Рет қаралды 7,209
Amay Rai Na Nile Bhumandale
Lyric: Nilkantha Mukharjee
Vocal: Laxman Das Baul
Video & Edit: Suman Kumar Saha | MALIK BHAROSA
Bhagirathi Baul Fakir Utsav 2024, Lalbagh Murshidabad
যখনই এই পৃথিবীতে প্রেমের উদাহরণ দেওয়া হয়, তখন প্রথমেই রাধা-কৃষ্ণের প্রেমের উদাহরণ আসে। এযে চিরশাশ্বত অপ্রাকৃত আর নিষ্কাম ও নিষ্কলুষ প্রেম। যে প্রেমের সূচনা গোলোকধাম থেকে মথুরার বৃন্দাবন পর্যন্ত প্রসারিত।
রাধা-কৃষ্ণের প্রেমকে জীবাত্মা ও পরমাত্মার মিলন বলা হয়ে থাকে।রাধাকৃষ্ণের প্রেম ছিলো অনেক শৈশব কাল থেকেই।যখন কৃষ্ণের মাত্র আট বছর বয়স ছিলো তখনই তাঁরা উভয়ের প্রেমে পড়েছিলেন।রাধা কৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই।তিনি সারা জীবন নিজের মন থেকেই প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন।আর এটাই ছিলো তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ।
বলা হয়, শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিলো যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত ছিলো, যেটা হলো বাঁশি এবং রাধা।আর শ্রীকৃষ্ণের এই বাঁশির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন আর এই কারণেই শ্রীকৃষ্ণ তাঁর বাঁশিটিকে সব সময় নিজের কাছেই রাখতেন। শ্রী কৃষ্ণের বৃন্দাবন ছাড়া পর থেকেই রাধার বর্ণনা খুব একটা পাওয়া যায় না।তবে বৃন্দাবন থেকে যাবার আগে কৃষ্ণকে রাধা শেষবারের মতো বলেছিলেন, যদিও শ্রীকৃষ্ণ তার কাছ থেকে বহু দূরে চলে যাচ্ছে তবে কৃষ্ণ তাঁর হৃদয়ে সর্বদায় বিরাজমান থাকবে।পরমকরুণাময় গোলোকপতি, বৃন্দাবনবিহারী সচ্চিদানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর একান্ত হ্লাদিনী শক্তি শ্রীমতী রাধারাণী আর সকল ভক্ত-পার্যদদের শ্রীচরণকমলে সবার মঙ্গলময়, কল্যানময়, ভক্তিময়, প্রেমময়, আনন্দময় আর শান্তিময় জীবনের জন্য আমাদের নিরন্তর প্রার্থনা।
Laxman Das Baul Gaan, Laxman Das Baul Amay Rai Na Nile Bhumandale, Laxman Das Baul Joydeb, Baul Gaan Laxman Das Baul, Malik Bharosa Baul Gaan, Bhagirathi Baul Fakir Utsav, লক্ষন দাস বাউল গান, baul, lokogiti, লক্ষন দাস বাউল আমায় রাই না নিলে ভূমন্ডলে,