বুকে ব্যথা জমা রেখে কালি করে কলমের অশ্রু হিসাবে বহিঃপ্রকাশ -গুরুদেবের একান্ত নিজস্বতা,তার সাথে হৃদয় নিংড়ানো গায়কী---চোখের সাধ্য কী চুপ থাকে....সেও সজল সঙ্গত দিল...উহঃ
@priyasankarghoshhajra7508 Жыл бұрын
TV তে দেখে সাক্ষী ছিলাম সেই আবেগঘন সময়টার ,সেই সকল গানপ্রিয় বাঙালীর কান্না ভেজা পয়লা বৈশাখের সকাল বেলার। স্বপ্নীল বাংলাদেশ থেকে এসে তার দিলখোলা গায়কীতে গান গেয়ে স্টুডিওর মধ্যে থেকে দিগন্তময় মাঠ , সবুজ গাছ ও অসীম আকাশের খোলা হাওয়ায় আমাদের সকলকে মুহূর্তে নিয়ে গেলো ।। রবি ঠাকুরের আশীর্বাদে ধন্য হোক স্বপ্নীলের জীবন ও জীবনবোধ ।।
@nilkamalbiswas4487 Жыл бұрын
মানুষের আকাংখা এবং প্রাপ্তির মধ্যে স্বপ্ন এবং সংগঠনের মধ্যে কোথাও একটা মস্ত খন্ড আছে। কিছু অপ্রাপ্তির কথা মনে করায় দিলো আপনার গান। আমি অনেক গায়কের কন্ঠে শুনেছি এই গানটা কিন্তু এমন আবেগ প্রবণ কখনো হই নাই। এক কথায় অসাধারণ।
@SelimJaman-jh4bx5 ай бұрын
অনেক প্রখ্যাত শিল্পীর কণ্ঠেই এ গানটি শুনলেও বয়সে নবীন এই শিল্পীর গায়কী মনকে নাড়া দিয়ে গেলো! বাংলাদেশ থেকে শুভেচ্ছা অফুরন্ত!
@sadekurrahman46184 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারিনি সজীব ,গানের কথা , তোমার গায়কী মিলেমিশে অন্যরকম ভালোলাগার জায়গায় নিয়ে গেলে ভাই আমার ।অনেক দিন পর গান শুনে আবেগী হয়েছি কিছু সময়ের জন্য।কৃতজ্ঞতা ।
@krishnagopalray80262 жыл бұрын
বাংলাদেশের মানুষের এত প্রেম মুগ্ধ করে, গর্বিতও করে। কিন্ত কী থেকে কী হয়ে গেছে --ওপারে তুমি শ্যাম এপারে আমি!
@Aversiontostupidity4 ай бұрын
Chokher jol.... Pani ta bangla noy.
@shyamalsaha53835 жыл бұрын
অপূর্ব। অসাধারণ। যেমন গান তেমনি গায়কী। অশ্রু সংবরণ করা যায় না। খুব খুব ভালো গেয়েছো ভাই। --শ্যামল সাহা,আলমবাজার, কলকাতা।
@mukthizcreation3 жыл бұрын
বেচে থাক এটাই গাওয়া এটাই জীবনের বড় পাওয়া। এত বড় বড় শিল্পীদের সামনে বাংলাদেশের শিল্পীর গান পরিবেশন করা, তাও আবার রবীন্দ্র সংগীত। আল্লাহ তোমাকে অনেক দূর যেতে সাহায্য করবেন।
@shadhinhossan52855 жыл бұрын
চোখের পানি ধরে রাখতে পারলাম না।অসম্ভব সুন্দর কন্ঠ আমাদের বাংলার অহংকার ধন্যবাদ।
@asutoshsarkar72193 жыл бұрын
খুবই দরদ দিয়ে গাওয়া গানটা শুনে আমার মনটা তৃপ্ত হল ।
@shofiqself739 ай бұрын
কবি গুরুকে শ্রদ্ধা। সেই সাথে বাংলাদেশের অহংকার সপ্নিল কেও অনেক শুভকামনা।এর আগে এমন ভাবে গাইতে শুনিনি। ননস্টপ ২০ বার শুনেও মন ভরছে না।
@proudindia883 жыл бұрын
পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীত একমাত্র রবীন্দ্র সঙ্গীত। 😭😭😭 চোখে জল এসে গেলো।
@sunilbanerjee60732 жыл бұрын
গান টা তো অসাধারণ গেয়েছেন,সব থেকে ভালো লাগলো গান শুরু করার আগে উপস্থাপনা,কি সাধারণ ভাবে কথা বলল অথচ ভীষণ ভাবে নাড়া দিয়ে দেয়, খুব ভালো লাগলো
@SD-yv5iy4 жыл бұрын
বা খুব সুন্দর হইছে প্রাণটা ভরে গেল গান শুনে ও কথা গুলো শুনে। শেষ ভালো যার সব ভালো। অনেক অনেক বড় মাপের শিল্পী যেন ঈশ্বর করেন আশীর্বাদ করি।
@plaintruth75035 жыл бұрын
আহারে - কত লোকের হৃদয় উজাড় করে চোখে পানি আসছে!!!
@bibhassarkar4375 Жыл бұрын
Akdam ভাই
@shantanusarkar3255 Жыл бұрын
This is Rabindranath. Every single word penetrates the heart of every audience. His singing makes everyone tearful. 🙏🙏
@Star40ish6 жыл бұрын
Absolutely beautiful song!! Shame on these people who disliked it.
@omarfaruque79658 жыл бұрын
such a way of singing I can't believe how is possible for a little boy . really touching
@manasjana45895 жыл бұрын
This is singing like a bird
@suranjandas1634 Жыл бұрын
অপূর্ব। অনেক অনেক ধন্যবাদ ভাই। আমি প্রায় প্রতিদিন রাতেই তোমার এই গানটা শুনতে শুনতে ঘুমাই।
@RanjitMajumder-v6m Жыл бұрын
অসাধারন ভাই। চোখে জল এসে যায়
@ratnasahachowdhury51594 жыл бұрын
সজীবের গাওয়া এই গানটি আমি প্রতিদিন ২/৪ বার শুনি।গানটি আমার প্রিয় গানের একটি।তোমার গলায় গানটি অসাধারণ হয়েছ।
@dinontasharif91438 ай бұрын
এককথায় অসাধারণ। এমন আবেগ আর দরদ দিয়ে গাওয়া যে, নিজেকে নিজের মাঝে রাখা দায়।
@bimalchandradas18199 ай бұрын
মন স্পর্শ করে গেল! মনপ্রাণ দিয়ে গাওয়া গান, বিমুগ্ধ হয়ে গেলাম!
@mizanurrahman62574 жыл бұрын
পরিবেশ বুঝে গান নির্বাচন। মুগ্ধ হয়েছি।হৃদয়ের ভেতরে নাড়া দিয়েছে। তারা পরিবারের কী হয়েছিল,জানালে কৃতজ্ঞ হব।
@anutapabhattacharya7541 Жыл бұрын
রাজনৈতিক দ্বন্দ থেকে এই চ্যানেলটি উঠিয়ে দেওয়ার ঘোষণা করা হয়।হয়তো কিছু আইনসঙ্গত ত্রুটি বিচ্যুতি ছিল। সে সবারই কিছু না কিছু থাকে।তবে বাংলা সংস্কৃতির বিরাট ক্ষতি হয়েছে এই চ্যানেলটি বন্ধ হওয়ায়।
@jaharsaha64183 жыл бұрын
A different way the song sang with lots of emotions , devotions and love.
@mohammadabdullahelbaki31824 жыл бұрын
Shwapnil, excellently presented such an emotional song and in such a moment, that you proved that in both sides of Bengal, our thought process is same, in fact we are same though apart by border. Thanks a million.
