আলহাজ্ব ক্বারী মৌলানা মুহাম্মদ তারেক আবেদীন ক্বাদেরী হুযুরকে এভাবে ছোট বাচ্চাদের মতন নবীর প্রেমে বহু বার কান্না করতে দেখেছি। হুযুর যখন আরব আমিরাতে (UAE) ছিলেন তখনের প্রায় ভিডিওতে দেখা গেছে কান্না করতে করতে দয়াল নবীজির শান পড়তে। আসলে সাচ্চা একজন নবী প্রেমিক কখনো কান্না না করে থাকতে পারে না! আমাদের মহিউদ্দিন তানভির ভাই যে কালাম গুলো পরিবেশন করেছেন সেগুলো শুনলে নবী প্রেমিকেরা আত্মহারা হয়ে কান্নাকাটিতে ভেঙ্গে পরে। প্রেমের এই চোখের পানি যদি আল্লাহ তায়ালা কবুল করেন তবে নিশ্চিত জাহান্নাম হারাম হয়ে যায়।