No video

মহেরা জমিদার বাড়ি।। কিভাবে তৈরি হলো।। জানতে হলে ভিডিওটি দেখুন।।

  Рет қаралды 2,713

Travel with Nazmul

Travel with Nazmul

Күн бұрын

মহেরা জমিদার বাড়ি
যেভাবে যাবেনঃ
ঢাকা থেকে টাঙ্গাইলগামী বাসে (ভাড়া ১৫০) নাটিয়াপাড়া বাসষ্ট্যান্ডে নেমে অপেক্ষ্যমান সিএনজি বেবীটেক্সী যোগে (ভাড়া ৭৫ টাকা, শেয়ারে জন প্রতি ১৫ টাকা) ০৩ কিঃমিঃ পূর্ব দিকে মহেড়া জমিদার বাড়ি। মহাসড়কে পুলিশ ট্রেনিং সেন্টার, মহেড়া, টাঙ্গাইল নামে দিক নির্দেশনা ফলক আছে। আর যারা উত্তরবঙ্গ থেকে আসবেন তারা যে কোন ঢাকাগামী বাসে টাঙ্গাইল পার হয়ে ১৭ কিঃমিঃ পর নাটিয়াপাড়া বাসষ্ট্যান্ডে নেমে একইভাবে যেতে পারেন।
বর্ণনা
কোথায় খাবেন
মহেরা জমিদার বাড়ির গেটের সাথেই 'হ্যালো' নামের দোতলা বিশিষ্ট একটি ক্যান্টিন আছে। এছাড়াও পাশরা পুকুর এবং ঝর্নার সাথে ২ টি ছোট ক্যান্টিন রয়েছে।
কোথায় থাকবেন
আপনি যদি জমিদার বাড়িতে রাত্রীযাপন করতে চান তার জন্য এসি/নন এসি ডাক বাংলোর সুব্যবস্থা আছে।
• প্রবেশ মূল্য : জনপ্রতি ১০০ টাকা
এই জমিদার বাড়ির প্রবেশ পথেই রয়েছে বিশাল দুইটি সুরম্য গেট। বিশাল তিনটি প্রধান ভবনের সাথে নায়েব সাহেবের ঘর, কাছারি ঘর, গোমস্তাদের ঘর, দীঘি ও আরো তিনটি লজ রয়েছে। প্রবেশ পথের আগেই বিশাখা সাগর নামে একটি দীঘি আছে। মূল ভবনে পিছনের দিকে পাসরা পুকুর ও রানী পুকুর নামে আরো দুইটি পুকুর রয়েছে। এছাড়াও রয়েছে পার্ক, চিড়িয়াখানা সুইমিংপুল, ক্যান্টিন।
জমিদার বাড়ীর পূর্বপুরুষেরা হলেন- বিদু সাহা, বুদ্ধু সাহা, হরেন্দ্র সাহা ও কালীচরণ সাহা।
• মহেরা জমিদার বাড়িতে যে ভবন গুলো রয়েছে
• চৌধুরী লজ: মূল ফটক দিয়ে জমিদার বাড়ি প্রবেশের পরেই চৌধুরী লজ দেখা যায়। পিলার গুলো রোমান স্থাপত্য শৈলীতে নির্মাণ করা হয়েছে। সুন্দর নকশাখচিত ভবনের ভেতরে রয়েছে ঢেউ খেলানো ছাদ। দোতলা এই ভবনের সামনে রয়েছে সুন্দর বাগান ও সবুজ মাঠ।
• মহারাজ লজ: বাইজেনটাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ
লজ ভবনের সামনে ৬ টি কলাম আছে। মহারাজ লজের সামনের
সিঁড়ির বাঁকানো রেলিংটি ও ঝুলন্ত বারান্দা ভবনের শোভা বৃদ্ধি
করেছে। ভবনটিতে মোট কক্ষ আছে ১২ টি, সামনে বাগান ও
পেছনে একটি টেনিস কোর্ট রয়েছে। এই ভবনটি শুটিং স্পট হিসেবে ব্যবহৃত হয়।
• আনন্দ লজ: মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয়
ভবন হচ্ছে আনন্দ লজ। নীল ও সাদা রঙের ভবনটির সামনে ৮ টি সুদৃশ্য কলাম রয়েছে। তিন তলা অবস্থিত ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে আরো দৃষ্টিনন্দন। আনন্দ লজের সামনে হরিণ, বাঘ ও পশু-পাখির মূর্তিসহ একটি চমৎকার বাগান আছে।
• কালীচরণ লজ: জমিদারী প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লজ অন্য ভবন থেকে বেশ আলাদা। ইংরেজি 'ইউ' অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে নির্মিত। অন্যোন্য স্থাপত্য শৈলীর জন্য বিকাল বেলা ভবনের ভেতর থেকে সুন্দর আলোর ঝলকানি দেখা যায়।
উপরের ভবনগুলো ছাড়াও মহেরা জমিদার বাড়িতে রয়েছে নায়েব ভবন, কাচারি ভবন ও রানী মহল।

Пікірлер: 7
@user-ih6bi5tp4l
@user-ih6bi5tp4l 5 ай бұрын
Onek Balo hoiche
@starworldd817
@starworldd817 3 ай бұрын
onek sondur
@user-nb8kg9si9d
@user-nb8kg9si9d 5 ай бұрын
আনেক সুন্দর
@MdSayef-yh2ep
@MdSayef-yh2ep 6 ай бұрын
খুব সুন্দর যায়গা
@Mddulal-fq2kl
@Mddulal-fq2kl Ай бұрын
❤❤❤
@mdsumonahamed4787
@mdsumonahamed4787 6 ай бұрын
❤❤
@travelarnazmul777
@travelarnazmul777 6 ай бұрын
Thanks you so matchy❤
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
Lehanga 🤣 #comedy #funny
00:31
Micky Makeover
Рет қаралды 29 МЛН
Live: Times Network India Health Awards 2024
2:29:09
TIMES NOW
Рет қаралды 2,2 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН