBD
@RVBD 11 ай бұрын
অবস্যই
@MdPolashHossain-pr2bf
@MdPolashHossain-pr2bf 7 ай бұрын
খুব ভালো লাগলো ভাই এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও করবেন ইনশাল্লাহ
@RVBD
@RVBD 7 ай бұрын
একই ভিডিও বারবার করতে গেলে নিজের কাছেও খারাপ লাগে তাই এখন আর এই বিষয়গুলো নিয়ে তেমন একটা ভিডিও করা হয় না ভাই
@RofikulIslam-nh3ue
@RofikulIslam-nh3ue 3 ай бұрын
ভাই এফজেডএস ভার্সন 2 এর জন্য কোন সিনথেটিক ইঞ্জিন অয়েল টা ভালো হবে এবং সাউন্ড টাও ভালো কোনটায় হবে??
@RVBD
@RVBD 3 ай бұрын
ইয়ামাহালুব ফুল সিন্থেটিক শেল ফুল সিন্থেটিক মতুল ফুল সিন্থেটিক
@ashisghosh2425
@ashisghosh2425 3 ай бұрын
Sir Amar Honda dio scooty Pls bolben Kon ta besi hobe Semi or full Ar Ki engine oil use korbo
@RVBD
@RVBD 3 ай бұрын
আমি কখনোই স্কুটার ওইভাবে চালানোর চালাই নাই এবং স্কুটারে ম্যানুয়াল বই পড়ার সুযোগ পায়নি আশা করি আপনি ম্যানুয়াল বই ভালো করে পড়লে বিস্তারিত সবকিছু জানতে পারবেন যদি সে ক্ষেত্রে কোন কিছু না বুঝে না আমাকে আপনি কল করতে পারেন
@reakboy9839
@reakboy9839 3 ай бұрын
Yamaha r15 v3 bs4 officials.... 20 k run Kon engine oil ta best hbe Mileage besi paoa jbe Asa kori answer pabo😊
@RVBD
@RVBD 3 ай бұрын
Yamahalube or any brand full synthetic 10w40
@mislam-t1r
@mislam-t1r 11 ай бұрын
Rtr 2v bike a engine Oil motul mineral dewer por engine theke jin jin suond hoi Er karon ki? Jodi kono somadan diten?
@Payelbristivlog
@Payelbristivlog Жыл бұрын
Honda sp 125 বাইক এ কত গ্রেড এর ইঞ্জিন oil ব্যবহার করলে ভালো হবে Please help me
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই দেখুন প্লিজ। কারন আমার কাছে অই বাইকের ম্যানুয়াল বই নেই। ধন্যবাদ
@Payelbristivlog
@Payelbristivlog Жыл бұрын
@@RVBD বই টা নেই হারিয়ে গেছে Please আপনি আমাকে help করুন না
@RVBD
@RVBD Жыл бұрын
যে কোন ভালো ব্রান্ড এর 10w30 grade.. Minimum 4000 km riding korte parben...
@Payelbristivlog
@Payelbristivlog Жыл бұрын
@@RVBD ok thanks দাদা বলছিলাম যে online flipkart থেকে যদি আমি motul 5100,10w-30 এর engine oil honda sp 125 bike এ use করার জন্য কিনি তাহলে কি ভালো হবে নাকি off লাইন থেকে কেনা ভালো হতো Please help me
@shadinbangla3606
@shadinbangla3606 Жыл бұрын
হোন্ডা লিভু তে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ভালো হবে। পরামর্শ চাই
@bulbulahamed1243
@bulbulahamed1243 Ай бұрын
Honda
@mdmohibullahasan5873
@mdmohibullahasan5873 Ай бұрын
ভাইয়া নতুন FZ version 2 কোন মবিল ব্যবহার করবো
@RVBD
@RVBD Ай бұрын
10w40 any brand any category
@Bokul303
@Bokul303 9 күн бұрын
Gixxer monotone konta use korle valo hobe janayen vi
@RVBD
@RVBD 9 күн бұрын
20w40 বেস্ট কারব বাইকের জন্য। তবে 10w40 ও ব্যাবহার করতে পারেন
@Bokul303
@Bokul303 9 күн бұрын
@@RVBD kon model use korbo ta besi chalabo sei jonno
@mfstudioteach956
@mfstudioteach956 10 ай бұрын
assalamoalaikom. vaia. Motul 7100 10w 4t diye ami koto km calate parbo onayasei?? Onk e bolee 2200 km nki?? Er besi calano jabe na??? plz janan
@RVBD
@RVBD 10 ай бұрын
Original hole 3000km+
@mfstudioteach956
@mfstudioteach956 10 ай бұрын
@@RVBD vaia.. original bojar opay plz bolbn?
@zahidjocky1939
@zahidjocky1939 Жыл бұрын
Bai amar Suzuki sf 2016 ami koto kilo pore mobil change korte pari r ko brande er Mobil ta use korbo
@RVBD
@RVBD Жыл бұрын
Minimum 3000+ any brand.. Grade for carburator 20w50 for fi 10w40
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন 👌❤️ এবং দয়া করে ভিডিও টা শেয়ার করবেন ❤️❤️
@tonmoyahmed80
@tonmoyahmed80 Жыл бұрын
Gixxer monotone 25000 k.m cholce akn ami ki mobile use korle valo hobe?
@RVBD
@RVBD Жыл бұрын
আপনি আপনার ইচ্ছামত যে কোন ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে শুধুমাত্র গ্রেট ঠিক রেখে যে কোন কোম্পানির অরিজিনাল ইঞ্জিন অয়েল ব্যবহার করলেই হবে। এটার জন্য এত বিচলিত হওয়ার কিছু নেই
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে আমাদের ভিডিওটি শেয়ার করবেন।
@AlaminHossain-qd3zc
@AlaminHossain-qd3zc Жыл бұрын
ভাই 10w40 কি হিরো ডালাক্সে ব্যবহার করতে পারব
@RVBD
@RVBD Жыл бұрын
ব্যাবহার করলে কোন সমস্যা নেই। তবে ১০ w30 ই উত্তম
@ayonhasan3247
@ayonhasan3247 Жыл бұрын
ভাইয়া অনেকেই বলে নতুন Yamaha Fzs V3 BS6 বাইক কিনার পর ফুল সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে না, মিনারেল ইউজ করার পরামর্শ দেয়। এক্ষেত্রে কেউ যদি প্রথম থেকেই ফুল সিনথেটিক ব্যবহার করে কোনো সমস্যা হবে?