@manikaghosh87394 жыл бұрын
Vvv as no be an
@shirazulislamnayon12314 жыл бұрын
আমার খুব ভালো লেগেছে এই অনুষ্ঠান টা। গানটাও আমার মন কেড়েছে।উপস্থাপিকা টা দারুণ উপস্থাপনা করেছে
@chiranjitdash13994 жыл бұрын
আপনার কি টা-এর দোষ আছে?
@mohammadimrose20372 жыл бұрын
অমূল্য! মূল্যাতীত! অনেক অনেক শুভকামনা!.......🌺💕🌷
@jinnatunjahan31349 жыл бұрын
চোখে পানি আসার মতই একটা গান। অসাধারণ।
@gustgust61513 жыл бұрын
Mane
@subhodip7722 Жыл бұрын
কষ্টের অনলে দগ্ধ না হলে লোককে কাঁদানো যায়না । আর রবি ঠাকুর এই জায়গাতেই অন্যন্য অনবদ্য, নিজের কান্না বুকে জমিয়ে লেখার প্রকাশ করলে লোক তো কাঁদবেই 😶😶😞❣️
@mallinathghosh6 жыл бұрын
কী গলা রে ভাই ........অসাধারণ
@souradipganguly33287 жыл бұрын
I have recently tried to sing this song. I have listened to you a countless number of times. It really helped. Thank you so much for setting such a high standard of accuracy. You felt each and every lyric while singing. Thank you so much, Big Bro. Souradip
এমন প্রাণ দিয়ে গাওয়া রবীন্দ্রনাথের গান খুব কম শোনা যায়। মাঝে মাঝে পাওয়ার অনুভূতি যেন সবাইকে আকুল করে তোলে ।
@ashimsarkar11565 ай бұрын
Who can hold the tears let me know ? Excellent sojib❤
@mdshimul90585 жыл бұрын
এতই আবেগপ্লুুত হলাম কিছু লিখার মত ভাষা নেই।
@debdashaldar40005 жыл бұрын
এই গান শুনলে কান্না ছাড়া আর কিছুই হয়না! ঘোর লেগে যায়।
@HopeinMedia3 жыл бұрын
যে গান এতজনকে কাঁদাল.... হৃদয়স্পর্শী ছিল।
@jayatubhattacharya90035 жыл бұрын
স্বপ্নিল সজীব অসাধারণ, প্রণাম ও ভালোবাসা নিও
@erd95663 жыл бұрын
দারুণ ।এত দরদ দিয়ে গেয়েছেন শিল্পী ।নমস্কার ।
@vocal19978 жыл бұрын
আহা কী গেয়েছো তুমি সোনা... অপূর্ব!!
@ashimmondal61705 жыл бұрын
Heard touhnig song.
@khademulislam25848 жыл бұрын
অসাধারণ, ভাই।।।। আমার মনে হয় আবিদ দা আর আপনি দুই জন এ গান টা সবচেয়ে ভাল গেয়েছেন।।।।
@kabyakarmaker8 жыл бұрын
Ei gan ta tumi e sobcheye bhalo geyecho.... Thank you for uploading....
@AnisurRahman-gx9di Жыл бұрын
বাউল সুরের এ গান যেন অচিনকে চেনার এক ব্যাকুল আর্তনাদ!! "
@sukhentudu Жыл бұрын
Rat 2to baje class work ses holo sobe hotat ai gan mathai ase ... KZbin a chole asi sunte but mathai kheyal alo ar sobkota noun version gulo to sunechi ...na hoi sobtheke puronota sune dekhi....dadar kontho sune to mortro mugdho hoye jai❤...hoi to ai jonnei English a ekta kotha aache "OLD IS GOLD" ❤... Sundor 😊
@bandanadas14414 жыл бұрын
আগেও অনেক বার শুনেছি..... চোখের জল ধরে রাখা যায় না।
@pulinbiharinayek3973 Жыл бұрын
Very nice and extraordinary song. The singer is really appreciable. Because this song bring back all my past memories every moment. This is heart wrenching every moment.
