আম হারভেস্টের পর 3টি গুরুত্বপূর্ণ যত্ন পরিচর্যা| 3 Important Mango Plant Care After Fruit Harvesting

  Рет қаралды 2,251

Rup's Roof Garden

Rup's Roof Garden

Күн бұрын

আজকের ভিডিওএর বিষয় হলো -
আম হারভেস্টের পর আম গাছের 3টি গুরুত্বপূর্ণ যত্ন পরিচর্যা|(3 Most Important Mango Plant Care After Fruit Harvest)
আম গাছের ফল তুলে নেওয়ার পর কি কি যত্নপরিচর্যা করলে পরের বছর আমের ফলন হবে কয়েকগুণ বেশি | ( Mango plant care after fruit harvest)
গাছের বয়স বৃদ্ধির সাথে সাথে গাছের ফলন যেন কয়েক গুণ বেড়ে যায়, তার জন্য কিকি ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে, তা আজ এই ভিডিও টি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন |
ফল তুলে নেওয়ার পরবর্তী ব্যবস্থাপনা গুলি হলো -
1)সঠিক সময়ে সঠিক ভাবে গাছের কাটাই ছাটাই ( Proper Pruning at right time)
2) সুষম জৈব খাবার প্রয়োগ ( Balance Organic Food apply to plant)
3) নতুন পাতা এলে কীটনাশক স্প্রে (Pesticide spray)
🙏🏻🙏🏻Thank you🙏🏻🙏🏻
#MangoPlantCareAfterFruitHarvest
#ফলতুলেনেওয়ারপরআমগাছেরযত্নপরিচর্যা
#PruningOfMangoPlant
#MangoPlantCare
#MangoPlantPruing
#MangoPlantRepoting
#আমগাছেরপরিচর্যা
#আমগাছেরপ্রুনীং