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যা নেই। গ্রেড ঠিক রেখে যে কোন একটা দিলেই হলো।
@nimuwb0078
@nimuwb0078 Жыл бұрын
সমস্যা হবে। প্রথম হাজার কিলোমিটার বাইকের ইঞ্জিনের ব্রেক ইন পিরিয়ড থাকে। এসময় সিন্থেটিক ইউজ করলে বাইকের ব্রেক ইন পিরিয়ড ঠিকমতো কাজ করবেনা। ব্রেক ইন পিরিয়ড নিয়ে ডিটেইলস চাইলে ইউটিউবে সার্চ করলে অনেক ভিডিও পেয়ে যাবেন।
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যা হবেনা। এটা পরিক্ষিত। ধন্যবাদ
@ajrbiker8683
@ajrbiker8683 Жыл бұрын
ভাই hornet honda তে 10W40 ব্যাবহার করলে সমস্যা হবে?
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যাই হবেনা
@md.afzalhossainchowdhuryhi1586
@md.afzalhossainchowdhuryhi1586 Жыл бұрын
Brother Ami rtr 2v use Kori and AMR 8000 kilometres total so Ami kon mobile and koto gread use korbo ..?
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার বাইকের সাথে দেয়া ইউজার ম্যানুয়ালে গ্রেড লেখা আছে। এবং কত কিলোমিটার এ পরিবর্তন করবেন তার বিস্তারিত তথ্য দেয়া আছে। আশা করি দেখে নিবেন
@bidhandey922
@bidhandey922 25 күн бұрын
দাদা মতুল ২০w ৫০(ফুল সিনথেটিক) ওয়েল দিয়ে কত কিলোমিটার চালানো যেতে পারে এনএস ১৬০ বিএস৬
@RVBD
@RVBD 25 күн бұрын
আপনার ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেখা রয়েছে ঠিক তত কিলোমিটার আপনি ফুল সিনথেটিক সেমি সিনথেটিক এবং মিনারেল সবকটা অয়েল দিয়ে চালাতে পারবেন
@sujanmiah1342
@sujanmiah1342 Ай бұрын
পালসার এনএস ১৬০ সিসি বাইকের জন্য কোন মবিল ভালো???
@RVBD
@RVBD Ай бұрын
10W40 গ্রেড
@rahatkhan7726
@rahatkhan7726 Жыл бұрын
amar bike fzs v3 ami 1500 km porjonto mineral use korechi tar por 1500 er por jedin showroom e jai ora semi synthetic diye disilo atar jonno kono problem hobe? akhon 2000 km hoise akhon ki ami mineral dibo naki abar semi synthetic?
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যা নেই। নিশ্চিন্তে চালাতে পারেন। ধন্যবাদ।
@maynudinrobin60903
@maynudinrobin60903 7 ай бұрын
ভাই আমার নতুন মডেল হানক ১৫০ আর বাইক। ১৪ হাজার কিলোমিটার রানিং কোন মুবিল ব্যবহার করলে ভালো হবে?
@RVBD
@RVBD 7 ай бұрын
বাইকের সাথে থাকা ম্যানুয়াল বই দেখুন
@nazmulhudanasim5119
@nazmulhudanasim5119 6 ай бұрын
ভাই আমার tvs metro plus special edition 110cc ব্যাবহার করি আমি কি আমার বাইকে 10w 40 ফুল সেনথেটিক ইনজিন অয়েল ব্যাবহার করতে পারবো আর কতো কিলো চালাবো আমি ইকোনিমিতে বাইক চালাই
@RVBD
@RVBD 6 ай бұрын
পারবেন। লংজিবিলিটি ৪০০০ কিলোমিটার। আপনি অনুগ্রহ করে আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বই পড়ে দেখেন সেখানে বিস্তারিত তথ্য লেখা রয়েছে
@x9channel301
@x9channel301 6 ай бұрын
ভাই Raider 125 ১১হাজার কিলো রানিং কত গ্রেড মবিল ব্যবহার করবো
@x9channel301
@x9channel301 6 ай бұрын
ভাই Raider 125 ১১হাজার কিলো রানিং কত গ্রেড মবিল ব্যবহার করবো
@RVBD
@RVBD 6 ай бұрын
@x9channel301 ম্যানুয়ালে যা লেখা আছে সেটাই ভরবেন
@mdsbujmunshi2253
@mdsbujmunshi2253 Жыл бұрын
Apache RTR 2V 160cc কোন ইঞ্জিন অয়েল দিবো কনগ্রেট দিবো জানায়েন
@RVBD
@RVBD Жыл бұрын
সীটের নিচের ম্যানুয়াল বই দেয়া আছে। দয়া করে পরে দেখুন।
@mdsbujmunshi2253
@mdsbujmunshi2253 Жыл бұрын
ভাই মেনুয়াল বই নেই
@mdsbujmunshi2253
@mdsbujmunshi2253 Жыл бұрын
@@RVBDপুরান নিছি ১০/৩০ নিবো নাকি ১০/৪০ নেবো কোন টা ভালো হবে
@RVBD
@RVBD Жыл бұрын
তাহলে শো রুম থেকে ফ্রিতে একটা বই নিয়ে আসুন। আমার কাছেও নেই ভাই। শোরুমে যেয়ে বললেই দিয়ে দিবে
@rionrion-nz5vc
@rionrion-nz5vc 3 ай бұрын
Hero Delax Hf 100 Cc Full Since tic use Korle kemon hobe vai
@RVBD
@RVBD 3 ай бұрын
Korte paren. Temon kono change dekhte paben na. কাকের গায়ে ময়ুরের পালক লাগালে কালের কি পরিবর্তন আসবে? ইঞ্জিন হাল্কা একটু স্মুথ হবে। ৫০০ কিলো পরে আগের মত ই পারফরম্যান্স চলে আসবে
@mostakimsuruz6366
@mostakimsuruz6366 Жыл бұрын
Vaia..minarel diye ki 1000 km besi calano jbe ki...nh 1000 tei cng korbo
@RVBD
@RVBD Жыл бұрын
নুন্যতম ৩০০০ কিলোমিটার
@mostakimsuruz6366
@mostakimsuruz6366 Жыл бұрын
Sotti..ki 3000 hajar calno jbe..menual diye..ami toh 1000 te cng kori
@mostakimsuruz6366
@mostakimsuruz6366 Жыл бұрын
Just 1L diye 3000 colbe
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার বাইকের ইউজার ম্যানুয়াল বই দেখুন। সেখানে লেখা আছে
@nongorpc4609
@nongorpc4609 Жыл бұрын
Hero Splendor iSmart 110cc.এর জন্য কোন ওয়েল টা ব্যবহার করা জায়.?
@RVBD
@RVBD Жыл бұрын
10W30 মিনারেল। যে কোন ভালো ব্রান্ড এর টা ই ব্যবহার করতে পারেন। তবে হিরোর নিজস্ব অয়েল টা ভরা টা ই বেটার। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।
@nongorpc4609
@nongorpc4609 Жыл бұрын
@@RVBD how to hero splendor ismart 110cc engine oil capacity
@RVBD
@RVBD Жыл бұрын
900 মিলিগ্রাম
@ShohanHassan
@ShohanHassan Жыл бұрын
Assalamoalikum, ami Tvs apache rtr 4v DD user. Amr bike total 13000km running. Ami used bike kinaci ti user manual ni..11500 te LiQui Moli 10w30 synthes engine oil dewa hoyeche. Ami daily 40-60 km bike ride kore and average speed 50-70 er modde thake. Ei khetre ami engine oil koto km por chenge korbo?
