Рет қаралды 34
হাওড়া বা শিয়ালদহ গামী যে কোনো ট্রেন ধরে নেমে পড়ুন কাটোয়া স্টেশনে সেখান থেকে 7 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসুন রাস্তায়।তারপর সেখান থেকে বাস ধরুন (আপনি চাইলে গাড়ি ধরতে পারেন ভাড়া একটু বেশি হবে) বাসের ভাড়া 20 টাকা। বাস থেকে নিরোল বাসস্ট্যান্ডে নেমে পড়ুন সেখান থেকে একটি টোটো ধরুন ভাড়া 15 টাকা নেবে সোজা অট্টহাস সতিপীঠ।
বি:দ্র:- এখানে রাত্রি যাপনের সুব্যবস্থা আছে।