Пікірлер: 55
@sayemhossain5430
@sayemhossain5430 Ай бұрын
অনেক সুন্দর এবং শিক্ষনীয়
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
ধন্যবাদ 💚😊
@murarimohan8744
@murarimohan8744 Ай бұрын
তোমার ভিডিও দারুন হয়েছে ।DAP এর কনসেপ্ট তুমি এপ্লাই করেছো ভালো লাগলো ।সত্যিই DAP দিলে অনেক নুতন কুশি বের হয় ।আমার এখনো প্রুনিং এর ব্যাপার তে ঠিক বুঝে উঠতে পারি না ।গাছের কোথায় থেকে কিম্বা কোন ডাল পূর্ণিং করতে হবে বুঝে উঠেতে পারিনা।তাই হাতে কলমে তোমার কাছে জানতে চেয়ে ছিলাম।যাক ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
আপনি অনেক কিছু জানেন কাকু। আর গাছ ও খুব সুন্দর ভাবে যত্ন পরিচর্যা করছেন। আগামীতে আরো ভালো হবে আপনার গাছ 💚💚😊
@harunblogbd
@harunblogbd Ай бұрын
আম গাছের ডালের যেইখান থেকে পাতা বের হয়। অর্থাৎ গাছের গিট এর ১ ইঞ্ছি উপরে প্রুনিং করবেন । এই বিষয় এ আমার অনেক ভিডিও আছে , দেখে আসতে পারেন
@basudebkarmakar62
@basudebkarmakar62 Ай бұрын
Khub upokari vdo ei smy er jonno Anar er vdo chai Sonpari, bhanumati, sarenga, mankurad er scion chai....😁😁😁
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
😀😀😀 Anar ar video next Saturday asbe. Aar ai sob scion tumi amake debe.. 💚💚😊
@basudebkarmakar62
@basudebkarmakar62 Ай бұрын
@@RupRoofGarden amr kache ekn sudhu amrapali r himsagar er scion pabe...😜😜
@sulusharangi8977
@sulusharangi8977 Ай бұрын
রূপম আমার already পাতাগুলো কেটে ফেলেছে, বুঝতে পারিনি। এমন অবস্থায় কি করব। একটু বল, আমি দিশেহারা হয়ে পড়েছি। খুব ভাল থেকো। খুব উপকারী ও সময়োপযোগী ভিডিও করেছ।
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
এখন তো আর কিছু করার নেই। ওভাবেই বাড়তে দিন। আবার যখন ফ্ল্যাশ ছাড়বে, নতুন পাতা আসবে, তখন অবশ্যই পেস্টিসাইড স্প্রে করবেন।
@sulusharangi8977
@sulusharangi8977 Ай бұрын
@@RupRoofGarden ধন্যবাদ
@koushikdas6222
@koushikdas6222 Ай бұрын
দাদা আমরা অবশ্যই ভিডিও চাই আম গাছ গুলি 4-5 বছর পর এদের ভবিষ্যৎ কি এবং কি করতে হবে🙏🙏🙏
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
খুব শীঘ্রই ভিডিও করবো এই বিষয়ে 💚💚😊
@koushikdas6222
@koushikdas6222 Ай бұрын
@@RupRoofGarden নিশ্চয়ই দাদা 🙏🙏🙏
@gardeningbengal4642
@gardeningbengal4642 29 күн бұрын
Dada, anar er variety jegulo lagiyechilen segulor update din.
@RupRoofGarden
@RupRoofGarden 29 күн бұрын
Video nxt sonibar sondha 7 tai asbe.. 💚😊
@Happuululul
@Happuululul 29 күн бұрын
αℓмσи∂ вα∂αм тяєє нσвє
@mousumiscookingstudio1655
@mousumiscookingstudio1655 Ай бұрын
খুব উপকারী একটি ভিডিও 👌 অসংখ্য ধন্যবাদ 🙏
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
অনেক অনেক ধন্যবাদ 💚💚😊
@apubiswas3823
@apubiswas3823 Ай бұрын
Murshidabad theke apar prai sab video-i dekhi, khub upokrita hoi ; kichhu jiggasa achhe, tai dayakore apnar ph number dile khubbbb upok hotam. .
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
Thank you so much. Aar ata to public platform, ki kore number dei bolun??? Asha kori bujhte parben. 🙏🏻 Kono somossa hole Rup Roof Garden Facebook page a giye message korlei amake peye jaben. 💚💚💚😊
@rupamsen3806
@rupamsen3806 Ай бұрын
খুব সুন্দর
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
🙏🏻🙏🏻💚
@suklabiswas5071
@suklabiswas5071 Ай бұрын
ভাই আমাদের এখানে বর্ষা চলছে।এখন কি আমগাছ পু্ণিঙ করা যাবে?জানিও ভাই Please.
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
হ্যায় প্রুন করা যাবে। এখন ই বেস্ট সময়। 💚😊
@tamalff5666
@tamalff5666 Ай бұрын
আমার আম গাছ পরজাপত গোবর সার দেওয়া আছ মাটিতে গাছ কিনতু পুনিং করলে সুনদর ডাল বের হয় না এখন কি ডি এ বি সার দিব আর কত পরিমান দিব নাকি দিব না যদি বলতেন
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
গাছের বয়স কত??? কত ইঞ্চি পটে রয়েছে??? আর কি ভ্যারাইটি??? এটা জানা দরকার।
@JayantiPoddar-z3o
@JayantiPoddar-z3o 25 күн бұрын
নমস্কার দাদা আমার একটা কাটিমন গাছ গাছটার অনেক নতুন কুড়ি দিয়েছিল কিন্তু সবগুলো সমান বড় হচ্ছে না একটা বেশি বড়ো হচ্ছে ও বাকি গুলোর পাতা ছোট ওএকটু কালো দাগ পড়ে ঝড়ে পড়ছে কি করব বুঝতে পারছি না।