@RVBD
@RVBD Жыл бұрын
যে কোন পরিবেশ পরিস্থিতেই( ইঞ্জিনের বিশেষ সমস্যা ছাড়া) আপনি কোম্পানি প্রদত্ত কিলোমিটার এ ই পরিবর্তন করতে পারেন। যেহতু আপনার বা আমার কাছে বই নেই তাই চোখ বন্ধ করে ৩০০০ চালাবেন। কারন বাংলাদেশে যত বাইকের ম্যানুয়াল আমি চেক করেছি তাতে ৩০০০ এর নিচে কোন বইতে আমি দেখিনি। ধন্যবাদ।
@ShohanHassan
@ShohanHassan Жыл бұрын
@@RVBD Thank you so much vi.❤️❤️❤️
@kollansarkar4980
@kollansarkar4980 Жыл бұрын
আমি কি এগুলোর যে কোনটা পালসার এ ব্যবহার করতে পারবো
@RVBD
@RVBD Жыл бұрын
হ্যা। গ্রেড ঠিক রেখে যে কোন টাই ব্যাবহার করতে পারেন
@mazedulhoque1666
@mazedulhoque1666 Жыл бұрын
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার suzuki হায়াতে গাড়ির জন্য ৭০০০ কিলোমিটার পর্যন্ত মিনারেল অয়েল ব্যবহার করেছিলাম। এরপর আমি সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল ব্যবহার করছি কিন্তু আমি আগের মত গাড়ির ইঞ্জিনের স্মুথনেস পাচ্ছিনা। বরং পূর্বেই আমি মিনারেল অয়েল ব্যবহার করেই আমার গাড়ির স্মুথনেস পেয়েছিলাম। আমি শোরুম থেকে নেওয়া মতুল মবিল ব্যবহার করছি। গ্রেড 10w-40 । এমত অবস্থায় আমি কি আগের মতো মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করব ? নাকি অন্য কোন সমাধান আছে । দয়া করে উত্তর জানালে ভীষণ উপকৃত হব।
@RVBD
@RVBD Жыл бұрын
আগে বই দেখুন। সেখানে সব লেখা আছে। কবে কখন কি অয়েল কিভাবে ভরা লাগে সব লেখা আছে।
@abdullahalnuman6120
@abdullahalnuman6120 Жыл бұрын
ইঞ্জিনটা ভালোভাবে ব্রাশ করুন, তারপর আবার মিনারেল ব্যবহার করে দেখুন
@jannatulhasan166
@jannatulhasan166 6 ай бұрын
ভাইয়া ডিসকভার 125 cc তে সেন্থেথিক দিলে কোন সমস্যা হবে নাকি
@RVBD
@RVBD 6 ай бұрын
কোন সমস্যা নেই
@jannatulhasan166
@jannatulhasan166 6 ай бұрын
ইন্জিন বেশি গরম হওয়ার কারন কি ভাই
@jannatulhasan166
@jannatulhasan166 6 ай бұрын
ভাই মটুল দিই 20w50 ,7100
@jannatulhasan166
@jannatulhasan166 6 ай бұрын
4500 রানিং
@RVBD
@RVBD 6 ай бұрын
@jannatulhasan166 নতুন বাইকে ইঞ্জিন একাটু বেশী ই গরম হয়
@User-J_h4T
@User-J_h4T 10 ай бұрын
Gixxer fi abs, চাবি ঘুরিয়ে বাইক অন্ করলে ইঞ্জিন মাল-ফানকশন ইন্ডিকেটর লাইট মিটারে জ্বলে থাকে, ইঞ্জিন স্টার্ট করা মাত্র সেটা নিবে যায়। এটা কি করা যায়? আগে আমার এই টা জ্বলে থাকতো না
@RVBD
@RVBD 10 ай бұрын
আপনার মোটরসাইকেলের কোনো না কোনো সেন্সরের প্রবলেম হয়েছে একটু ভালো করে চেক করে নিবেন। যে কোন সার্ভিস সেন্টারে কম্পিউটারের সাথে কানেক্ট করলে বুঝা যাবে কোন সেন্সরটি জানালা করছে
@User-J_h4T
@User-J_h4T 10 ай бұрын
@@RVBD ওকে ধন্যবাদ ।
@shuvoturjo4421
@shuvoturjo4421 6 ай бұрын
Ns 160 Abs bike amar.1 bochor holo kinlam.Ekhon 1 litre synthetic ar baki 300 ml jodi minarel dei ete problem hobe ki?
@RVBD
@RVBD 6 ай бұрын
কোন প্রব্লেম নেই
@jewelrana6949
@jewelrana6949 Жыл бұрын
ভাই Hero hunk 150abs তে motul কি রকম হবে এবং কোনটা ব্যাবহার করবো।
@RVBD
@RVBD Жыл бұрын
মতুল, শেল, লিকুমলি, সব অয়েল ই অনেক ভালো। ১০/৩০ গ্রেডের যে কোন অয়েল ই আপনি ভরতে পারেন। আপনার বাইকের ম্যানুয়াল বই তে বিস্তারিত তথ্য দেয়া আছে। চেক করে দেখুন।
@azimmondal5877
@azimmondal5877 6 ай бұрын
Bajaj platina 125 2009model e kon engine oill valo minarel na sinthetic?
@RVBD
@RVBD 6 ай бұрын
মিনারেল
@mahmudulhasanmim4556
@mahmudulhasanmim4556 2 жыл бұрын
Vai, Amar Platina 100es e koto grade er engine oil dibo? 20w50??
@RVBD
@RVBD 2 жыл бұрын
Yes...
@muftiabdulhainatoree8486
@muftiabdulhainatoree8486 Жыл бұрын
ভাই, আমারও প্লাটিনা ১০০, আমি সুপার 4T ইন্জিন ওয়েল ব্যবহার করি, কত কি.মি পর মোবিল চ্যাঞ্জ করবো ভাই?
@Hrs6777
@Hrs6777 Жыл бұрын
Vi amar gixxer 2000km hoise.ekhn ki ami semi senthitic use krte prbo?
@RVBD
@RVBD Жыл бұрын
অবস্যই পারবেন। কোন প্রব্লেম নেই
@Hrs6777
@Hrs6777 Жыл бұрын
Ami 1800km porei mawa tour e long time high speed e ride korsi 120+.prblm face korbo ki er karon e?
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যা নেই ভাই। নিশ্চিন্তে চালাতে থাকুন।
@asifdewanhridoyhossain7400
@asifdewanhridoyhossain7400 Жыл бұрын
Honda hornet, Honda kompanir mobel vorchi 650 tk dia,so,Vai koto kilometres chalabo ,bolben please.