@indranighosh5308 Жыл бұрын
যতক্ষণ শুনি অন্য কিছু দেখতে পাই না শুনতেও পাই না।কি কন্ঠ কি সুর মন ভরে গেল।❤❤❤❤🙏🙏🙏🙏
@suparnamajumder38464 жыл бұрын
মন মুগ্ধ হয়ে গেছে ভাই। দরাজ গলায় গেয়েছ।
@prabhatsarkar9466 жыл бұрын
অসাধারন ভাই স্বপ্নীল, অসাধারন।
@nisithranjanbiswas4953 жыл бұрын
গানটি পূজা পর্যায়ের (ভুল হলে ক্ষমাপ্রার্থী) কিন্তু প্রতিটি ব্যর্থ প্রেমিক প্রেমিকার মন ভারাক্রান্ত হয়ে যায় এই রবীন্দ্র সঙ্গীতটি শুনলে। চোখের জল বাধা মানে না।
I found best version of this song. Thanks Shopnil Da.
@manasjana45895 жыл бұрын
অসাধারন গান। সেই বিশেষ দিনটি ভুলতে পারিনি।
@nonigopalgoshami84534 жыл бұрын
সত্যি অসাধারন গেয়েছে🙏
@apixuk40447 жыл бұрын
A team of very dedicated people, very emotional. It was wonderful to see a Bangladeshi singer welcomed by these wonderful people of Kolkata.................God bless you, may this bonding and friendship go on forever....................Joy Bangla
@manikdas1648 Жыл бұрын
অসাধারণ----অসাধারণ গেয়েছো তা বলার অপেক্ষা রাখে না, এ গানটা অনেকের গলায় শুনেছি, কিন্তু তোমারটা যেন আলাদা অন্ততঃ আমার কাছে, সব শিল্পিই নমস্যঃ কাউকে ছোট করে দেখা আমার কাম্য নয়, ভাল থাকবেন সবাই, এভাবে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে এক হৃদয় নিয়ে থাকিনা যে কদিন আছি।
@manasjana45896 жыл бұрын
A wonderful event and a glorious song on a fateful day , a time that will be remembered by many. TARA was so adorable that our loss remained a matter of grief to music lovers for many a days.
@tatai4ualways2 жыл бұрын
What exactly happened on that particular day?
@uttamkumarbiswas33976 жыл бұрын
Ei gan ta bodh hoy ei silpir konthe osadharan laglo... eto darod mesano...
@dilipkumardas43434 жыл бұрын
Unbelievable expression, singing with feelings from Heart. Hats off Sapnil Bhai.
@bimalchandrabanik5659 Жыл бұрын
ঈশ্বরের আশীর্বাদে তুমি অনেক উন্নতি করবে। তোমার গায়কির মধ্যে যে আকুলতা তা সত্যিই প্রসংসার দাবী রাখে। ভালো থেকো। কসবা/কোলকাতা।
@h1g2a3r47 жыл бұрын
heartfelt, emotional, extremely touching interpretation highlighting and uplifting first the ability of the singer then foremost the ability of the writer for producing such a gem.
@gitoshudha3642 жыл бұрын
রবীন্দ্রসংগীত গাওয়া সার্থক হয়েছে 👌💗
@hasinasayeda33345 жыл бұрын
আজ দিনে অনেকবার শুনছি গানটা, খুব ভাল লাগছে, কে কোথায়, কাকে ঁজছে, একটু পাওয়াই তো মজার, মজার এই সব সময়ে না পাওয়ার কষ্টটা। পেলে সব সময়, এমন কথা আর সুরই হোত না
@rashedmonowar50923 ай бұрын
তাঁরা টিভির দূ:সময়ে এই গানটি বাছাই আবেগ অনুভূতিতে কান্না করেছিলাম। স্মৃতিতে রাখলাম দিনটি।
@arunbaranchowdhury899 Жыл бұрын
বার বার শুনি গানটা,ধন্যবাদ,আর্শীবাদ রইল,এগিয়ে যাও।
@Fimaa2zBD3 жыл бұрын
কিছু বলার ভাষা নাই হারিয়ে ফেলেছি চোখের পানি ধরে রাখতে পারলাম না😭
@runumozumder6968 жыл бұрын
excellent presentation Sajib thank you.