@RupRoofGarden
@RupRoofGarden 25 күн бұрын
গাছের গোড়ায় খাবার যথেষ্ট দেওয়া রয়েছে তো? গাছের বয়স কত??? আর পরিণত ডালে প্রুন করেছিলেন কি??? কালো দাগ গুলি ছত্রাক এর আক্রমণে হয়েছে হয়তো। ফাঙ্গিসাইড স্প্রে করুন ৭ দিন পর পর ২, ৩ বার। 💚
@junaedsheikh2678
@junaedsheikh2678 Ай бұрын
What will be after 6 years
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
A detailed video is coming soon on this topic. 💚
@avijitadhikaryadhikary233
@avijitadhikaryadhikary233 Ай бұрын
রুপমদা এর আগের ভিডিওতে আমি আমার longon গাছের সমস্যার কথা লিখেছিলাম তুমি fungicide দিতে বলেছিলে আমি দুই রকম fungicide 15 দিনের ব্যবধানে saf ও blitox দিয়েছিলাম কিন্তু তাতেও সমাধান হচ্ছে না নতুন ডাল পাতা বেরোলেই পাতা একটু বড়ো হলেই পাতার আগার দিকে পুড়ে যাচ্ছে এবং নতুন ডাল পুড়ে শুকিয়ে যাচ্ছে আর কি করা যেতে পারে দাদা অবশ্যই অবশ্যই জানাবেন ভালো থাকবেন
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
আমার ও একটি পিং পং লঙ্গন এ এই একই সমস্যা হয়েছিলো। আমি এই ট্রিটমেন্ট করেছি কয়েকবার। সময় লেগেছে কিছু দিন। তারপর একাই ঠিক হয়ে গেছে। মাটি কি করে তৈরী করেছিলেন? পারলে একবার রিপট করতে পারেন।
@avijitadhikaryadhikary233
@avijitadhikaryadhikary233 Ай бұрын
দিন 20 আগে রিপট করেছি আর তার মাটিতে পুরোন গবর সারের পরিমাণ বেশি দিয়েছি extra কি কোনো কিছু দেবো দাদা অবশ্যই জানাবেন
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
@avijitadhikaryadhikary233 না এখন আর কিছু দিতে হবে না।
@subhendusamanta1554
@subhendusamanta1554 Ай бұрын
Dada Anar gacher reporting video din..
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
Next sonibar asbe. Asole ato bristir jonno korte parchilam na. 💚😊
@chandansaha4311
@chandansaha4311 Ай бұрын
Rup bhai, উল্লিখিত বিষয়ে ভিডিও চাই।
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
খুব শীঘ্রই আসবে। আশা রাখছি নেক্সট সপ্তাহে। 💚😊
@chandansaha4311
@chandansaha4311 Ай бұрын
@@RupRoofGarden 🙏🙏
@mintuenayed386
@mintuenayed386 Ай бұрын
Dada আগাম জাতের ভালো মিস্টি আম কোন গুলি
@basudebkarmakar62
@basudebkarmakar62 Ай бұрын
@@mintuenayed386 purba, Hamilton sundori, gulab khas , arka nilkiran, arka nilachal kesri, sarenga,bira, molamjam,rani,champa, sorikhas
@pabitrakayal600
@pabitrakayal600 Ай бұрын
Dose koto?
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
কিসের ডোজ??? পেস্টিসাইড??? 1ml/lit.
@Vaskar12
@Vaskar12 Ай бұрын
দাদা আপনার কাছে কি আম গাছের Scions পায়া যাবে গ্রাফটিং এর জন্য ।। আগামী বছর March, April mase, Alipurduar এ।।
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
হ্যায় পাওয়া যাবে। 💚
@Vaskar12
@Vaskar12 Ай бұрын
@@RupRoofGarden thanks দাদা আগামী বছর আপনার কাছে আনতে যাবো☘️
@manoranjansarkar6715
@manoranjansarkar6715 Ай бұрын
দাদা সবাই বলে আমগাছে খোল দিলে গাছ নাকি মারা যায়।
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
আমার সব গাছেই তো ৫ বছর থেকে ব্যবহার করছি। গাছ গুলি দেখে কি মনে হয়??? 😊😊💚 এর উপরে ভিডিও করা রয়েছে লিংক দিয়ে দিলাম। চাইলে দেখতে পারেন। kzbin.info/www/bejne/q4jRq6mBqNigi9E
@nakulbera242
@nakulbera242 Ай бұрын
Drum gulor size koto liter
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
@nakulbera242 55 litre. 110 litre ar drum ke kete 2ti banano hoyche.
@গাছপাগল-ল২য
@গাছপাগল-ল২য 11 күн бұрын
এখন কি আম গাছ রিপট করা হবে?31.08.2024
@RupRoofGarden
@RupRoofGarden 11 күн бұрын
হ্যায় যাবে। সেপ্টেম্বর মাস পর্যন্ত করতে পারবেন। 😊
@srimanta473
@srimanta473 Ай бұрын
দাদা,জামরুলের ভিডিও টা দিলে না?
@RupRoofGarden
@RupRoofGarden Ай бұрын
আসলে এবার এতো এতো বৃষ্টি হলো, যে জামরুল প্রায় সবই ঝরে গেছে। তাই আর ভিডিও করা হয়ে উঠে নি। 💚
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 43 МЛН
Новый уровень твоей сосиски
00:33
Кушать Хочу
Рет қаралды 1,4 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 49 МЛН
১০০ জাতের আমের বাগান | Agro News Bangla
5:21