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন সেখানে স্পষ্ট ভাবে লিখা রয়েছে কত কিলোমিটার পর পর কোনটা কোনটা পরিবর্তন করবেন কিভাবে পরিবর্তন করবেন সব কিছু সেখানে লেখা আছে।
@RVBD
@RVBD Жыл бұрын
অথবা আপনি চাইলে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড এর ফেসবুক পেজে নক দিয়ে আপনার গাড়ির মডেল নাম্বার সহকারে বিস্তারিত বলুন উনারা আপনাদেরকে বলে দিবে।
@prantarsarkar9720
@prantarsarkar9720 Жыл бұрын
vaih amr bike20000 kml running ami motul 10-40 use kri jdi full sen...use kri thahole kno sommosa hbbe
@RVBD
@RVBD Жыл бұрын
কোন প্রব্লেম নেই। নিশ্চিন্তে ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ।
@onlinework-bg9fm
@onlinework-bg9fm Жыл бұрын
vaia R15 V3 bs6 amar 12k runing... ami jekono 1 mobil use korte cai. apni kon mobil suggested korben. ami heavy user nah.
@RVBD
@RVBD Жыл бұрын
Yamahalube, Motul, Shell, Mobil, Liquemoly এই কয়টা ব্রান্ড এর মধ্যে পছন্দ করতে পারেন।
@sadikrakib8708
@sadikrakib8708 Жыл бұрын
Vai amr 4v bike..ami onk mobial use krlam bt valo parformance pailam na...akn amke bolen ami kon mobail use krbo??r 10 w 30 na 10w 40 bolbn plz plz plz vai?
@RVBD
@RVBD Жыл бұрын
10/30 একটু পাতলা কিন্তু ১০/৪০ একটু ঘন। দুটাই সেইম। আপনার ম্যানুয়াল বই দেখুন। সেখানে স্পষ্ট লেখা আছে কোনটা ভরবেন। মতুল বাদে, শেল, লিকু মলি, হিপ্রো মেক্স, ইয়ামাহালুব, সোজা কথা যে কোন কোম্পানির অরিজিনাল মবিল ব্যবহার করবেন । আপনার নিকটস্থ শোরুমে tvs বাইকের জন্য যে ধরনের ইঞ্জিনিয়ার গুলো বিক্রি করে সেটি বললেও হবে কোন সমস্যা নেই।
@shakibshuvo4199
@shakibshuvo4199 Жыл бұрын
fzs v2 10 40 diye 3000 km calano zay? naki aro kom calabo?
@RVBD
@RVBD Жыл бұрын
চোখ বন্ধ করে চালানো যায়। আপনার ম্যানুয়াল বই তে দেখুন। সেখানে বিস্তারিত লিখা আছে। ধন্যবাদ
@mdlablu2867
@mdlablu2867 Жыл бұрын
আমি ডিসকাভার ১০০সিসি বাইক সেকেনাল কিনছি, আমি কোন মুভিল টা পরিবর্তন করে ভালো হবে এমনকি ভালো ভালো মাইলেজ পাব, অনুগ্রহ প্রভোগ জানাবেন
@RVBD
@RVBD Жыл бұрын
আপনি যে কোন কোম্পানির 20W50 ইঞ্জিন অয়েল টা ব্যাবোহার করবেন। সবচেয়ে ভালো হবে যদি আপনি বাজাজের শোরুম থেকে বাজাজ ডিটিএস আই ইঞ্জিন অয়েল টি ব্যবহার করেন। এক্ষেত্রে আপনি মিনারেল সিনথেটিক সেমি সিনথেটিক যেকোনো অয়েল ব্যবহার করতে পারেন কোন সমস্যা নেই। অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন
@mdainulhaider3639
@mdainulhaider3639 Ай бұрын
ভাই আমার জিক্সার এফ আই। ১৫০০ কিলো চলছে মিনারেল দিয়ে। এখন কি সিন্থেটিক ব্যাবহার করা যাবে??
@RVBD
@RVBD Ай бұрын
কয়েকদিন আগে মবিল নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেটা দেখুন
@sharifuddin4580
@sharifuddin4580 Жыл бұрын
ভাই আমার gixxer monotone বাইক 2500 কি:মি: রান । আমি motul 3100 gold 10w40 টি ব্যবহার করতেছি সেক্ষেত্রে কোন সমস্যা হবে কি ? সার্ভিস সেন্টার থেকে বলল ৮ হাজার কিমি অবদি মিনারেল ব্যবহার করতে নাহলে নাকি সাউন্ড নষ্ট হয়ে যায়।
@RVBD
@RVBD Жыл бұрын
মিনারেল ই বেস্ট সব সময়ের জন্য
@tanvirhossain88899
@tanvirhossain88899 Жыл бұрын
R15m ar jonno konta best janaben
@RVBD
@RVBD Жыл бұрын
Yamahalube Fully synthetic Racing
@AhadKhan-vq7mz
@AhadKhan-vq7mz Ай бұрын
ভাইয়া হিরো টেইলার ১৬০০ কন মবেল ব্যবহার করবো
@RVBD
@RVBD Ай бұрын
অনুগ্রহ করে আপনার বাইকের সাথে থাকা ইউজার ম্যানুয়াল বই ভালো করে পড়ে দেখুন সেখানে বিস্তারিত লেখা রয়েছে
@sheedislam1722
@sheedislam1722 Жыл бұрын
ভাই আমার সুজুকি 125 নতুন 450 চলছে এখন মবিল কোনটা বরব
@RVBD
@RVBD Жыл бұрын
মিনারেল ই ভরতে থাকেন। শোরুম থেকে মবিল আর ফিল্টার টা লাগাবেন। বাইরের দোকানে দুই নাম্বার পেতে পারেন।
@sheedislam1722
@sheedislam1722 Жыл бұрын
@@RVBD ধন্যবাদ ভাই
@mdalamgirhossain8079
@mdalamgirhossain8079 Жыл бұрын
ভাই,প্লাটিনা এইচ গিয়ার বাইকে কত গ্রেড এবং কোন ব্রান্ড এর ইন্জিন ওয়েল দিবো?
