একটি উন্নত দেশ তখন তৈরী হবে যখন দেশটিতে শিক্ষার মান শিক্ষা ব্যবস্থা খুব উন্নত হবে। একটি দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি তখন বুঝবে। যখন উক্ত দেশের শিক্ষার্থীগন নিজ দেশে পরাশোনা করে নিজ দেশে উন্নত চিকিৎসা ব্যবস্থাতে কাজ করবে। নিজ দেশে উন্নত কৃষি নদী সংরক্ষণ নদীবাধ তৈরী ব্যবস্থাতে কাজ করবে। নিজ দেশে বড় বড় ব্রীজ কলকারখানা রাস্তা ঘাট অবকাঠামো নির্মান উন্নয়নে কাজ করবে। নিজ দেশে আধুনিক প্রযুক্তি নির্মাণ আবিস্কার আধুনিক শিক্ষা পদ্ধতি আবিস্কারে কাজ করবে। যখন এই বিষয় গুলো কোন বাস্তব হবে তখন উক্ত দেশকে উন্নত বলা যাবে। বন্ধুগন তবে সবকিছুর মুলে থাকে দেশে সৎ ও দেশপ্রেমিক লোক নেতাগন তৈরীর বিষয়টি। দেশে সৎ ও দেশ প্রেমিক ছাত্র শিক্ষক মানুষ নেতাগন তৈরি করতে পারলে সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে। আর দেশে চুরি দুর্নীতি খারাপ লোক নেতা রাজা তৈরী হলে হলে সব শেষ হয়ে যায়। বন্ধু আমার একটি দেশকে উন্নত রাষ্ট্র বানাতে হলে সেই দেশের প্রসাসনকে খুবই একটিভ খুবই আধুনিক হতে হবে। বন্ধুগন আজ আমাদের বাংলাদেশকে ২০৩১ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনৈতিক দেশ ও সামরিক শক্তি তে সেরার সেরা বানাতে হলে। আমাদের বাংলাদেশের সরকারের জনগণের প্রত্তেকটি রাষ্ট্রে ব্যবসা প্রযুক্তি লেনদেনে ছরিয়ে যেতে হবে। পৃথিবীর সব দেশে দুতাবাস নির্মাণ করতে হবে। বিশ্বে কোন দেশে কোন পন্যের চাহিদা বেশি সেটি নির্ধারণ করে দেশে তৈরী করে বিশ্বে ছরিয়ে দিতে হবে। দেশের ফ্রার্মিং সিস্টেম বতর্মান থেকে ত্রিশ গুন বেশি উন্নত করতে হবে। বন্ধু আমার এইতো কিছুদিন আগে বাংলাদেশে আখ মিল চালু হতে দেখলাম। সেখানে আখের যে অবস্থা দেখলাম নুংরা ভরা চিকন আখ রস নেই এই জাতের আখ গুলো চিনি কারখানায় নেওয়া হচ্ছে। বন্ধু আমার আমরা তো বুঝি এই আখ দিয়ে বাংলাদেশের চিনিকল উন্নত করা লাভবান করা সম্ভব নয়। তারপরও অশিক্ষিত কৃষিকর্মকর্তাগন বুঝে না বন্ধু আমার আমাদের তো সর্ব প্রথম; দেশের কৃষকদের হাতে উন্নত জাতের আখ বীজ ও তার চাষ প্রদ্ধতি দেওয়া দরকার। এরপর আখ মিল চালু করতে হবে। বন্ধুগন বাংলাদেশের প্রযুক্তিবিষয়ক উন্নত খুব দরকার দেশের অর্থনৈতিক সামরিক শক্তি বৃদ্ধি খুব দরকার। একটি দেশে বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ থাকলে সেটি রক্ষার্থে বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিক শক্তি দরকার। না হলে ডাকাত এসে সম্পদ লুট করে নিয়ে যাবে।