@review142 Жыл бұрын
খুব ভালো একটা গান 🥺
@adnanahmedadnan65894 жыл бұрын
I’ve heard this song many times, but it’s very emotional hear this song in your voice
@TheManik19858 жыл бұрын
অসাধারণ ভাই!!!! God bless you!
@Petefdl4 жыл бұрын
Added a lot of passion and feeling to the song!! Beautiful 😍
@indranidutta12987 жыл бұрын
vison valo laglo mon vore gelo
@prakashaich12732 жыл бұрын
Asadharon.hridoy touch kore galo
@minagomes49635 жыл бұрын
Small boy sung. Excellent This song my favourite.
@prosenjitbiswas1974 жыл бұрын
Swapnil very much polite. Singer as good. Namaskar.
@omarfaruque94808 жыл бұрын
eto prem robi thakorer are kono gane ase kina amar jana nai. osadharan
@md.abulbasher38396 жыл бұрын
শুরুটাই চোখে জল আনার প্রচেষ্টা, হয়েছেও তাই!
@nirmoydasjoy71883 жыл бұрын
আসলেই অসম্ভব সুন্দর গেয়েছেন দাদা
@TapanDas-g4c4 ай бұрын
চোখের জল আর রাখতে পারিনি!প্রথম টানেই চোখেরজল চলে এল
@khalicoabessoyoneayo60077 жыл бұрын
আমার অনেক প্রিয় গান, শাহ,নেওয়াজ , নড়াইল।
@molydas46616 жыл бұрын
Khub sundar gaan.& Singer.
@swarupmajumder38256 жыл бұрын
যতবার শুনি ততবারই হারাই...
@ashokkumermalaker40877 жыл бұрын
মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না?। ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমার যবে পাই দেখিতে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে ।। অসাধারণ গানটি I
@joyofexcursion Жыл бұрын
Asadharan..mon vore galo porom sukhe
@samirkumarpal8852 Жыл бұрын
A perfect combination of emotion and rhythm.
@chinmoychakrabarti68903 жыл бұрын
অসাধারন। বারে বারে শুনি। মুগ্ধ হই।
@kamaleshb14 жыл бұрын
এই আকুতি নিয়ে এই গানটি আর কেউ কোনো গাইতে পারেনি আর ভবিষ্যতেও কেউ পারবে বলে আমার মনে হয়না। ধন্য সাধনা আপনার।
@shyamalsengupta26632 жыл бұрын
Best of my truth....... I could not listen this song in full. The "Gayaki" and the lyric with "Kirtan" tune made me cry and cry. Tears in my eyes prevented my capacity to listen full. I tried so many times to complete but again I could not. My experience is same as the lyric. " Moho megh ashe hridoy akashe tomare dekhite dai na " God bless this child. In this age he is singing with not only "Sur" but also with the lyric from his heart. Yes I am eighty now, did not cry this much listening a song. ! Why Almighty deceive us ? Why not blessing to remove "Moho megh" ?
@ratnasahachowdhury51593 жыл бұрын
নব-বর্ষের অনুষ্ঠান।এই গানটি শুনে সবাই এতো মন ভার করে আছে কেন?যদিও গানটি খুব দরদ দিয়ে গেয়েছে।মনকে ছুঁয়ে গেছে।
@mnislam95017 жыл бұрын
Thank's to singer for great song.Gaan Manus k onek batha dayee.
@rajumandal49594 жыл бұрын
মুগ্ধ হয়ে গেলাম ❤️
@pd17193 жыл бұрын
Your voice is pwrfect for Rabindra sangit.
@shyamchat10 жыл бұрын
My favourite song , as rendered by Swapnil.
@nirmalgomes630710 жыл бұрын
So nice song! Shojib it's so heart-touchy song by your voice... More it listens, it takes to deepest in heart...