@RVBD
@RVBD Жыл бұрын
ভাইয়া বাজারে এত এত পরিমাণ গাড়ি এত গাড়ির এত তথ্য তো আমার কাছে নেই। অনুগ্রহ করে আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি ভালো করে পড়ে দেখুন। আপনার কাছে ইউজার ম্যানুয়াল না থাকলে বাজাজের যে কোন শোরুমে যে ওনাদেরকে বলুন উনারা ফ্রিতেই একটি ইউজার ম্যানুয়াল বই আপনাকে দিয়ে দিবে। সেটা দেখে তারপর আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন আপনার কত কিলোমিটারের চালানো বা পাল্টানো উচিত
@avijit0034
@avijit0034 6 ай бұрын
Dada amar pulsar 125 kon engine oil ta valo hobe
@RVBD
@RVBD 6 ай бұрын
20w50 any oil
@avijit0034
@avijit0034 6 ай бұрын
@@RVBD 10w40/10w30 kemon hobe
@RVBD
@RVBD 6 ай бұрын
@avijit0034 একি জিনিশ। শুধুমাত্র ৩০ টা একটু ঘন, ৪০ টা একটু পাতলা
@salehahmed2250
@salehahmed2250 Жыл бұрын
ফাঁকা একটা রুমে ভিডিও করেন ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে সুন্দর করে বোঝানোর জন্য ধন্যবাদ
@RVBD
@RVBD Жыл бұрын
মুল্যবান পরামর্শ এর জন্য অনেক অনেক ধন্যবাদ ❤️❤️
@mohammedsk8317
@mohammedsk8317 7 ай бұрын
অনেকে বলে বাইকের বয়স বেশি হলে নাকি অয়েল গ্রেড বারাতে হয় কথাটা কতটুকু যুক্তি যুক্ত
@RVBD
@RVBD 7 ай бұрын
এ বিশয়ে আমার তেমন বেশি একটা জানা নাই। তবে এটুকু বলতে পারি ইঞ্জিনিয়াল যত বেশি ব্যবহৃত হবে তত এর ভিস্কুসিটি অথবা পিচ্ছলতা যে জিনিসটা রয়েছে সেটা কমে যাবে। আর সেটা যখনই কমে যাবে তখনই আপনার ইঞ্জিন অয়েলের মেয়াদ শেষ হয়ে যাবে।
@mehedibhuiyanbd7359
@mehedibhuiyanbd7359 Жыл бұрын
fzs fi v3 koto grade oil 🛢️ lagbe 10w40 naki 20w50?
@RVBD
@RVBD Жыл бұрын
1040... Yamahalube... Change every 3000 km... First change 1000... Tarpor theke every 3000 por por change.. Proti bar oil change er somoy oil filter change korben.. And jodi oil filter poriborton koren then apnara obossoi 1100 ml engine oil dben... Eti niye amar channel e onno ekTi video ache... Khuje dekhe nin.
@khalidhassan9809
@khalidhassan9809 Жыл бұрын
Discover 110 cbs কোন ইঞ্জিন ওয়েল ব্যবহার করবো
@RVBD
@RVBD Жыл бұрын
যে কোন কোম্পানির ২০/৫০ গ্রেডের যে কোন ক্যাটাগরি (মিনারেল, সিন্থেটিক, সেমি সিন্থেটিক, টেক্ণোসিন্থেটিক)
@sumanmondal5495
@sumanmondal5495 8 ай бұрын
​@@RVBDdiscover 110 r jonno 10w 30 grade r kotha bola hoyeche guide book e
@nkmfashion9367
@nkmfashion9367 Жыл бұрын
Honda recommend to drive 6 thousands kilometres with an engine oil. (According to Honda user manual of Unicorn & Hero Honda Hunk) I used Mobil-1(Full synthetic) once but didn't feel any differences! I think mineral oil is appropriate for lower cc motorcycle as manufacturer also recommend.
@RVBD
@RVBD Жыл бұрын
You are absolutely right
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ👌❤️
@gamingwithmaruf4220
@gamingwithmaruf4220 27 күн бұрын
Motul minarel diya 2000 calano jabey??
@RVBD
@RVBD 26 күн бұрын
আপনার ম্যানুয়াল বুকে আপনার বাইক প্রস্তুতকারী সংস্থা যত কিলোমিটারের কথা বলেছে ঠিক তত কিলোমিটার চলবে। আপনি অথেন্টিক ইঞ্জিন অয়েল গ্রেট মেনটেন করে যে কোন সিরিজের টাই ভরতে পারেন
@jihadulhaque8413
@jihadulhaque8413 Жыл бұрын
Motul 10W-30HC TECH palsar 150 ug5 a kmn hobe vaiya
@RVBD
@RVBD Жыл бұрын
পালসার এর জন্য 20w50 গ্রেডের অয়েল লাগবে। আপনি পছন্দের যে কোন কোপমানির অয়েল ই ভরতে পারেন।
@jihadulhaque8413
@jihadulhaque8413 Жыл бұрын
@@RVBD উটায়ছি জে ওই মবিল সমস্যা হবে কি কোন ভাইয়া
@RVBD
@RVBD Жыл бұрын
@@jihadulhaque8413 কোন সমস্যা হবেনা।
@mdmilonmia2355
@mdmilonmia2355 Жыл бұрын
Ami H power 100cc bike chalai ami kon oil ta bebohar korbo
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার এই বাইক সম্বন্ধে আমার সত্যিকথা বলতে কোন অভিজ্ঞতা নেই। অনুগ্রহ করে যদি আপনার কাছে ইউজার ম্যানুয়াল বই থাকে সেটি পড়ে দেখুন এখানে লিখা রয়েছে। অথবা বই যদি না থাকে তাহলে অবশ্যই আপনি আপনার বাইকের শোরুম থেকে জিজ্ঞাসা করে নিন।
@sojibahmed1462
@sojibahmed1462 Ай бұрын
R15 v4 Kun engine oil use korbo ?
@RVBD
@RVBD Ай бұрын
ফুল সিন্থেটিক 10w40
@mdaslamhafiz1004
@mdaslamhafiz1004 Жыл бұрын
Yahama ray zr 10w40 7100 use korty parbo
@RVBD
@RVBD Жыл бұрын
ম্যানুয়াল বইতে যে গ্রেড লেখা আছে সেটাই ভরবেন। এক্ষেত্রে আপনি মিনারেল সিনথেটিক অথবা সেমি সিন্থেটিক যেকোনো একটাই ব্যবহার করতে পারেন
@AbdulHakim-se5hz
@AbdulHakim-se5hz 2 ай бұрын
gixxer fi ar jonno konta valo hove
@RVBD
@RVBD 2 ай бұрын
আপনি যে কোন একটাই ব্যবহার করতে পারেন এ বিষয়ে আরো সুস্পষ্ট তথ্য পেতে আমার গতকালকে আপলোড করা ভিডিওটা দেখতে পারেন
@epvlogs2.0
@epvlogs2.0 2 жыл бұрын
Via amar bike hero honda splendor +. 14 years old. Ei bike er jonno koto grade er engine oil use korle valo hoi. Bolben plz..... Ami motul er 20 w 40 use kori.
@epvlogs2.0
@epvlogs2.0 2 жыл бұрын
But amar mone hoi motul 20w40 te engine hit hosce
@RVBD
@RVBD 2 жыл бұрын
Only 10W30 গ্রেড use করেন
@RVBD
@RVBD 2 жыл бұрын
হিরোর জন্য অবস্যই মিনারেল ১০/৩০ গ্রেড। আপনার বাইকের ট্যাংকের উপরে স্টিকারে গ্রেড এবং কত কিলোমিটারে পরিবর্তন করবেন লেখা আছে।
@arifmahmud8906
@arifmahmud8906 Жыл бұрын
Bhaia Suzuki Gsxr Er jonno kon Mobil ta better hobe?
@RVBD
@RVBD Жыл бұрын
সত্যি কথা বলতে জিক্সার বাইক টির কোন ইউজার ম্যানুয়াল বই আমি পড়িনি এবং ওটির জন্য কোন অয়েল দরকার সে বিষয়ে আমার অভিজ্ঞতা নেই। তবে আপনি আপনার বাইকের সাথে দেওয়াই ইউজার ম্যানুয়াল বই ফলো করতে পারেন সেখানে বাইকটিতে কোন ওয়েল কখন কত কিলোমিটার পরপর পরিবর্তন করতে হবে সকল ইনফরমেশন লেখা রয়েছে। আমি যদি জানি না সেটি নিয়ে আমি কথা বলতে পারি না।
@bdprojukty8614
@bdprojukty8614 2 жыл бұрын
Suzuki Gixxer sf fi ইঞ্জিল 4800+চলছে Motul 10w 40 ব্যবহার করছি। এতে আমার মনে হচ্ছে ইঞ্জিল হিট হচ্ছে। এখন কি অন্য টা ব্যবহার করতে পারবো সেমিসেন্থিটিক// মিনারেল
@RVBD
@RVBD 2 жыл бұрын
suzuki deaker point theke oil kinun... Ar user manual book age pore dekhun.
@RVBD
@RVBD 2 жыл бұрын
ইঞ্জিনের অয়েল ফিল্টার পরিবর্তন করুন। যদি অয়েল স্টেইনার থাকে তবে তা ক্লিন করুন ইউজার ম্যানুয়াল বই ফলো করুন। সেখানে কোন অয়েল কখন কিভাবে পরিবর্তন করবেন তা বিস্তারিত তথ্য দেয়া আছে।
@alislamkhan3311
@alislamkhan3311 Жыл бұрын
পালসার ডাবল ডিস্ক এর জন্য কোন অয়েল ব্যবহার করব কতকিলো চালানো যাবে
@RVBD
@RVBD Жыл бұрын
আমার সকল প্রশ্ন এর উত্তর ভিডিও এর ভিতরে আছে। ভিডিও পুরাটা মনোযোগ দিয়ে দেখে কমেন্ট করবেন প্লিজ। সারসংক্ষেপ ঃ বাইকের ইউজার ম্যানুয়াল বইতে বিস্তারিত লেখা আছে। যতটুকু জানি তা হচ্ছে...... বাজাজ ডিটিএসাই অয়েল ২০ w ৫০ গ্রেড। পরিবর্তন নুন্যতম ৪০০০+ কিলোমিটার এ।
@alislamkhan3311
@alislamkhan3311 Жыл бұрын
ইউজার ম্যানুয়াল ২৫০০ কিলো লেখা আছে।আমি বাইক কিনে সর্বপ্রথম ১২০ কিলো চালানিয়ে,প্রথম সার্ভিস করানোর সময় সার্ভিস সেন্টার পরামর্শে ইঞ্জিন অয়েল চেঞ্জ করেছি এতে কোনো লাভ বা ক্ষতি আছে? আপনাকে ধন্যবাদ
@RVBD
@RVBD Жыл бұрын
সার্ভিস সেন্টার আপনাকে যত মাল দিতে পারবে তত তাদের লাভ। সাধারণ মাথায় এই জিনিসটা কেন বোঝেন না?? সার্ভিস সেন্টারের ধান্দায় থাকে কাস্টমারকে কিভাবে ভালো মালগুলো ফেলে দিয়ে নতুন করে আবার মাল সেট করে দেয়া যায়। যেখানে ম্যানুয়াল বুকে লেখা আছে ১ হাজার কিলোমিটারে পরিবর্তন করবেন বা এর আশেপাশে পরিবর্তন করবেন সেখানে তাদের এই নিয়ম ছলনা করে এইসব স্থানীয় মেকাররা নিজেদের ইচ্ছামত কাস্টমারদেরকে মাল ধরায়।
@MahmudulHasan-yz1qx
@MahmudulHasan-yz1qx Жыл бұрын
Amr pulsar 150 bike 25000 kilo running, kon engine oil best hobe janale upokar hoto
@RVBD
@RVBD Жыл бұрын
bajaj 20w50 grade
@bikrambhandari5164
@bikrambhandari5164 3 ай бұрын
Discover 100t 2014 model e konta dbo
@RVBD
@RVBD 3 ай бұрын
২০w৫০ মিয়ারেল+সেমি+ফুল সিন্থেটক ইঞ্জিন অয়েলের যেকোনো একটি বললেই আপনি নিশ্চিন্তে চালাতে পারবেন সে ক্ষেত্রে গ্রেড হচ্ছে ২০ডাব্লিউ৫০
@MdSaidurRahman-qr3eg
@MdSaidurRahman-qr3eg 2 жыл бұрын
ভাই, আমি ডিসকার 125 সিসি বাইক 2016 মডেল ড্রাম ব্রেকের মোটরসাইকেল ব‍্যবহার করছি, যা গড়ে প্রতিদিন 90/100 কিমি চালাতে হয়। আমার গাড়ির জন‍্য মিনারেল নাকি সেমি সিনথেটিক অয়েল ভালো হবে?
@RVBD
@RVBD 2 жыл бұрын
আসসালামু আলাইকুম। ভাই আপনি চাইলে সিন্থেটিক সিমে সিনথেটিক ব্যবহার করতেই পারেন। সিনথেটিক অথবা সিমে সিনথেটিক ব্যবহার করলে প্রথম ৫০০ কিলোমিটার বা ৭০০ কিলোমিটার পর্যন্ত আলাদা একটা স্মুথনেস পাবেন। এবং এর সাথে পাবেন শক্তিশালী পিক আপ। কিন্তু ৫০০ কিলোমিটার বা ৭০০ কিলোমিটার পর্যন্ত চালানোর পরে সেটা আগের মত মিনারেলের মতোই সাধারণ মনে হবে। যেহেতু আপনি প্রতিদিন অনেক দীর্ঘ পথ অতিক্রম করেন সেহেতু আমি রিকমেন্ড করবো আপনি মিনারেল ইঞ্জিন অয়েল ব্যবহার করেন। কারণ আমার কাছে পরিমিত খরচের মধ্যে বাইকের ইঞ্জিন কে ভালোভাবে রাখাটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ সেক্ষেত্রে মিনারেল ইঞ্জিনিয়ার ভরাটাই বেস্ট। যদি একটি মিনারেল ইঞ্জিনিয়ারলের মূল্য হয় ৬০০ টাকা তাহলে একটি সিন্থেটিক ইঞ্জিন অয়েল এর মূল্য হবে ৮০০ থেকে ১২০০ টাকা। অথচ দুটি দিন অন্যতম আপনি তিন হাজার প্লাস কিলোমিটার চোখ বন্ধ করে চালাতে পারবেন। আর আপনি কত কিলোমিটার চালাবেন সেটি আপনার ইউজার ম্যানুয়াল বইতে স্পষ্টভাবে লেখা আছে আশা করি সেটি দেখে নিবেন। এরপরও যদি কোন বিষয় নিয়ে কোন সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের মত মানুষদেরকে সঠিক তথ্য প্রদান করাই হচ্ছে আমার এই চ্যানেলের ভিডিও করার মূল উদ্দেশ্য।
@muhammadnislam8219
@muhammadnislam8219 Жыл бұрын
ভাইয়া আমার mt 15 8000+ চলছে এখন আমি সিনথেটিক ইউজ করলে ভালো হবে?
@RVBD
@RVBD Жыл бұрын
প্রিমিয়াম বাইকের জন্য প্রিমিয়াম অয়েল ভরাই উত্তম। যেম্ন রেসিং ফুল সিন্থেটিক, ফুল সিন্থেটিক ইত্যাদি। তবে ডেইলি রাইডের জন্য মিনারেল ও ব্যাবহার করতে পারেন। ধন্যবাদ❤️👌
@shuvrochoudhary2122
@shuvrochoudhary2122 Жыл бұрын
Engine performance er upor depend kore change korte hobe
@RVBD
@RVBD Жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা
@hm.foisal5218
@hm.foisal5218 Жыл бұрын
ভাই ইয়ামাহা ফ্রেজার গাড়ির জন্য কোন মবিল ব্যবহার করবো ২৫০০০ কিলো পার হয়ে গেছে
@RVBD
@RVBD Жыл бұрын
Fi = 10W40 Carb 20w40 অবস্য ১০/৩০ ভরলেও সমস্যা নেই
@monjuislam7965
@monjuislam7965 Жыл бұрын
আপনি একবার বললেন যে , সিনথেটিক এর মজা ৩০০-৫০০ কিমি পর্যন্ত পাওয়া যায় । এর পর কি সেটার ফিল কমে যায় বা ফিল কমে মিনারেল এর মত অনুভুত হয় ?
@RVBD
@RVBD Жыл бұрын
জি। প্রথম আনুমানিক ৫০০-৭০০-৩০০ পরজন্ত যে স্মুথ ফিল টা ফুল সিন্থেটিক এ পাবেন তারপর স্মুথনেস এবং স্পীড টা নতুন মিনারেল অয়েল ভিরলে যেমন পাওয়ার কথা ঠিক তেমন ই পাবেন। আশা করি বুঝতে পেরেছেন।
@sumanmondal5495
@sumanmondal5495 8 ай бұрын
@@RVBD discover 110 r jonno konta better?
@RVBD
@RVBD 8 ай бұрын
20w50
@sumanmondal5495
@sumanmondal5495 8 ай бұрын
@@RVBD 10w 30 use Kori
@apurbabayen4504
@apurbabayen4504 2 ай бұрын
দাদা 5000 কিলোমিটার পর্যন্ত কি নিউ মিনারেল oli ফিল পাওয়া যাবে​@@RVBD
@ashikfreestyle9
@ashikfreestyle9 2 жыл бұрын
Vai suzuki gixxer monotone a ki mobel use korbo
@RVBD
@RVBD 2 жыл бұрын
অনুগ্রহ করে ইউজার ম্যানুয়াল বই আগে পড়ে দেখুন।
@mdmobinulislam8316
@mdmobinulislam8316 8 ай бұрын
FZS V.2 6700 kilo hoyce.. Konta ues karvo vai?
@RVBD
@RVBD 8 ай бұрын
Yamahalube or any brand 10w40 Change every 3000 km আজ সন্ধ্যায় আমার চ্যানেলে এটি নিয়ে একটি ভিডিও আসছে জাস্ট ছয়টায়। আশা করি ভিডিওটি দেখলে আপনি কিছুটা হলে উপকৃত হবেন এবং আপনার এই মবিল পরিবর্তন নিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্ন সমাধান সেই ভিডিওতে পেয়ে যাবেন।
@mdmobinulislam8316
@mdmobinulislam8316 8 ай бұрын
@@RVBD ধন্যবাদ
@mdmobinulislam8316
@mdmobinulislam8316 8 ай бұрын
সিনথেটিক নাকি সেমিসিনথেটিক???
@RVBD
@RVBD 8 ай бұрын
@mdmobinulislam8316 অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি সম্ভব হয় ভিডিওটি শেয়ার করবেন।
@nahidmusaddiq
@nahidmusaddiq Жыл бұрын
ধন্যবাদ ভাই সুন্দর ভাবে বিষয়টি ক্লিয়ার করার জন্য। ❤
@RVBD
@RVBD Жыл бұрын
ভিডিও টা শেয়ার করবেন অন্য বাইকারদের কাছে যদি প্রয়োজনীয় মনে করেন।
@nahidmusaddiq
@nahidmusaddiq Жыл бұрын
অবশ্যই ভাই অন্যদের সাথে শেয়ার করবো। অনেক প্রয়োজনীয় একটা বিষয় এর ভিডিও এটা।
@ahammadtube21
@ahammadtube21 Жыл бұрын
আনেক সময় দেখি ৫০০ - ৬০০ মিঃমিঃ চালানোর পর মুভিল কালো হয়ে যায় । এতে কি কোনো প্রব্লেম হবে।
@RVBD
@RVBD Жыл бұрын
কোন সমস্যা হবেনা। মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ
@RaselMiaOffical
@RaselMiaOffical Жыл бұрын
Honda x blade কোন ব্যবহার করবো
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা আছে। আগে সেটি পরে দেখুন।
@RVBD
@RVBD Жыл бұрын
আপনার বাইকের ম্যানুয়াল বইতে লেখা আছে। আগে সেটি পরে দেখুন।
@babulhussain1820
@babulhussain1820 Ай бұрын
Fz v2. Konta valo hobe
@RVBD
@RVBD Ай бұрын
ভিডিও না দেখে কমেন্ট করলে কি লাভ ভাই এত মানুষের প্রশ্নের উত্তর কিভাবে দিব সব তথ্য ভিডিওতেই দেয়া রয়েছে। আপনি টাকার শাস্ত্রয় করতে চাইলে মিনারেল। একটু ভালো পারফরমেন্স চাইলে সেমি সিন্থেটিক। আর সবচেয়ে বেশি স্মার্ট সাউন্ড পেতে হলে ফুল সিনথেটিক
@akashsheikh2645
@akashsheikh2645 8 ай бұрын
ভাইয়া আমি Yamaha Fully Sintetic ইঞ্জিন ওইল ব্যাবহার করি! Yamaha এর শোরুম থেকে বলছে ৩,০০০কিলোমিটার পর্যন্ত চালাতে পারবো! কিন্তু আমি ২,৫০০কিলোমিটার চালিয়ে চেঞ্জ করে দেয়! এতে কি বাইকের কোনো ক্ষতি হবে? নাকি এই মবিল দিয়েও ৮০০/১,০০০কিলোমিটার চালিয়ে চেঞ্জ করতে হবে?
@RVBD
@RVBD 8 ай бұрын
3000 কি.মি. চোখ বন্ধ করে চালাতে পারবেন।
@akashsheikh2645
@akashsheikh2645 8 ай бұрын
@@RVBD ধন্যবাদ ভাইয়া ❤️‍🩹
@RVBD
@RVBD 8 ай бұрын
@akashsheikh2645 অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং ভিডিও টা শেয়ার করবেন প্লিজ❤️❤️✅👌
@akashsheikh2645
@akashsheikh2645 8 ай бұрын
@@RVBD ok
@ibrahimhossin9614
@ibrahimhossin9614 16 күн бұрын
অসংখ্য ধন্যবাদ
@RVBD
@RVBD 16 күн бұрын
ওকে ভাই
@sheturahman7029
@sheturahman7029 Жыл бұрын
ভাই পালসার এনএস১৬০,, ৬৫০০ কিমি চালানো হইছে,,আমি কি মতুল এর সেমি সিন্থেথিক ব্যবহার করতে পারবো???
@RVBD
@RVBD Жыл бұрын
অবস্যই দিতে পারবেন।
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
@naim6763
@naim6763 Жыл бұрын
Hipro mx5 20w50 ইঞ্জিন অয়েলটি মিনারেল না সিনথেটিক? বর্তমানে এর প্রাইজ কতো?
@RVBD
@RVBD Жыл бұрын
বোতল বা ক্যানের গায়ে লেখা রয়েছে।
@RobiulIslam-vc6ze
@RobiulIslam-vc6ze 6 ай бұрын
7100 10 W 40 diya koto kilo calano jba
@RVBD
@RVBD 6 ай бұрын
আপনার বাইকের ম্যানুয়াল বইতে যত কিলোমিটার লেখা আছে ঠিক তত কিলোমিটার চালাতে পারবেন তবে বাংলাদেশের সকল বাক গবেষণা করে দেখা গেছে নূন্যতম তিন হাজারের নিচে মুভি পাল্টানোর কোন ইতিহাস নেই
@PramitBarua
@PramitBarua Жыл бұрын
Thanks for your valuable information ❤
@RVBD
@RVBD Жыл бұрын
মুল্যবান মতামতের জন্য অনেক অনেক মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা। আজ সন্ধ্যা ৭টায় ইঞ্জিন অয়েল নিয়ে আরো একটা ভিডিও পাব্লিশ হবে। দেখার নিমন্ত্রণ রইলো❤️👌
@RVBD
@RVBD Жыл бұрын
অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন যদি উপকারী মনে হয়।
@ahmed_sohan453
@ahmed_sohan453 Жыл бұрын
Yamaha fz v3 এর জন্য কোন ওয়েল টা ব্যবহার করা জায়.?
@RVBD
@RVBD Жыл бұрын
আপনি যে কোন ব্র্যান্ডের ১০ ৪০ গ্রেডের ইঞ্জিন অয়েল করে নিতে পারেন সেটা হতে পারে সে মিসটেক হতে পারে সিন্থেটিক অথবা মিনারেল। আপনি সিন্থেটিক অথবা মিনারেল যদি পারেন তাহলে হয়তো প্রথম 300 বা 500 কিলোমিটার পর্যন্ত একটু স্মুথ রাইডিং পাবেন বাট তারপর থেকে কিন্তু সেটা মিনারেলের মতই পারফরম্যান্স করবে। আমার মতে আপনি মিনারেলটাই পড়েন এবং ৩০০০ কিলোমিটার পর পর পরিবর্তন করবেন আর প্রতিবার পরিবর্তনের পরে একটি করে ওয়েল ফিল্টার পরিবর্তন করবেন এবং ১১০০ মিলি করে দিবেন।
@asifdewanhridoyhossain7400
@asifdewanhridoyhossain7400 Жыл бұрын
Oil filter koto
@asifdewanhridoyhossain7400
@asifdewanhridoyhossain7400 Жыл бұрын
Oil filter mobel change korar por paltano ki baddhota mulok ,ETA koi thake
@RVBD
@RVBD Жыл бұрын
একেক বাইকের একে কোয়েল ফিল্টারের দাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে অনুগ্রহ করে আপনার নিকটস্থ যে কোন শোরুমে জিজ্ঞাসা করুন।
@ajitsaha5287
@ajitsaha5287 5 ай бұрын
Vai ami Fzs V3 Deluxe bs6 ta notun kinechi.1000km a ami 3 ta mineral use korechi ..akhon ami kotote oil change korte pari r koto liter oil borbo r koto km a oli change korbo....r oil filter change korle ki 1100ml oil dite hoy fzs v3 deluxe bike a plz janan vai....
@streetfighter3461
@streetfighter3461 7 ай бұрын
ফুল সিন্থেটিক ১২ বছর ধরে ৩০০০ কিলোমিটার চালাচ্ছি।। কোন প্রব্লেম ফেস করিনি।।
@RVBD
@RVBD 7 ай бұрын
ধন্যবাদ
@dewanmahmud8862
@dewanmahmud8862 Жыл бұрын
To see your video I have too much confused. Hope to clear me.someone tell sound disgusted by use liqui moly,another one engine overheating issu by use motul.some body tell jam jam love love. All brand some, you tell if grade is same.but sounds different. Why like this? Why different sounds,
@RVBD
@RVBD Жыл бұрын
আপনি আগামিকাল আমাকে সময় করে ফোন দিয়েন বিকাল বেলাতে। আমি চেস্টা করবো ব্যাপারটা বুঝিয়ে দিতে। হোয়াটস্য০১৫৩৯৩৩৯৩০৩
@ftkhanbd4288
@ftkhanbd4288 2 жыл бұрын
সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে সর্বোচ্চ কত মাস চালানো যাবে? আমি দিনে পাঁচ কিলো রাইড করি মাত্র
@RVBD
@RVBD 2 жыл бұрын
কিলোমিটারে হিসাব করুন। ইউজার ম্যানুয়ালে লিখা আছে কত কিলো চালাবেন।
@ftkhanbd4288
@ftkhanbd4288 2 жыл бұрын
@@RVBD আমি সিন্থেটিক দিয়ে যদি 2500. কিলোমিটার চালাতে চাই, কিন্তু সেই 2500km হতে যদি 6 মাস সময় লেগে যায় তাহলে ইঞ্জিন অয়েল কি ভালো থাকবে?
@RVBD
@RVBD 2 жыл бұрын
কোন প্রব্লেম নেই। নিশ্চিন্তেই ব্যাবোহার করুন।
@ftkhanbd4288
@ftkhanbd4288 2 жыл бұрын
@@RVBD গ্যারেজের মেকানিক্যাল বলে বাইকে ইঞ্জিন অয়েল ঢুকানোর পর নাকি তিন মাস পর পর চেঞ্জ করে ফেলতে হয় 😒
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 47 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 119 МЛН
Synthetic vs Mineral Engine OIL Explained in Bangla ।। Curious Mind Bangla
9:59